সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন প্রণয়ন

অ্যাসাইনমেন্টঃ সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন প্রণয়ন;

শিখনফল/বিষয়বস্তুঃ পরিবর্তনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. প্রয়ােজনে পাঠ্যপুস্তুক, শিক্ষক (ফোনে/অনলাইনে), ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে;

২. ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে হবে ঋতু পরিবর্তন প্রক্রিয়ায় পৃথিবীর চারটি অবস্থার চিত্রসহ ব্যাখ্যা করতে হবে;

৩. সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতুর ব্যাখ্যা করতে হবে;

সমাধান

তারিখ : ২২ জুলাই , ২০২১ খ্রি .
বরাবর , প্রধান শিক্ষক রাকিবুল স্কুল ,ঢাকা।
বিষয় : সূর্যকে পরিক্রমণ কালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন।

জনাব,
বিনতি নিবেদন এই যে , আপনার আদেশ নং বা.উ.বি.৩৫৫-১ তারিখ ২২/০৭/২০২১ অনুসারে উপরােক্ত বিষয়ের উপর আমার স্বব্যখ্যাত প্রতিবেদনটি নিন্মে পেশ করলাম ।

সূচনা: ভূগোল ও পরিবেশ এর দ্বিতীয় অধ্যায়ঃ মহাবিশ্ব ও আমাদের পৃথিবী আলোকে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে আলোচনা করা হয়েছে সেখানে প্রশ্ন করা হয়েছে সূর্যকে পরিক্রমণ কাল এ পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশের বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ে একটি প্রতিবেদন প্রণয়ন।

সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন প্রণয়ন https://www.banglanewsexpress.com/
সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন প্রণয়ন https://www.banglanewsexpress.com/

আমাদের বাসভূমি পৃথিবী ও অন্যান্য ছাত্রী গ্রহ এবং এর কিছু জ্যোতিষ্ক সূর্যকে কেন্দ্র করে সব সময় ঘুরতে। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণমান সকল গ্রহ জ্যোতিষ্ক নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। পৃথিবী তার নিজ অক্ষের ওপর পাক খাচ্ছে আবার সূর্যকে কেন্দ্র করে এক বছরে আবার ঘুরে আসতে পৃথিবীর ঘোড়ার এর ফলে আমাদের রাতদিন ও ঋতু পরিবর্তন হয়ে থাকে।ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ পৃথিবীর আহ্নিক গতির কারণে সূর্য পৃথিবীর সূর্যের বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় অবস্থান করে যার কারণে আমাদের দেশে বিভিন্ন ঋতু হয়ে থাকে। ভূগোল তত্ত্ব অনুসারে পৃথিবীর আহ্নিক গতির কারণ এই ঋতু পরিবর্তন হয়ে থাকে বাংলাদেশের পৃথিবীর চারটি অবস্থার করে বাংলাদেশের ঋতু পরিবর্তন ঘটে থাকে।

সূর্যকে পরিক্রমণ কালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

আমরা সবাই জানি পৃথিবী এবং সৌরজগতের অন্যান্য সকল গ্রহ সূর্যের চারপাশে ঘূর্ণমান রয়েছে। প্রতিটি গ্রহ দুইভাবে ঘূর্ণমান থাকে এদের একটি হচ্ছে আর্নিক গতি যা পৃথিবীর নিজ অক্ষে ঘোড়ার গতি আন্নিক গতি বলে যার কারণেই দিন এবং রাত হয়।

সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন প্রণয়ন https://www.banglanewsexpress.com/

পাশাপাশি পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘোরে এই ঘোড়া কে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি পৃথিবী ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা সময় কালকে এক বছর বা 10 বছর বলে পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়ে থাকে।পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করে তখন সূর্যের দিকে খানিকটা হেলে থাকে পৃথিবী তার নিজ অক্ষে ঘুরে তাই পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন অংশের সূর্যের দিকে হেলে পড়ে এভাবে কখনো দক্ষিণ গোলার্ধে সূর্যের কাছে কখনো উত্তর গোলার্ধে যখন সূর্যের দিকে হেলে পড়ে তখন সে খাড়াভাবে বেশিক্ষণ ধরে সূর্যের আলো ও তাপ পায়তখন সে অংশে বেশি গরম হয়ে পড়ে অর্থাৎ গ্রীষ্মকাল হয়ে থাকে অপরদিকে যে অংশে সূর্যের তীর্যকভাবে পরে সে অংশে গরম হয় অর্থাৎ সেখানে শীতকাল বিরাজ করে বাংলাদেশ যখন গ্রীষ্মকাল অবস্থান করে তখন অস্ট্রেলিয়ায় শীতকাল এভাবে গ্রীষ্মকাল ও শীতকাল হয়ে থাকে বাংলাদেশ।

প্রতিবেদকের নাম : রাকিব হোসেন সজল
প্রতিবেদনের ধরন : প্রাতিষ্ঠানিক
প্রতিবেদনের শিরোনাম : সূর্যকে পরিক্রমণ কালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন

প্রতিবেদন তৈরির স্থান : ঢাকা
তারিখ : ২২.০৭.২০২১ ইং

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

আমাদের YouTube এবং Like Page

  • ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

Leave a Comment