হিসাববিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বাংলাদেশে কর ব্যবস্থা (Taxation in Bangladesh) সুপার সাজেশন হিসাববিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের Accounting 4th Paper Suggestion Degree 2nd year Subject Code: 122503 |
2024 এর ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
PDF Download হিসাববিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন, হিসাববিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, হিসাববিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের, ডিগ্রী ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন, হিসাববিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন,
ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
হিসাববিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. করপাত বলতে কি বুঝ?
উত্তর : করপাত হচ্ছে করের ‘চূড়ান্ত আশ্রয়স্থল’। যদি কর সঞ্চালন বা স্থানান্তর করা যায় তবে চূড়ান্তভাবে করের আর্থিক ভার অন্যের উপর বর্তায়। করের সর্বশেষ আর্থিক দায়ভারকে করপাত বলে।
২. অ্যাপিলেট ট্রাইবুনাল কি?
উত্তর : আয়কর অধ্যাদেশের ১১ ধারা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচার বিভাগীয় ও হিসাব বিভাগীয় সদস্য নিয়ে গঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক সদস্যগণ নিয়োগপ্রাপ্ত হন। এটি আয়কর সংক্রান্ত সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।
৩. আংশিক কৃষি আয় কি?
উত্তর : ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ২৬(২) ধারার বিধান অনুযায়ী রাবার/চা বাগানের আয় (৬০% কৃষি ও ৪০% অকৃষি) তামাক শিল্পে আয়ের সমান (কৃষি ও সিগারেট এবং তামাকের বাজার মূল্যের পার্থক্য) ইত্যাদিকে আংশিক কৃষি খাতে আয় বলা হয়।
৪. এডাম স্মিথ উল্লেখিত করের চারটি নীতির নাম লিখ।
উত্তর : প্রখ্যাত অর্থনীতিবিদ এডাম স্মিথ করের ৪টি নীতির কথা নিম্নে উল্লেখ করা হল। যথা :
১. সমতার নীতি (Canon of equality)
২. নিশ্চয়তা নীতি (Canon of certainty)
৩. সুবিধার নীতি (Canon of convenience)
৪. মিতব্যায়িতার নীতি (Canon of economy)
৫. করমুক্ত আয় কি?
উত্তর : যে সকল আয় কোন করদাতার করযোগ্য সীমা ও করের হার নির্ধারণের উদ্দেশ্যে মোট আয়ের অন্তর্ভুক্ত করা হয় কিন্তু পরে গড় হারে রেহাই দেয়া হয় সে সকল আয়কে করমুক্ত আয় বলে।
৬. প্রত্যক্ষ কর কি?
উত্তর : যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।
৭. অর্থ আইন কি?
উত্তর : সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার, ন্যূনতম করযোগ্য সামা, নতুন কর আরোপ বা কর অব্যহিত ইত্যাদি ঘোষণা করা থাকে। আয়কর সংক্রান্ত এ সকল সংশোধন কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যে আইন করে তাকে অর্থ আইন বলে।
৮. আনুতোষিক কি?
উত্তর : চাকুরির মেয়াদকাল শেষে কর্মী তার নিয়োগকর্তার নিকট থেকে এককালির যে অর্থ প্রাপ্ত হন তাকে আনুতোষিক বলে।
৯. বার্ষিক বৃত্তি কি?
উত্তর : নিয়োগ কর্তার নিকট হতে কর্মী নির্দিষ্ট বছরের ভিত্তিতে যে অর্থ গ্রহণ করে তাকে বার্ষিক বৃত্তি বলে।
১০. জিরো কুপন বন্ড কি?
উত্তর : যে সকল বন্ড সিকিউরিটি একচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত এবং সমমূল্যের নিচে উল্লেখ্য কোন হারে বাট্টা প্রদানের নিমিত্তে ইস্যু করা হয় তাকে জিরো কুপন বন্ড বলে।
১১. কর অবকাশ কি?
উত্তর : কিছু কিছু নির্দিষ্ট শ্রেণির শিল্প প্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যহতি দিয়ে থাকে। কর অব্যাহতি প্রাপ্ত ঐ সময় কালকে কর অবকাশ বলে।
১২. ফট্কা কারবার কি?
উত্তর : অস্বাভাবিক মুনাফা লাভের আশায় ষ্টক বা শেরারসহ অন্যান্য যেকোন পণ্য দ্রব্য প্রকৃত হস্তান্তর ব্যতিরেকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়। এরূপ অনিশ্চিত উদ্যোগকে ফটকা কারবার বলে।
১৩. ২০১৩-১৪ করবর্ষে ব্যক্তি করদাতার ন্যূনতম কর দায় কত?
উত্তর : তিন হাজার টাকা।
১৪. করবর্ষ কি?
উত্তর : যে আর্থিক বছরের করদাতার আয়কর নির্ধারণ করা হয়। সেই আর্থিক বছরই তার করবর্ষ বা কর নির্ধারণী বর্ষ। সাধারণত আয় বছরের পরবর্তী বছরকে করবর্ষ বলে।
১৫. কর সঞ্চালন বলতে কি বুঝায়?
উত্তর : যার উপর প্রাথমিক করধার্য করা হয় সে যদি করভার শেষ পর্যন্ত অন্যের উপর চালিয়ে দিতে পারে তাহলে করভার অন্যের উপর চাপিয়ে দেওয়ার কার্যাবলিকে কর সঞ্চালন বা কর চালান বলে।
১৬. করের সমতার নীতি কি?
উত্তর : দেশের প্রত্যেক নাগরিক তার নিজ নিজ সামর্থ্য বা আয় অনুযায়ী কর প্রদান করব এমন নীতিকে করের সামর্থ্যের নীতি বলে।
১৭. সুদের মোটাঙ্কিতকরণ কি?
উত্তর : করদাতা যে সকল ক্ষেত্রে নিট সুদ প্রাপ্ত হয় ঐ সকল ক্ষেত্রে প্রাপ্ত সুদকে মোটসুদে পরিণত করার প্রক্রিয়াকে সুদের মোটাঙ্কিতিকরণ বলে।
১৮. মূল্য সংযোজন কর কত প্রকার ও কি কি?
উত্তর : মূল্য সংযোজন কর তিন প্রকার ।
১. মূসক কর; ২. টার্ণওভার কর এবং ৩. সম্পূরক কর ।
১৯. TIN এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Tin = Tax Payers Identification Number.
২০. শুল্ক কি?
উত্তর : পণ্য দ্রব্য বা সেবার উপর ধার্যকৃত করকে শুল্ক বলে।
২১. বেতন খাতে আয় বলতে কি বুঝ?
উত্তর : কোন করদাতা তার নিয়োগ কর্তার নিকট হতে শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে বেতন বা মজুরিসহ অন্যান্য যে সকল সুবিধা পেয়ে থাকে, তাদের সমষ্টিই করদাতার বেতন খাতে আয়।
২২. গৃহসম্পত্তি খাতে আয় বলতে কি বুঝ?
উত্তর : ভাড়া দেয়া গৃহ অথবা গৃহসংলগ্ন ভূমি হতে ন্যায় ও যুক্তিসঙ্গত উপায়ে নির্ণীত আয় করদাতার গৃহ সম্পত্তি খাতে আয় বলে বিবেচিত।
২৩. কর অগ্রিম সরকারি সিকিউরিটি কী?
উত্তর : যে সব সরকারি সিকিউরিটি হতে অগ্রিম কর কেটে রাখা হয় তাকে কর অগ্রিম সরকারি সিকিউরিটি বলে।
২৪. সিকিউরিটির সুদ কী?
উত্তর : ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ২২ ধারা অনুসারে সরকারি বা অনুমোদিত সিকিউরিটি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র হতে যে সুদ পাওয়া যায় তাকে সিকিউরিটির সুদ বলে।
২৫. কর নির্ধারণ কি?
উত্তর : কর নির্ধারণ বলতে কর বা শুল্ক আইনের আওতায় কর নির্ধারণ এবং ভবিষ্যত প্রাপ্তব্য সুবিধা পাওয়ার জন্য প্রদত্ত বিশেষ করকে বুঝায়।
২৬. কর পরিদর্শনের সংজ্ঞা দাও।
উত্তর : আয়কর অধ্যাদেশের ২(৩৭) ধারা অনুযায়ী ৩ ধারার অধীনে নিযুক্ত ব্যক্তিকে কর পরিদর্শক বলে। এরা ডেপুটি কর কমিশনার কর্তৃক নিযুক্ত হন।
২৭. টার্নওভার কর কী?
উত্তর : যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ৪০ লাখ টাকার কম সে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান ১৫% হারে মূল্য সংযোজন করের পরিবর্তে ৪% হারে যে কর প্রদান করে তাকে টার্নওভার কর বলে।
২৮. পৌর কর কাকে বলে?
উত্তর : কোন শহর বা পৌর এলাকায় পণ্য দ্রব্য ঢোকার সময় তার উপর যে কর প্রদান করা হয় তাকে পৌর কর বলে।
২৯. বেতন পূরক কাকে বলে?
উত্তর : কর্মচারী নিয়োগকর্তার নিকট হতে চাকুরির শর্তানুসারে আয়বর্ষে বেতন ছাড়াও যে সকল সুযোগ সুবিধা পায় বা ভোগ করে থাকে তাকে বেতন পূরক বলে।
৩০. অ-নিঃশেষিত অবচয় কি?
উত্তর : কোন নির্দিষ্ট আয় বছরে কারবারে কোন মুনাফা না হলে বা মুনাফার পরিমাণ অবচয় হতে কম হলে অবচয়ের যে অংশটুকু সমন্বয় করা যায় না তাকে অনিঃশেষিত অবচয় বলে।
৩১. লোকসান পূরণ বলতে কি বুঝ?
উত্তর : আয়বর্ষে কোন করদাতার এক বা একাধিক খাতে লোকসান একই খাতের অন্য উৎসের লাভ দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করা যায়। এরূপ একখাতের লোকসান একই খাতের অন্যান্য উৎসের আয় দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করাকে লোকসান পূরণ বলা হয়।
৩২. সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর : অর্থ শাস্ত্রের যে শাখায় সরকারের আয়-ব্যয় এবং ঋণসংক্রান্ত নীতি ও পদ্ধতি আলোচনা করা হয় তাকে অর্থব্যবস্থা বলে।
৩৩. সরকারি আয়ের উৎসসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : দুই ভাগে যথা- ১. রাজস্ব; ২. রাজস্ব বহির্ভূত আয়।
৩৪. ব্যক্তিগত অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর : যে অর্থ ব্যবস্থায় ব্যক্তির আয়-ব্যয় এবং ব্যক্তির কল্যাণ সম্পর্কিত বিষয় পর্যালোচনা করা হয় তাকে অর্থব্যবস্থা বলে।
৩৫. সামাজিক নিরাপত্তা কাকে বলে?
উত্তর : আর্থিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে সরকারকে দেশের দরিদ্র, বেকার জনগোষ্ঠী বৃদ্ধি ও অসহায় মানুষের ভাতা ও পেনশনের যে ব্যবস্থা করতে হয় তাকে সামাজিক নিরাপত্তা বলে।
৩৬. কর অবকাশ কি?
উত্তর : কিছু কিছু নির্দিষ্ট শ্রেণির শিল্প প্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যহতি দিয়ে থাকে। কর অব্যাহতি প্রাপ্ত ঐ সময় কালকে কর অবকাশ বলে।
৩৭. আয়করের সংজ্ঞা দাও।
অথবা, আয়কর কাকে বলে?
উত্তর : কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর কর ধার্য করা হয় তাকে আয়কর বলে।
৩৮. ভারতীয় উপমহাদেশে আয়কর প্রথা চালু হয় কত সালে?
উত্তর : ১৮৬০ সালে।
৩৯. কর অনুসন্ধান কমিশন কত সালে করা হয়?
