স্বাধীনতার প্রতীক কবি সহল আহমেদ ইমরান তালুকদার
“স্বাধীনতার প্রতীক”
-সহল আহমেদ ইমরান তালুকদার।
একটি পতাকার জন্য কেদেছে হাজারো মন ক্ষনে ক্ষনে।
হাজারো প্রান নিঃশেষে, পেয়েছি তোমায় অবশেষে।
প্রান গেল লক্ষ লক্ষ, দেখিতে তোমার মুখছন্ন।
ধর্ষিত হলো বাংলার হাজারো নারী,
পেতে স্বাধীনতা স্বাধীনতার প্রতীক খানী।
হাজারো মায়ের খালি হলো কোল,
আনিতে স্বাধীনতার দ্বীপ্ত ফলক,
পথ চেয়ে বসেছিল এত কাল।
পেতে লাল সবুজের প্রতীকের ঝলক।
লাখো শহিদ আজ কবরবাসী,
জানিতে পারলো না যে,
অর্জিত হলো কীনা স্বাধীনতার প্রতীক খানী।
শহিদের সব বুকের রক্ত ঢেলে দিয়েছে যার জন্যে,
তাকে তো আসতেই হবে হনে হনে।
এই প্রতীকের প্রতি সম্মান যার নাই,
তার পিতৃপরিচয় আমার জানা নাই।
তোমাদেরকে ভোলে নাই এই জাতি,
তোমাদের কাছে মোরা ঋণি।
মামাদের সাত্মত্যাগ হলো স্বার্থক,
তাইতো আজ সারা দেশে উড়ে লাল সবুজের ফলক।