আজকের বিষয়: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর কাজ করতে কি কি যোগ্যতা দরকার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর কাজটি কি আপনার জন্য, একজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রতিদিনের কাজের তালিকা ২০২১
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর কাজ যা অবশ্য করণীয়
(ক) ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর কাজ হলো ইউনিয়ন পরিষদের যাবতীয় কর, টোল ইত্যাদি ফি গ্রহণ এবং রেজিস্টারে এন্ট্রি করা।
(খ) আদায়কৃত কর, ফি এর হিসাব সংরক্ষণ ও ব্যাংকে জমা প্রদান করাই হলো ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর কাজ।
(গ) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর কাজ হচ্ছে জন্ম নিবন্ধনের ফি আদায় ও ব্যাংকে জমা প্রদান করা।
(ঘ) ইউনিয়ন পরিষদের সকল হিসাব এমআইএস এ ডাটা এন্ট্রি করা।
(ঙ) ইউনিয়ন পরিষদের সকল ক্যাশ বহি লিপিবদ্ধ ও সংরক্ষণ করাই হলো হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর কাজ।
(চ) গ্রাম আদালতের পেশকারের দায়িত্ব পালন করা।
(ছ) একজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর কাজ হলো গ্রাম আদালতের নথি ও রেজিস্টার সংরক্ষণ করা।
(জ) ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট প্রণয়নে ইউপি চেয়ারম্যান ও সচিবকে সহায়তা প্রদান করা।
(ঝ) স্কিম প্রণয়ন, প্রাক্কলন তৈরিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
(ঞ) ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত সকল স্কিমের তালিকা কম্পিউটার ও রেজিস্ট্রারে এন্ট্রি করা।
(ট) ভিজিডি, ভিজিএফ, হতদরিদ্র ইত্যাদির তালিকা ও মাস্টার রোল প্রস্তুত করা।
(ঠ) ইউনিয়ন পরিষদ সচিবের কাজে সহযোগিতা এবং সচিবের অবর্তমানে তাঁর কার্যাবলী সম্পাদন করা।
(ড) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর সবচেয়ে জরুরি কাজ হলো কম্পিউটার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা।
(ঢ) সরকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সচিব কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করাই হলো হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর কাজ।
ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন
ইউনিয়ন পরিষদে কর্মরত একজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হলো ১৬ তম যাদের ব্যাসিক হলো ৯,৩০০ টাকা।
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সরকারি সুবিধা
যেহেতু হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদটি একটি সরকারি তাই হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সরকারি সুবিধা অন্যান্য সরকারি চাকরির মতই।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অফিস সহকারী কাম হিসাব সহকারীঃ একটি অফিসে নানা কাজে সহযোগীতার জন্য দক্ষ কর্মী নিয়োগ করা হয়, এদের অফিস সহকারী বলে।
যখন অফিসের হিসাব বিভাগে প্রধান হিসাব রক্ষকের সাহায্য সহযোগিতার জন্য দক্ষ কর্মচারী রাখা হয় তখন তাকে হিসাব সহকারী বলে। কিন্তু হিসাব সহকারী একই সঙ্গে অফিসের অন্যন্য কিছু কাজের দায়িত্বপ্রাপ্ত হলেই তাকে অফিস সহকারী কাম হিসাব সহকারী বলা হয়।
অফিস সহকারী কাম হিসাব সহকারীর কাজঃ মূলত কোন অফিসের ক্যাশ বা হিসাব রক্ষণের জন্য এদের নিয়োগ করা হয়।
এদের কাজ হচ্ছে কম্পিউটারে হিসাব ডাটা এন্ট্রি, হিসাবের খসড়া তৈরি।
মেমো বা বিল কাটা, অফিসের সকল খরচ বা কেনাকাটার জন্য টাকা প্রদান ও ফেরতের হিসাব রাখা এবং কি জন্য কত খরচ হল, কাকে দেওয়া হল তার বিবরনসহ বিল করে ভেরিফাই পাস বা স্বাক্ষর করে প্রধানকে দেওয়া। ব্যাংক লেনদেনে সাহায্য এমনকি ব্যাংকে যেতেও হতে পারে।
একই সাথে অফিসের বিভিন্ন কাজ, নথি পত্র, নোটিশ ইত্যাদি প্রধানের কাছে প্রদান ও তার সকল নির্দেশিত কাজ করাই এদের প্রধান কাজ।
যোগ্যতাঃ এই পদের জন্য কম্পিটার জানা, অফিস প্রোগ্রাম এক্সেল জানা,
বাক পটু হওয়াও একটি প্রধান যোগ্যতা হিসাবে ভাইভাতে দেখা হয়।
কর্মঠ ও কর্মব্যস্ত হতে হবে। নানা জন নানা কিছু নির্দেশ দিবে, সব হ্যান্ডেল করার যোগ্যতা থাকতে হবে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- adult ftp server
- FTP Server
- লিংক শেয়ার করে ইনকাম করুন,লিংক শেয়ার করে কিভাবে আয় করা যায়
- adsterra আর্নিং ট্রিকস, adsterra earning tricks
- telegram থেকে কিভাবে টাকা ইনকাম করবো,telegram দিয়ে টাকা ইনকাম,টেলিগ্রাম থেকে ইনকাম
- দাবা খেলে টাকা ইনকাম করুন জেনে নিন সম্পূর্ণ গাইডলাইন,অনলাইনে দাবা খেলার সেরা জায়গা