স্বাভাবিক সংখ্যা (Natural Number) কাকে বলে?,পূর্ণসংখ্যা (Integer) কাকে বলে?,ভগ্নাংশ সংখ্যা (Fractional Number) কাকে বলে?

প্রশ্ন সমাধান: স্বাভাবিক সংখ্যা (Natural Number) কাকে বলে?,পূর্ণসংখ্যা (Integer) কাকে বলে?,ভগ্নাংশ সংখ্যা (Fractional Number) কাকে বলে?

স্বাভাবিক সংখ্যা (Natural Number) : 1, 2, 3, 4, …….. ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। 2, 3, 5, 7, …… ইত্যাদি মৌলিক সংখ্যা এবং 4, 6, 8, 9, ……… ইত্যাদি যৌগিক সংখ্যা।

◈ পূর্ণসংখ্যা (Integer) : শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণসংখ্যা বলা হয়।

 অর্থাৎ …… -3, – 2, – 1, 0, 1, 2, 3, ……..ইত্যাদি পূর্ণসংখ্যা।

◈ ভগ্নাংশ সংখ্যা (Fractional Number) : p, q পরস্পর সহমৌলিক, q ≠ 0 এবং q ≠ 1 হলে, p÷q আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। যেমন : 12, 32, -53 ইত্যাদি ভগ্নাংশ সংখ্যা। p < q হলে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং p > q হলে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়।

যেমনঃ 12, 13, 23, 14, ………. ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ এবং 32, 43, 53, 54, ………ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ।

◈ মূলদ সংখ্যা (Rational Number) : p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 হলে, p÷q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়।

যেমনঃ 31 = 3, 112 = 5.5, 53 = 1.666… ইত্যাদি মূলদ সংখ্যা।

◈ অমূলদ সংখ্যা (Irrational Number) : যে সংখ্যাকে p÷q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p, q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় এরূপ যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা।

যেমনঃ √2 = 1.414213 …., √3 = 1.732…., √5÷2 = 1.58113 ….. ইত্যাদি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না।


আরো ও সাজেশন:-

◈ দশমিক ভগ্নাংশ সংখ্যা : মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়।

যেমনঃ 3 = 3.0, 5÷2 = 2.5, 10÷3 = 3.3333 ……, √3 = 1.732 ….. ইত্যাদি দশমিক ভগ্নাংশ সংখ্যা।

◈ বাস্তব সংখ্যা (Real Number) : সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়।

◈ ধনাত্মক সংখ্যা (Positive Number) : শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়।

যেমনঃ 1, 2, 1÷2, 3÷2, √2, 0.415, 0.6..2, 4.120345061, …… ইত্যাদি ধনাত্মক সংখ্যা।

◈ ঋণাত্মক সংখ্যা (Negative Number) : শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়।

যেমনঃ -1, – 2, – 1÷2, – 3÷2, – 2, – 0.415, – 0.6..2, – 4.120345061 ইত্যাদি ঋণাত্মক সংখ্যা।

◈ অঋণাত্মক সংখ্যা (Non-negative Number) : শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়।

যেমনঃ 0, 3, 1÷2, 0.612, 1.3., 2.120345……… ইত্যাদি অঋণাত্মক সংখ্যা।

রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র ও Application উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি Letter উত্তর লিংক প্রতিবেদন উত্তর লিংক
ইমেলEmail উত্তর লিংক সারাংশ ও সারমর্ম উত্তর লিংক
Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
CVউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংক Completing Storyউত্তর লিংক
Dialog/সংলাপউত্তর লিংক Short Stories/Poems/খুদেগল্পউত্তর লিংক
অনুবাদউত্তর লিংক Sentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment