একজন স্টোরকীপার যেকোনো স্টোর হাউজ বা গুদামঘরের রক্ষনাবেক্ষন ও তত্ত্বাবধায়নের দায়িত্বে থাকেন। তিনি পন্যের তালিকার হালনাগাদকরন ও সরবারহের প্রতিটি বিষয়ে খেয়াল রাখেন। ব্যবস্থাপনা বিষয়ে আগ্রহ থাকলে এ কাজে ভালো ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব।
এক নজরে একজন স্টোর কিপার/ স্টোরম্যান
সাধারণ পদবী:স্টোর কিপার/ স্টোরম্যান
বিভাগ:স্টোর কিপার/ স্টোরম্যান
প্রতিষ্ঠানের ধরন:সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন:পার্ট-টাইম, ফুল টাইম
লেভেল:এন্ট্রি, মিড
অভিজ্ঞতা সীমা:কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
সম্ভাব্য বেতনসীমা:৳১৫,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
সম্ভাব্য বয়সসীমা:কাজসাপেক্ষ
মূল স্কিল:স্টোররুমের মালামালের দেখাশুনা ও রক্ষনাবেক্ষন করা
বিশেষ স্কিল:ব্যবহারিক এক্সেলের কাজ জানা
বিস্তারিত জানুন
কোন ধরণের প্রতিষ্ঠানে একজন স্টোর কিপার/ স্টোরম্যান কাজ করেন?
- সব ধরনের শিল্পকারখানা;
- পন্য সরবারহকারী প্রতিষ্ঠান;
- ত্রান সরবারহকারী প্রতিষ্ঠান;
- ভারী শিল্প প্রতিষ্ঠান;
- হাসপাতাল ও ঔষধ শিল্প
একজন স্টোর কিপার/ স্টোরম্যান কী ধরনের কাজ করেন?
- ইনভেন্টরি মেইন্টেইন করা;
- ইনভেন্টরি ডাটা আপডেট করা;
- স্টক সম্পর্কে সচেতন থাকা;
- পন্যের রেজিস্টার মেইন্টেইন করা ও রেকর্ড রাখা;
- পন্যের তালিকা যাচাই করা;
- পন্যের মজুদ যাচাইকরা;
- রশিদ সংরক্ষন করা;
- এক্সেল ও ট্যালি সংরক্ষন ও কাজ করা;
- মেয়াদ উত্তীর্ণ পন্য বাছাই করা;
একজন স্টোর কিপার/ স্টোরম্যান/ স্টোরম্যান কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
- যেকোনো বিষয়ে গ্রাজুয়েট স্টোরকিপার পদের জন্য আবেদন করতে পারেন তবে ব্যবস্থাপনা বিষয়ের গ্রাজুয়েটরা কিছু স্থানে অগ্রাধিকার পায়।;
- Enterprise resource planning (ERP) এ জ্ঞান থাকলে তা চাকরি পাওয়ার ক্ষেত্রে বাড়তি যোগ্যতা বলে কিছু জায়গায় বিবেচিত হয় ।
- FIFO and LIFO accounting জানা থাকা ভালো।
একজন স্টোর কিপার/ স্টোরম্যান/ স্টোরম্যান কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- কম্পিউটারে জ্ঞান বিশেষ করে অফিস এক্সেল এবং আরো অন্য ইনভেন্টরি ব্যবস্থাপনার সফটওয়ারের কাজ জানা থাকা আবশ্যক।;
- মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান থাকা;
- পন্য তালিকাকরন ও সূচি তৈরি করার যোগ্যতা;
- যোগাযোগ করার ক্ষমতা;
- যোগান ও চাহিদা সম্পর্কে ভালো জ্ঞান থাকা;
স্টোর কিপার/ স্টোরম্যান/ স্টোরম্যান হবার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা পাবেন কোথায়?
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রী নিয়ে স্টোর কিপার/ স্টোরম্যান/ স্টোরম্যান কাজ করতে পারেন।
একজন স্টোর কিপার/ স্টোরম্যান/ স্টোরম্যান মাসিক আয় কেমন?
কাজে যোগদানের শুরুতে হয়ত ১৫,০০০-১৮,০০০টাকা আয় করা যায়, যা পরে পদোন্নতি ও অভিজ্ঞতার সাথে সাথে বেড়ে যায় বহু গুন।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও