স্পেশাল সাজেশন
ডিগ্রী পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১
ডিগ্রী দ্বিতীয় বর্ষ
সমাজ বিজ্ঞান তৃতীয় পত্র
ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্লেটো কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ প্লেটো এথেন্সে ৪২৭ খ্রিস্টপূর্ব অব্দে জন্মগ্রহণ করেন।
২। প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন?
উঃ তিনটি শ্রেণিতে বিভক্ত করেছেন। যথাঃ দার্শনিক শ্রণি, যোদ্ধা শ্রেণি, উতপাদক শ্রেণি।
৩। লাইসিয়াম কী?
উঃ এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হলো লাইসিয়াম।
৪। “The Politics” গ্রন্থের রচয়িতা কে?
উঃ এরিস্টটল।
৫। “Strength is power and happiness is its ends” – উক্তিটি কার?
উঃ কৌটিল্যের।
৬। নব্য এরিস্টটল কে?
উঃ সেন্ট টমাস একুইনাসকে।
৭। ক্ষমতার রাজনীতির প্রবক্তা কে?
উঃ মন্টেস্কু।
৮। “রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব” – উক্তিটি কার?
উঃ জ্যা জ্যাক রুশো।
৯। কাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়?
উঃ জন লক কে।
১০। রুশোর মতে, আইন কী?
উঃ সার্বভৌম রাষ্ট্র জনগণের ইচ্ছা বাস্তবায়নের নিমিত্তে সরকার যেসব বিধান অনুসরণ করে তাই আইন।
১১। কৌটিল্যের অন্য দুটি নাম কি?
উঃ চানক্য বা বিঞ্চুগুপ্ত।
১২। গোষ্ঠী সংহতি কী?
উঃ বই দেখে পড়ে নিও।
১৩। পলিটি কি?
উঃ এরিস্টটলের মতে সর্বোত্তম সরকারকেই মধ্যতন্ত “পলিটি” বলে।
১৪। সেন্ট অগাস্টিনের মতে পৃথিবী কয় ধরনের সমাজে বিভক্ত?
উঃ দুই ধরনের সমাজে বিভক্ত।
১৫। “Leviathan” এর লেখক কে?
উঃ টমাস হবস।
১৬। সেন্ট টমাস একুইনাসের মতে আইন কত প্রকার?
উঃ চার প্রাকার।
১৭। ইবনে খালদুনের মতে, “রাষ্ট্রের” মূলভিত্তি কি?
উঃ যৌথ মন।
১৮। “জনগণের ঘৃণা অর্জন করে কোনো রাজাই উপকৃত হতে পারে না।” – উক্তিটি কার?
উঃ
১৯। রুশোর সার্বভৌমত্ব এর অর্থ কি?
উঃ জণগণের সাধারণ ইচ্ছা।
২০। “Two Teaties on Civil Government” গ্রন্থটি কোন দার্শনিকের?
উঃ জন লকের।
২১। প্লেটোর শিক্ষা ব্যবস্থার প্রধানত কয়টি স্তর?
উঃ দুইটি। যথাঃ প্রাথমিক শিক্ষা ও উচ্চশিক্ষা।
২২। দাসপ্রথাকে “Living tools” হিসাবে আখ্যায়িত করেছেন
উঃ টমাস হবস।
২৩। “The City of God” গ্রন্থের রচয়িতা কে?
উঃ সেন্ট অগাস্টিন।
২৪। কৌটিল্য কে ছিলেন?
অথবা, কৌটিল্যের আসল নাম কি?
উঃ ভারত বর্ষের প্রথম সম্রাট মৌর্য বংশীয় চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন।
২৫। একুইনাসের মতে, প্রাকৃতিক আইন কি?
উঃ ঐশ্বরিক যুক্তি বা প্রজ্ঞার প্রতিফলন যখন মানুষের উপরে ঘটে।
২৬। “Summa Theological” গ্রন্থের রচয়িতা কে?
উঃ একুইনাস।
২৭। ইবনে খালদুন “আসাবিয়া” বলতে কি বুঝিয়েছেন?
উঃ ইবনে খালদুনের মতে, গোত্র প্রীতির ধারণা হচ্ছে আসাবিয়া।
২৮। জন লকের মতানুযায়ী সম্মতি কয় প্রকার?
উঃ ২ প্রকার।
২৯। “মানুষ স্বাধীন হয়েই জন্মগ্রহণ করে কিন্তু সে সর্বত্রই শৃঙ্খলিত – উক্তিটি কার?
উঃ রুশোর।
৩০। প্লেটোর বিদ্যাপিঠের নাম কি?
উঃ একাডেমি।
৩১। প্লেটোর মতে, প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
উঃ (৬-২০) বছর।
৩২। প্লেটোর শিক্ষা ব্যবস্থার কয়টি স্তর?
উঃ ২ টি। প্রাথমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা।
৩৩। “Virtue is Knowledge ” এটি কার উক্তি?
উঃ সক্রেটিস।
৩৪। এরিস্টটলের মতে ক্রীতদাস কয় ধরনের?
উঃ দুই ধরনের।
৩৫। এরিস্টটল বিপ্লবকে কয়ভাগে ভাগ করেছেন?
উঃ ২ টি।
৩৬। “পাপীকে ভালোবাস এবং পাপকে ঘণা কর। উক্তিটি কার?
উঃ অগাস্টিনের।
৩৭। কৌটিল্যের মতে, অর্থ, ধর্ম ও কাম এই ত্রিবর্গের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
উঃ অর্থ।
৩৮। “The Prince ” গ্রন্থের মূল।প্রতিপাদ্য বিষয় কি?
উঃ রাজকুমারের গুণগান কর।
৩৯। সংসদীয় গণতন্ত্রের পথিকৃৎ কে?
উঃ জন লক।
৪০। রকেট সাজেশন লিমিটেড, ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে, কার উক্তি?
উঃ
৪১। রুশোর সাধারণ ইচ্ছার অর্থ কি?
উঃ জনগণের ইচ্ছা।
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- degree 3rd year psychology 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট NU Degree 1st Year Result
- ডিগ্রী ২য় বর্ষের সাজেশন pdf
- Degree 2nd year suggestion