হিসাব রক্ষণের দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ সহায়ক তথ্য: মেসার্স জয়া এন্ড কোং এর কতিপয় লেনদেন নিম্নরূপ, দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবো,দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব

শ্রেণি: SSC 2022 বিষয়: হিসবা বিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 146
বিভাগ: মাধ্যমিক শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

হিসাব রক্ষণের দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ

সহায়ক তথ্য:

মেসার্স জয়া এন্ড কোং এর কতিপয় লেনদেন নিম্নরূপ

১. মিসেস জয় মুখার্জী ব্যবসায় আরো ২০০০০ টাকা বিনিয়োগ করলেন

২. অফিসের জন্য এক করা হলো ২৫০০০ টাকা

৩. অফিস ভাড়া তিন মাসের অগ্রিম প্রদান করা হল ১৮০০০ টাকা

৪. রাজনের নিকট বিক্রয় করা হলো ২৫০০০ টাকা

৫. ব্যাংক চার্জ ধার্য করল টাকা ১৫০০ টাকা

৬. ব্যাংক হতে উত্তোলন করা হলো ৬০০০ টাকা

৭. ধারে পণ্য ক্রয় করা হল ১৫০০০ টাকা

৮. মজুরি প্রদান করা হলো ৩০০০ টাকা

৯. ক্রয় ফেরত ২০০০ টাকা

১০. ব্যাংকে জমা দেওয়া হল ১০০০০ টাকা

শিখনফল

  • দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবো
  • দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব
  • লেনদেনের জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ সনাক্ত করতে পারব

নির্দেশনা

  • দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা
  • দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য
  • ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী (পাঠ্যবইয়ের আলোকে)
  • সংযুক্ত লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট পক্ষ কারন সহ নির্ণয় করা (পাঠ্যবইয়ের ৫৫ পৃষ্ঠার আলোকে)
  • দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা

দুতরফা দাখিলা পদ্ধতি বলতে বুঝায়, প্রতিটি লেনদেনকে দুটি পক্ষে বা দুতরফাভাবে হিসাবে লিপিবদ্ধ করা।

আমরা জানি, এক হাতে তালি বাজেনা। ঠিক তেমনি, একটি পক্ষ দ্বারা লেনদেন সম্ভব নয়। লেনদেন হতে হলে এক পক্ষ সুবিধা প্রদানকারী ও অন্য পক্ষ সুবিধা গ্রহনকারী থাকে। এই ধারণা থেকেই দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে দুটি পক্ষে বা দুটি হিসাবে লিপিবদ্ধ করা হয়।

এক্ষেত্রে, সুবিধা গ্রহনকারী হিসাবকে (গ্রহীতা) ডেবিট ও সুবিধা প্রদানকারী হিসাবকে (দাতা) ক্রেডিট হিসেবে, হিসাবের বিভিন্ন বইতে লিপিবদ্ধ করা হয়।

উল্লেখ্য, এখানে ডেবিট ও ক্রেডিট কি তা আমাদের জেনে রাখা প্রয়োজন। হিসাববিজ্ঞানে ডেবিট (Debit) ও ক্রেডিট(Credit) হলো একটি প্রতীক, যার কোন বিশেষ অর্থ নেই। সুবিধা গ্রহণকারীকে ডেবিট প্রতীক ও সুবিধা প্রদানকারীকে ক্রেডিট প্রতীক দ্বারা চিহ্নিত করে হিসাবের বিভিন্ন বইতে লিপিবদ্ধ করা হয়।

ধরে নাও, তুমি তোমার প্রতিষ্ঠানের কর্মচারী, কিরনকে ৫,০০০ টাকা বেতন হিসেবে প্রদান করেছ। এ ঘটনাটি বিশ্লেষন করেলে তুমি খেয়াল করবে, ১। বেতন হিসেবে দিলাম ৫,০০০ টাকা। ২। আমার ক্যাশ বাক্স থেকে নগদ টাকা কমে গেলো ৫,০০০ টাকা।

তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এখানে ২টি হিসাব বা পক্ষ প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে।

এখন এই লেনদেনটি হিসাবে লিখতে হলে এভাবে লিখব।

বেতন হিসাব …………… (ডেবিট) ৫,০০০ টাকা

নগদান হিসাব ………….. (ক্রেডিট) ৫,০০০ টাকা।

আশা করি বুঝতে পেরেছ যে, দুতরফা দাখিলা পদ্ধতি কি, কেন দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার হয়।

  • দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য
  • ২টি পক্ষ থাকবে।
  • এক পক্ষ (সুবিধা গ্রহণকারী) ডেবিট ও অন্য পক্ষ (সুবিধা প্রদানকারী) ক্রেডিট
  • উভয় পক্ষ, সমপরিমান অর্থ দ্বারা প্রভাবিত হবে
  • ১.    দ্বৈত স্বত্তা
  • ২.    দাতা ও গ্রহীতা
  • ৩.    ডেবিট ও ক্রেডিট করা
  • ৪.    সমান অঙ্কেও আদান-প্রদান
  • ৫.    সামগ্রিক ফলাফল।

এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, কিভাবে আমরা বুঝব যে, কোন কোন হিসাবটি লেনদেনের পক্ষ হবে বা কিভাবে পক্ষগুলো চিনতে পারব। এজন্য, হিসাববিজ্ঞানের মূল ভিত্তি হিসাব সমীকরণের ধারণা প্রয়োগ করে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে।

  • ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী (পাঠ্যবইয়ের আলোকে)

আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র বা নিয়মঃ

আধুনিক বা সমিকরণ পদ্ধতিতে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য আধুনিক পদ্ধতিতে হিসাবের প্রকার বা শ্রেণীবিভাগ সম্পর্কেও ধারনা থাকা উচিৎ।  আধুনিক পদ্ধতিতে হিসাব সমূহকে ৫ টি ভাগে ভাগ করা হয়, যথা-

  • সম্পদ ও সম্পত্তি হিসাব
  • ব্যয় হিসাব
  • আয় হিসাব
  • দায় হিসাব
  • মালিকানা সত্ত্ব হিসাব

নিম্নে ডেবিট ক্রেডিট নির্ণয়ের আধুনিক পদ্ধতি বা সূত্র শর্ট,  সংক্ষিপ্ত ও সহজ আকারে তুলে ধরা হলো-

  • ১. সম্পদ ও সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট হবে।
  • ২. আয়, দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হবে।

রোদেলার নিকট থেকে বাকিতে ৫০০ টাকার পন্য ক্রয়, একটি লেনদেন। এখানে হিসাব সমূহ, ১. ক্রয় হিসাব ও ২. প্রদেয় বা পাওনাদার (রোদেলা) হিসাব। 

  • ১. যেহেতু ক্রয় হিসাব ব্যয় জাতীয় হিসাব এবং ক্রয় করার ফলে ব্যয় বা খরচ বাড়ে এবং সূত্র অনূযায়ী ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট তাই ক্রয় হিসাব ডেবিট হবে। 
  • পাওনাদার (রোদেলা) হিসাব দায় জাতীয় হিসাব এবং বাকিতে ক্রয় করায় প্রতিষ্টান অন্যের নিকট দায় গ্রস্থ হচ্ছে বা দায় দেনা বেড়ে যাচ্ছে এবং সূত্র অনূযায়ী দায় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই পাওনাদার (রোদেলা) হিসাব ক্রেডিট হবে।

উদাহরণের সাহায্যে সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট চেনার বা নির্ণয়ের উপায়ঃ

  • ১. নগদে পন্য বিক্রয়। 

নগদান হিসাব -ডেবিট (কারণ সম্পত্তিবাচক হিসাব অনুযায়ি সম্পদ বৃদ্ধি)

বিক্রয় হিসাব -ক্রেডিট (কারণ নামিক হিসাব অনুযায়ী আয় বৃদ্ধি)

  • ২. আয়কর প্রদান করা হলো।

উত্তলোন হিসাব -ডেবিট (কারণ ব্যক্তিবাচক হিসাব অনুযায়ী দায় হ্রাস)

নগদান হিসাব -ক্রেডিট (কারণ সম্পত্তিবাচক হিসাব অনুযায়ী সম্পদ হ্রাস)

  • ৩. জীবন বিমা প্রদান করা হলো।

উত্তলোন হিসাব -ডেবিট (কারণ ব্যক্তিবাচক হিসাব অনুযায়ী দায় হ্রাস)

নগদান হিসাব -ক্রেডিট (কারণ সম্পত্তিবাচক হিসাব অনুযায়ী সম্পদ হ্রাস)

  • ৪. মালিক নিজ প্রয়োজনে নগদ উত্তলোন করলেন।

উত্তলোন হিসাব -ডেবিট (কারণ ব্যক্তিবাচক হিসাব অনুযায়ী দায় হ্রাস)

নগদান হিসাব -ক্রেডিট (কারণ সম্পত্তিবাচক হিসাব অনুযায়ী সম্পদ হ্রাস)

  • সংযুক্ত লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট পক্ষ কারন সহ নির্ণয় করা (পাঠ্যবইয়ের ৫৫ পৃষ্ঠার আলোকে)
AVvXsEiIm28EL7FbqTPqYPt9pphb1lEqulqmgdVYfuxq1Sl3gKy0c JypZ2XdBMawWkIGUNLL5 R2MfTSFCYL2NTuLqq4q48YmLb6apeq X ClIKPm38HHvhs0AewsMiWI DSifxmrbbpQG59wavLf0JXfvXdc4z3jLCg6t nQM3FJGrb2if9P9Qiu ciXtc
AVvXsEivCP2Xvwj2VpZc Zk8SGf3cV2C36mk 8fmv1VK79 3JD7sU9mNtvAkiirx5J9Jjhu01ZpIxvwwAeO4vm55lg JP81E1XKO02B7M9WeAOt AbxlHvhEnQm2kf4

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment