সালাতের ধর্মীয় গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর, সালাতের ধর্মীয় গুরুত্বসমূহ কি কি? আলোচনা কর ৷

সালাতের ধর্মীয় গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর, সালাতের ধর্মীয় গুরুত্বসমূহ কি কি? আলোচনা কর

ভূমিকা : ইসলামের মৌলিক স্তম্ভের মধ্যে সালাতের স্থান দ্বিতীয়, কিন্তু এটি সকল ইবাদতের মূল হিসেবে বিবেচিত হয় । সালাত ছাড়া ইসলামের অন্য সকল ইবাদত মূল্যহীন । এজন্য ইসলামে সালাতের গুরুত্ব অপরিসীম

ইসলামে সালাতের ধর্মীয় গুরুত্ব : ইসলামে সকল ইবাদতের মূল চাবিকাঠি হচ্ছে সালাত। সালাত হচ্ছে মহান আল্লাহর প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ । এজন্য ইসলামে সালাতের ধর্মীয় গুরুত্ব অধিক। নিম্নে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করা হলো :

১. সালাত হলো ফরজ ইবাদত : সালাত হচ্ছে একটি ফরজ বা অবশ্য করণীয় ইবাদত। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে অসংখ্যবার সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। সুতরাং ফরজ ইবাদত হিসেবে ইসলামে সালাতের গুরুত্ব অত্যধিক। মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন অর্থাৎ, “তোমরা সালাত কায়ম কর।” (সূরা রুম : ৩১)

২. সালাত ইসলামের মৌলিক স্তম্ভ : পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ইসলামের মৌলিক কাঠামো যে পাঁচটি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সালাত তার মধ্যে দ্বিতীয়। মূল বুনিয়াদ বাদ দিয়ে যেমন কোনো স্থাপনার অস্তিত্ব লাভ সম্ভব নয়, তেমনি সালাতকে বাদ দিয়ে ইসলামকে কল্পনা করা যায় না। তাই রাসূল (সা.) ইরশাদ করেছেন “সালাত দ্বীনের স্তম্ভ। কাজেই যে ব্যক্তি সালাত কায়িক করলো সে ইসলাম কায়িম করলো । আর যে তা ছেড়ে দিল, সে ইসলামকেই ধ্বংস করল।” (বুখারী ও মুসলিম)


আরো ও সাজেশন:-

৩. সালাত ইমান ও ইসলামের প্রতীক : সালাত ইমান ও ইসলামের প্রতীক হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ, কোনো ব্যক্তি ইমান ও ইসলাম গ্রহণ করেছে কিনা, সালাতই তার প্রমাণ বহন করে । তাই রাসূল (সা.) ইরশাদ করেছেন- “প্রতিটি বস্তু বা বিষয়েরই নিদর্শন বা চিহ্ন আছে। ইমানের চিহ্ন হলো সালাত।”

৪. সালাত আল্লাহ ও বান্দার মধ্যে যোগসূত্র স্থাপন করে : ইসলামে সালাতই একমাত্র ইবাদত, যা আল্লাহ ও বান্দার মধ্যে সেতুবন্ধন রচনা করে । তাকবীরে তাহরীমার মাধ্যমে বান্দা যখন সালাতে দাঁড়ায় ও সিজদাবনত হয়, তখন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয় । রাসূল (সা.) হাদিসে ইরশাদ করেছেন— অর্থাৎ, “তুমি এমনভাবে ইবাদত করব যেন তুমি আল্লাহকে দেখছো । আর যদি তুমি তাঁকে নাও দেখ, তাহলে মনে করবে, তিনি তোমাকে দেখছেন ।” (সহীহ মুসলিম)

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৫. আল্লাহর নৈকট্যলাভের মাধ্যম : মহান আল্লাহ সান্নিধ্য লাভের একমাত্র উপায় হচ্ছে মহান আল্লাহর মাধ্যমেই আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়। রাসূল (সা.) হাদিসে ইরশাদ করেছেন- অর্থাৎ, “সালাত মুমিনের জন্য মিরাজস্বরূপ।” (আল-হাদিস)

৬. আল্লাহর প্রতি অনুরাগের মাধ্যম : মহান আল্লাহর প্রতি অনুগত্য ও আত্মসমর্পণের অন্যতম মাধ্যম হচ্ছে সালাত। সালাতে রুকু সিজদার মাধ্যমে ব্যক্তি আল্লাহর কাছে আনুগত্য ও বিনয়াবনত প্রকাশ করে তাই আনুগত্যের মাধ্যম হিসেবে ইসলামে সালাতের গুরুত্ব অধিক। মহান আল্লাহ ইরশাদ করেছেন অর্থাৎ, “হে মুমিনগণ! তোমরা তোমাদের রবের উদ্দেশ্যে রুকু সিজদাহ কর এবং তাঁরই ইবাদত কর।”

৭. আত্মিক পরিশুদ্ধি লাভের উপায় : সালাতে মহান আল্লাহকে স্মরণ করার মাধ্যমে মানুষ পাপ পঙ্কিলতা থেকে বিরত থাকতে সক্ষম হয়। ফলে সালাতের মাধ্যমে মানুষ আত্মিক পরিশুদ্ধতা অর্জন করতে পারে । মহান আল্লাহ ইরশাদ করেছেন- অর্থাৎ, “আল্লাহর স্মরণ (সালাত) দ্বারা আত্মা পরিশুদ্ধ হয়।”

উপসংহার : পরিশেষে বলা যায়,, সালাত হচ্ছে ইসলামের মৌলিক ইবাদত। এর মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ভালোবাসা ও সন্তুষ্টি অর্জিত হয় । এ কারণে ইসলামে সালাতের গুরুত্ব অপরিসীম

Leave a Comment