এই গোনাহ্থে কে বাঁচার উপায়
দ্রুত সময়ের মধ্যে বিবাহ করে ফেলতে হবে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সমাধান
(১) কোনো পর্ণোগ্রাফি/ ব্লুফিল্ম দেখা যাবেনা । এটা দেখা হারাম ।
(২) কোনো খারাপ চিন্তা মনে আসতে না দেওয়া ।
(৩) নিজেকে সবসময় কাজকর্মে ব্যস্ত রাখা ।
(৪) বাথরুম/টয়লেটে প্রবেশ করার সময়, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য দুয়া পাঠ করা । অর্থাৎ টয়লেটে প্রবেশ করার সময় যে দোয়া পাঠ করতে হয় সেটা ।
(৫) সবসময় অজু অবস্থায় থাকা ।
(৬) কোন খারাপ চিন্তা মাথায় আসলে সাথে সাথে ইসতেগফার পড়া ।
(৭) যখন বেশি উত্তেজনা সৃষ্টি হয় তখন আল্লাহর কাছে প্রার্থনা করা ও দুই রাকাত নফল নামাজ পড়া এবং নির্জনতা পরিহার করা । অর্থাৎ মানুষের সমাগমে থাকলে এ কাজ করার সাহস পাবেনা ।
(৮) আর যারা অসুস্থ হয়ে পড়বে তাদের ডাক্তার এর সুপরামর্শ নেওয়া ।
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-১
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-২
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৩
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৪
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৫
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৬
তবে মনে রাখবেন এই রোগের এককভাবে কোনো চিকিৎসা নেই কোন ডাক্তার এটা ভালো করতে পারবে না যদি আল্লাহতালা অলৌকিক ভাবে ভালো না করে|আমি বিষয়টা দেখেছি আপনি নিজেও দেখতে পারেন|
(৯)টাখনুর নিচে কাপড় পরা হারাম ছেলেদের জন্য আর মেয়েদের জন্য টাখনুর উপর কাপড় পরা হারাম|রাসুল [সাঃ] বলছেন যারা এটা করবে তারা জাহান্নামে যাবে সার্টিফিকেট দেওয়া, আর বৈজ্ঞানিকভাবে যদি ছেলেরা টাখনুর নিচে
এবং মেয়েরা টাখনুর উপরে কাপড় পড়ে তাদের সেক্স হরমোন কমে যাবে দাম্পত্য জীবন সুখ আসবে না, এবং বিভিন্ন রোগবালাই দেখা দিবে, এবং তারা ভবিষ্যতে পিতা-মাতা হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলতে পারে |
এই কথাটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত|
- টিটেনাস এর কারণ লক্ষণ প্রতিরোধ ও চিকিৎসা
- টিটিভ্যাক্স ০.৫ কি কাজ করে | TTvax IM 0.5 ml এর কাজ কি | TTvax IM 0.5 ml Side Effects
- গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে জানার উপায়, গর্ভের সন্তান ছেলে না মেয়ে বুঝবেন যেভাবে
- গর্ভবতী মায়ের জ্বর এর ঔষধ, গর্ভবতী মায়েদের জ্বর হলে কী করণীয়?
- জন্মনিয়ন্ত্রণ পিলের অপকারিতা, ইমার্জেন্সি পিল খাওয়ার পর কী কী সমস্যা হতে পারে
2 thoughts on “হস্তমৈথুন। এই গোনাহ্থে কে বাঁচার উপায়”