হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান
ইসলামের মূল ভিত্তি বা স্তম্ভ হচ্ছে মোট পাঁচটি। তন্মধ্যে হজ হলো একটি গুরুত্বপূর্ণ ফরজ বা আবশ্যক পালনীয় বিধান। যা প্রতি বছর নির্দিষ্ট সময়ে শরিয়ত নির্ধারিত পদ্ধতিতে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের ওপর ফরজ।
পবিত্র কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ সেসকল মানুষের ওপর, যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। আর যে তা অস্বীকার করবে, সে জেনে রাখুক নিঃসন্দেহে আল্লাহ তাআলা বিশ^জগতের প্রতি মুখাপেক্ষী নন। -সুরা আলে ইমরান; আয়াত ৯৭
আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে এসেছে- প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ওপর হজ ফরজ। সামর্থ্য বলে এখানে বিশেষ করে যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম। অর্থাৎ যাদের যাতায়াত খরচ এবং অন্যান্য ব্যয়ভার বহনের সামর্থ্য আছে। অনুরূপ রাস্তা ও জান মালের নিরাপত্তা ও শারীরিক সুস্থতাও এর অন্তর্ভূক্ত। আর মহিলাদের জন্য মাহরাম পুরুষ থাকা জরুরি। যার সঙ্গে তিনি হজের সফর করতে পারেন। তো হজ ফরজ হওয়ার বিষয়ে স্পষ্ট দলিল হলো এ আয়াতটি।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেনÑ আর মানুষের মাঝে হজের ঘোষণা করুন। তারা আসবে আপনার কাছে পায়ে হেঁটে, সব ধরনের ক্ষীণকায় উটসমূহের পিঠে আরোহণ করে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। -সুরা হজ ; আয়াত ২৭
মহান আল্লাহ তাআলার অশেষ কৃপা ও অনুগ্রহ যে, মক্কার সেই পাহাড়চূড়া থেকে উচ্চারিত এই আহবানকে তিনি পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিয়েছেন। যার ফলে প্রত্যেক হজ ও ওমরা সম্পাদনকারী হজ ও ওমরার সময় লাব্বাইক বলে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে থাকেন। -তাফসিরে আহসানুল বয়ান।
সহিহ বুখারির বর্ণনায় এসেছে আবু হুরাইরা রা. থেকে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো- কোন্ আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসুলের ওপর বিশ^াস স্থাপন করা। জিজ্ঞেস করা হলো এরপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় শত্রুর মোকাবেলা করা। প্রশ্ন করা হলো- এরপর কোনটি? বললেন- মাকবুল হজ সম্পন্ন করা। এ হাদিস থেকে জানা গেল যে, হজ আদায় করা একটি অন্যতম উত্তম আমল।
যদিও বর্তমান বৈশি^ক মহামারি করোনা পরিস্থিতিতে হজ পালন সীমিত করা হয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে এ বছরও অনুষ্ঠিত হবে পবিত্র হজব্রত। আর উপর্যুক্ত আয়াতের তাফসিরের আলোকে আমরা জানতে পারলাম যে, নিরাপদ যাতায়াত ও শারীরিক সুস্থতাও অন্যতম সামর্থ্য হিসাবে বিবেচিত হবে। তাই আমরা আল্লাহ তাআলার কাছে দুআ করি, তিনি যেন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করে দেন। যারা এ বছর যারা হজ পালনের ইচ্ছা করেছেন, তারা যেন সঠিভাবে হজের বিধানগুলো পালন করতে পারেন। আল্লাহ তাআলা তাওফিক দান করুন এবং তাদের হজকে কবুল করুন। আমিন।
লেখক : (মীযান মুহাম্মদ হাসান) ইসলাম বিষয়ক গবেষক ও সাংবাদিক