” ভালোবাসার জিঞ্জির “
হামিদা পারভিন শম্পা~~~~
গোলাপ বুকে শিশিরকণা
মুগ্ধতা তোমারি স্বরে
দেখোনি চেয়ে আঁখির কোন
ঘন বর্ষার ঘিরে।
রুদ্ধ করে গাইবো যে গান
তুমি আমার ভালবাসা
কি করে ভাঙি শেষ উপাখ্যান
ছিল যা গোপন আশা।
যদি তুমি আমার হবে
জিঞ্জির কেন তবে
ভালোবাসার এক ফাঁলি চাঁদ
উঠেছে গগণে সবে।
বকুল ফুলের মালা গেঁথে
ছুটে চলা বিলাসী ঘর
কে পেরেছে কবে রুদ্ধদ্বারে
খুঁজিয়া আপন পর?
- যে কারণে পুরুষের গোপন অঙ্গের ক্ষমতা নষ্ট হয়
- লিভারেজ ইজারার সুবিধা ও অসুবিধা সমূহ লিখ
- হাঁপানি রোগী জন্য পরামর্শ ও হাঁপানি রোগীর ঘরোয়া চিকিৎসা উপায়গুলো
- ২০২৫ এর সেরা ১০ জন তারকারা গুগলিং সার্চে করে
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো