প্রথম ছবি সার্জিক্যাল মাস্ক
দ্বিতীয় ছবি টিস্যু পেপার!
তৃতীয় ছবি পলিথিন!
প্রশ্নঃ১ এই ৩ ছবি দেয়ার কারণ কি?
উত্তরঃ সার্জিজ্যাল মাস্কের ভিতরের দিক সাদা! এটা টিস্যু পেপারের ন্যায়। টিস্যু পেপার এর কাজেই হল শুষে নেয়া বা এ্যাবজর্ব করা।
সার্জিক্যাল মাস্কের ভিতরের সাদা লেয়ারও আপনার নাক বা মুখ থেকে জলীয় বাস্পসহ সমস্ত সিক্রেশন আটকে দেয়! শুষে নেয়। এমনকি আপনার কাছ থেকে বের হওয়া জীবানু আটকে দিকে বাইরে যেতে দেয় না!
সার্জিক্যাল মাস্কের বাহিরের নীল দিক পলিথিনের ন্যায়। পলিথিন কিছু আটকাতে দেয় না!
পানি বা ময়লা লাগা মাত্রই পড়ে যায়…এটা পিচ্ছিল…কিছুই আটকায় না! নন স্টিকি।
সার্জিক্যাল মাস্কের বাইরের দিকও তাই! যাই এসে লাগুক, আটকাতে দেয় না!
প্রশ্নঃ২ তাহলে সার্জিক্যাল মাস্কের কোন অংশ ভিতরে, কোন অংশ বাইরে?
উত্তরঃ খুব সহজ। নীল অংশ বাইরে, সাদা অংশ ভিতরে!
সব সময় এভাবেই পরতে হবে।
প্রশ্নঃ৩ কত সময় একটা সার্জিক্যাল মাস্ক ব্যাবহার করা যবে?
উত্তরঃ ৬ থেকে ৮ ঘন্টা!
প্রশ্নঃ ৪ সার্জিক্যাল মাস্ক কি ধুয়ে বা অন্যভাবে পরিস্কার করা যাবে!
উত্তরঃ না। একেবারেই না। এটা ওয়ান টাইম ইউজ। মানে কেবলমাত্র একবারই ব্যাবহারযোগ্য!
প্রশ্নঃ৫ ২টা পরলে কি লাভ বেশি?
উত্তরঃ এমন কোন কথা নাই! দুইটার চেয়ে ফিটিং ভাল হওয়া জরুরি।
সার্জিক্যাল মাস্কের উপর একটা কাপড়ের মাস্ক পরে নিলে ফিটিংটা ভাল হয়!
প্রশ্নঃ৬ গরীবের এন ৯৫ মাস্ক কাকে বলে?
উত্তরঃ সার্জিক্যাল মাস্কের উপর একটা কাপড়ের মাস্ক পরে নিলে প্রটেকশন ক্ষমতা প্রায় ৯৫% হয়ে যায়। সেজন্য এটাকেই গরীবের এন ৯৫ মাস্ক বলে।
প্রশ্নঃ৭ আমি গরীব এতো সার্জিক্যাল মাস্ক পামু কই।
উত্তরঃ অসুবিধা নাই। আপনি ৩ লেয়ারের কাপড়ের মাস্ক পরবেন। এটা ধুয়ে ধুয়ে অনেকদিন পরবেন।
প্রশ্নঃ৮ কাপড়ের মাস্কে লাভ হবে তো?
উত্তরঃ হবে কিছুটা। সামর্থ থাকলে চাইনিজ বিরানী খাবেন।না থাকলে পান্তা ভাত। জীবন তো চালাতে হবে! তাই না?
প্রশ্নঃ৯ সার্জিক্যাল মাস্ক নিয়ে অনেকে তো অনেক কথা বলে, কোনটা ঠিক?
উত্তরঃ আমি যা বলেছি এটাই ঠিক জেনে লিখেছি। এর স্বপক্ষে প্রমানও আছে আমার কাছে। বাকী সিদ্ধান্ত আপনার।
কয়েকটি ভুলঃ
১. আপনজন/সহকর্মীদের সামনে মাস্ক খুলে বসে থাকা।
২. কারো সাথে কথা বলার সময় মাস্ক খুলে কথা বলা।
৩. মাস্ক দিয়ে নাক মুখ না ঢেকে থুতনিতে মাস্ক রাখা
নিজেকে সুরক্ষার সর্বোত্তম উপায় মাস্ক…নিজে পরুন…অন্যকে পরতে বলুন…না পরলে প্রতিবাদ করুন!
প্রতিবাদ করে ঝামেলায় পড়লে নিজ দায়িত্বে মিটমাট করুন😜!
সাস্থ্য
- কী কারণে পিরিয়ডের আগে সারাদিন বমি বমি ভাব
- শিশুর জ্বর হলে করণীয় – শিশুর জ্বর কমানোর উপায়
- স্বামী-স্ত্রী যৌন সহবাসে পূর্ণ তৃপ্তি পেতে কিছু টিপস্
- শিশুর বাড়তি খাবার শুরুর আগে কি কি মনে রাখতে হবে
- যৌন মিলনের সাধারণ জ্ঞান
- ছেলেদের পুরুষত্বহীনতার কারণ লক্ষণ ও প্রতিকার
- রমজানে ডায়াবেটিস কমানোর উপায় ।। ডায়াবেটিস রোগীরা যেভাবে রোজা রাখবেন
- শুধু শেখানো নয়, শিশুর খাতিরে বদলাতে হবে আপনাদেরও। শৃঙ্খলা শিখতে হবে শিশুর সাথেই
- এন্টিসেপটিক soap/hand wash
- সকালে খালি পেটে খেজুর যেসব রোগ থেকে মুক্তি মিলবে
1 thought on “সার্জিক্যাল মাস্ক সমাচার”