উত্তর : কর অনুসন্ধান কমিশন ১৯৭৬ সালে করা হয়।
৪০. আয়কর প্রত্যক্ষ না পরোক্ষ কর?
উত্তর : আয়কর একটি প্রত্যক্ষ কর। হিসাববিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
Accounting 4th Paper Degree 2nd Year Suggestion PDF 2024
খ বিভাগ
১। সংজ্ঞা লিখ?
আসবেই অর্থের সরবরাহ কি? ফারাবি মুদ্রাস্ফীতি কি? অর্থ মূল্য কি? কেন্দ্রীয় ব্যাংক কি? মুদ্রার অবমূল্যায়ন কি?
ফারাবি লেনদেন উদ্বৃত্ত ভারসাম্যহীনতা কি? সরকারী অর্থব্যবস্থা কি?
২। সরকার ঋণগ্রহণ করে কেন?
৩। উদ্বৃত্ত বাজেট ও ঘাতটি বাজেট এর পার্থক্য লিখ?
৪। প্রত্যক্ষ ও পরোক্ষ করের পার্থক্য লিখ?
৫।করঘাত ও করপাতের পার্থক্য লিখ?
৬। অবাধ বানিজ্য ও সংরক্ষণের পাথক্য লিখ?
৭। মুদ্রাস্ফীতি কারণগুলো চিহ্নিত কর?
৮। মুদ্রাস্ফীতি বৈশিষ্ট্য লিখ?
৯। কেন্দ্রীয় বাংকের মৌলিক ৪ টি কাজ আলোচনা কর?
১০)। কর ধারযেরনীতিমালা ব্যাখ্যা কর?
১১। সরকারি ঋনের উৎসগুলো লিখব?
১২। লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা কারণ ও প্রতিরোধ উপায় উল্লেখ কর?
১৩। কেন্দ্রীয় ব্যাংকের ঋন নিয়ন্ত্রনের উদ্দেশ্য কি?
১৪। অর্থ মূল্য ও দামস্তরের মধ্যে সম্পক কি?
১৫। অর্থ বানিজ্যিক কাযবলি আলোচনা কর?
ডিগ্রী ২য় বর্ষের হিসাববিজ্ঞান ৪র্থ পত্র স্পেশাল সাজেশন 2024,হিসাববিজ্ঞান ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন 2024
গ বিভাগ
১। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের উপায়গুলো লিখ?
২। অরথের পরিমান তত্ত্ব লেনদেন ভাষ্য সমালোচনা সহ আলোচনা কর?
৩। অথের পরিমান তত্ত্ব ক্যামব্রিজ সমীকরন সমালোচনা সহ ব্যাখ্যা কর?
৪। বাণিজ্যিক ব্যাংকের কাযবলি আলোচনা কর?
৫। বানিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া সীমাবদ্ধতা লিখ?
৬। বাণিজ্যিক ব্যাংকের বহুগুনিতক ঋন সৃষ্টির প্রক্রিয়া টি ব্যাখ্যা কর?ফারাবি
৭। কেন্দ্রীয় ব্যাংকের ঋন নিয়ন্ত্রনের হাতিয়ারগুলো লিখ?
৮। আন্তজাতিক বানিজ্যের তুলনামূলক খরচ তত্ত্ব টি ব্যাখ্যা কর?
৯। বৈদেশিক ঋণ সর্বদা খারাপ নয়” উক্তিটি ব্যাখ্যা কর?
১০। একটি উত্তম বাজেটের বৈশিষ্ট্য গুলো চিহ্নিত কর?
১১। সরকারি ব্যায়ের খাতসমূহ আলোচনা কর?
১০০%১২। ক) সুষম বাজেট ও অসম বাজেটের পার্থক্য লিখ?
খ) একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের বাজেটের গুরুত্ব লিখ?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৩।
ক। কর প্রদানের সামর্থ্য নীতি ব্যাখ্যা কর?
খ। সরকারি ঋণ পরিশোধ উপায়সমূহ লিখ?ফারাবি
গ। সরকারি অর্থব্যবস্থা ও ব্যাক্তিগত অর্থব্যবস্থা পার্থক্য লিখ?
দেখাও যে লেনদেন উদ্বৃত্ত সর্বদা সমতা থাকে?
অবাধ বানিজ্যের পক্ষ্এ যুক্তি গুলো উল্লেখ কর?
বানিজ্যিক ব্যাংকের মূলনীতি আলোচনা কর?
Degree Accounting 4th Paper Suggestion 2024, হিসাববিজ্ঞান ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর হিসাববিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের 2024, ডিগ্রী ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন 2024
Degree 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: PDF Download হিসাববিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন 2024 হিসাববিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন
BA/BSS/BBA ডিগ্রী ২য় বর্ষের সাজেশন 2024
বিষয় | সুপার সাজেশন |
---|---|
বাংলা জাতীয় ভাষা (Bangla) Subject Code: 131003 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র (Political Science 3rd Paper) Subject Code: 121901 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র (Political Science 4th Paper) Subject Code: 121903 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৩য় পত্র (Sociology 3rd paper) Subject Code: 122001 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৪র্থ পত্র (Sociology 4th paper ) Subject Code: 122003 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৩য় পত্র (Social work 3rd paper) Subject Code: 122101 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৪র্থ পত্র ( Social work 4th paper) Subject Code: 122103 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৩য় পত্র ( History 3rd paper ) Subject Code: 121501 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৪র্থ পত্র (History 4th paper ) Subject Code: 121503 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৩য় পত্র (History of Islam 3rd paper) Subject Code: 121601 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৪র্থ পত্র (History of Islam 4th paper) Subject Code: 121603 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৩য় পত্র ( Philosophy 3rd paper) Subject Code: 121701 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৪র্থ পত্র ( Philosophy 4th paper ) Subject Code: 121703 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৩য় পত্র (Geography 3rd Paper) Subject Code: 123201 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ৪র্থ পত্র (Geography 4th paper) Subject Code: 123203 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৩য় পত্র (Psychology 3rd paper ) Subject Code: 123401 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৪র্থ পত্র (Psychology 4th paper ) Subject Code: 123403 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৩য় পত্র ( Islamic Studies 3rd Paper) Subject Code: 121801 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৪র্থ পত্র (Islamic Studies 4th Paper ) Subject Code: 121803 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৩য় পত্র (Economics 3rd paper ) Subject Code: 122201 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৪র্থ পত্র (Economics 4th paper ) Subject Code: 122203 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৩য় পত্র ( Management 3rd paper ) Subject Code: 122601 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৪র্থ পত্র ( Management 4th paper) Subject Code: 122603 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৩য় পত্র (Accounting 3rd Paper) Subject Code: 122501 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৪র্থ পত্র (Accounting 4th Paper ) Subject Code: 122503 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৩য় পত্র (Finance and Banking 3rd Paper ) Subject Code: 122401 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৪র্থ পত্র (Finance and Banking 4th Paper) Subject Code: 122403 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৩য় পত্র (Marketing 3rd paper ) Subject Code: 122301 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৪র্থ পত্র (Marketing 4th paper ) Subject Code: 122303 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৩য় পত্র ( Zoology 3rd paper ) Subject Code: 123101 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৪র্থ পত্র (Zoology 4th paper ) Subject Code: 123101 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৩য় পত্র (Chemistry 3rd paper) Subject Code: 122801 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৪র্থ পত্র (Chemistry 4th paper) Subject Code: 122803 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৩য় পত্র (Botany 3rd paper ) Subject Code: 123001 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৪র্থ পত্র (Botany 4th paper ) Subject Code: 123003 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৩য় পত্র ( Physics 3rd paper ) Subject Code: 122701 | সুপার সাজেশন লিংক |
পদার্থ বিজ্ঞান ৪র্থ পত্র ( Physics 4th paper) Subject Code: 122703 | সুপার সাজেশন লিংক |
গণিত ৩য় পত্র (Math 3rd paper) Subject Code: 123701 | সুপার সাজেশন লিংক |
গণিত ৪র্থ পত্র ( Math 4th paper) Subject Code: 123703 | সুপার সাজেশন লিংক |