সোনার তরী : রবীন্দ্রনাথ ঠাকুর

(বাংলা ১ম কবিতাংশ )
সোনার_তরী : রবীন্দ্রনাথ ঠাকুর

০১. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর : ‘সোনার তরী’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

০২. ‘খরপরশা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘খরপরশা’ শব্দের অর্থ_ শানিত বা ধারাল বর্শা।

০৩. ‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর কথা আছে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় বর্ষা ঋতুর কথা আছে।

০৪. ‘ভরসা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ভরসা’ শব্দের অর্থ_ আশা।

০৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন।

০৬. ‘ক্ষুরধারা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ক্ষুরধারা’ শব্দের অর্থ_ ক্ষুরের মতো ধারাল যে প্রবাহ বা স্রোত।

০৭. ‘সোনার তরী’ কবিতার পূর্ণ ও অপূর্ণ পর্ব কত?
উত্তর : ‘সোনার তরী’ কবিতার পূর্ণ ৮ ও অপূর্ণ পর্ব ৫।

০৮. ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নাম কবিতা কী?
উত্তর : ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নাম কবিতা ‘সোনার তরী’।

০৯. ‘শূন্য’ শব্দটি মাত্রাবৃত্ত ছন্দে কত মাত্রা?
উত্তর : ‘শূন্য’ শব্দটি মাত্রাবৃত্ত ছন্দে ৩ মাত্রা?

১০. রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘বনফুল’ কত বছর বয়সে প্রকাশিত হয়?
উত্তর : রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘বনফুল’ পনের বছর বয়সে প্রকাশিত হয়।

১১. ‘সোনার তরী’ কবিতাটি কী জাতীয় কবিতা?
উত্তর : ‘সোনার তরী’ কবিতাটি রূপক কবিতা।

১২. ‘সোনার তরী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘সোনার তরী’ কবিতাটি ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

১৩. ‘সোনার তরী’ কবিতায় ‘নৌকা’ এবং ‘মাঝি’ কীসের প্রতীক?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘নৌকা’ এবং ‘মাঝি’ মহাকালের প্রতীক।

১৪. আপাতদৃষ্টিতে ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত বলে মনে হয়?

উত্তর : আপাতদৃষ্টিতে ‘সোনার তরী’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত বলে মনে হয়।

১৫. ‘সোনার তরী’র নদীটির পরপারে দেখা যায়_
উত্তর : ‘সোনার তরী’র নদীটির পরপারে দেখা যায় তরুচ্ছায়া মসীমাখা গ্রামখানি।

১৬. ‘সোনার তরী’ কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায়?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় দুটি চরিত্র পাওয়া যায়।

১৭. ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ বলতে জীবনের সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে।

১৮. ‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল’ কীসের প্রতীক?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল’ কালস্রোতের প্রতীক।

১৯. ‘থরে বিথরে’ শব্দের অর্থ কী?।
উত্তর : ‘থরে বিথরে’ শব্দের অর্থ_ স্তরে স্তরে।

২০. কালের সোনার তরীতে কার স্থান হয় না?
উত্তর : কালের সোনার তরীতে কবির স্থান হয় না।

২১. ‘সোনার তরী’ কবিতায় ‘বারেক’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘বারেক’ শব্দের অর্থ_ মাত্র একবার।

২২. ‘সোনার তরী’ কবিতায় গ্রামের অবস্থা কেমন ছিল?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় গ্রামের অবস্থা মেঘে ঢাকা ছিল।

২৩. ‘সোনার তরী’ কবিতায় গান গেয়ে কে আসে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় গান গেয়ে মাঝি আসে।

২৪. ‘বরষা’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর : ‘বরষা’ শব্দটির উৎপত্তি ‘বর্ষা’ শব্দ থেকে।

২৫. কৃষক মাঝিকে কী অনুরোধ করেছিল?
উত্তর : কৃষক মাঝিকে সোনার ধান নৌকায় তুলে নিতে অনুরোধ করেছিল?

২৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন?

২৭. চারদিকে বাঁকা জল কী করছে?
উত্তর : চারদিকে বাঁকা জল খেলা করছে?

২৮. কৃষক কোথায় বসে আসে?
উত্তর : কৃষককূলে বসে আসে।

২৯. ‘সোনার তরী’ কবিতায় ঢেউগুলো কী করে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ঢেউগুলো ভাঙে দু’ধারে।

৩০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে মৃত্যুবরণ করেন।

H.S.C

1 thought on “সোনার তরী : রবীন্দ্রনাথ ঠাকুর”

Leave a Comment