” ভালোবাসার জিঞ্জির “
হামিদা পারভিন শম্পা~~~~
গোলাপ বুকে শিশিরকণা
মুগ্ধতা তোমারি স্বরে
দেখোনি চেয়ে আঁখির কোন
ঘন বর্ষার ঘিরে।
রুদ্ধ করে গাইবো যে গান
তুমি আমার ভালবাসা
কি করে ভাঙি শেষ উপাখ্যান
ছিল যা গোপন আশা।
যদি তুমি আমার হবে
জিঞ্জির কেন তবে
ভালোবাসার এক ফাঁলি চাঁদ
উঠেছে গগণে সবে।
বকুল ফুলের মালা গেঁথে
ছুটে চলা বিলাসী ঘর
কে পেরেছে কবে রুদ্ধদ্বারে
খুঁজিয়া আপন পর?
- গর্ভাবস্থায় ভুল ধারণা
- সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ সম্পর্কে আলোচনা কর
- সিকিউরিটি এক্সচেঞ্জ বিধি ১৯৮৭ সম্পর্কে আলোচনা কর
- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ সম্পর্কে আলোচনা কর
- প্রাথমিক বাজেরে ও মাধ্যমিক বাজারে পার্থক্য । প্রাথমিক বাজেরে vs মাধ্যমিক বাজারে পার্থক্য