হিসাববিজ্ঞান ২য় পত্র এইচএসসি সাজেশন

এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র সাজেশন ২০২৫

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫
বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি
[ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী]
হিসাববিজ্ঞান ২য় পত্র (Accounting 2nd paper) সুপার সাজেশন ২০২৫
subject code: 254
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন

হিসাববিজ্ঞান ২য় পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র, hsc হিসাববিজ্ঞান ২য় পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন হিসাববিজ্ঞান ২য় পত্র সাজেশন,

এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

হিসাববিজ্ঞান ২য় পত্র এইচএসসি সাজেশন ২০২৫

30
31
32
33
34
35
36
37
38

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন
39

হিসাববিজ্ঞান ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৫

40
41

যৌথমূলধনী কোম্পানির মূলধনের ধারণা ও শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনের হিসাবরক্ষণ সহায়ক তথ্য:

পদ্মা লিমিটেড, মেঘনা লিমিটেড ও যমুনা লিমিটেড ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত তিনটি পৃথক কোম্পানি। প্রতিটি কোম্পানির অনুমােদিত মূলধন ১০,০০,০০০ টাকা যা ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত;

পদ্মা লিমিটেড অনুমােদিত মূলধনের ৪০% সমহারে,

মেঘনা লিমিটেড ২ টাকা অধিহারে অনুমােদিত মূলধনের ৫০% এবং

যমুনা লিমিটেড ১ টাকা অবহারে অনুমােদিত মূলধনের ৩০% ইস্যু করলাে;

প্রতিটি কোম্পানি ইস্যুকৃত শেয়ারের বিপরীতে ২০% অতিরিক্ত আবেদন পেল;

প্রতিটি কোম্পানি যথারীতি ইস্যুকৃত শেয়ারগুলাে আবেদনকারীদের মধ্যে বন্টন করলাে এবং অতিরিক্ত আবেদনের টাকা যাদেরকে শেয়ার দেওয়া সম্ভব হয়নি তাদেরকে ফেরত দেওয়া হলাে;

যমুনা লিমিটেড ভূমি ও দালানকোঠা ক্রয়ের বিপরীতে অনুমােদিত মূলধনের ২০% ইস্যু করলাে;

শিখনফল/ বিষয়বস্তু;

ক) যৌথমূলধনী কোম্পনির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে;

খ) যৌথমূলধনী কোম্পানির শেয়ার, স্টক এবং ঋণপত্রের মধ্যকার পার্থক্য নিরূপন করতে পারবে;

গ) সমহার, অধিহার ও অবহারে শেয়ার ইস্যুর সংক্রান্ত লেনদেন খতিয়ানভূক্ত করতে এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/ পরিধি);

ক) শেয়ার ও স্টকের পার্থক্য নিরূপন;

খ) সমহার, অধিহার ও অবহারে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন হিসাবভুক্তকরণ;

গ) শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন খতিয়ানভূক্তকরণ এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ;

উত্তর: লিংক

pdf download হিসাববিজ্ঞান ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৫

নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিতকরণে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণঃ

সহায়ক তথ্যঃ

২০২১ সালের ৩০ জুন তারিখে সবুজ ট্রেডার্সের | নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদৃত্তের মধ্যে গরমিল পরিলক্ষিত হয়। নিম্নে এ সংক্রান্ত প্রয়ােজনীয় তথ্য উপস্থাপন করা হলাে:

১। নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমান ৬০,০০০ টাকা।

২। ১৫,০০০ টাকা ও ২০,০০০ টাকার দুইটি ইস্যুকৃত চেকের মধ্যে ২য় চেকটি ৩০ জুনের | মধ্যে পরিশােধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি।

৩। ১০,০০০ টাকা ও ৯,০০০ টাকার দুইটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছিল। ৩০ জুনের মধ্যে ১ম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি।

৪। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।

৫। প্রদেয় হিসাবের ১০,০০০ টাকা ব্যাংক কর্তৃক পরিশােধিত হয়েছে। যা নগদান বইতে লেখা হয়নি।

৬। প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্ত ২,০০০ টাকার একখানি চেক নগদান বইতে ভুলে দুইবার ক্রেডিট করা হয়েছে অথচ ব্যাংক বিবরণীতে যথারীতি ক্রেডিট করা হয়েছে।

৭। ব্যাংক জমাতিরিক্তের সুদ ৫,০০০টাকা নগদান বইয়ে লেখা হয়নি।

শিখনফলঃ

  • নগদান বই ও ব্যাংক হিসাবের উদ্বৃত্তের পার্থক্যের কারণ উদঘাটন করতে পারবে।
  • ব্যাংক সমন্বয় বিবরনী প্রস্তুত করতে পারবে।
  • নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিতকরণ করতে পারবে।

নির্দেশনাঃ

  1. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য বর্ণনাকরণ।
  2. নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ চিহ্নিতকরণ।
  3. নগদান বইয়ে লেনদেন লিপিবদ্ধকরণ। *ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্ততকরণ।

উত্তর: লিংক

সহায়ক তথ্য:

আবুল, আবদুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২০ সালের ১ জানুয়ারি আবুল ৩,০০,০০০ টাকা, আবদুল ২,৫০,০০০ টাকা এবং আসাদুল ২,০০,০০০ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন।

আবদুল প্রতি মাসে ৫০০ টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন।

আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে ২,৫০০ টাকা বেতন পাবেন। আর্থিক স্বল্পতার কারণে ১ এপ্রিল আসাদুল ১০,০০০ টাকা ঋণ প্রদান করেন এবং আবুল ১ জুন ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন।

আংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায়ে তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযােগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর ৫% হারে কমিশন পাবেন। এইচ এস সি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান

আবদুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট লাভ

১,১০,০০০ টাকায় উপনীত হয়।

শিখনফল/বিষয়বস্তুঃ

  • ব্যবসায়ের উপাদানসমূহের ব্যাখ্যা দিতে পারবে।
  • চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমিমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তি করতে পারবে।
  • লাভ লােকসান কটন হিসাব তৈরি করে অংশীদারদের মুনাফার অংশ নির্ণয় করতে পারবে।
  • অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারবে।

নির্দেশনা (সংকেত ধাপ পরিধি)
ক. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমিমাংসিত বিষয়সমূহের নিস্পত্তিরকরণ।

খ. অংশীদারদের মধ্যে লাভ-লােকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে।

গ. অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে।

ঘ. অংশীদারদের মুলধন হিসাব প্রস্তুত করতে হবে (পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ও স্থিতিশীল মূলধন পদ্ধতিতে)

উত্তর: লিংক

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এ পত্রেও অধ্যায় সংখ্যা ১০টি।
👉 ‘ক’ বিভাগে ‘যৌথ মূলধনী কম্পানির আর্থিক বিবরণী’ থেকে ২টি আবশ্যিক প্রশ্ন থাকবে।
👉 ‘খ’ বিভাগে ৯টি প্রশ্নের মধ্যে থেকে ৫টির উত্তর দিতে হবে।
.
গুরুত্বপূর্ণ অধ্যায় :
.
👉১➖অংশীদারী:
এ অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে। এখান থেকে নিশ্চয়তার অঙ্কগুলো এবং সমন্বিত মূলধনের অঙ্কগুলো ভালো করে বুঝে যাবে।
.
👉২➖যৌথমূলধনী কোম্পানীর মূলধন:
এটি সহজ অধ্যায়। এই অধ্যায় থেকে উত্তর অবশ্যই করবে।
.
👉৩➖নগদ প্রবাহ বিবরণিঃ
তুলনামূলক সহজ অধ্যায়। মিস করো না।
.
👉৪➖অনুপাত বিশ্লেষণঃ সুত্র জানা থাকলে কম সময়ে আনসার করে ফেলতে পারবে।
.
🚩এছাড়া
-উৎপাদন ব্যয় হিসাব (বেতন ও মজুরি)
-মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি
-ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি।
অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ।

২০২৫ হিসাববিজ্ঞান ২য় পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
AVvXsEitqxK lszPlTOvArsP6d8ADw6VEovHbDF k5zqHXb7o5V7bBgQ5eKsm9kk kE6uKk3d47x3gsCuD33PEdZAYHIGBJfwoKPrDPAYWqtycERFgvubSESYR3stqZxmOAKUdwkC ToygcBOf8nd

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৫

HSC /Alim Common Suggestion 2025

1) প্রারম্ভিক কাঁচামাল মজুদ ৭২,০০০ টাকা, কাঁচামাল ক্রয় ২,২০,০০০ টাকা, সমাপনী কাঁচামাল মজুদ ৩০,০০০ টাকা, কাঁচামাল ফেরত ২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১,৮০,০০০ টাকা। কারবারের মুখ্য ব্যয় কত?
ক) ৪,৪০,০০০ টাকা
খ) ৪,৬০,০০০ টাকা
গ) ৪,৭০,০০০ টাকা
ঘ) ৪,৯০,০০০ টাকা উত্তর: (ক)
2) নিচের কোন ব্যয়টি স্থির ব্যয়?
ক) কাঁচামালের ব্যয়
খ) শ্রমিকের মজুরি
গ) ড্রইং অফিসের বেতন
ঘ) বিক্রয় কমিশন উত্তর: (গ)
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
দীপা লিমিটেড এর রেওয়ামিলে সুনাম ১,০০,০০০ টাকা এবং শেয়ার অধিহার ৮০,০০০ টাকা আছে। সমন্বয়ে বলা হয়েছে, শেয়ার অধিহার সুনামের সঙ্গে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে।
3) আর্থিক বিবরণীতে এর কি প্রভাব পড়বে?
ক) স্থায়ী সম্পদ ৮০,০০০ টাকা কমবে
খ) চলতি সম্পদ ৮০,০০০ টাকা কমবে
গ) সঞ্চিতি ৮০,০০০ টাকা কমবে
ঘ) মুনাফা ৮০,০০০ টাকা কমবে উত্তর: (ক)
4) সুনামের টাকা শেয়ার অধিহার দ্বারা অবলোপন করার পর অবশিষ্ট সুনামের অর্ধেক চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন করলে-
i. পরোক্ষ ব্যয় ১০,০০০ টাকা বৃদ্ধি পাবে
ii. নিট মুনাফা ১০,০০০ টাকা হ্রাস পাবে
iii. সম্পদ ও দায় উভয়ই কমবে ১০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ওও iii
ঘ) i, ii ওও iii উত্তর: (ঘ)
5) মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ভর করে-
i. পরিবর্তনশীল পরিচালন ব্যয়ের ওপর
ii. স্থায়ী পরিচালন ব্যয়ের ওপর
iii. অপরিচালন ব্যয়ের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ওও iii উত্তর: (গ)
6) উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রথম বাজেট কোনটি?
ক) ক্রয় বাজেট
খ) বিক্রয় বাজেট
গ) উৎপাদন বাজেট
ঘ) নগদান বাজেট উত্তর: (খ)
7) প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য অপেক্ষা সমাপনী মজুদ পণ্যের মূল্য বেশি হলে-
ক) মুনাফা বৃদ্ধি পায়
খ) মুনাফা হ্রাস পায়
গ) বিক্রয় ব্যয় বৃদ্ধি পায়
ঘ) প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পায় উত্তর: (ক)
8) এক্সিম লিমিটেডের সমাপনী মজুদ পণ্য ৫০,০০০ টাকা মূল্যায়নের পর ১০,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়ে যায়। দফাটিকে সমন্বয় করতে হবে-
i. সমাপনী মজুদ থেকে ১০,০০০ টাকা বাদ দিয়ে
ii. আগুনে বিনষ্ট পণ্য হিসাবে ১০,০০০ টাকা দেখিয়ে
iii. আগুনে বিনষ্টজনিত ক্ষতি হিসাবে ১০,০০০ টাকা দেখিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও ii
ঘ) i, ii ও iii উত্তর: (গ)
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
মাঈশা ফার্মা লিমিটেড -এর একটি নতুন ঔষধ উৎপাদনের জন্য মুখ্য ব্যয় ৬,৩০,০০০ টাকা, মোট কারখানা উপরিব্যয় ১,৭০,০০০০ টাকা, বিক্রয় ও বিতরণ উপরিব্যয় ১,০০,০০০ টাকা এবং প্রশাসনিক উপরিব্যয় ৯০,০০০ টাকা। বিক্রয় মূল্যের উপর লাভের হার ২৫%।
9) মাইশা ফার্মার নতুন এ ঔষধটির বিক্রয়মূল্য কত টাকা হবে?
ক) ১২,৩৭,০০০
খ) ১৩,০০,০০০
গ) ১৩,৯১,৯৬৭ 
ঘ) ১৪,৫৩,৩৩৩ উত্তর: (ঘ)
10) যদি পণ্যটির উৎপাদন ব্যয় ১০% বৃদ্ধি পায় তাহলে –
i. মুখ্য ব্যয় ৬৩,০০০ টাকা বৃদ্ধি পাবে
ii. কারখানা উপরিব্যয় ১৭,০০০ টাকা বৃদ্ধি পাবে
iii. মোট উৎপাদন ব্যয় ৯৯,০০০ টাকা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii উত্তর: (ক)
11) সমচ্ছেদ বিন্দুতে প্রতিষ্ঠানের-
i. মুনাফা হয় না
ii. ক্ষতি হয় না
iii. দত্তাংশ হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii উত্তর: (ক)
12) চলতি অনুপাতের আদর্শ মান কত?
ক) ১:১
খ) ১:২
গ) ২:১
ঘ) ৩:১ উত্তর: (গ)
13) প্রাপ্তি প্রদান হিসাব কোনটির অনুরূপ?
ক) নগদান হিসাব
খ) ব্যাংক হিসাব
গ) নগদ জাবেদা
ঘ) বিক্রয় জাবেদা উত্তর: (ক)
14) পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে অবলেখক কী পান?
ক) কমিশন
খ) বাট্টা
গ) মুনাফা
ঘ) সুদ উত্তর: (ক)
15) একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের চাঁদা প্রাপ্তি ৬৫,০০০ টাকা, চলতি বছরের অনাদায়ী চাঁদা ৫,০০০ টাকা এবং পরবর্তী বছরের চাঁদা বাবদ অগ্রিম ৩,০০০ টাকা হলে চাঁদা বাবদ আয় কত?
ক) ৫৭,০০০ টাকা
খ) ৬৩,০০০ টাকা
গ) ৬৭,০০০ টাকা
ঘ) ৭৩,০০০ টাকা উত্তর: (গ)
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
দীপ্তি, দীপা ও আশা তিন বোন আশা লিমিটেড নামে একটি কোম্পানি গঠন করতে চায়। এ উদ্দেশ্যে নিম্নরূপ খরচসমূহ সংগঠিত হয়:
গবেষনা ও পরিকল্পনা প্রণয়ন খরচ ১০,০০০০ টাকা, কোম্পানি গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবায় খরচ হয় ১৫,০০০ টাকা, স্মারকলিপি তৈরিতে খরচ হয় ৫০,০০০ টাকা, পরিমেল নিয়মাবলির খরচ ৩০,০০০০ টাকা, নিবন্ধন ও অন্যান্য ব্যয় ২০,০০০ টাকা, প্রচারপত্র বিলি খরচ ৭০,০০০০ টাকা এবং অবলেখকের কমিশন ৩৫,০০০ টাকা। অত:পর কোম্পানি গঠিত হয়।
16) কোম্পানি গঠনের প্রাথমিক খরচাবলি কত?
ক) ১০,০০০ টাকা
খ) ৭৫,০০০ টাকা
গ) ১,০৫,০০০ টাকা
ঘ) ১,২৫,০০০ টাকা উত্তর: (ঘ)
17) কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর প্রাথমিক খরচাবলির ৫% অবলোপনের সিদ্ধান্ত নিলে কি ঘটবে?
i. নিট মুনাফা ৬,২৫০ টাকা হ্রাস পাবে
ii. মোট খরচ ৬,২৫০ টাকা বৃদ্ধি পাবে
iii. মোট মুনাফা ৫,২৫০ টাকা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii উত্তর: (ক)
18) কোন সালের আইন অনুযায়ী অংশীদারি কারবার গঠিত?
ক) ১৯১৩
খ) ১৯৩২
গ) ১৯৯১
ঘ) ১৯৯৪ উত্তর: (খ)
19) অনগদী তাৎপর্যপূর্ণ দফা হলো-
i. বিনিয়োগের সুদ আদায়
ii. সম্পদ ক্রয়ে ঋণপত্র ইস্যুকরণ
iii. বন্ডকে সাধারণ শেয়েরে রূপান্তর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii উত্তর: (গ)
20) কোনটি বিশেষ তহবিলের অন্তর্ভুক্ত নয়?
ক) ক্রীড়া তহবিল
খ) ত্রাণ তহবিল
গ) বৃত্তি তহবিল
ঘ) মূলধন তহবিল উত্তর: (ঘ)
21) শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয় নিছের কোন ধরনের কার্যাবলির মধ্যে পড়ে?
ক) পরিচালন কার্যাবলি
খ) বিনিয়োগ কার্যাবলি
গ) অর্থায়ন কার্যাবলি
ঘ) অ-নগদ কার্যাবলি উত্তর: (ঘ)
22) মি. জাহিদ সাধনা ফাইন্যান্সিং লিমিটেড-এর ক্যাশ ম্যানেজার। তার কোম্পানিতে সংগঠিত লেনদেনগুলো হলো:
স্থায়ী সম্পত্তি বিক্রয় ৫,০০,০০০ টাকা, প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি ২,২০,০০০ টাকা, শেয়ার ইস্যু ৩,০০,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ১,০০,০০০ টাকা। উক্ত কোম্পানির নগদ প্রবাহ কত টাকা হবে?
ক) ৫,২০,০০০
খ) ৬,২০,০০০
গ) ৮,২০,০০০
ঘ) ৯,২০,০০০ উত্তর: (ঘ)
নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের প্রশ্নের উত্তর দাও:
হরিণ ব্রান্ড সিমেন্ট লিমিটেড হিসাব বছরের শুরুতে ৫,০০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। মোট মজুরির পরিমাণ ৪০,০০০ টাকা। মেশিনের ওপর ১০% অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
23) হিসাব বছর শেষে মেশিনের অবচয় কত হবে?
ক) ৫০,০০০ টাকা
খ) ৫১,০০০ টাকা
গ) ৫৪,০০০ টাকা
ঘ) ৫৫,০০০ টাকা উত্তর: (খ)
24) মেশিনের আয়ুষ্কাল ১০ বছর ধরে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে-
ক) পরোক্ষ খরচ বৃদ্ধি পেত এবং নিট লাভ কম হতো
খ) প্রত্যক্ষ খরচ বৃদ্ধি পেত এবং নিট লাভ কম হতো
গ) মোট খরচ এবং নিট লাভ অপরিবর্তিত থাকত
ঘ) মূলধন ব্যয় এবং গুপ্ত সঞ্চিতি বৃদ্ধি পেত উত্তর: (গ)
25) দেশের আইনসভা বা প্রেসিডেন্টের বিশেষ আদেশ বলে গঠিত ও পরিচালিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলে। যেমন-
i. বি আর টি এ
ii. বি সি আই সি
iii. ডব্লিউ এ এস এ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii উত্তর: (ঘ)

26) বেতন ও মজুরি উৎপাদন ব্যয় বিবরণীতে দেখানো হয়-
i. উৎপাদন খরচ হিসাবে
ii. প্রশাসনিক খরচ হিসাবে
iii. বিক্রয় ও বন্টন খরচ হিসাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii উত্তর: (ঘ)

27) অসসমন্বিত ব্যয় হলো-
i. বিলম্বিত বিজ্ঞাপন
ii. শেয়ার বাট্টা
iii. অবলেখকের কমিশন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii উত্তর: (ঘ)

28) আয়কর যদি বাধ্যতামূলক দিতে হয় তাহলে এটি হবে কোম্পানির-
ক) প্রত্যক্ষ খরচ
খ) পরোক্ষ খরচ
গ) অপরিচালন খরচ
ঘ) বিলম্বিত খরচ উত্তর: (গ)
29) নিচের কোনটি কারখানা উপরিব্যয়ের অন্তর্ভুক্ত হয়?
ক) আসবাবপত্রের অবচয়
খ) কলকব্জার অবচয়
গ) ইজারা সম্পত্তির অবলোপন
ঘ) সুনামের অবলোপন উত্তর: (খ)
নিচের উদ্দীপকটি পড় এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:
ঢাকা ম্যাচ ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর ২০১৪ সালের মোট বিক্রয় ৩,০০,০০০ টাকা এবং বিক্রিত পণ্যের ওপর মুনাফার হার ২৫%। প্রারম্ভিক মজুদ পণ্য ও সমাপনী মজুদ পণ্য ছিল যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৩০,০০০০ টাকা।
30) ঢাকা ম্যাচ ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর মজুদ আবর্তন অনুপাত কত?
ক) ৬ বার
খ) ৬.৬৮ বার
গ) ৬.৮৬ বার
ঘ) ৮ বার উত্তর: (গ)
31) যদি বিক্রয়ের ওপর মুনাফার হার ৫% বৃদ্ধি পায় এবং সমাপনী মজুদ পণ্য ১০,০০০ টাকা হ্রাস পায় তাহলে-
i. বিক্রিত পণ্যের ব্যয় ১৫,০০০ টাকা হ্রাস পাবে
ii. মজুদ পণ্যের আবর্তন অনুপাত ০.৬৪ অংশ হ্রাস পাবে
iii. মজুদ আবর্তন অনুপাত ০.৬৪ অংশ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii উত্তর: (খ)
32) কোম্পানির দীর্ঘমেয়াদি দায় ও মালিকানার মধ্যে সম্পর্ক বুঝা যায়-
ক) কার্যকারী মূলধন অনুপাত দ্বারা
খ) সম্পদ মালিকানা অনুপাত দ্বারা
গ) দায়-মালিকানা অনুপাত দ্বারা
ঘ দীর্ঘমেয়াদি দায়-মালিকানা অনুপাত দ্বারা উত্তর: (ঘ)
33) কারখানা উপরিব্যয় বলতে বোঝায়-
i. পণ্য নকশার ব্যয়
ii. কারখানার গ্যাস ও পানি
iii. কারখানা মেরামত ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iiiউত্তর: (খ)
34) ১০% হারে ৫ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় নিচের কোন ধরনের সম্পত্তি?
ক) চলতি সম্পত্তি
খ) স্থায়ী সম্পত্তি
গ) দীর্ঘমেয়াদি বিনিয়োগ
ঘ) কাল্পনিক সম্পত্তি উত্তর: (গ)

35) গাড়ির ফুয়েলিং স্টেশনে নিচের কোন পদ্ধতিটি বেশি গ্রহনযোগ্য?
ক) LIFO
খ) FIFO
গ) সাধারণ গড়
ঘ) ভারযুক্ত গড় উত্তর: (ঘ)

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের প্রশ্নের উত্তর দাও:
পলাশ ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর মার্চ, ২০১৪ মাসের ব্যবহৃত কাঁচামাল ৯০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরির ওপর ৬০% কারখানা উপরিখরচ, প্রত্যক্ষ মজুরির ৪০% বন্টন উপরিব্যয় এবং কারখানা ব্যয়ের ১০% প্রশাসনিক উপরিব্যয়।
36) প্রতিষ্ঠানের মোট ব্যয় কত টাকা হবে?
ক) ২,০২,০০০
খ) ২,১৮,০০০
গ) ২,৫০,০০০
ঘ) ২,৭১,৮০০ উত্তর: (ঘ)

37) যদি বিক্রয়ের ওপর ২৫% লাভ করতে হয় তাহলে-
i. মোট ব্যয়ের ওপর ২০% লাভ করতে হবে
ii. মোট ব্যয়ের ওপর ৩৩.৩৩% লাভ করতে হবে
iii. মোট বিক্রয়মূল্য হবে ৩,৬২,৩৯০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iiiউত্তর: (গ)

38)পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয় ও মিশ্র ব্যয়-এই তিন শ্রেণিতে ব্যয়কে ভাগ করা হয় নিচের কোন ভিত্তিতে?
ক) উপাদান
খ) আচরণ
গ) কার্য
ঘ) কাল উত্তর: (খ)

39) কোনো কোম্পানির পণ্যের দাম অবিরত বৃদ্ধি পেতে থাকলে সমাপনী মজুদ মালের মূল্য বেশি হবে নিচের কোন পদ্ধতিতে?
ক) FIFO
খ) ভারযুক্ত গড়
গ) গড় মূল্য
ঘ) চলিষ্ণু গড় মূল্য উত্তর: (ক)
40) অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় কোনটি?
ক) মজুরি
খ) কাঁচামালের অপচয়
গ) অস্বাভাবিক খরচ
ঘ) সম্পদের অবচয়উত্তর: (খ)

আজকের সাজেশস: ২০২৫ এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র পরীক্ষার সাজেশন, ২০২৫ এইচএসসি বর্ষ হিসাববিজ্ঞান ২য় পত্র সাজেশন,

নগদ প্রবাহ বিবরণী

১।        নিট নগদ প্রবাহ বলতে কী বুঝায়?

