হঠাৎ গোনাহ হয়ে গেলে কী করণীয়??
হযরত আলী(রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ
“কারো দ্বারা যদি কখনো কোন গোনাহ হয়ে যায়, তারপর সে (অনুতপ্ত হয়ে) আবশ্যক পবিত্রতা অর্জন করে (অযু বা গোসল দ্বারা) এবং কিছু নফল নামায পড়ে আল্লাহের কাছে মাফ চাইবে- ‘আল্লাহ নিশ্চয়-ই তাকে মাফ করে দেবেন।।”
[তিরমিযী ও ইবনে মাজাহ;
মিশকাত, হাদিস নং- ১২৪৪]
.
দুশ্চিন্তাগ্রস্ত হলে কী করণীয়??
হযরত হুযায়ফা (রা) হতে বর্ণিত-
“রাসূলুল্লাহ (সঃ) যখন-ই কোন বিষয়ে দুশ্চিন্তায় পড়তেন, তখন-ই তিনি কিছু নফল নামায আদায় করতেন এবং এগুলোর উসিলায় আল্লাহের নিকট সাহায্য প্রার্থনা করতেন।।”
[আবু দাউদ; মিশকাত, হাদিস নং- ১২৪৫]
সূত্র /MuslimsDiary
- কার্যকর সুদের হার নির্ধারণের উপায় উপাদান সমূহ লেখ
- সুদের হার অর্থকে তার সময় মূল্য দেয় ব্যাখ্যা কর
- বার্ষিক বৃত্তি Annuity উপাদান বা বৈশিষ্ট্য কী কী?
- বিজনেস ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য আলোচনা
- মুদ্রা বাজার ও মূলধন বাজার মধ্যে পার্থক্য কি?