“বন্ধন”
কবিঃ হামিদা পারভিন শম্পা~~~~~
এ কেমন বন্ধন বলো
যাতে নেই কোন অভিযোগ
অবহেলার রং টাও ভিন্ন,
ইচ্ছের বিরুদ্ধে যা
ব’য়ে বেড়াতে হয় আজীবন
ভালবাসার নেই কোন চিহ্ন।
মৃত্যুর কলতান প্রতিদিন যেখানে
বেজে উঠে অবিরাম
নিজেই নিজের সাথে করি যুদ্ধ,
বিশ্বাস, অনুভূতি গুলোও
ধুলো জমে জমে
অশ্রুজল শুকিয়ে বাকরুদ্ধ।
শিক্ষা, সংস্কারের দোহায় দিয়ে
নিজেকে করেছি নিশ্চিহ্ন,
স্বেচ্ছাচারিতা আর সভ্যতার বলে
রূপ যে তার আজ ভিন্ন।
মুক্তির স্বাদ নিতে চায় যে
আমার অবুঝ মন,
দহন জ্বালা সহিতে হবে
বলো না আর কতক্ষণ।।
- কার্যকর সুদের হার নির্ধারণের উপায় উপাদান সমূহ লেখ
- সুদের হার অর্থকে তার সময় মূল্য দেয় ব্যাখ্যা কর
- বার্ষিক বৃত্তি Annuity উপাদান বা বৈশিষ্ট্য কী কী?
- বিজনেস ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য আলোচনা
- মুদ্রা বাজার ও মূলধন বাজার মধ্যে পার্থক্য কি?