            ক) তিনটি কার্যক্রম দ্বারা মোট নগদ

            খ) পরিচালন কার্যক্রম দ্বারা নিট নগদ

            গ) অর্থায়ন কার্যক্রম দ্বারা নিট নগদ

            ঘ) বিনিয়োগ কার্যক্রম দ্বারা নিট নগদ

২।        অর্থায়নসংক্রান্ত কার্যক্রমের নগদ প্রবাহের উদাহরণ কোনটি?

            ক) খরিদ্দার থেকে প্রাপ্তি      খ) নগদে লভ্যাংশ প্রদান

            গ) যন্ত্রপাতি ক্রয় 

            ঘ) অবচয় খরচ

৩।        বিনিয়োগসংক্রান্ত নগদ প্রবাহ কোনটি?

            ক) শেয়ার ইস্যু

            খ) অগ্রিম খরচের হ্রাস

            গ) অন্য কম্পানির শেয়ার ক্রয়

            ঘ) লভ্যাংশ পরিশোধ

৪।        IAS-7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীতে নগদ কার্যক্রমকে কতভাগে দেখানো হয়?

            ক) ২     খ) ৩     গ) ৪     ঘ) ৫

৫।        নিচের কোন দফাটি নগদ প্রবাহ বিবরণীর বিনিয়োগ কার্যক্রমের অন্তর্ভুক্ত?

            ক) লভ্যাংশ প্রদান            খ) মনিহারি ক্রয়

            গ) আসবাবপত্র ক্রয়          ঘ) ঋণ গ্রহণ

৬।        পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ অন্তঃপ্রবাহের পরিমাণ ৪৫,০০০ টাকা। স্থায়ী সম্পত্তি ক্রয় ও নগদ লভ্যাংশ পরিশোধ যথাক্রমে ২২,০০০ টাকা ও ১৯,৫০০ টাকা হলে, মুক্ত নগদ প্রবাহের পরিমাণ কত?

            ক) ৬৪,৫০০ টাকা            খ) ২৫,৫০০ টাকা

            গ) ২৩,০০০ টাকা            ঘ) ৩,৫০০ টাকা

৭।        পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণীতে নিচের কোনটি অন্তর্ভুক্ত হয় না?       

            ক) অবচয়         

            খ) চলতি দায় হ্রাস

            গ) চলতি সম্পত্তি হ্রাস        ঘ) শেয়ার ইস্যু

৮।        নগদ প্রবাহ বিবরণীতে কয়টি কার্যাবলি থেকে অর্থের আগমন ও নির্গমন ঘটে?       

            ক) ৪টি   খ) ৩টি   গ) ২টি   ঘ) ১টি

৯।        নগদ প্রবাহ বিবরণীতে প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির পার্থক্য দেখা যায় কোন কার্যক্রমে?                   

            ক) বিনিয়োগ কার্যক্রমে      খ) পরিচালন কার্যক্রমে

            গ) অর্থায়ন কার্যক্রমে         ঘ) কোনো পার্থক্য নেই

১০।      নিচের কোনটি গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম?   

            ক) ইস্যুকৃত শেয়ার পুনঃ ক্রয়         

            খ) অবচয়

            গ) সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি         

            ঘ) লভ্যাংশ বাবদ শেয়ার ইস্যু

১১।      বিথী-সুমি লিমিটেডের ২০১৯ সালের জানুয়ারি ১ ও ডিসেম্বর ৩১ তারিখের সংরক্ষিত আয়ের ক্রেডিট উদ্বৃত্ত ছিল যথাক্রমে ১,২০,০০০ টাকা ও ১,৩৫,০০০ টাকা। ২০১৯ সালে নিট মুনাফার পরিমাণ ৩৫,০০০ টাকা হলে পরিশোধিত লভ্যাংশের পরিমাণ কত ছিল?

            ক) ১৫,০০০ টাকা            খ) ২০,০০০ টাকা

            গ) ৩৫,০০০ টাকা            ঘ) ৫০,০০০ টাকা

১২।      নগদ প্রবাহ বিবরণীর তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটি?                     

            ক) শেয়ারকে ঋণপত্রে রূপান্তর

            খ) ভূমির বিনিময়ে যন্ত্রপাতি ক্রয়

            গ) বন্ডের মূল্য পরিশোধ

            ঘ) লভ্যাংশ হিসাবে বোনাস শেয়ার ইস্যু

১৩।      নগদ প্রবাহ বিবরণীতে ট্রেজারি স্টকের জন্য নগদ প্রদান কোন কার্যক্রমের সঙ্গে জড়িত?                 

            ক) পরিচালন                 

            খ) অর্থায়ন

            গ) বিনিয়োগ      

            ঘ) গুরুত্বপূর্ণ অনগদি

১৪।      অর্থায়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে—

            ক) অবচয়                     

            খ) জমিক্রয়

            গ) শেয়ার ইস্যু   

            ঘ) প্রাপ্য হিসাব বৃদ্ধি

১৫।      পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে—

            ক) স্থায়ী সম্পদের হ্রাস যোগ করা হয়

            খ) চলতি সম্পদের হ্রাস যোগ করা হয়

            গ) চলতি সম্পদের বৃদ্ধি যোগ করা হয়

            ঘ) স্থায়ী সম্পদ বিক্রয়ের লাভ যোগ করা হয়

১৬।      আন্তর্জাতিক হিসাবমান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়?           

            ক) IAS-6                                  খ) IAS-7        

            গ) IAS-8                                

            ঘ) IAS-9

১৭।      বন্যা লিমিটেডের পরিচালন খরচ ছিল ১,০০,০০০ টাকা। চলতি বছরের অগ্রিম খরচাবলি হ্রাস হয়েছিল ৭,৬০০ টাকা এবং বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছিল ৩,৪০০ টাকা। পরিচালনসংক্রান্ত খরচাবলির নগদ প্রদানের পরিমাণ কত?                

            ক) ৭১,০০০ টাকা            খ) ৮১,০০০ টাকা

            গ) ৮৯,০০০ টাকা            ঘ) ৯২,০০০ টাকা

১৮।      ব্যবসায়ে অনগদ লেনদেন কোনটি?

            ক) বেতন                      

            খ) অবচয়         

            গ) ভাড়া                       

            ঘ) কমিশন

১৯।      পরোক্ষ পদ্ধতি মোতাবেক কোনটি পরিচালন কার্যক্রমের দফা নয়?       

            ক) চলতি বছরের নিট লাভ  খ) চলতি সম্পদের হ্রাস-বৃদ্ধি

            গ) চলতি দায়ের হ্রাস-বৃদ্ধি  ঘ) দীর্ঘমেয়াদি বন্ডের হ্রাস-বৃদ্ধি

২০।      নিপা অ্যান্ড কম্পানির নিট লাভের পরিমাণ ২,০০,০০০ টাকা। বছরান্তে মজুদ পণ্যের পরিমাণ ২০,০০০ টাকা বৃদ্ধি পেল এবং প্রদেয় হিসাবের পরিমাণ ১০,০০০ টাকা হ্রাস পেলে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ কত?         

            ক) ১,৭০,০০০ টাকা         খ) ১,৯০,০০০ টাকা

            গ) ২,১০,০০০ টাকা         ঘ) ২,৩০,০০০ টাকা

২১।      শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ প্রদান নগদ প্রবাহ বিবরণীর কোন শ্রেণির কার্যাবলি?                    

            ক) পরিচালন কার্যক্রম        খ) বিনিয়োগ কার্যক্রম

            গ) অপরিচালন কার্যক্রম     ঘ) অর্থায়ন কার্যক্রম

২২।      আন্তর্জাতিক হিসাব মান-৭ অনুযায়ী কোন বিবরণী প্রস্তুত করা হয়?                     

            ক) আয় বিবরণী 

            খ) সংরক্ষিত আয় বিবরণী

            গ) নগদ প্রবাহ বিবরণী      ঘ) উদ্বৃত্ত পত্র

২৩।      শাহিনুর লিমিটেডের নিট লাভ ১২,০০০ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি ২,০০০ টাকা, বিনিয়োগ বিক্রয়জনিত লাভ ৫০০ টাকা, স্থায়ী সম্পত্তির অবচয় ১,৫০০ টাকা। শাহিনুর লিমিটেডের পরিচালন কর্মকাণ্ড থেকে নগদ প্রবাহের পরিমাণ কত?     

            ক) ১১,০০০ টাকা            খ) ১২,০০০ টাকা

            গ) ১৩,৫০০ টাকা            ঘ) ১৫,৫০০ টাকা

২৪।      নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার পদ্ধতি কয়টি?         

            ক) একটি            খ) দুটি   গ) তিনটি            ঘ) চারটি

২৫।      অনগদ কার্যক্রম কোনটি? 

            ক) ঋণপত্র ইস্যু  

            খ) শেয়ার ইস্যু

            গ) লভ্যাংশ প্রদান ঘ) শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. ক ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. ঘ।

২৬।  বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের উদাহরণ কোনটি?    

     ক) বেতন প্রদান     খ) লভ্যাংশ প্রদান

     গ) মেশিন ক্রয় ঘ) শেয়ার ইস্যু

২৭।  নিচের কোনটি থেকে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন ও নির্গমন সম্পর্কে জানা যায়?    

     ক) নগদান বই খ) প্রাপ্তি-প্রদান হিসাব

     গ) নগদ প্রবাহ বিবরণী ঘ) নগদ বিবরণী

২৮।  নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের ধাপ কয়টি?    

     ক) দুটি খ) তিনটি    গ) চারটি    ঘ) পাঁচটি

২৯।  নগদ প্রবাহ বিবরণী কী?    

     ক) নগদ ক্রয়-বিক্রয় বিবরণী  খ) নগদ বিক্রয় বিবরণী

     গ) নগদপ্রাপ্তি ও প্রদান বিবরণী ঘ) নগদ বহিঃপ্রবাহ বিবরণী

৩০।  নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে অর্থায়ন কার্যাবলির উদাহরণ কোনটি?    

     ক) ঋণপত্র বিক্রি থেকে নগদপ্রাপ্তি

     খ) জমি বিক্রি থেকে নগদপ্রাপ্তি

     গ) বিনিয়োগ বিক্রয় থেকে নগদপ্রাপ্তি

     ঘ) পণ্য ও সেবা বিক্রয় থেকে নগদপ্রাপ্তি

৩১।  লভ্যাংশ প্রদান, শেয়ার ইস্যু, ঋণপত্র ইস্যু ও ঋণপত্র পরিশোধ ইত্যাদি নগদ প্রবাহ বিবরণী কোন কার্যাবলিতে অন্তর্ভুক্ত হয়?

     ক) পরিচালনসংক্রান্ত কার্যক্রম   খ) বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম

     গ) আর্থিক কার্যক্রম   ঘ) আয়-ব্যয় সংক্রান্ত কার্যক্রম

৩২।  ২০১৪ সালের ১ জানুয়ারি আনিস অ্যান্ড কম্পানির প্রাপ্য হিসাব ছিল ৬২,০০০ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে হিসাবের পরিমাণ ৪২,০০০ টাকা। ২০১৪ সালের ধারে বিক্রয়ের পরিমাণ ৩,০০,০০০ টাকা। ক্রেতাদের কাছ থেকে নগদ গ্রহণের পরিমাণ কত?  

     ক) ২,৮০,০০০ টাকা খ) ৩,২০,০০০ টাকা

     গ) ৪,০৪,০০০ টাকা ঘ) ৪,২০,০০০ টাকা

৩৩।  তানবির ওয়েল ফুড লিমিটেডের পরিচালন খরচ ছিল ১,০০,০০০ টাকা। চলতি বছরের অগ্রিম খরচাবলি হ্রাস হয়েছিল ৬,৬০০ টাকা এবং বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছিল ২,৪০০ টাকা। পরিচালনসংক্রান্ত খরচাবলির নগদ প্রদানের পরিমাণ কত?

     ক) ৭১,০০০ টাকা   খ) ৮১,০০০ টাকা

     গ) ৮৫,০০০ টাকা   ঘ) ৯১,০০০ টাকা

৩৪।  প্রদেয় বিল পরিশোধ করলে নগদ প্রবাহ বিবরণীর কোন অংশ প্রভাবিত হয়?  

     ক) পরিচালন কার্যক্রম  খ) বিনিয়োগ কার্যক্রম

     গ) আয়-ব্যয় কার্যক্রম  ঘ) আর্থিক কার্যক্রম

৩৫।  মি. সুমন সাধনা ফাইন্যান্স লিমিটেডের ক্যাশ ম্যানেজার। তাঁর কম্পানিতে সংঘটিত লেনদেনগুলো

     হলো :

স্থায়ী সম্পত্তি বিক্রয় ৫,০০,০০০ টাকা, প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি ২,২০,০০০ টাকা, শেয়ার ইস্যু ৩,০০,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ১,০০,০০০ টাকা। উক্ত কম্পানির নগদ প্রবাহ কত টাকা হবে?

     ক) ৫,২০,০০০     খ) ৬,২০,০০০

     গ) ৮,২০,০০০     ঘ) ৯,২০,০০০

৩৬।  ১৯৯৪ সালের কম্পানি আইন অনুযায়ী কোন প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত ও উপস্থাপন বাধ্যতামূলক?   

     ক) ব্যাংক কম্পানি    খ) বীমা কম্পানি

     গ) প্রাইভেট লিমিটেড কম্পানি  ঘ) পাবলিক লিমিটেড কম্পানি

৩৭।  আরিফ কম্পানির

     ৩১-১২-২০১৪ তারিখে প্রাপ্য হিসাব ৩৭,০০০ টাকা;

৩১-১২-২০১৩ তারিখে প্রাপ্য হিসাব ছিল ৩০,০০০ টাকা। ২০১৪ সালে ধারে বিক্রয়ের পরিমাণ ৬০,০০০ টাকা হলে নগদ আদায়ের পরিমাণ কত? 

     ক) ৭,৫০০ টাকা    খ) ৩০,০০০ টাকা

     গ) ৫৩,০০০ টাকা   ঘ) ৬৭,৫০০ টাকা

৩৮।  কারবারের প্রধান রাজস্ব আয়সংক্রান্ত কার্যাবলিকে কী বলে?    

     ক) পরিচালনসংক্রান্ত কার্যাবলি   খ) বিনিয়োগসংক্রান্ত কার্যাবলি

     গ) অর্থসংস্থানসংক্রান্ত কার্যাবলি  ঘ) আয়-ব্যয় কার্যাবলি

৩৯।  প্রতিষ্ঠানের মূলধনকাঠামোতে পরিবর্তন আনয়নকারী লেনদেনসমূহ নগদ প্রবাহের কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত?

     ক) গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম  খ) পরিচালন কার্যক্রম

     গ) বিনিয়োগ কার্যক্রম  ঘ) অর্থায়ন কার্যক্রম

৪০।  সমাপনী নগদ তহবিল বলতে কী বোঝো?

     ক) বছরের প্রথমে নগদ তহবিল

     খ) বছরের মাঝামাঝি নগদ তহবিল

     গ) বছরের শেষে নগদ তহবিল

     ঘ) বছরের মাঝামাঝি ও বছরের শেষের তহবিলের পার্থক্য

৪১।  শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয় নিম্নের কোন ধরনের কার্যাবলির মধ্যে পড়ে?    

     ক) পরিচালন কার্যাবলি খ) বিনিয়োগ কার্যাবলি

     গ) অর্থায়ন কার্যাবলি  ঘ) অ-নগদী কার্যাবলি

৪২।  বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ কোনটি? 

     ক) শেয়ার ক্রয় খ) চলতি সম্পত্তি হ্রাস

     গ) স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয় ঘ) চলতি দায় হ্রাস

৪৩।  কোনটি পরিচালনা কার্যক্রমের অংশ নয়—    

     ক) পণ্য বিক্রয় ও সেবা হতে নগদ প্রাপ্তি

     খ) কর্মচারীদের নগদ প্রদান

     গ) শেয়ার ও ঋণপত্র ক্রয় বাবদ নগদ প্রদান

     ঘ) বীমা দাবির বিপক্ষে নগদ প্রাপ্তি

৪৪।  অনগদ ব্যয় কী?    

     ক) যে ব্যয়ের জন্য নগদ অর্থের বহির্গমন ঘটে

     খ) যে ব্যয়ের জন্য নগদ অর্থের আগমন ঘটে

     গ) যে ব্যয়ের জন্য নগদ অর্থের আগমন ঘটে না

     ঘ) যে ব্যয়ের জন্য নগদ অর্থের বহির্গমন ঘটে না

৪৫।  নগদ প্রবাহ বিবরণী কী?

     ক) নগদ আয় বিবরণী

     খ) কোনো হিসাবকালের মোট নগদ আগমন ও মোট নগদ নির্গমন

     গ) নগদ ব্যয় বিবরণী

     ঘ) আয়-ব্যয়ের বিবরণী

৪৬।  অনগদ লেনদেন হলো—

     ক) দেনাদারের নিকট নগদ প্রাপ্তি

     খ) পাওনাদারকে নগদে প্রদান

     গ) অবচয়

     ঘ) ঋণপত্র ইস্যু

৪৭।  অবচয় নিট লাভের সঙ্গে যোগ করা হয়। কারণ এর দ্বারা—

     ক) নগদ উদ্বৃত্ত বাড়াতে হয়

     খ) নগদ উদ্বৃত্ত কমাতে হয়

     গ) পরিচালন কার্যক্রমের সাহায্যে নিট আয়কে নগদে রূপান্তর করা হয়

     ঘ) নগদ টাকার বহিঃপ্রবাহ ঘটে

৪৮।  নন-ফিন্যান্সিং এবং অ-বিনিয়োগ সংক্রান্ত লেনদেন কোনটি?

     ক) সম্পত্তি ক্রয়

     খ) ঋণপত্র ইস্যুর মাধ্যমে সম্পত্তি ক্রয়

     গ) ঋণপত্র বিলি

     ঘ) লভ্যাংশ প্রদান

৪৯।  নগদ সমতুল্য কী?

     ক) স্বল্পমেয়াদি এবং অতি তরল বিনিয়োগ

     খ) দীর্ঘকালীন বিনিয়োগ

     গ) মধ্যমেয়াদি বিনিয়োগ

     ঘ) দীর্ঘ ও মধ্যমেয়াদি বিনিয়োগ

৫০।  কোন পদ্ধতিতে নিট মুনাফা বা লাভ-ক্ষতি নিয়ে নগদ প্রবাহ বিবরণী শুরু করা হয়?

     ক) প্রত্যক্ষ পদ্ধতিতে   খ) প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতিতে

     গ) পরোক্ষ পদ্ধতিতে  ঘ) নগদ বাজেট পদ্ধতিতে

৫১।  সম্পত্তি বিক্রি দ্বারা কোন ধরনের নগদ প্রবাহ সৃষ্টি হয়?

     ক) পরিচালন  খ) বিনিয়োগ

     গ) অর্থায়ন  

     ঘ) বিনিয়োগ ও অর্থায়ন

৫২।  পরিচালন নগদ প্রবাহ হলো—

     ক) স্থায়ী সম্পত্তি বৃদ্ধি

     খ) চলতি সম্পত্তি ও চলতি দায়ের হ্রাস-বৃদ্ধি

     গ) স্থায়ী সম্পত্তি হ্রাস

     ঘ) শেয়ার মূলধন বৃদ্ধি

৫৩।  কত সালের পূর্ব পর্যন্ত তৃতীয় প্রধান আর্থিক বিবরণী হিসেবে তহবিল প্রবাহ বিবরণী তৈরি করা হতো?

     ক) ১৯৮৮    খ) ১৯৯০    গ) ১৯৯৮    ঘ) ২০০৮

৫৪।  নগদ সমতুল্য বলতে ক্রয়ের তারিখ হতে কত সময়ের মধ্যে নগদে রূপান্তরযোগ্য সম্পদকে বোঝায়?

     ক) এক বছর   খ) দুই বছর গ) চার বছর    

     ঘ) দশ বছর

৫৫।  নগদ আন্তঃপ্রবাহ দ্বারা কী বোঝায়?

     ক) নগদ টাকা আসে  খ) নগদ টাকা চলে যায়

     গ) নগদ টাকা আসে এবং যায়

     ঘ) নগদ টাকা আসে না

৫৬।  নগদ বহিঃপ্রবাহ দ্বারা কী বোঝায়?

     ক) নগদ টাকা চলে যাওয়াকে 

     খ) নগদ টাকা আসাকে

     গ) নগদ টাকা বৃদ্ধি   ঘ) নগদ টাকা হ্রাস

৫৭।  নিচের তথ্যগুলোর আলোকে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন সংক্রান্ত কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো :  

নিট আয় ১,৩২,০০০ টাকা, প্রদেয় হিসাব বৃদ্ধি ১০,০০০ টাকা, মজুদ পণ্য হ্রাস ৭,০০০ টাকা এবং প্রাপ্য হিসাবের বৃদ্ধি ১০,০০০ টাকা।

     ক) ১,০৪,০০০ টাকা খ) ১,১২,০০০ টাকা

     গ) ১,২৫,০০০ টাকা ঘ) ১,৩৯,০০০ টাকা

৫৮।  প্রারম্ভিক নগদ তহবিল বলতে কী বোঝায়?

     ক) বছরের মাঝামাঝি নগদ তহবিল

     খ) বছরের শুরুতে নগদ তহবিল

     গ) বছরের শেষে নগদ তহবিল

     ঘ) বছরের প্রথম ও শেষের নগদ তহবিল

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

২৬. গ ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. ক ৩১. গ ৩২. খ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ক ৩৯. ঘ ৪০. গ ৪১. ঘ ৪২. গ ৪৩. গ ৪৪. ঘ ৪৫. খ ৪৬. গ ৪৭. গ ৪৮. খ ৪৯. ক ৫০. গ ৫১. খ ৫২. খ ৫৩. ক ৫৪. ক ৫৫. ক ৫৬. ক ৫৭. ঘ ৫৮. খ।

এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র স্পেশাল সাজেশন ২০২৫, hsc Accounting 2nd paper suggestion 2025

১।   যৌথ মূলধনী কম্পানির গঠনতন্ত্র কোনটি?

     ক) স্মারকলিপি

     খ) বিবরণপত্র

     গ) নিবন্ধনপত্র

     ঘ) পরিমেল নিয়মাবলি

২।   কোনটিকে কম্পানির সংবিধান বলা হয়?

     ক) সংঘস্মারক

     খ) পরিমেল নিয়মাবলি

     গ) কার্যারম্ভের অনুমতিপত্র    ঘ) বিবরণপত্র

৩।   পাবলিক লিমিটেড কম্পানির জন্য সর্বনিম্ন সদস্যসংখ্যা কত?   

     ক) ২ জন    খ) ৭ জন    গ) ১০ জন 

     ঘ) ২০ জন

৪।   পাবলিক লিমিটেড কম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে অবলেখক কী পান?

     ক) কমিশন   খ) বাট্টা     গ) মুনাফা    ঘ) সুদ

৫।   কম্পানির শেয়ার অধিহার—  

     ক) মুনাফাজাতীয় আয়  খ) মূলধনজাতীয় আয়

     গ) মুনাফাজাতীয় ব্যয়  ঘ) মূলধনজাতীয় ব্যয়

৬।   মুন কম্পানির অনুমোদিত মূলধন ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ার। ইস্যুকৃত মূলধনের পরিমাণ ৯০% এবং বিলীকৃত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের ৭০% হলে বিলীকৃত মূলধনের পরিমাণ কত টাকা? 

     ক) ২,০০,০০০ টাকা খ) ১,৮০,০০০ টাকা

     গ) ১,৪০,০০০ টাকা ঘ) ১,২৬,০০০ টাকা

৭।   কম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কী বলে?

     ক) প্রাথমিক শেয়ার   খ) মাধ্যমিক শেয়ার

     গ) অগ্রাধিকার শেয়ার  ঘ) অধিকার শেয়ার

৮।   বাট্টায় শেয়ার ইস্যুকরণ হলো—

     ক) অভিহিত মূল্য থেকে কম মূল্যে শেয়ার ইস্যু করা

     খ) অভিহিত মূল্য থেকে বেশি মূল্যে শেয়ার ইস্যু করা

     গ) অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করা

     ঘ) অধিহারে শেয়ার ইস্যু করা

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর :  ১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. ক ৮. ক।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment