সামাজিক স্তরবিন্যাস কাকে বলে?,স্তরবিন্যাসের ভিত্তি কী?, সর্বজনীন সামাজিক কাঠামোর স্বাভাবিক রূপ কী?, সামাজিক স্তরবিন্যাসের চারটি প্রধান ধরন কী কী?
সামাজিক স্তরবিন্যাস কাকে বলে?
উত্তর : সামাজিক স্তরবিন্যাস বলতে সমাজে ব্যক্তি, গোষ্ঠী এবং শ্রেণির অসম অবস্থান বা অসম মর্যাদার বিন্যাস বুঝায় ।
স্তরবিন্যাসের ভিত্তি কী?
উত্তর : সমাজস্থ মানুষের মনোভাব, অনুমোদন বা মূল্যায়নই সামাজিক স্তরবিন্যাসের ভিত্তি
সর্বজনীন সামাজিক কাঠামোর স্বাভাবিক রূপ কী?
উত্তর : সর্বজনীন সামাজিক কাঠামোর স্বাভাবিক রূপ হচ্ছে সামাজিক স্তরবিন্যাস।
সামাজিক স্তরবিন্যাসের চারটি প্রধান ধরন কী কী?
উত্তর : সামাজিক স্তরবিন্যাসের চারটি প্রধান ধরন হচ্ছে দাসপ্রথা, এস্টেট প্রথা, জাত বা জাতিবর্ণ, শ্রেণি ও মর্যাদাগোষ্ঠী।
পৃথিবীর প্রাচীন সভ্যতা কিসের উপর প্রতিষ্ঠিত ছিল?
উত্তর : পৃথিবীর প্রাচীন সভ্যতা দাসপ্রথার উপর প্রতিষ্ঠিত ছিল।
দাসের সংজ্ঞা দাও?
উত্তর : দাস হচ্ছে এমন এক ব্যক্তি যাকে সমাজের আইন এবং প্রথা অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করে।
মধ্যযুগে ইউরোপে ব্যক্তির মর্যাদা কিভাবে নিরূপণ করা হতো?
উত্তর : মধ্যযুগে ইউরোপে জন্মগতভাবেই ব্যক্তির মর্যাদা নিরূপণ করা হতো।
আরো ও সাজেশন:-
মধ্যযুগের ইউরোপীয় সমাজের তিনটি এস্টেটের নাম কী?
উত্তর : মধ্যযুগের ইউরোপীয় সমাজ অভিজাত শ্রেণি, যাজক শ্রেণি ও সাধারণ শ্রেণি এ তিনভাগে বিভক্ত ছিল।
মধ্যযুগের ইউরোপীয় সমাজে সম্পদের উৎস কী ছিল?
উত্তর : ভূমিই ইউরোপীয় মধ্যযুগের সম্পদের উৎস।
জাতিবর্ণ কেমন গোষ্ঠী?
উত্তর : জাত বা জাতিবর্ণ একটি বদ্ধগোষ্ঠী।
জাতিবর্ণ বলতে কী বুঝায়?
উত্তর : জাতিবর্ণ বলতে বুঝায় অন্তর্গোত্র বিবাহভিত্তিক এমন একটি গোষ্ঠী, যার একটি সাধারণ নাম থাকে। যার সদস্যতা জন্মসূত্রে লাভ করতে হয়। যার সদস্যদের সামাজিক মেলামেশার ক্ষেত্রে কতিপয় নিয়ম-বিধি মেনে চলতে হয়।
হিন্দুসমাজ মর্যাদার ভিত্তিতে কী কী ভাগে বিভক্ত?
উত্তর : হিন্দুসমাজ মর্যাদার ভিত্তিতে চার ভাগে বিভক্ত। যথা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য,
“A caste is doubtlessly a Closed status group” এ কথাটি কে বলেছেন?
উত্তর : A Caste is doubtlessly a closed status group একথাটি Max Weber বলেছেন ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
শ্রেণি কী?
উত্তর : শ্রেণি বলতে বুঝায় কোন এক মূল্যবোধের উপর নির্ভরশীল একটি জনগোষ্ঠী যারা অন্যান্য জনগোষ্ঠী থেকে আলাদা।
কার্ল মার্কস সামাজিক শ্রেণি বলতে কাদের বুঝিয়েছেন?
উত্তর : সামাজিক শ্রেণি বলতে সম্পত্তির মালিকানা, ভূমিদাস, কৃষককুল ও শ্রমিকদের বুঝিয়েছেন।
মার্কস বুর্জোয়া ও পলেটারিয়েট বলতে কাদের বুঝিয়েছেন?
উত্তর : মার্কস বুর্জোয়া বলতে মালিক বা পুঁজিপতিকে এবং পলেটারিয়েট বলতে শ্রমিক গোষ্ঠীকে বুঝিয়েছেন।
ম্যাক্স ওয়েবারের মতে স্তরবিন্যাসের কারণ কী?
উত্তর : ম্যাক্স ওয়েবার মনে করেন যে, শ্রেণি বা দলের ক্ষমতা এবং ক্ষমতার ব্যবহার হলো সমাজের মধ্যে স্তরবিন্যাসের কারণ।
সামাজিক গতিশীলতা কী?
উত্তর : সামাজিক পদমর্যাদার এক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলা হয়।
অনুভূমিক গতিশীলতা কাকে বলে?
উত্তর : একই সামাজিক স্তরের মধ্যে সমমর্যাদাসম্পন্ন একটি পদ পরিবর্তন করে আর একটি পদে যাওয়াকে
অনুভূমিক গতিশীলতা বলে ।
উলম্বী গতিশীলতা কাকে বলে?
উত্তর : কোন ব্যক্তির একটি সামাজিক স্তর থেকে অন্য সামাজিক স্তরে পরিবর্তন হওয়াকে উলম্বী গতিশীলতা বলে ।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক | Paragraph | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক | CV | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক | Dialog/সংলাপ | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- ইজারা অর্থায়ন পরিকল্পনা সুবিধা ও অসুবিধা গুলো বিস্তারিত আলোচনা কর
- ইজারা অর্থায়ন পরিকল্পনা সম্পর্কে আলোচনা কর
- লিভারেজ ইজারার সুবিধা ও অসুবিধা সমূহ লিখ
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো
- IAS 17 ও IFRS 16 পার্থক্য, IAS 17 vs IFRS 16 পার্থক্য, IAS 17 ও IFRS 16 মধ্যে পার্থক্য আলোচনা
- আইএফআরএস ১৬ ও আইএসি ১৭ পার্থক্য । আইএফআরএস ১৬ vs আইএসি ১৭ পার্থক্য