স্টোর মিডিয়া সমূহ তালিকা তৈরি করো এবং উদাহরণ সহ বৈশিষ্ট্য বর্ণনা করো
স্টোর মিডিয়াসহ তালিকা তৈরি করবে
স্টোর মিডিয়াসহ বৈশিষ্ট্য বর্ণনা করবে
উত্তর:
স্টোরেজ ডিভাইস
স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ হার্ডওয়্যারে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ
করা যায়। কম্পিউটারের প্রক্রিয়াকরণের সুবিধার জন্য স্টোরেজ মিডিয়াতে ডেটা ও নির্দেশাবলি জমা রাখা যায় এবং
প্রয়োজনে তা সহজে কাজে লাগানো যায়। স্টোরেজ ডিভাইসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়।
যথা:
১। প্রাইমারি স্টোরেজ ডিভাইস ও
২। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস
প্রাইমারি স্টোরেজ ডিভাইস
প্রাইমারি স্টোরেজ হলো মাইক্র্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস। প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন: র্যাম। প্রাইমারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১। এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে।
২। প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম
প্রাইমারি স্টোরেজ ডিভাইস ধারণ করে।
৩। অ্যাকসেস সময় কম।
৪। ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে।
৫। ডেটা স্থানান্তরের গতি বেশি।
৬। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় ইত্যাদি।
সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস
কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ। সেকেন্ডারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১। এ ধরনের স্টোরেজ সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে না।
২। ধারণক্ষমতা তুলনামূলভাবে অনেক বেশি।
৩। দাম তুলনামূলকভাবে অনেক কম।
৪। অ্যাকসেস সময় প্রাইমারি স্টোরেজের চেয়ে অনেক বেশি।
৫। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় না ইত্যাদি।
H.S.C
- ডিপ্লোমা ইন কমার্স /বিএম/ভোকেশনাল শেষ অ্যাসাইনমেন্ট প্রকাশ
- কম্পিউটারের গতি ও ধারণক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ব্যাখ্যা করো
- RISS, SISC সহ নানান ধরনের মাইক্রোপ্রসেসর এর মধ্যে কোন ধরনের প্রসেসর সর্বোত্তম এবং কেন ব্যাখ্যা করো
- এইচএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (৮২৫১১)অ্যাসাইনমেন্ট উত্তর
- কোভিড ১৯ পরিস্থিতিতে শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার ও মাল্টিমিডিয়া ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো
- চিত্রসহ একটি স্টার ডেল্টা সংযোগ রেজিস্টরের মান বসিয়ে সমমূল্য স্টার ডেল্টা শাখা রেজিস্টরের মান নিরূপণ করো এবং চিত্রসহ কারেন্ট ও ভোল্টেজ সূত্র ব্যাখ্যা করো
- সিরিজ প্যারালাল সার্কিট চিত্র অঙ্কন করে সার্কিটের বিভিন্ন অংশের কারেন্টের ভোল্টেজ বিভাজন নির্ণয়ের সূত্র লেখ
- এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ওয়্যারিং ৮২৭১১ এসাইনমেন্ট উত্তর
- HSC Diploma in Commerce Life Skill Development (1718) Assignment Answer
- সৌহার্দ্যপূর্ণ নমনীয় আচরণ গঠন সম্পর্কে পাঠ্যপুস্তকে তোমার ধারণা বর্ণনা করো
1 thought on “স্টোর মিডিয়া সমূহ তালিকা তৈরি করো এবং উদাহরণ সহ বৈশিষ্ট্য বর্ণনা করো”