বিষয়: বিসিএস প্রিলিমিনারি সাজেশন
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
বর্তমান ঘটনার সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, চাকরিপ্রার্থীদের দরজা খুলে দেওয়া হয়েছে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। চার লাখেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। বিসিএসের প্রতি তরুণদের প্রবল আগ্রহের কথা বিবেচনা করে আমরা এবার বিসিএস পরিক্ষা বিশেষ সংখ্যা করেছি। বিসিএস বিশেষজ্ঞদের সমন্বয়ে পাঁচটি নতুন মডেল টেস্ট দেওয়া হয়েছে।
পরীক্ষার আগে এই মডেল পরীক্ষার মাধ্যমে, আপনি এই বছরের ‘বর্তমান ইভেন্ট’ এর মাধ্যমে নিজেকে প্রস্তুত করার একটি দুর্দান্ত সুযোগ পাবেন। অনুশীলনের মাধ্যমে, আপনি নিজেকে বিসিএসের যোগ্য প্রার্থী হিসাবে প্রমাণ করতে সক্ষম হবেন। এইসব মডেল টেস্ট যে শুধু বিসিএসের জন্য আপনাকে সাহায্য করবে, তা কিন্তু নয়। সব চাকরি পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই কাজে লাগবে।
২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে পরীক্ষা নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নিদের্শনা প্রদান করা হয়েছে। চলুন এক নজরে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো দেখে নিই-
১। প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৮ (আট) ডিজিট। রেজিস্ট্রেশন নম্বরের ডিজিট উত্তরপত্রের প্রযোজ্য ঘরে কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে লিখে বৃত্ত ভরাট করতে হবে।
২। প্রতিটি উত্তরপত্রে সেট নম্বরের নির্ধারিত স্থানে সেট নম্বর এবং সেট নম্বরের জন্য নিচের সংশ্লিষ্ট বৃত্তটি থাকবে। প্রার্থীদের উত্তরপত্রে সেট নম্বর লেখা এবং সেট নম্বরের বৃত্ত ভরাট করার প্রয়োজন হবে না। সকাল ১০টায় প্রশ্ন পত্র প্রাপ্তির পর প্রার্থী তার প্রশ্নপত্রের সেট নম্বর এবং উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন কি না তা চেক করে নিশ্চিত হবেন। উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন না হলে সঙ্গে সঙ্গে পরিদর্শককে জানাবে।
৩। প্রশ্নপত্র দেয়ার পর (সকাল ১০টা) কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না। প্রশ্নপত্র নেয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (দুপুর ১২টা পর্যন্ত) কোনো প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতেও পারবেন না।
৪। কোনো প্রার্থীর ছবি, স্বাক্ষর, প্রবেশপত্র এবং উত্তরপত্রের নাম ও রেজিস্ট্রেশন নম্বরের গড়মিলসহ কোনোরূপ অনিয়ম ধরা পড়লে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫। পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৬। পরীক্ষা হলের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।
৭। পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোন ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।
৮। প্রার্থীদের কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন বিবেচনা করা হবে না।
৯। প্রার্থীর আবেদনপত্রে গুরুতর ত্রুটি ধরা পড়লে পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
১০। বিসিএস পরীক্ষা এর প্রিলিমিনারি টেস্টের ওএমআর উত্তরপত্রের দুটি অংশ থাকবে। প্রথম অংশে প্রার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, সেট নম্বর এবং স্বাক্ষরের স্থান থাকবে। দ্বিতীয় অংশে ২০০টি উত্তর প্রদানের জন্য ১-২০০ পর্যন্ত ক্রম অনুযায়ী বৃত্তসমূহ থাকবে।
উল্লেখ্য, সাধারণ বিসিএসের জন্য গত বছরের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন-প্রক্রিয়া। শুরুতে আবেদনের শেষ সময় এ বছরের ৩১ জানুয়ারি করা হলেও পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশে সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়। এতে সরকার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে।
বিসিএস পরীক্ষার প্রস্তুতি – সাধারণ জ্ঞান
হাইভোল্টেজ সাম্প্রতিক তথ্য বাংলাদেশ বিষয়াবলী
১। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাংলাদেশ কোন দেশকে ঋণ দিতে যাচ্ছে?
= শ্রীলঙ্কা।
২। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
=৪৪.৮০ বিলিয়ন মার্কিন ডলার।
৩। বাংলাদেশের উপকূলীয় জেলা কতটি?
= ১৯টি।
৪ । দেশে বর্তমানে কতটি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে?
= ১৩ হাজার ৮৮১টি। কমিউনিটি ক্লিনিক প্রকল্প গ্রহণ করেন – ১৯৯৬ সালে; নির্মাণকাজ শুরু হয় – ১৯৯৮ সালে।
প্রথম কমিউনিটি ক্লিনিক – গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক, পাটগাতি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ;
শে সামাজিক নিরাপত্তাবেষ্টনী খাতের আওতায় বর্তমানে কতটি কর্মসূচি চালু আছে?
= ১২৩টি।
৫। বাংলাদেশ ক্রিকেট দল কতটি দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে?
=১১টি। সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে।
৬। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন?
= ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ।
৭। ‘Climate Vulnerable Forum (CVF)’ -এর বর্তমান চেয়ারম্যান কে?
= শেখ হাসিনা। ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ এই সংস্থার সভাপতির দায়িত্ব পালন করবে।
৮। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী কবে মারা যান?
=২৪ মে, ২০২১
৯। মুক্তিযুদ্ধে অভূতপূর্ব অবদানের জন্য ‘মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর’ বলা হয়
= স্বাধীন বাংলা বেতারকে
১০। দেশের কোন জেলাকে ‘লিচুর রাজ্য’ বলা হয়?
= দিনাজপুর
১১। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে ‘জুলিও কুরি শান্তি পদকে’ প্রদান করা হয় কবে ?
= ২৩ মে, ১৯৭৩
১২। বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল কতটি?
= ৪৫টি ( তবে পূর্ণ সম্প্রচারে আছে – ৩১টি)।
১৩। বর্তমানে দেশে মোট নিবন্ধিত মোট পত্রিকা রয়েছে কতটি ?
= ৩,২০১টি ।
১৪। বর্তমানে দেশে মোট এফএম রেডিও রয়েছে কতটি ?
=২৮টি (সম্প্রচারে আছে – ২২টি); মোট কমিউনিটি রেডিও – ৩২টি (সম্প্রচারে আছে – ১৮টি)।
১৫। বাংলাদেশে বর্তমানে কত প্রজাতির কচ্ছপ পাওয়া যায়?
= ২২ প্রজাতির (আইইউসিএন -এর তথ্যানুযায়ী – ৩০ প্রজাতি) ।
১৬। আইসিসি ওয়ানডে র্যাঙ্কংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কত তম?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন
- ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রস্তুতি ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার, সমাজকর্মীর পরীক্ষা সাজেশন
- মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, Department of Fisheries Job Examination Suggestion, প্রস্তুতি মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার
- সিএজির অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন,Written Examination Suggestion for the post of CAG Auditor, অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
= ৭ম।
১৭। দেশে বর্তমানে কতটি স্থলবন্দর রয়েছে?
= ২৪টি।
১৮। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে ?
= অধ্যাপক রফিকুল ইসলাম।
১৯। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয়ের পরিমাণ কত?
= ২ হাজার ২২৭ মার্কিন ডলার।
২০। বিশ্বব্যাংক-নোমাড এর প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে প্রবাসী আয়ের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত তম?
=সপ্তম
২১। দেশে বর্তমানে স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
= ৪৯টি।
২২। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে পালিত হয়?
= ১৭ মে।
২৩। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তালিকায় ২০২১ সালে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান
– ১৪০তম (১৯৪টি দেশের মধ্যে)।
আন্তর্জাতিক বিষয়াবলী
১। সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ১১ দিনের যুদ্ধে ইসরায়েল কবে যুদ্ধবিরতিতে সম্মত হয়?
= ২০ মে, ২০২১.
যুদ্ধবিরতি কার্যকর হয় – ২১ মে, ২০২১.
যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ – মিসর।
২। বিশ্বব্যাংকের তথ্যমতে, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতি কত শতাংশ সংকুচিত হয়েছে?
= ৪.৩ শতাংশ।
৩। করোনাভাইরাস মহামারি মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি কী পরিমাণ অর্থ উন্মুক্ত করার প্রস্তাব দিয়েছে?
= ৫০ বিলিয়ন মার্কিন ডলার।
৪। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ সফলভাবে মঙ্গলপৃষ্ঠে রোবটযান পাঠাতে সক্ষম হয়েছে?
= চীন। ১৬ মে,২০২১ ‘ঝুরং’ নামের চীনা রোবটযান মঙ্গলগ্রহের পৃষ্ঠে অবতরণ করে।
৫। স্পেনের শীর্ষ ফুটবল লীগ ‘লা লিগা’র ২০২০-২১ চ্যাম্পিয়ন দল কোনটি?
=অ্যাটলেটিকো মাদ্রিদ।
৬। যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক হয়ে ওঠা কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে কবে হত্যা করা হয়েছিল?
=২৫ মে, ২০২০
৭। বিশ্ব জীববৈচিত্র্য দিবস’ কবে পালিত হয়?
= ২২ মে।
৮। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি?
= ২৭টি।
৯। বর্তমানে বিশ্বের কতটি দেশের সরকারপ্রধান নারী?
= ১৮টি।
১০। হামাস’ কোন দেশের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন?
= ফিলিস্তিন।
১১। আরব লিগের বর্তমান সদস্য সংখ্যা কত ?
=২২টি।
১২। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত তম?
= তৃতীয়। শীর্ষ রপ্তানিকারক দেশ – চীন, দ্বিতীয় শীর্ষ – ভিয়েতনাম।
১৩। ইসরায়েল-ফিলিস্তিনের সাম্প্রতিকতম সংঘাত ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কবে জরুরী বৈঠকের আয়োজন করে?
= ১৬ মে, ২০২১.
১৪। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) -এর বর্তমান সদস্য সংখ্যা কত?
= ৫৭টি
১৫। ইউরোপীয় ইউনিয়ন কত সালের মধ্যে ভারচ্যুয়াল ইউরো আনার সিদ্ধান্ত নিয়েছে?
=২০২৫ সালের মধ্যে।
১৬। ঘূর্ণিঝড়_নিয়ে_কিছু_তথ্যঃ
⬛⬛ ২৬ মে (বুধবার) ২০২১ ভারতের উড়িষ্যায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়– ‘ইয়াস’ (Yaas)।
▪️নামকরণ- ওমান।
▪️শব্দ- ফার্সি।
▪️অর্থ- ‘সুগন্ধী ফুলের গাছ’। এর ভিন্ন কিছু অর্থও রয়েছে- ‘মরিয়া’ বা ‘হতাশা’ বা ‘দুঃখ’।
◾◾ইয়াসের আগে (১৭ মে) ভারতের গুজরাটের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের নাম ছিল– ‘তাউট’ (Tauktae); উচ্চারণ ‘তাউকতায়ে’।
▪️নামকরণ- মিয়ানমার।
▪️শব্দ- বার্মিজ।
▪️অর্থ- ‘টিকটিকি জাতীয় এক ধরণের সরীসৃপ’।
◾◾ইয়াসের পরে ভারত মহাসাগরে সৃষ্ট যে ঝড়টি আসবে তার নাম– ‘গুলাব’ (Gulab) [নামকরণ- পাকিস্তান]।
১৬। পরিবেশগতভাবে সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ার জনবহুল নগরী ‘জাকার্তা’।
1️⃣ ১ম অবস্থানে– ইন্দোনেশিয়ার বৃহত্তর নগরী জাকার্তা,
2️⃣ ২য় অবস্থানে– ভারতের রাজধানী দিল্লী,
3️⃣ ৩য় অবস্থানে– ভারতের চেন্নাই,
১৭। নিয়ন্ত্রণ হারানো চীনা ‘লং মার্চ ৫বি’ রকেট এর ধ্বংসাবশেষ মালদ্বীপের কাছে ‘ভারত মহাসাগরে’ এসে পড়েছে– ৯ মে ২০২১।
▪️‘লং মার্চ ৫বি’ রকেটটি ২৯ এপ্রিল উৎক্ষেপণ করে।
১৮। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় সবচেয়ে বেশিবার উঠেছেন– নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা (২০২১ সালে- ২৫তম বার)।
১৯। প্রথমবারের মতো জাতিসংঘে নেয়া ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ বিষয়ক’ ঐতিহাসিক রেজুলেশনটি উত্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত “বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা”, যা সর্বসম্মতিক্রমে গ্রহণ করে জাতিসংঘ সাধারণ পরিষদ (জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই ধরণের রেজুলেশন এটিই প্রথম)।
▪️পানিতে ডুবে মৃত্যুকে একটি ‘নীরব মহামারি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে রেজুলেশনটিতে।
▪️২৫ জুলাইকে ‘বিশ্ব ডুবে-মৃত্যু প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছে সাধারণ পরিষদ
২০। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ এর ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী ‘বিশ্বে সামরিক ব্যয়ে’ বিভিন্ন দেশের অবস্থন–
1️⃣ আমেরিকা,
2️⃣ চীন,
বিসিএস পরীক্ষার প্রস্তুতি – সাধারণ জ্ঞান
ক্রমিক নং | প্রশ্ন | উত্তর |
১ | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? | অনুচ্ছেদ ১৮ |
২ | মূল্যবোধ দৃঢ় হয়? | শিক্ষার মাধ্যমে |
৩ | কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন? | ইমানুয়েল কান্ট |
৪ | আইনের যথাযথ প্রয়োগের ফলে কিরূপ সমাজ গড়ে ওঠে? | সাম্য ও ভাতৃত্বপূর্ণ |
৫ | কিসের অভাবে বিচার পরিণত হয় প্রহসনে? | ন্যায়বিচার |
৬ | কিসের প্রেক্ষাপটে সুশাসনের ধারণাকে গুরুত্বপূর্ণ করে তোলা হয়? | উন্নয়ন |
৭ | ‘সবার উপরে আইন’- কথাটির অর্থ- | আইনের প্রাধান্য |
৮ | সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি? | গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ |
৯ | আমলাতন্ত্রের প্রবর্তক কে? | ম্যাক্স ওয়েবার |
১০ | কিসের প্রভাবে মানুষ শৃঙ্খলার পরিপন্থি কোনো কাজ করে না? | নৈতিকতা |
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি
ক্রমিক নং | প্রশ্ন | উত্তর |
১১ | সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি? | সহনশীলতা |
১২ | মূল্যবোধ মানুষের জীবনে সার্বিকভাবে কী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? | দিক নির্দেশক |
১৩ | ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাস, গ্রন্থচর্চা প্রভৃতি থেকে কোন মূল্যবোধ সৃষ্টি হয়? | ধর্মীয় মূল্যবোধ |
১৪ | ‘Red Tapism’ বা ‘লাল ফিতার দৌরাত্ম্য’ এর সঙ্গে সম্পর্কিত কোনটি? | আমলাতন্ত্র |
১৫ | জাগ্রত বিবেকের ফসল কোনটি? | সময়নিষ্ঠা |
১৬ | ‘The Web of Government’ গ্রন্থটি কার লেখা? | ম্যাকাইভার |
১৭ | মূল্যবোধের পরিবর্তন ঘটে কেন? | সামাজিক পরিবর্তনের ফলে |
১৮ | কোনো দেশের নৈতিক মূল্যবোধ উন্নত হলে কী উন্নত হয়? | আইন ব্যবস্থা |
১৯ | সামাজিক মূল্যবোধ জাতীয় সত্তার কী হিসাবে পরিগণিত হয়? | দর্পণ |
২০ | ‘বাধ্যতাপ্রসূত নৈতিকতা’-এর প্রবক্তা কে? | পিয়াজে |
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন
- ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রস্তুতি ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার, সমাজকর্মীর পরীক্ষা সাজেশন
- মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, Department of Fisheries Job Examination Suggestion, প্রস্তুতি মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার
- সিএজির অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন,Written Examination Suggestion for the post of CAG Auditor, অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন
১.’ঘটিরাম’ অর্থ কী ?
ক. চালাক
খ. অপদার্থ
গ. আসবাবপত্র
ঘ. বাতাস
উত্তর: খ
২. ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কী ?
ক. অতিরিক্ত বিলাসিতা
খ. অসহায়তা
গ. অকৃতজ্ঞ
ঘ. সঞ্চয়ের প্রবৃত্তি
উত্তর: ঘ
৩. বাংলা উপসর্গ কয়টি ?
ক. ২০টি
খ. ১৯টি
গ. ২১টি
ঘ. ১৮টি
উত্তর: গ
৪. বাকস>বাসক; রিকসা>রিসকা, ব্যঞ্জনের এ ধরনের পরিবর্তনকে কী বলে ?
ক. ধ্বনি বিপর্যয়
খ. বিষমীভবন
গ. ব্যঞ্জন বিকৃতি
ঘ. অসমীকরণ
উত্তর: ক
৫. অন্তঃস্থ ধ্বনি বা অন্তঃস্থ বর্ণ কোনটি?
ক. য ল ব
খ. ঙ, চ, ঞ
গ. শ, ষ, হ
ঘ. ট, ঠ, ড
উত্তর: ক
৬. বদমাশ, হাঙ্গামা, রোজা_এগুলো কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. পাঞ্জাবি
গ. ফারসি
ঘ. ফরাসি
উত্তর: গ
৭. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কয় খণ্ডের?
ক. ১০ খণ্ডের
খ. ৯ খণ্ডের
গ. ১২ খণ্ডের
ঘ. ১৩ খণ্ডের
উত্তর: ঘ
৮. ‘সঞ্চয়ন’ প্রবন্ধটি রচনা করেন কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কাজী মোতাহার হোসেন
গ. আবুল মনসুর আহমদ
ঘ. আহমদ শরীফ
উত্তর: খ
৯. গীতিকাব্য ‘অশ্রুমালা’ রচনা করেন_
ক. কায়কোবাদ
খ. অমিয় চক্রবর্তী
গ. মীর মোশাররফ হোসেন
ঘ. ফররুখ আহমদ
উত্তর: ক
১০. ‘ভাষার প্রাঙ্গণে তব, আমি কবি তোমারি অতিথি’র কবি রবীন্দ্রনাথ ঠাকুর কার উদ্দেশে এ উক্তি করেছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: ঘ
১১. মিহির পত্রিকার সম্পাদক কে?
ক. মোজ্জামেল হক
খ. দীনেশচন্দ্র দাশ
গ. শেখ আবদুর রহীম
ঘ. গঙ্গাকিশোর ভট্টাচার্য
উত্তর: গ
১২. কবিয়ালদের মধ্যে প্রাচীন কে?
ক. ফকির গরিবুল্লাহ
খ. গোজলা গুই
গ. রামনিধি গুপ্ত
ঘ. রাম বসু
উত্তর: খ
১৩. দুঃখের কবি বলা হয় কাকে?
ক. মুকুন্দরাম চক্রবর্তীকে
খ. ভারতচন্দ্র রায়গুণাকরকে
গ. অতুলপ্রসাদ সেনকে
ঘ. মোজ্জামেল হককে
উত্তর : ক
১৪. ‘কাআ তরুবর পাঞ্চ বি ডাল চঞ্চল চীএ পইঠা কাল’_চর্যাপদের এ পদটি কার রচনায় পাওয়া যায়?
ক. কাহ্নপা
খ. লুইপা
গ. ভুসুকপা
ঘ. শবরীপা
উত্তর: খ
১৫. আশরাফ সিদ্দিকী রচিত কবিতা কোনটি?
ক. মানচিত্র
খ. বিষকন্যা
গ. প্রেমের কবিতা
ঘ. কাব্যকাহিনী
উত্তর: খ
১৬. ‘ইতিহাস মালা ১৮১২.’_উইলিয়াম কেরি রচিত কতটি গল্পের সংগ্রহ এ বইটিতে আছে?
ক. ১২০টি
খ. ১৪০টি
গ. ১৫০টি
ঘ. ১৬০টি
উত্তর: গ
১৭. ঝিলিমিলি নাটকটির রচয়িতা কে?
ক. মামুনুর রশীদ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সেলিম আল দীন
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: ঘ
১৮. ‘মানব’-এর প্রকৃতি-প্রত্যয় হচ্ছে_
ক. মন=ষ্ণ
খ. মনু+ষ্য
গ. মহান+ষ্ণ
ঘ. মনু+ষ্ণ
উত্তর: ঘ
১৯. ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটি রচনা করেন কে?
ক. সৈয়দ মুজতবা আলী
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. আবুল ফজল
উত্তর: ক
২০. ‘কিণাঙ্ক’ শব্দের অর্থ কী?
ক. ক্ষত
খ. আঁচিল
গ. কড়া
ঘ. রক্ত
উত্তর:গ
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন
- ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রস্তুতি ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার, সমাজকর্মীর পরীক্ষা সাজেশন
- মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, Department of Fisheries Job Examination Suggestion, প্রস্তুতি মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার
- সিএজির অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন,Written Examination Suggestion for the post of CAG Auditor, অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন
১। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে?
ক. লুইপা খ. কাহ্নপা গ. শবরীপা ঘ. ভুসুকুপা
উত্তর: ক
২। মধ্যযুগের কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি কে?
ক. বিজয়গুপ্ত খ. কানা হরি দত্ত গ. মানিক দত্ত ঘ. মুকুন্দরাম চক্রবর্তী
উত্তর: ঘ
৩। ‘কবর’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. নকশী কাঁথার মাঠ খ. সোজনবাদিয়ার ঘাট গ. রাখালী ঘ. মা যে জননী কান্দে
উত্তর: গ
৪। ‘বাংলার স্কট’ বলা হয় কাকে?
ক. কাজী নজরুল ইসলাম খ. মুনীর চৌধুরী গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ঘ
৫। ‘ফোর্ট উইলিয়াম যুগে’ সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. রামনারায়ণ তর্করত্ন ঘ. রামকিশোর তর্কচূড়ামণি
উত্তর: ক
৬। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
ক. দোলনচাঁপা খ. শেষ প্রশ্ন গ. কুহেলিকা ঘ. অগি্নবীণা
উত্তর: খ
৭। ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’_ ‘ভিখারী রাঘব’ কে? ক. রাবণ খ. মেঘনাদ গ. রাম ঘ. বিভীষণ
উত্তর: গ
৮। বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
ক. পদ্মাবতী খ. চন্দ্রাবতী গ. ইউসুফ জুলেখা ঘ. লাইলী মজনু
উত্তর: গ
৯। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮২৪ খ. ১৮৩৮ গ. ১৯০৬ ঘ. ১৮৭৩
উত্তর: ক
১০। কোনটি সঠিক?
ক. তরঙ্গপুঞ্জ খ. মেঘপুঞ্জ গ. কুসুমপুঞ্জ ঘ. কবিতাপুঞ্জ
উত্তর: খ
১১। কোন শব্দটি ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. অটবি খ. পল্লবী গ. কলাপী ঘ. বিটপী
উত্তর: গ
১২। ‘Blank verse’ অর্থ_
ক. অনুপ্রাস খ. অমিত্রাক্ষর গ. পয়ার ঘ. মহাকাব্য
উত্তর: খ
১৩। ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?
ক. ফরাসি শব্দ খ. স্প্যানিশ শব্দ গ. তুর্কি শব্দ ঘ. জার্মান শব্দ
উত্তর: ক
১৪। নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক. পঞ্চনদ খ. বেয়াদব গ. দেশান্তর ঘ. ভালোমন্দ
উত্তর: গ
১৫। মহিম শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মহৎ+ইমন খ. মহা+ইমা গ. মহঃ+ইমা ঘ. মহঃ+ইমন
উত্তর: ক
১৬। ‘নামিল নভে বাদল ছলছল বেদনায়_বাক্যটির দ্বিরুক্তি কী পদ দিয়ে গঠিত?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তর: খ
১৭। ‘দিন ও রাত্রির সন্ধিক্ষণ’ বাক্য সংকোচনে কোনটি হবে?
ক. পূর্বাহ্ন খ. সন্ধ্যা গ. মধ্যাহ্ন ঘ. গোধূলি
উত্তর: ঘ
১৮। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. রাজা রামমোহন রায় খ. এন বি হ্যালহেড গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. মোহিত লাল
উত্তর: খ
১৯। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৮টি ও ৯টি খ. ১০টি ও ৮টি গ. ৮টি ও ১০টি ঘ. ৮টি ও ১১টি
উত্তর: গ
২০। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক. পলাশী ব্যারাক খ. ফিট কলাম গ. রুপার কৌটা ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তর: গ
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন
- ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রস্তুতি ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার, সমাজকর্মীর পরীক্ষা সাজেশন
- মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, Department of Fisheries Job Examination Suggestion, প্রস্তুতি মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার
- সিএজির অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন,Written Examination Suggestion for the post of CAG Auditor, অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন
১. রূপতত্ত্বের আলোচ্য বিষয় হলো_
ক. শব্দ গঠন, বচন, ক্রিয়ার কাল খ. সন্ধি, ণত্ববিধান, পদ গ. পদক্রম, পদ পরিবর্তন ঘ. ধ্বনির পরিবর্তন, বর্ণ, উচ্চারণ স্থান
উত্তর:ক
২. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য_
ক. শবে মেরাজ খ. নূরনামা গ. লাইলি-মজনু ঘ. ইউসুফ-জুলেখা
উত্তর:ঘ
৩. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. ঠগী খ. পানাস গ. সেলামি ঘ. পাঠক
উত্তর: ঘ
৪. শেষের কবিতা কোন শ্রেণীর রচনা?
ক. কবিতা খ. উপন্যাস গ. কাব্যগ্রন্থ ঘ. ছোটগল্প
উত্তর: খ
৫. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?
ক. বিশেষ্য পদ খ. বিশেষণ পদ গ. ক্রিয়া পদ ঘ. সর্বনাম পদ
উত্তর: গ
৬. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. অগি্নবীণা খ. বিষের বাঁশী গ. ভাঙ্গার গান ঘ. প্রলয় শিখা
উত্তর: ক
৭. তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত?
ক. বাংলা খ. হিন্দি গ. ফারসি ঘ. ইংরেজি
উত্তর:খ
৮. দুস্তর-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দুহ+তর খ. দু+তর গ. দুঃ+তর ঘ. দুঃ+স্তর
উত্তর:গ
৯. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. পঁচিশটি খ. ত্রিশটি গ. একুশটি ঘ. বত্রিশটি
উত্তর: ক
১০. লোকসাহিত্য বলতে বোঝায়_
ক. কবিতা, গান খ. প্রাচীন চিত্রকলা গ. ছড়া, গান, ধাঁধা, প্রবাদ প্রবচন ঘ. উপন্যাস, নাটক
উত্তর: গ
১১. বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক_
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. বুদ্ধদেব বসু গ. সুধীন্দ্রনাথ দত্ত ঘ. বিষ্ণু দে
উত্তর: ঘ
১২. ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি?
ক. মঙ্গলকাব্য খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ গ. চর্যাপদ ঘ. ইতিহাসমালা
উত্তর: খ
১৩. বাংলা সাহিত্যে প্রথম আত্মচরিতমূলক গ্রন্থ কোনটি?
ক. আমার জীবন (নবীনচন্দ্র সেন) খ. আত্মচরিত (সজনীকান্ত দাস) গ. বিদ্যাসাগরচরিত (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) ঘ. রেখাচিত্র (আবুল ফজল)
উত্তর: গ
১৪. ‘মানচিত্র’ নামক কাব্যগ্রন্থটি কার?
ক. আলাউদ্দিন আল আজাদ খ. আহসান হাবীব গ. আবুল কালাম শামসুদ্দীন ঘ. আবুল মনসুর আহমদ
উত্তর: ক
১৫. বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন_
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. প্রমথ চৌধুরী গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ
১৬. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’_এই কবিতাংশটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান খ. সুফিয়া কামাল গ. জীবনানন্দ দাশ ঘ.আবদুল হাকীম
উত্তর: খ
১৭. ‘দৈনিক নবযুগের’ প্রথম সম্পাদক কে ছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম খ. কাজী এমদাদুল হক গ. বুদ্ধদেব বসু ঘ. মুনীর চৌধুরী
উত্তর: ক
১৮. চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী খ. কবীন্দ্র পরমেশ্বর গ. কবি মানিক দত্ত ঘ. বিপ্রদাস পিপিলাই
উত্তর:গ
১৯. চর্যাপদের প্রথম পদটি কার লেখা?
ক. কাহ্নপা খ. ভুসুকপা গ. শবরীপা ঘ. লুইপা
উত্তর: ঘ
২০. ‘পলাশী ব্যারাক’ নাটকটি কার রচনা?
ক. মামুনুর রশীদ খ. আলাউদ্দিন আল আজাদ গ. মুনীর চৌধুরী ঘ. সেলিম আল দীন
উত্তর: গ
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন
- ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রস্তুতি ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার, সমাজকর্মীর পরীক্ষা সাজেশন
- মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, Department of Fisheries Job Examination Suggestion, প্রস্তুতি মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার
- সিএজির অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন,Written Examination Suggestion for the post of CAG Auditor, অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১. ‘চাচাকাহিনী’-এর রচয়িতা কে?
ক. কাজী আবদুল ওদুদ খ. মোজাম্মেল হক গ. সৈয়দ মুজতবা আলী ঘ. শাহাদাৎ হোসেন
উত্তর : সৈয়দ মুজতবা আলী
২. কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়?
ক. আত্মজ খ. তনয় গ. নন্দন ঘ. শৈল
উত্তর : শৈল
৩. শুদ্ধ বানান কোনটি?
ক. শ্রদ্ধঞ্জলি খ. শ্রদ্ধঞ্জলী গ. শ্রদ্ধাঞ্জলী ঘ. শ্রদ্ধাঞ্জলি
উত্তর : শ্রদ্ধাঞ্জলি
৪. কোনটি নির্ভুল?
ক. দূঃ+ঘটনা=দূর্ঘটনা খ. দূর+ঘটনা=দূর্ঘটনা গ. দুঃ+ঘটনা=দুর্ঘটনা ঘ. দুর+ঘটনা=দুর্ঘটনা
উত্তর : দুঃ+ঘটনা=দুর্ঘটনা
৫. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় প্রকার?
ক. ৫ প্রকার খ. ৪ প্রকার গ. ৩ প্রকার ঘ. ২ প্রকার
উত্তর : ৫ প্রকার
৬. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছেন_
ক. ভুটান, সিকিম খ. বোম্বে, জয়পুর গ. কাশী, বেনারস ঘ. তিব্বত, নেপাল
উত্তর : তিব্বত, নেপাল
৭. শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম_
ক. সুধাবার খ. হাফেজ গ. কোহিনূর ঘ. মিহির উত্তর : কোহিনূর
৮. ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. তুর্কি গ. ফারসি ঘ. বাংলা
উত্তর : তুর্কি
৯. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম_
ক. আলালের ঘরের দুলাল খ. গোরা গ. দুর্গেশনন্দিনী ঘ. হুতোম প্যাঁচার নকশা
উত্তর : আলালের ঘরের দুলাল
১০. প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. দুইটি
উত্তর : চারটি
১১. বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ হলো?
ক. এ+ঔ খ. ঐ+ও গ. ঐ+ঔ ঘ. এ+ও
উত্তর : ঐ+ঔ
১২. চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য কে রচনা করেন?
ক. পরাগল খাঁ খ. লোচন দাস গ. জয়ানন্দ ঘ. বৃন্দাবন দাস
উত্তর : বৃন্দাবন দাস
১৩. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
ক. আলাওল খ. মুহম্মদ কবীর গ. দৌলত কাজী ঘ. সৈয়দ হামজা
উত্তর : দৌলত কাজী
১৪. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোটগল্প
_ ক. ব্যবধান খ. ল্যাবরেটরি গ. মেঘ ও রৌদ্র ঘ. শেষ কথা
উত্তর : ল্যাবরেটরি
১৫. তৎকালীন ইংরেজি শিক্ষিত বাঙালিদের (ইয়ং বেঙ্গল) পত্রিকা হিসেবে স্বীকৃতি পায়_
ক. জ্ঞানান্বেষণ খ. জানাঙ্কুর গ. বেঙ্গল গেজেট ঘ. সমাচার দর্পণ
উত্তর : জ্ঞানান্বেষণ
১৬. শেক্সপিয়রের ‘রোমিও জুলিয়েটের’ ভাবানুবাদ কোনটি?
ক. চারুমুখ চিত্তহারা খ. ভদ্রার্জুন গ. ভানুমতি চিত্তবিলাস ঘ. শর্মিষ্ঠা
উত্তর : চারুমুখ চিত্তহারা
১৭. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ উপন্যাসে কয়টি পর্ব আছে?
ক. ছয়টি খ. পাঁচটি গ. চারটি ঘ. তিনটি
উত্তর : তিনটি
১৮. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে_
ক. ১০ নম্বর পদ খ. ১৬ নম্বর পদ গ. ১৮ নম্বর পদ ঘ. ২৩ নম্বর পদ
উত্তর : ২৩ নম্বর পদ
১৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়?
ক. বীরসিংহ গ্রাম, মেদিনীপুর খ. কাঁঠালপাড়া, চবি্বশ পরগনা গ. চৌবেড়িয়া, নদীয়া ঘ. পেয়ারা গ্রাম, পশ্চিমবঙ্গ
উত্তর : বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
২০. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক_ ক. বঙ্কিমচন্দ্র খ. শরৎচন্দ্র গ. তারাশংকর ঘ. রবীন্দ্রনাথ
উত্তর : শরৎচন্দ্র –
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন
- ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রস্তুতি ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার, সমাজকর্মীর পরীক্ষা সাজেশন
- মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, Department of Fisheries Job Examination Suggestion, প্রস্তুতি মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার
- সিএজির অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন,Written Examination Suggestion for the post of CAG Auditor, অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১. ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূরভট্টের কাব্যের নাম কি?
ক. হাকন্দপুরাণ
খ. শ্রী ধর্মমঙ্গল
গ. বিদ্যাসুন্দর
ঘ. ধর্মমঙ্গল
উত্তর: ক
২. বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রীচৈতন্যদেবের জীবনীগ্রন্থ কোনটি?
ক. চৈতন্যভাগবত
খ. চৈতন্যমঙ্গল
গ. চৈতন্যচরিতামৃত
ঘ. শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্যচরিতামৃত
উত্তর: গ
৩. বাংলা ভাষায় রচিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
ক. মথি রচিত মিশন সমাচার
খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ. ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ
ঘ. কথোপকথন
উত্তর: ক
৪. ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয়?
ক. ৪ মে, ১৮০০
খ. ২৬ নভেম্বর, ১৮০১
গ. ৪ মে, ১৮০১
ঘ. ২১ জুলাই, ১৮০০
উত্তর: খ
৫. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নন-
ক. উইলিয়াম কেরি
খ. বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. রামরাম বসু
উত্তর; গ
৬. বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
ক. জেমস হিকি
খ. পঞ্চানন কর্মকার
গ. জোশুয়া মার্শম্যান
ঘ. চার্লস উইলকিন্স
উত্তর: ঘ
৭. ‘ইয়ংবেঙ্গল’ কবে আত্মপ্রকাশ করে?
ক. ১৮১৭
খ. ১৮৩১
গ. ১৮২৭
ঘ. ১৮৩৫
উত্তর: খ
৮. কার উদ্যোগে ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়?
ক. কাজী আবদুল ওদুদ
খ. আবুল হোসেন
গ. কাজী মোতাহার হোসেন
ঘ. ড.মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর: ঘ
৯. বাংলা পিডিয়া কত খণ্ডে প্রকাশিত হয়?
ক. ১২
খ. ১৩
গ. ১৪
ঘ. ১৫
উত্তর: গ
১০. বাংলা একাডেমি শব্দের বানান ‘একাডেমী’ থেকে ‘একাডেমি’ হয় কবে?
ক. ১৯৯৮
খ. ২০০৩
গ. ২০১০
ঘ. ২০১৩
উত্তর; ঘ
১১. ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের নায়ক কে?
ক. ইমাম হাসান
খ. ইমাম হোসেন
গ. এজিদ
ঘ. সীমার
উত্তর ;গ
১২. ‘আযান’ কবিতাটির রচয়িতা কে?
ক. আহসান হাবীব
খ. কায়কোবাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: খ
১৩. কোনটি হরপ্রসাদ শাস্ত্রীর উপন্যাস?
ক. মেঘদূত
খ. বেনের মেয়ে
গ. সাদা হাওয়া
ঘ. রামধনু
উত্তর: খ
১৪. ‘আনোয়ারা’ কোন ধরনের উপন্যাস?
ক. সামাজিক
খ. রোমান্টিক
গ. রাজনৈতিক
ঘ. ঐতিহাসিক
উত্তর: ক
১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিলো?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তর: খ
১৬. স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন-
ক. স্মরণ
খ. উৎসর্গ
গ. নৈবেদ্য
ঘ. খেয়া
উত্তর; ক
১৭. বাংলা সাহিত্যে প্যারোডি রচনার পথিকৃৎ কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: খ
১৮. নাথ সাহিত্যের উদ্ভব কবে?
ক. দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দি
খ. একাদশ ও দ্বাদশ শতাব্দি
গ. দশম ও একাদশ শতাব্দি
ঘ. ষোড়শ ও সপ্তদশ শতাব্দি
উত্তর: গ
১৯. প্রমথ চৌধুরী প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান কোথায়?
ক. তেল নুন লকড়ি
খ. বীরবলের হালখাতা
গ. চার ইয়ারি কথা
ঘ. যৌবনে দাও রাজটীকা
উত্তর: খ
২০. ‘শেষের পরিচয়’ কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সৈয়দ শামসুল হক
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : ঘ
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
আজ সাধারণ জ্ঞান বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো বিসিএস চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১। ‘ফণী-মনসা’ কাব্যের রচয়িতা কে?
ক) আহসান হাবিব খ) সিকান্দার আবু জাফর
গ) সত্যেন্দ্রনাথ দত্ত ঘ) কাজী নজরুল ইসলাম
২। অস্ট্রিক জাতির অপর নাম কী?
ক) আর্য খ) শঙ্কর গ) নিষাদ ঘ) সেমীয়
৩। ঢাকা সর্বশেষ কবে বাংলার রাজধানী হয়?
ক) ১৬১০ খ) ১৬৬০ গ) ১৯০৫ ঘ) ১৯৪৭
৪। ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটি কবে উদ্বোধন করা হয়?
ক) ১৬ ডিসেম্বর ১৯৭৯ খ) ১৬ ডিসেম্বর ১৯৮০
গ) ১৬ ডিসেম্বর ১৯৮১ ঘ) ১৬ ডিসেম্বর ১৯৮২
৫। হাজং উপজাতিদের বসবাস কোথায়?
ক) ময়মনসিংহ ও নেত্রকোনা খ) কক্সবাজার ও রামু
গ) রংপুর ও দিনাজপুর ঘ) সিলেট ও মণিপুর
৬। শায়েস্তাখানের কন্যা পরী বিবির আসল নাম কী ছিল?
ক) ইরাক দুখত খ) ইরান দুখত
গ) ফরাসি দুখত ঘ) আরবি দুখত
৭। বাংলাদেশের গণহত্যা দিবস কবে?
ক) ২১ ফেব্রুয়ারি খ) ২৫ মার্চ গ) ২৬ মার্চ ঘ) ১৪ ডিসেম্বর
৮। রাষ্ট্রপতি সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
ক) ৫৫(২) খ) ৫৬(২) গ) ৭২(১) ঘ) ৭২(২)
৯। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
ক) সেন্টমার্টিন খ) লালপুর গ) লালমোহন ঘ) হাজীপুর
১০। সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?
ক) ১৯(১) খ)২৭ গ) ২৮(১) ঘ) ২৮(২)
১১। বাংলাদেশ মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল-এর কয়টি গোল অর্জন করতে সক্ষম হয়েছে?
ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি
১২। রাজারবাগ পুলিশ লাইনে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে?
ক) হামিদুর রহমান খ) মৃণাল হক
গ) নভেরা আহমেদ ঘ) শামিম শিকদার
১৩। হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের কত তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন?
ক) ৪০তম খ) ৪১তম গ) ৪২তম ঘ) ৪৩তম
উত্তর : ১.ঘ, ২.গ, ৩.ঘ, ৪.ক, ৫.ক, ৬.খ, ৭.খ, ৮.গ, ৯.ঘ, ১০.ঘ, ১১.গ, ১২.গ, ১৩.খ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বিসিএস স্বপ্নসারথিরা প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকেই। বিসিএস প্রিলিমিনারির ঢের সময় বাকি নেই। তাই এখন থেকেই গুছানো প্রস্তুতি নিতে হবে।
আজ সাধারণ বিজ্ঞান বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে।
প্লুটো আবিষ্কৃত হয় কত সালে? -১৯৩০ সালে।
আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী? -লুব্ধক।
‘সবুজ গ্রহ’ কাকে বলা হয়
-ইউরেনাসকে।
শীতল, প্রাণহীন, ধু ধু মরু হিসাবে বর্ণনা করা হয়েছে কোন গ্রহকে? -মঙ্গল
গ্যালাক্সির ক্ষুদ্র নাম কী? -ছায়াপথ।
‘শান্ত সাগর’ কোথায় অবস্থিত? -চাঁদে।
কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে?
-৭৬ বছর পর।
পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে কত সময় লাগে? -সাড়ে ২৯ দিন।
নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে বৃহস্পতির কত সময় লাগে?
-৯ ঘণ্টা ৫০ মিনিট।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বিসিএস পরীক্ষা আসন্ন। এবার রেকর্ডসংখ্যক চাকরিপ্রার্থী আবেদন করেছেন। যারা ক্যাডার হতে চান তারা আটঘাট বেঁধে পড়ার টেবিলে বসে গেছেন।
গুছানো প্রস্তুতি ছাড়া প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করা যায়। তাই স্বল্প সময়ে প্রস্তুতিটা নিতে হবে পরিপূর্ণ। আজ বাংলা ভাষার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো বিসিএস চাকরিপ্রার্থীদের জন্য।
১. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’-বাক্যটিতে ‘কিংবা’ কোন ধরনের অব্যয়?
ক. বিয়োজক খ. সংযোজক
গ. অনুকার ঘ. অনন্বয়ী
২. ভাষার মূল উপাদান কোনটি?
ক. শব্দ খ. ধ্বনি
গ. বর্ণ ঘ. বাক্য
৩. ‘মহার্ঘ’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. মহান + অর্ঘ্য খ. মহা + অর্ঘ্য
গ. মহৎ + অর্ঘ ঘ. মহা + অর্ঘ
৪. Manuscript-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. মাইলফলক খ. শিলালিপি
গ. পাণ্ডুলিপি ঘ. মরণোত্তর
৫. ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. ্রমুচ্ + ক্তি খ. ্রমুহ + ক্তি
গ. ্রমুক্ + ক্তি ঘ. ্রমৃচ + ক্তি
৬. ‘সংখ্যালঘু’ শব্দটি কোন সমাস?
ক. নিত্য সমাস খ. তৎপুরুষ
গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব
৭. ‘অমরাবতী’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. দ্যুলোক খ. অম্বর
গ. নরক ঘ. অলীক
৮. ক্ষমতাধর কাউকে বুঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য হবে?
ক. ভিজে বিড়াল খ. বাঘের মাসি
গ. নাটের গুরু ঘ. রুই কাতলা
৯. ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. উর্দু খ. তুর্কি
গ. ফারসি ঘ. আরবি
১০. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
ক. ৮টি খ. ১০টি
গ. ২৬টি ঘ. ৩২টি
১১. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
ক. বিমা খ. গিটার
গ. লাইব্রেরি ঘ. ডায়েরি
১২. স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
ক. রাখিয়া > রাইখা
খ. লাঙ্গল > নাঙ্গল
গ. বিলাত > বিলেত
ঘ. ফাল্গুন > ফাগুন
১৩. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
ক. বন্ + পতি = বনস্পতি
খ. দুঃ + কর = দুষ্কর
গ. তদ + কাল = তৎকাল
ঘ. যদি + অপি = যদ্যাপি
১৪. Civil society-এর পরিভাষা কী?
ক. শিক্ষক সমাজ খ. ছাত্র সমাজ
গ. সুশীল সমাজ ঘ. লেখক সমাজ
১৫. বিপরীতার্থক শব্দ জোড় নয় কোনটি?
ক. উর্বর- ঊষর খ. মর্ত- মণ্ডল
গ. চিন্ময়- মৃন্ময় ঘ. লাঘব- গৌরব
১৬. কোনটি প্রাদি সমাস?
ক. পরিভ্রমণ খ. কালান্তর
গ. ঘোড়ার ডিম ঘ. প্রতিবাদ
১৭. ‘ক্ষমতা’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
ক. ষ + ণ খ. জ + ঞ
গ. হ + ম ঘ. ক + ষ
১৮. কোন বাক্যে অর্থগত অপপ্রয়োগ ঘটেছে?
ক. কোন লক্ষ্যে পড়াশোনা করছেন?
খ. আপনার জীবনের লক্ষ কী?
গ. চলার সময় আমি বাবাকে লক্ষ করিনি
ঘ. সবার লক্ষ্য লক্ষ লক্ষ টাকা আয় করা
১৯. ‘জরা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. যৌবন খ. মড়া
গ. খড়া ঘ. পতিত
২০. ‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে’- এখানে ‘না’ কোন অর্থে ব্যবহৃত?
ক. সন্দেহ খ. অনুমান
গ. নিশ্চয়তা ঘ. বিস্ময়
উত্তর : ১ক, ২খ, ৩ঘ, ৪গ, ৫ক, ৬খ, ৭গ, ৮ঘ, ৯খ, ১০ঘ, ১১গ, ১২গ, ১৩ক, ১৪গ, ১৫খ, ১৬ক, ১৭ঘ, ১৮খ, ১৯ক, ২০গ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন
- ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রস্তুতি ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার, সমাজকর্মীর পরীক্ষা সাজেশন
- মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, Department of Fisheries Job Examination Suggestion, প্রস্তুতি মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার
- সিএজির অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন,Written Examination Suggestion for the post of CAG Auditor, অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন