হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন

হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Principles of Accounting] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : Accounting /Management/Finance & Banking
Subject Code: 212501/212605/212401
2025 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025

হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. হিসাব কী?
উত্তর : ইংরেজি ‘Account’ শব্দের বাংলা অর্থ হচ্ছে হিসাব যা ফরাসি ‘Accounter’ শব্দ হতে সৃষ্টি। কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান বা সমিতির সম্পত্তি, দায়, আয়ব্যয় সংক্রান্ত লেনদেনগুলোর সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে।

২. AAA প্রদত্ত হিসাববিজ্ঞানের সংজ্ঞাটি লেখ।
উত্তর : AAA প্রদত্ত হিসাববিজ্ঞানের সংজ্ঞাটি হলো- আর্থিক বৈশিষ্ট্যসম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও এর ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাববিজ্ঞান বলে।

৩. GAAP কী?
উত্তর : GAAP হচ্ছে সর্বজনস্বীকৃত আন্তর্জাতিক হিসাববিজ্ঞান নীতিমালা। যায় পূর্ণরূপ হলো Generally Accepted Accounting Principles.

৪. হিসাব তথ্য কী?
উত্তর : যে প্রতিবেদনে লেনদেন, আর্থিক বিবরণী ও আর্থিক প্রতিবেদন উপস্থাপিত হয় এবং যা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করে থাকে তাকে হিসাববিজ্ঞান তথ্য বলে।

৫. ‘ক্রয়মূল্য নীতি’ বলতে কী বুঝ?
উত্তর : যে নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তিকে ক্রয়মূল্য বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয়মূল্য নীতি বলে।

৬. পূর্ণরূপ লেখ : i. IASB, ii. FCCA.
উত্তর : i. IASB এর পূর্ণাঙ্গ রূপ হলো International Accounting Standard Board. ii. FCCA এর পূর্ণরূপ হলো Fellow of Certified Chartered Accountants.

৭. পূর্ণরূপ লেখ : IFRS.
উত্তর : IFRSএর পূর্ণরূপ হলো International Financial Reporting Standards.

৮. পূর্ণরূপ লেখ : i. ICAB; ii. AAA.
উত্তর : i. ICAB এর পূর্ণাঙ্গ রূপ হলো The Institute of Chartered Accountants of Bangladesh. ii. AAA এর পূর্ণাঙ্গ রূপ হলো American Accounting Association.

৯. আর্থিক হিসাববিজ্ঞান কী?
উত্তর : আর্থিক হিসাববিজ্ঞান হলো হিসাববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বিনিয়োগকারী, পাওনাদার এবং অন্যান্য বহিঃব্যবহারকারীদের অর্থনৈতিক এবং আর্থিক তথ্যাবলি সরবরাহ করা হয়।

১০. স্বত্বা ধারণা কী?
উত্তর : হিসাববিজ্ঞানের যে ধারণা অনুসারে ব্যবসায়কে মালিকানা হতে পৃথক করা হয় তাকে স্বত্বা ধারণা বলে।

১১. আধুনিক হিসাব সমীকরণ বলতে কী বুঝ?
উত্তর : হিসাবশাস্ত্রবিদগণ হিসাবের গাণিতিক শুদ্ধতা প্রমাণের জন্য যে আধুনিক সূত্র প্রকাশ করেছেন তা মৌলিক হিসাব সমীকরণ বা আধুনিক হিসাব সমীকরণ নামে পরিচিত। হিসাব সমীকরণটি হচ্ছে A = L + OE যার বর্ধিত রূপ হচ্ছে A = L+ (OE + 1- E – D)।

১২. হিসাব প্রক্রিয়া কাকে বলে?
উত্তর : যে প্রক্রিয়ায় ব্যবসায়িক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং তথ্য সরবরাহের উদ্দেশ্যে আর্থিক ফলাফল নির্ণয়ের উপায় আলোচনা করা হয় তাকে হিসাব প্রক্রিয়া বলে।

১৩. হিসাব চক্র কাকে বলে?
উত্তর : যে চক্রের মাধ্যমে হিসাববিজ্ঞান প্রক্রিয়ার ধাপসমূহ চক্রাকারে আবর্তিত হয় তাকে হিসাব চক্র বলে।

১৪. সরল দাখিলা কী?
উত্তর : কোনো একটি লেনদেনের জন্য জাবেদা বহিতে যখন একটি ডেবিট ও একটি ক্রেডিট হিসাব থাকে তখন তাকে সরল দাখিলা বা সরল জাবেদা দাখিলা বলে।

১৫. মিশ্র জাবেদা দাখিলা কী?
উত্তর : যখন কোনো লেনদেন দুইয়ের অধিক পক্ষকে প্রভাবিত করে এবং একাধিক পক্ষকে ডেবিট অথবা ক্রেডিট করে জাবেদা দাখিলা করতে হয়, তাকে মিশ্র জাবেদা দাখিলা বলে।

১৬. সমাপনী জাবেদা দাখিলা কাকে বলে?
অথবা সমন্বয় কী?
উত্তর : হিসাবকাল শেষে চূড়ান্ত হিসাব প্রস্তুত করার পূর্বে যে বাজার দাখিলার মাধ্যমে হিসাবসমূহ বন্ধ করা হয় তাকে সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা দাখিলা বলে।

১৭. খতিয়ান কাকে বলে?
উত্তর : দৈনন্দিন সংঘটিত লেনদেনসমূহ জাবেদা থেকে স্থানান্তর করে প্রতিটি হিসাবের জন্য পৃথক পৃথকভাবে যে, বইতে সংরক্ষণ করা হয় তাকে খতিয়ান বলে।

১৮. পোস্টিং বলতে কী বুঝ?
উত্তর : যে প্রক্রিয়ায় জাবেদা থেকে লেনদেনগুলো তারিখের ক্রমানুসারে খতিয়ানে হস্তান্তর করা হয় তাকে পোস্টিং বা খতিয়ানভুক্তি বলে।

১৯. রেওয়ামিল কী?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরগুলো নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাই হলো রেওয়ামিল।

২০. অনিশ্চিত হিসাব কী?
উত্তর : রেওয়ামিলে গরমিল দেখা দিলে যে হিসাব খুলে সাময়িকভাবে রেওয়ামিল মিলানো হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। এটি একটি সাময়িক হিসাব।

২১. অনুপার্জিত আয়ের দুইটি উদাহরণ দাও।
উত্তর : অনুপার্জিত আয়ের দুইটি উদাহরণ হলো- সেবা প্রদান বাবদ অগ্রিম প্রাপ্তি, উপভাড়াটিয়া হতে অগ্রিম প্রাপ্তি।

২২. হিসাব তথ্য ব্যবস্থা কাকে বলে?
উত্তর : যে তথ্য ব্যবস্থায় দৈনন্দিন লেনদেনসমূহের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করে আর্থিক তথ্য ব্যবহারকারী বা উৎসাহী পক্ষের নিকট পৌঁছিয়ে দেওয়া হয় তাকে হিসাব তথ্য ব্যবস্থা বলে।

২৩. বিশেষ জাবেদা বলতে কী বুঝায়?
অথবা, বিশেষ জাবেদা কী?
উত্তর : যেসব লেনদেন কারবারে বার বার সংঘটিত হয় এবং একাধিকবার একই রকম জাবেদা দিতে হয় সেক্ষেত্রে লিপিবদ্ধকরণ ঝামেলা এড়ানোর জন্য যে বিশেষ জাবেদা দাখিলা পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বিশেষ জাবেদা বলে।

২৪. ভাউচার কী?
উত্তর : কারবারে সংঘটিত লেনদেনগুলাের সত্যতা যাচাই করার জন্য প্রমাণস্বরূপ যেসব লিখিত দলিল; যেমন- চালান, রশিদ, চুক্তিপত্র, চিঠিপত্র ইত্যাদি ব্যবহার করা হয় সেগুলোই হলো ভাউচার বা প্রমাণপত্র।

২৫. নিট মূল্য পদ্ধতি কী?
উত্তর : যে পদ্ধতিতে বাট্টা বাদ দিয়ে পণ্যের মূল্যায়ন করা হয় তাকে নিট মূল্য পদ্ধতি বলে।

২৬. আর্থিক বিবরণী কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট হিসাবকালে বা আর্থিক বছর শেষে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমের আর্থিব ফলাফল, আর্থিক অবস্থা এবং মালিকানাস্বত্বের হ্রাস-বৃদ্ধি ও নগদ তহবিল সম্পর্কে জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে।

২৭. আর্থিক বিবরণীগুলো কী কী?
উত্তর : আর্থিক বিবরণীগুলোর নাম নিম্নরূপ :
i. আয় বিবরণী (Income statement);
ii. মালিকানা তহবিল/সংরক্ষিত আয় (Owner’s equity/Retained earnings) এবং
iii. উদ্বৃত্তপত্র (Balance sheet)।

২৮. নগদ প্রবাহ বিবরণী বলতে কী বুঝায়?
উত্তর : নগদ প্রবাহ বিবরণী বলতে যে আর্থিক বিবরণীতে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালে সংঘটিত নগদ অর্থের আগমন এবং নির্গমন প্রদর্শনপূর্বক বিবরণী তৈরি করা হয় তাকে বুঝায়।

২৯. পুঞ্জীভূত অবচয় কোন প্রকৃতির হিসাব?
উত্তর : পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পত্তি হিসাব।

৩০. পরিচালন খরচ কী?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানে বিক্রীত পণ্যের ব্যয় ব্যতীত বিক প্রশাসনিক কাজকর্মের জন্য সংঘটিত খরচসমূহকে পরিচালন ব্যয় বলে।

৩১. মূলধন সঞ্চিতি কাকে বলে?
উত্তর : কারবার প্রতিষ্ঠানের নিয়মিত ব্যবসায় কার্যক্রম ব্যতীত অন্য কোনো উপায়ে অর্জিত মুনাফা হতে যে সঞ্চিতি তৈরি করা হয় তাকে মূলধন সঞ্চিতি বলে।

৩২. বিলম্বিতকরণ বলতে কী বুঝায়?
উত্তর : বিলম্বিতকরণ বলতে পরবর্তী বছরের জন্য স্থানান্তর বা অগ্রিমকে বুঝায়। যা ভবিষ্যতে খরচের জন্য রেখে দেওয়া হয়।

৩৩. নগদ কাকে বলে?
উত্তর : যে সম্পদের মধ্যে কয়েন, বৈদেশিক মুদ্রা, চেক, মানি অর্ডার অথবা হাতে নগদ বা ব্যাংক জমা অথবা এরূপ জমা অন্তর্ভুক্ত থাকে, যা খুব অল্প সময়ে তরল সম্পদে পরিণত করা যায় তাকে নগদ বলে।

৩৪. নগদ সমতুল্য কাকে বলে?
উত্তর : এক বছর বা তার কম সময়সম্পন্ন স্বল্পমেয়াদি উচ্চ তরল সম্পদ, যা নির্দিষ্ট সময়ে নগদে রূপান্তর করা যায় তাকে নগদ সমতুল্য বলে।

৩৫. ডেবিট মেমোরেন্ডাম বলতে কী বুঝ?
উত্তর : ব্যাংক কর্তৃক ইস্যুকৃত যে দলিলে আমানতকারীর হিসাব থেকে বিভিন্ন কর্তন উল্লেখ করা হয় তাই ডেবিট মেমোরেন্ডাম।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. হিসাববিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।
অথবা, হিসাববিজ্ঞান কী?
২. হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন?
অথবা, “হিসাববিজ্ঞান ব্যবসয়ের ভাষা।”- ব্যাখ্যা কর।
৩. “হিসাববিজ্ঞান ব্যবস্থাপনার সহায়ক।” ব্যাখ্যা কর।
৪. হিসাববিজ্ঞান হতে কী কী তথ্য সংগ্রহ করা যায়?

৫. আধুনিক হিসাব সমীকরণ কী? ব্যাখ্যা কর।
৬. হিসাব সমীকরণের উপাদানগুলো কীভাবে মালিকানাস্বত্বকে প্রভাবিত করে আলোচনা কর।
৭. হিসাবচক্র বলতে কী বুঝ?
৮. সহায়ক খতিয়ান কী?
৯. সহায়ক খতিয়ানের সুবিধাগুলো আলোচনা কর।

১০. সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্য লেখ।
অথবা, সাধারণভাবে স্বীকৃত হিসাবনীতিসমূহের বৈশিষ্ট্য বর্ণনা কর।
১১. প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, প্রাপ্য বিল ও প্রাপ্য নোটের পার্থক্য লেখ।
১২. অবচয় ধার্য না করার ফলাফল বর্ণনা কর।

১৩. চলতি দায় কত প্রকার? উদাহরণসহ ব্যাখ্যা কর।
১৪. অংশীদারি কারবার কাকে বলে?
১৫. “চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি।” আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা? বর্ণনা কর।
২. হিসাববিজ্ঞানের ধারণা বা নীতিসমূহ বর্ণনা কর।
অথবা, হিসাববিজ্ঞানের দুটি নীতি বর্ণনা দাও।
৩. পাবলিক ও প্রাইভেট হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখ।
৪. হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের পার্থক্যগুলো লেখ।

৫. হিসাব চক্রের বিভিন্ন ধাপ আলোচনা কর।
অথবা, হিসাব চক্রের ধাপসমূহ বর্ণনা কর।
অথবা, হিসাব চক্রের বিভিন্ন ধাপ ব্যাখ্যা কর।
অথবা, হিসাব চক্রের বিভিন্ন পর্যায়গুলো কী? ব্যাখ্যা কর।
৬. খতিয়ানের উপকারিতা বা সুবিধাসমূহ বর্ণনা কর।
৭. ভূলের শ্রেণিবিভাগ দেখাও।

৮. নগদ ও বকেয়া ভিত্তিতে হিসাববিজ্ঞানের পার্থক্য দেখাও।
অথবা, বকেয়াভিত্তিক হিসাব ও নগদভিত্তিক হিসাব ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও।
৯. কালান্তিক মজুত ও অবিরত মজুত পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, অবিরত মজুত ও পর্যায়বৃত্ত মজুত পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও।
১০. কুঋণ প্রত্যক্ষ অবলোপন পদ্ধতিতে কীভাবে হিসাবভুক্ত করা হয়? এর অসুবিধাসমূহ কী?

১১, অবচয় ধার্যের পদ্ধতিগুলো বর্ণনা কর।
১২. অবচয়, ক্রমাবলোপন এবং নিঃশেষ বা শূন্যকরণের মধ্যে পার্থক্য।
১৩. দায়ের প্রকারভেদ আলোচনা কর।

১৪. শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখাও।
১৫. অংশীদারি কারবারে সুনাম হিসাবভুক্তকরণ পদ্ধতি বর্ণনা কর।
১৬. সুনাম মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন

Honors 1st year Common Suggestion 2025

পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন

বিষয়_হিসাববিজ্ঞান_নীতিমালা 

#খ_ও_গ_বিভাগ

১। হিসাব তথ্য ব্যবহারকারী কারা? বর্ণনা কর। 

২। “হিসাববিজ্ঞান ব্যবস্থাপনার সহায়ক” -ব্যাখ্যা কর।

৩। ব্যাংক সমন্বয় বিবরণী কি? ইহা কেন তৈরি করা হয়? 

৪। হিসাববিজ্ঞান কি একটি পেশা? ব্যাখ্যা কর। 

৫। হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন?

৬। হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণের উপাদানগুলো আলোচনা কর।

৭। হিসাব চক্র কি? হিসাবের ডেবিট -ক্রেডিট নির্ণয়ের সূত্র ব্যাখ্যা কর।।

৮। ম্যানুয়াল হিসাব ব্যবস্থা ও কম্পিউটার হিসাব ব্যবস্থার মধ্যে পার্থক্য কি?

৯। সমন্বয় দাখিলা কি? সমন্বয় দাখিলার প্রয়োজন হয় কেন?

১০। বকেয়াভিত্তিক হিসাব ও নগদভিত্তিক হিসাব ব্যবস্থার পার্থক্য দেখাও।

১১। অনুপাত বিশ্লেষণ কি? অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা লিখ। 

১২। ভুলের শ্রেণিবিভাগ দেখাও।। ভুল ও প্রতারণার মধ্যে পার্থক্য দেখাও। 

১৩। সমাপনী দাখিলা ও বিপরীত দাখিলা কি? এদের মধ্যে পার্থক্য দেখাও।

১৪। প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য লিখ। 

১৫। অবচয় ধার্য কি? অবচয় ধার্যের প্রক্রিয়া বর্ণনা কর। 

১৬। “সকল ঘটনাই লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই ঘটনা “- ব্যাখ্যা কর।

ক) হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখ। 

খ) হিসাববিজ্ঞানের দুটি নীতির বর্ণনা দাও। 

১৭। ক) হিসাব তথ্য ব্যবস্থা কি? হিসাব তথ্য পদ্ধতির উপাদানগুলো কি? 

খ) হিসাববিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্যসমূহের তালিকা কর এবং ব্যাখ্যাদও।।

১৮। ক) সর্বজনীন হিসাববিজ্ঞান নীতিমালার

বৈশিষ্ট্যগুলি লিখ।

খ) মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টির ক্ষেত্রে হিসাববিজ্ঞানের ভূমিকা ও

কার্যাবলি আলোচনা কর।

ক_বিভাগ(অতি সংক্ষিপ্ত প্রশ্ন):

* হিসাব বিজ্ঞান কী ?

*আর্থিক হিসাব বিজ্ঞান কী ?

* AICPA প্রদত্ত হিসাব বিজ্ঞানের সজ্ঞাটি * AICPA প্রদত্ত হিসাব বিজ্ঞানের সজ্ঞাটি লিখ ।

*হিসাব বিজ্ঞানে তথ্যের বাহ্যিক ব্যবহার কারী কারা ?

* AAA -এর পূর্ণরুপ কি ?

* হিসাব বিজ্ঞান ধারনাগত কাঠামো বলতে কী  বুঝ?

 * IFRS এর পূর্ণরুপ লিখ।

*পূর্ণ প্রকাশ নীতি বলতে কি বুঝ ?

* রক্ষনশীলতার নীতি কি ?

* হিসাব চক্র কী ?

*ডেবিট থেকে ডেটর কিভাবে আলাদা ?

*বিশেষ জাবেদা বলতে কি বুঝ ?

* অনিশ্চিত হিসাব কি ?

*হিসাব সমীকরনটিকে বর্ধীত করে লিখ। 

 * ভ্যাট চলতি হিসাব বলতে কি বুঝ

*বিক্রয় যোগ্য সিকিউরিটিজ কী ?

*নগদ প্রবাহ বিররণী কি ?

*সম্ভব্য দায় কি ?

*অলীক সম্পত্তি কাকে বলে ?

* অনুপাত বিশ্লেষণ কী ?

 * সম্পত্তির আবর্তন কী ?

*দুটি চলতি দায়ের নাম লিখ ?

*মালিকাধা সত্ত্ব বিবরনী কি ?

* মেয়াদপূর্তি মূল্য কী ?

 *বকেয়া চেক কী?

* নগদ সমতুল্য কী ?

*বকেয়া চেক কী ?

* 2/15, n/45 দ্বারা তুমি কি বুঝ ?

খ_ও_গ_বিভাগঃ

১। হিসাববিজ্ঞান কাকে বলে? হিসাববিজ্ঞানের উদ্দেশ্য লিখ।

২। হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন?

৩। হিসাববিজ্ঞানের নৈতিকতা বলতে কি বুঝ?

৪। সমন্বয় ও সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য আলোচনা কর।

৫। সমন্বয় জাবেদা কি? সমন্বয় দাখিলা দেয়ার উদ্দেশ্য কি?

৬। বকেয়াভিত্তিক ও নগদভিত্তিক হিসাব ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও।

৭। অবিরত মজুত প্রণালী কি এর সুবিধা ও অসুবিধাসমূহ লিখ।

৮। চলতি দায় কাকে বলে? চলতি দায়ের বৈশিষ্ট্যসমূহ লিখ।

৯। অনুপাত বিশ্লেষণ উদ্দেশ্য লিখ।

১০। পাবলিক ও প্রাইভেট লিঃ কোম্পানি বা হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখ।

১১। হিসাবচক্র কি? হিসাবচক্রের বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা কর।

১২। হিসাব তথ্যের ব্যবহারকারী কারা?

১৩। ব্যাংক সমন্বয় বিবরণী কি? ইহা কেন তৈরী করা হয়?

১৪। আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

১৫। “হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা ” ব্যাখ্যা কর।

টীকা_লিখ :

চলতি অনুপাত, বিপরীত দাখিলা, পরিমাণ বাট্রা, বিধিবদ্ধ সঞ্চিতি, ব্যাংক সমন্বয় বিবরণী, শ্রেণিবিন্যাসকৃত উদ্বৃত্তপত্র, হিসাববিজ্ঞানের শাখা, সংরক্ষিত আয় বিবরণী, অনাদায়ি পাওনা সঞ্চিতি, সম্ভাব্য দায়, বিপরীত দাখিলা, সাহায্যকারী খতিয়ান, হিসাব তথ্য, সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা।

#গাণিতিক_অংশ :

Accounting Equation : অধ্যায় : ২

অনার্স ২০১৪,২০১৫,২০১৬ এবং ২০১৭ সালের ১১

নাম্বার।।

অনার্স ২০১৪-৭ এবং ২০১৬-৬ নাম্বার।।

Partnership : অধ্যায় : ১০

২০১৪,২০১৫,২০১৬, এবং ২০১৭ সালের ১৭

নাম্বার।।

Worksheet : অধ্যায় : ৭

অনার্স ২০১৪-১৪, ২০১৫-৬,১৪, ২০১৬-১২, ২০১৭-১৪

নাম্বার।।

Balance Sheet : অধ্যায় : ৭

অনার্স ২০১৪,২০১৫ এবং ২০১৭ সালের ১৬নাম্বার।।

Adjusting Entries : অধ্যায় : ৭

অনার্স ২০১৪-১৩, ২০১৫-৭,৮, ২০১৬-৯, ২০১৭-১৪ নাম্বার।

1 অধ্যায় 

খ বিভাগ 

  • হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো  বর্ণনা কর
  • হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা ব্যাখ্যা কর( Accountung is the language of business  Explain 

গ বিভাগ 

  • হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সংক্ষেপে  বর্ণনা কর
  • হিসাব তথ্যের ব্সবহার কারী কারা 
  • মূল্যবোধ ও জবাব দিহিতা  সৃষ্টিতে  হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা কর 

অধ্যায় 2 

খ বিভাগ 

  • হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো কী 
  • সাধারণ ভাবে স্বীকৃত হিসাব নীতি  সমূহের  বৈশিষ্ট্য বর্ণনা কর

গ বিভাগ 

  • হিসাব বিজ্ঞানের ধারণা ও নীতি  আলোচনা কর
  • GAAP এবং LAS এর মধ্যে পার্থক্য  কী কী 

অধ্যায় 3 

খ বিভাগ 

  • হিসাব চক্র কি 
  • হিসাবের ভূল কি 
  • হিসাব সমীকরণের উপাদানগুলো  কী ভাবে মালিকানা স্বত্বকে প্রভাবিত করে আলোচনা কর

গ বিভাগ 

  • হিসাব চক্রের বিভিন্ন ধাপ আলোচনা কর
  • হিসাবের ডেবিট ক্রেডিট করার নিয়ম গুলো দেখাও
  • ভূলের শ্রেণিবিভাগ লেখ
  • mathematical problems & soulutions
  • হিসাব সমীকরণ
  • given the accounting equation answer of the following  question
  • a The total assest of fahim co are tk 5;10;000 and its is the amount of fahim co owner s equity
  •  
  • b The liabilities of Fariha company are tk 1;50;000 and the owoner equity is tk 3;10;000 what is the amount of fariha co.s total assest ?
  • the total assest of Farjana  co.s are tk 2;00;000 and  its owner equity  is tkn75;000 what  is the amount  of ita total liabilities?

অধ্যায়৷4 

খ বিভাগ 

  • সমন্বয় দাখিলা কী?
  • সমাপনী জাবেদা কী,?

গ বিভাগ 

  • সমন্বয় ও সমাপনী দাখিলার পার্থক্য গুলো আলোচনা কর?
  • নগত বকেয়া ভিওিতে হিসাব রক্ষণের পার্থক্য দেখাও?

অধ্যায়৷5 

খ বিভাগ 

  • নিত্য মজুত পদ্ধতি কী?
  • কালান্তিক মজুত পদ্ধতি কী?

গ বিভাগ 

  • অবিরত বা নিত্য  মজুতের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর?
  • নিত্য মজুত ও কালান্তিক মজুত পদ্ধতির পার্থক্য দেখাও?

অধ্যায় 6 

খ বিভাগ 

  • সাহায্য কারী খতিয়ান কাকে বলে?
  • বিশেষ জাবেদা কী? বিশেষ জাবেদার প্রকারভেদ আলোচনা কর?

গ বিভাগ 

  • সহায়ক খতিয়ানের সুবিধাসমুহ আলোচনা কর?

অধ্যায় 7 

খ বিভাগ 

  • চেক কাইটিং এবং ল্যাপিং বলতে কী বুঝ?
  • ব্যাংক সমন্বয় বিবরণী কী?

গ বিভাগ 

  • ব্যাংক সমন্বয় বিবরণীর গুরুত্ব  বর্ণনা কর?

অধ্যায় 8 

খ বিভাগ ৷

  • প্রাপ্যসমূহের সংজ্ঞা দাও?
  • অনাদায়ি দেনা সঞ্চিতি কী?
  • চলতি দায় বলতে কী বুঝ?
  • প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য দেখাও

গ বিভাগ 

  • অনাদায়ি দেনা সঞ্চিতি রাখার প্রয়োজনীয়তা বর্ণনা কর৷
  • অনাদায়ি দেনা ও  অনাদায়ি দেনা সঞ্চিতির পার্থক্য  লেখ?

 অধ্যায় 9 

খ বিভাগ

  • আয় বিবরণী কী?
  • উদ্বর্তপএ কী

গ বিভাগ 

  • উদ্বৃওপএ ও রেওয়ামিলের পার্থক্য গুলো নির্ণয় কর?
  • একধাপ ও বহুধাপ আয় বিবরণীর পার্থক্যগুৱো বর্ণনা কর?
  • উদ্বৃওপএ কেন প্রস্তুত করা হয়?

অধ্যায় 10

খ বিভাগ 

  • অনুপাত বিশ্লেষণ কী
  • অনুপাত বিশ্লেষণের অসুবিধা আলোচনা কর?

গ বিভাগ 

  • আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ারসমূহ আলোচনা কর?
  • অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্যাবলি আলোচনা কর
  • তারল্য অনুপাত ও মুনাফার্জন অনুপাক সমক্ষেপে ব্যাখ্যা কর

[NU.BBS (Pass)-2009, 2013, 2014, BBA (Hon’s)-2015 (MGT.), 2016 (ACC.)]
Mr. Munna started his own delivery service on January 1, 2019 named “Munna Deliveries”.
The following transactions occurred during the month of January:-
Jan. 1 Mr. Munna sold his personal investment Tk. 1,00,000 and deposited Tk. 40,000 in the bank account of “Munna
deliveries”.

2 Purchased a delivery van for Tk. 20,000 Mr. Munna paid Tk. 4,000 in cash and signed a note payable for the remaining
balance.
5 Paid Tk. 1,000 for office rent for two months.
7 Performed service on account for Tk. 4,800.
9 Withdrawn Tk. 500 for personal use.
13 Perfumed service on account for Tk. 10,000.
17 Received cash Tk. 2,500 for service provide on January 7.
26 Notes payable paid in cash Tk. 6,000.
28 Received cash Tk. 2,200 in full settlement of remaining balance for service provided on January 7.
31 Paid Tk. 2,000 for employees’ salaries.
Required:
(i) Show the effect of above transactions on the accounting equation. [Ans: Tk. 61,700]
(ii) Prove the accounting equation.

[NU.BBA (H1)-2013, 2014 (FIN.)]
A.H. Talukder owns Talukder Repair Centre on 31st December, 2019 with the following ledger balances:
Cash Tk. 1,00,000; Supplies Tk. 15,000; Accounts Receivable Tk. 30,000; Tools Tk. 20,000, Motor Vehicles Tk. 80,000,
Accounts Payable Tk. 40,000; During the month of January, 2015, the following transactions are completed:
1 Paid rent for the month of January Tk. 10,000
3 Paid cash on accounts payable Tk. 25,000
4 Purchaseed supplies for cash Tk. 5,000
6 Received cash Tk. 60,000 for service rendered

Rectify the following errors by necessary journal entries:-
(i) Purchases under cast by Tk. 5,000
(ii) A machine installation cost Tk. 2,500 wrongly debited to wages account
(iii) The sales day book has been under cast by Tk. 700
(iv) Goods worth Tk. 2,000 returned from customer entered in the purchase day book
(v) The Purchase of furniture on account for Tk. 9,800 was debited to furniture Tk. 8,900 and credited to accounts payable Tk.8,900
(vi) A credit sale of Tk. 3,000 has been wrongly passed through the purchase book
(vii) A payment on account of Tk. 830 to a creditor was debited to Accounts payable Tk. 380 and credited Tk. 380
(viii) A credit sale Tk. 500 of Salam has been wrongly passed through the purchase book
(ix) Return of goods valued Tk. 600 from Ripon has been recorded in the sales day book
(x) A sale of old plant amounting to Tk. 1,000 was passed though the sales book
(xi) A credit purchase of goods from Ali worth Tk. 2,000 was credited to his account at Tk. 200

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

[BBS. H1: 02, BBA H1: 13, 16 (ACC), 2016 (MKT), 2018 (FIN) 2018 (MGT)] [KIECO & KIMMEL: Page-270]
ABC Company using six column receipts Journal with the following columns.
Cash (Dr.), Sales Discount (Dr.), Accounts Receivable (Cr.), Sales (Cr.), Other Accounts (Cr.), Cost of Goods Sold (Dr.), Inventory
(Cr.). Cash receipts transaction for the month of July 2019, are as follows:
July 3 Cash sales total Tk. 5,800 (cost Tk. 3,480)
5 Cheek for Tk. 6,370 is received from Asif and company in payment of an invoice date June 26, for Tk. 6,500, Terms
2/10, n/30.
9 An additional investment of Tk. 5,000 in cash is made in the business by the proprietor of ABC Company.
10 Cash sales totaled Tk. 12,519 (Cost Tk. 7,511).
12 A cheek for Tk. 7,275 is recovered from Rahim and company in payment of a Tk. 7,500 invoice dated July 3, terms
3/10, n/30
15 A customer advance of Tk. 700 is received for future sales.
20 Cash sales total Tk. 15,472 (Cost Tk. 9,243).
22 A cheek for Tk. 5,880 is received from Milton company in payment of Tk. 6,000 invoice dated July 13, Terms 2/10, n/30
29 Cash sales total Tk. 17,660 (Cost Tk. 10,596)
31 Cash of Tk. 200 is received on interest earned for July.
Required: Journalize the transactions in cash received journal.

Kamal Company’s chart of accounts includes the following selected accounts.
101 Cash
112 Accounts Receivable
120 Inventory
301 Owner’s Capital
401 Sales Revenue
414 Sales Discount
505 Cost of Goods Sold
On April 1, the accounts receivable leger of Kamal Company showed the following balances: Morrow Tk. 1,550; Rose Tk. 1,200;
Jennings Co. Tk. 2,900 and Dent Tk. 2,200. The April transactions involving the receipt of cash were as follows.
Apr.1 The owner, T. Kozma, invested additional cash in the business Tk. 7,200.
4 Received check for payment of account from Dent less 2% cash discount.
5 Received check for 920 in payment of invoice no. 307 from Jennings Co.
8 Made cash sales of merchandise totaling Tk. 7,245. The cost of the merchandise sold was Tk. 4,347.
10 Received check for Tk. 600 in payment of invoice no. 309 from Morrow.
11 Received cash refund from a supplier for damaged merchandise Tk. 740.
23 Received check for Tk. 1,000 in payment of invoice no. 310 from Jennings Co.
29 Received check for payment of a account from Rose (no cash discount allowed)
Instructions:
(a) Journalize the transaction above in a six-column cash receipts journal with columns for Cash Dr., Sales Discounts Dr.,
Accounts Receivable Cr., Sales Revenue Cr., Other Accounts Cr., and Cost of Goods Sold Dr./Inventory Cr. Foot and
cross-foot the journal.
(b) Insert the beginning balances in the Accounts Receivable control and subsidiary accounts and post the April transactions
to these accounts.
(c) Prove the agreement of the control account and subsidiary account balances

[BBS. H1: 2003, 2008; BBA H1: 2012; BBA (Hon’s): 2014 (MGT), BBA (Hon’s): 2015 (ACC), 2017 (ACC)] [KIECO &
KIMMEL: Page-276] [P7-2A]

Shamim’s Chart of accounts includes the following sleeted accounts:
Cash Merchandise Inventory
Equipment Prepaid Insurance
Accounts Payable Shamim Drawing
October 1, the accounts payable ledger of Shamim showed the following balances: Riaz and Co. Tk. 9,000, Neepa Tk. 4,700,
Chandana Tk. 2,000, Badal Bros Tk. 3,800. The October 2013 transactions involving the payment of cash were as follows:
Oct. 1 Purchased merchandise, Check No. 101, Tk. 1,800;
3 Purchased Office Equipment, Check No. 102, Tk. 2,400;
5 Paid Badal Bros balance due Tk. 3,800 less 1% discount, Check No. 103, Tk. 3,762;
11 Purchased merchandise, Check No. 104, Tk. 4,000;
15 Paid Chandana, Balance due Tk. 2,000 less 3% discount, Check No. 105, Tk. 1,940;
16 Shmim the owner withdrew Tk. 10,000 cash for personal use, Check No. 106;
19 Paid Neepa in full for invoice No. 2490, Tk. 2,600 less 2% discount, Check No. 107, Tk. 2,548;
25 Paid premium due on one year insurance policy, Cheque No. 108, Tk. 6,000;
30 Paid Riaz and Co. in full for invoice No. 1664, Tk. 5,000, Check No. 109.
Instructions:
(i) Journalese the above transactions in a five column cash payment journal and show foot and cross foot in the journal.
(ii) Insert the beginning balances in the Accounts payable control and subsidiary accounts and post the October transitions to
these accounts.
(iii) Prove the agreement of the control account and the subsidiary account balances.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর হিসাববিজ্ঞান নীতিমালা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন

Honors 1st year Common Suggestion 2025

Leave a Comment