প্রশ্ন সমাধান: স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের সাফল্য বর্ণনা কর, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ ও স্বাধীনতা যুদ্ধ,আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের ইতিহাস
ভূমিকা : আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অপরিহার্য ভূমিকা পালন করেছিল। পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানিদের অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে দলটি তীব্র আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়।
আওয়ামী লীগের সাফল্য : নিচে স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের সাফল্য বর্ণনা করা হলো :
১. একাত্মতা সৃষ্টি : পাকিস্তান শাসনামলে এদেশের কতিপয় সংকটের দরুন একাত্মতা সৃষ্টিতে মারাত্মক সংকট সৃষ্টি হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর দল আওয়ামী লীগ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে একটি একাত্মতাবোধ সৃষ্টি করেন।
২. আপসহীন নেতৃত্ব : বঞ্চিত জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ আপসহীন সংগ্রাম চালিয়ে গেছে। দলটি অন্যায় অবিচারের কাছে কখনোই মাথানত করেনি।
৩. জাতীয়তাবাদী চেতনার উন্মেষ সৃষ্টি : পাক শাসনামলে আওয়ামী লীগ দেশবাসীর মধ্যে এক অভাবনীয় জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি করতে সক্ষম হয়। জাতীয়তাবাদী চেতনার উন্মেষের দরুন বাংলাদেশের স্বাধীনতা অর্জন
সম্ভব হয়েছিল।
আরো ও সাজেশন:-
৪. বাঙালির মুক্তির সনদ: ১৯৬৬ সালের ছয়দফা দাবি ছিল বাঙালির মুক্তির সনদ। আওয়ামী লীগের ছয়দফা দাবির মাধ্যমে বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ফুটে উঠে। ছয়দফার মধ্যে বাঙালির অর্থনৈতিক মুক্তি নিহিত ছিল। যার ফলে দলটি জনমানুষের সমর্থন লাভ করেছিল।
৫. স্বাধীনতা সংগ্রাম : ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিসমার আরেকটি অন্যতম দিক। দলটি স্বাধীনতা সংগ্রামে বাংলার সর্বস্তরের জনগণকে অনুপ্রাণিত করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নির্দেশে মুক্তিকামী জনগণ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে এবং সব স্থানে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। অবশেষে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আওয়ামী লীগ দলটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে একক নেতৃত্ব প্রদান করেছিল। আওয়ামী লীগ দলটি গঠনের পর থেকে পাকিস্তানের বৈষম্যনীতির বিরুদ্ধে সোচ্চার হয়। বাংলাদেশের জনগণের বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয় তার কৃতিত্ব আওয়ামী লীগের।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization