সাহায্যকারী খতিয়ান কি?,সাধারণ খতিয়ান ও সহায়ক খতিয়ানের সম্পর্ক কি?,বিশেষ জাবেদা কি?,নগদ কাকে বলে?
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও?
উত্তর যে প্রক্রিয়ায় কোন প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ সনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং ব্যবহারকারী নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে।
২. হিসাব তথ্য কি?
উত্তর যে তথ্য লেনদেন, আর্থিক বিবরণী ও আর্থিক প্রতিবেদনে উপস্থাপিত হয় এবং যা সংগ্রহ, প্রকিয়েজাতকরণ ও ব্যবহারকারীর নিকট সরবরাহ করে থাকে তাকে হিসাববিজ্ঞান তথ্য বলে।
৩. হিসাব বিজ্ঞানের নৈতিকতা কি?
উত্তর আচরণের যে মান দ্বারা কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির হিসাব সংক্রান্ত কার্যকলাপ ঠিক অথবা বেঠিক, সৎ অথবা অসৎ, ন্যায্য অথবা অনেক সুখ কিনা তার বিচার করা যায় তাকেই নৈতিকতা বলে।
৪. হিসাব বিজ্ঞানের সাধারগত কাঠামো বলতে কি বুঝ?
মুক্তার হিসাববিজ্ঞানের সাধারণ গত কাঠামো বলতে আর্থিক প্রতিবেদনাদি প্রস্তুতির উদ্দেশ্যে সারা বিশ্বে সর্বজন স্বীকৃত, সমরূপী, তথ্যগত ও ব্যবহারিক নীতিমালা প্রয়োগের নির্দেশমূলক ভিত্তিতে আর্থিক প্রতিবেদনাদী প্রস্তুত করকে বুঝায়।
৫. ক্রয় মূল্য নীতি কি?
উত্তর ক্রয় মূল্য নীতি হলো যখনই ক্রয় হবে তখন হিসাবের বহিতে লিপিবদ্ধ করতে হবে বা ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করতে হবে।
৬. রাজস্ব সনাক্তকরণ ধারণা কি?
উত্তর হিসাব কালের মধ্যবর্তী সময় কোন আয় উপার্জিত হলে যখনই আয় অপরচিত হবে তখনই তার নিশ্চিত বা শনাক্ত করে যারা রাজস্ব সনাক্তকরণ ধারণা নামে পরিচিত। এটি আই হিসেবে লিপিবদ্ধ করতে হবে।
৮. হিসাব প্রক্রিয়া কাকে বলে?
উত্তর যে প্রক্রিয়ায় ব্যবসায়িক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণি বদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং তথ্য সরবরাহের উদ্দেশ্যে আর্থিক ফলাফল নির্ণয়ের উপায় আলোচনা করা হয় তাকে হিসেব প্রক্রিয়া বলে।
৯. ‘ডেভিট’ থেকে ‘ডেটর’ কিভাবে আলাদা?
উত্তর ‘ডেভিট’ ও ‘ডেটর’ শব্দ দুটি আলাদা। কারণ ডেভিট হচ্ছে গৃহীতা অর্থাৎ যে সুবিধা গ্রহণ করে এবং ডেটর হচ্ছে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব যা বাকিতে পণ্য সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়।
১০. অনুপার্জিত আয় কি?
উত্তর আয় অর্জিত হওয়ার পূর্বেই যেসব আয় হিসাবের খাতায় দায় হিসেবে লিপিবদ্ধ করা হয় তাই অনুপার্জিত আয়।
১১. অনিশ্চিত হিসাব কি?
উত্তর রেওয়ামিল এর গরমিল দেখা দিলে যে হিসেব খুলে সাময়িকভাবে রেওয়ামিল মিলানো হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। এটি একটি সাময়িক হিসাব।
১২. বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি কি?
উত্তর বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা হল ব্যবসায় সংগঠনের কোন লেনদেন সংক্রান্ত ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে আর্থিক বিবরণীতে সংযুক্ত করার জন্য লিপিবদ্ধ করা হয় এমন একটি হিসাব ব্যবস্থা।
১৩. সমাপনী দাখিলা কি?
উত্তর হিসাব কালের শেষে আর্থিক বিবরণী প্রস্তুত কালে আয় ব্যয় বাচক হিসাবসমূহ বাদ দিয়ে নেট ফলাফল কি মালিকের মূলধন হিসেবে বা রক্ষিত আয় বিবরণীতে স্থানান্তরের ভিত্তিতে প্রদত্ত দাখিলাই সমাপনী দাখিল।
১৪. কার্য পত্রের মৌলিক প্রকারভেদ লেখ।
উত্তর কার্যপত্র চার প্রকার। যথা: ক. সাধারণ কার্যপত্র, খ. বিস্তৃত কার্যপত্র, গ. নিরীক্ষা কার্যপত্র ও ঘ. নগদ প্রবাহ কার্যপত্র।
১৫. ব্যবসায়িক পণ্য কাকে বলে?
উত্তর পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে এমন পণ্যকে ব্যবসায়ী উৎপন্ন করে।
১৬. নিত্যমজুদ পদ্ধতি কাকে বলে? অথবা অবিরত মজুদ পদ্ধতির সংজ্ঞা দাও।
উত্তর যে মজুদ পদ্ধতিতে প্রতিটি নতুন ক্রয় এবং বিক্রয়ের পর নতুন ভাবে মালের উদ্বৃত্ত ও মূল্য নির্ণয় করা হয় তাকে অবিরত মজুদ পদ্ধতি বলে।
হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ
সাজেশন পিডিএফ
১৭. বিক্রীত পণ্যের ব্যয় কিভাবে নিরূপণ করা হয়?
উত্তরঃ অন্যান্য ক্রয় বা উৎপাদন সংক্রান্ত ব্যয় যোগ করে বিয়োগ করে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়।
১৮. ‘ক্রয় ফেরত’ ও ‘ক্রয় ভাতা’র পার্থক্য দেখাও।
উত্তর ক্রেতা কুর্তি ক্রয় কৃত ব্যবসায়িক পণ্য বিক্রেতাকে ফেরত দিলে তাকে ক্রয় ফেরত বলে। আর বিক্রেতা কোনো কারণে বিক্রয় চালান মূল্যের উপর ক্রেতাকে ভাতা মনজুর করলে তাকে ক্রয় ভাতা বলে।
১৯. বিক্রয় ফেরত এবং বিক্রয় ভাতারের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর বিক্রয়কৃত পণ্য বিক্রেতার নিকট ফেরত আসলে তাকে বিক্রয় ফেরত বলে। অপরদিকে, বিক্রেতা কোনো কারণে বিক্রয় চালান মূল্যের উপর ক্রেতাকে ব্যবহারটা বা ভাতা মনজুর করলে বিক্রেতার জন্য তা বিক্রয় ভাতা।
২০. ভ্যাট চলতি হিসাব কি?
উত্তর ভ্যাট অর্থাৎ মূল্য সংযোজন কর যা নামে পরিচিত। মোট উৎপাদিত পণ্যের মূল্যের উপর নির্দিষ্ট হারে অপারেট অর্পিত কর হাতে মোট বিক্রয় মূল্যের উপর নির্দিষ্ট হারে করে বিয়োগফলকে ভ্যাট হিসাব বা ভ্যাট চলতি হিসাব বলে।
২১. সাহায্যকারী খতিয়ান কি?
উত্তর যে খতিয়ানে মূল খতিয়ান এর পাশাপাশি ব্যবসায় প্রতিষ্ঠানের সাধারণ খতিয়ানের প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাবদ্বয়ের প্রত্যেক দেনাদার ও পাওনাদার বা দেনাপাওনা জানার জন্য হিসাব রাখা হয় তাকে সহায়ক বা সাহায্যকারী খতিয়ান বলে।
২২. সাধারণ খতিয়ান ও সহায়ক খতিয়ানের সম্পর্ক কি?
উত্তর সহায়ক খতিয়ান সাধারণ খতিয়ানের একটি বর্ধিত ও অতিরিক্ত রূপ। সহায়ক খতিয়ানের বিস্তারিত উপাত্তর সংক্ষিপ্ত আকারের সাধারণ খতিয়ানে হিসাব রাখা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে, সাধারণ খতিয়ান ও সহায়ক খতিয়ান এর মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়।
২৩. বিশেষ জাবেদা কি?
উত্তর যে সব লেনদেন পুনঃপুন সংগঠিত হয় এবং একই লেনদেনের জন্য বারবার একই ধরনের জাবেদার প্রয়োজন হয় সেসব লেনদেনের ক্ষেত্রে ঝামেলা এড়ানোর জন্য যে বিশেষ জাবেদা করা হয় তাই বিশেষ জাবেদা।
২৪. নগদ কাকে বলে?
উত্তর যে তরল সম্পদ বিনিময়ের মাধ্যম হিসেবে দায় পরিশোধে ব্যবহৃত হয় তাকে নগত বলে।
২৫. ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে? অথবা ব্যাংক সমন্বয় বিবরণী কি?
উত্তর কোন নির্দিষ্ট তারিখে নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পার্থক্যের কারণ বিশ্লেষণ করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে।
২৬. ল্যাপিং কাকে বলে?
উত্তরা কোনদিন আধারে নিকট থেকে ক্যাশিয়ার ডাকযোগে টাকা পেলে তা হিসেবে না দেখে উক্ত টাকা আত্মসাৎ করার লক্ষ্যই নিজের কাছে গোপনে রেখে দেওয়াকে ল্যাপিং বলে।
২৭. চলতি সম্পদ কাকে বলে?
উত্তর কোন সম্পদ এক বছর বা তার চেয়ে কম সময়কালের মধ্যে নগদ অর্থের রূপান্তর করার যোগ্যতা থাকলে সেই সম্পদকে চলতি সম্পদ বলে।
২৮. অনাদায়ী দেনা সঞ্চিতি কাকে বলে?
উত্তর ভবিষ্যতে দেনাদারে নিকট হতে পাওনা জনিত বা আদায় জড়িত ক্ষতিপূরণের জন্য মুনাফা হতে যে অংশ আলাদা বা পৃথকভাবে সংরক্ষণ করা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে।
২৯. ফ্যাক্টর কাকে বলে?
উত্তর আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক যারা ব্যবসা থেকে প্রাপ্য হিসাব সমূহ কিনে নেয় এবং দেনাদারদের নিকট থেকে সরাসরি টাকা আদায় করে তাদেরকে ফ্যাক্টর বলে।
৩০. প্রদেয় নোট কি?
উত্তর লিখিত অঙ্গীকার পত্রের মাধ্যমে অন্য পক্ষের নিকট যায় স্বীকৃতিকে প্রদেয় নোট বলে।
হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ
সাজেশন পিডিএফ
৩১, আর্থিক বিবরণী কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট হিসাবকালে বা আর্থিক বছর শেষে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকমের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং মালিকানাস্বত্বের হ্রাস-বৃদ্ধি ও নগদ তহবিল সম্পর্কে জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে।
৩২. নগদ প্রবাহ বিবরণী কি?
উত্তর: যে আর্থিক বিবরণীতে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালে সংঘটিত নগদ অর্থের আগমন এবং নির্গমন প্রদর্শনপূর্বক বিবরণী তৈরি করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।
৩৩. শেয়ার গ্রহীতার মালিকানাস্বত্ব কী কী নিয়ে গঠিত?
উত্তর : শেয়ার গ্রহীতার মালিকানাম্বত্ব যা নিয়ে গঠিত তা হলো- ক, শেয়ার মূলধন, খ. মুনাফার অংশ, গ. লোকসানের অংশ ও ঘ. সঞ্চিতি তহবিল।
৩৪. দায় কাকে বলে?
উত্তর : মােট সম্পদের ওপর পাওনাদার ও মালিকের দাবি বা পাওনার অধিকারকে দায় বলে।
৩৫. সংরক্ষিত আয় কী?
উত্তর : একটি প্রতিষ্ঠানের বিগত বছরগুলোার সঞ্চিতি মুনাফার জেরকে সংরক্ষিত আয় বলে।
৩৬. আর্থিক বিশ্লেষণ কাকে বলে?
উত্তর: বিভিন্ন আর্থিক তথ্য উপাত্তের তুলনা, সম্পর্ক নির্ণয় ও মূল্যায়নের পদ্ধতিকে আর্থিক বিশ্লেষণ বলে।
৩৭. আর্থিক বিবরণী বিশ্লেষণ কী?
উত্তর আথিক বিবরণী বিশ্লেষণ বলতে একটি আর্থিক প্রতিষ্ঠানের অতীত কার্যসম্পাদন এবং ভবিষ্যৎ সম্ভাবনার মূল্যায়নকে বুঝায়, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সবলতা ও দুর্বলতা খুঁজে করার প্রয়াস চালানো হয়।
৩৮. বিবরণী বিশ্লেষণের তিনটি হাতিয়ার বা কৌশলের নাম লেখ।
উত্তর: আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ারগুলো হলো- ক, সমান্তরাল বিশ্নেষণ। খ, উলম্ব বা খাড়াখাড়ি বিশ্রেষণ। গ অনুপাত বিশ্নেষণ।
৩৯. অনুপাত বিশ্লেষণ কী?
উত্তর: অনুপাত বিশ্লেষণ হচ্ছে একটি গাণিতিক প্রক্রিয়া বা পরিসংখ্যানজনিত মানদণ্ড, যার মাধ্যমে দুটি প্রাসঙ্গিক সম্পর্কযুক্ত বিষয়ের মধ্য তুলনামূলকভাবে বিচার করা হয় অথবা সংখ্যাগত ভাবে প্রকাশ করা হয়।
৪০. এসিড টেস্ট অনুপাত কী? অথবা, অগ্রিপরীক্ষা অনুপাত কী?
উত্তর: এসি টেস্ট অনুপাত হলো কোম্পানির স্বল্পমেয়াদী তারল্য দ্রুত পরিমাপ করার একটি পদ্ধতি, যা তরল সম্পত্তি ও তরল। দায়ের মধ্য তুলনা করে বের করা হয়।
হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ
সাজেশন পিডিএফ
৪১. সম্পত্তির আবর্তন কী?
উত্তর: সম্পত্তির আবর্তন হলাে বিক্রয় বৃদ্ধি করতে কোম্পানি তার সম্পদসমৃহকে কীরূপ দক্ষতার সাথে ব্যবহার করবে তার পরিমাপক। যেটি নিট বিক্রয় কে গড় সম্পত্তি দ্বারা ভাগ করে নির্ণয় করা হয়।
৪২. চলতি অনুপাতের আদ়র্শ মান কত?
উত্তর: চলতি অনুপাতের আদশ মান হচ্ছে ২:১।
৪৩. ত্বরিত অনুপাতের আদর্শ মান কত?
উত্তর : ত্বরিত অনুপাতের আদর্শ মান হচ্ছে ১:১।
৪৪. মােট লাভ অনুপাতের আদর্শ মান কত?
উত্তর : মোট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে ২০% থেকে ৩০%।
৪৫. তারল্য কী?
উত্তর: ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বল্লমেয়াদি দায় পরিশোধ ক্ষমতাকে তারল্য বলে।
৪৬. প্রদান অনুপাত কাকে বলে?
উত্তর : যে অনুপাতের মাধ্যমে শেয়ার প্রতি আয়ের কী পরিমাণ অংশ লভ্যাংশ আকারে শেয়ারহােন্ডারদের পরিশােধ করা হবে তা নিণয় করা হয় তাকে প্রদান বা চধুড়ঁঃ অনুপাত বলে।
একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।