প্রশ্ন সমাধান: হুদায়বিয়ার সন্ধি কখন সংঘটিত হয়?,সূরা হুজুরাতের আয়াত সংখ্যা কত?, সূরা আল-ফাতহ মাক্কী না মাদানী?,সূরা আন-নূর এ আয়াত সংখ্যা কত?
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। بهتان (বুহতানুন) শব্দের অর্থ কী?
উঃ بهتان (বুহতানুন) অর্থ অপবাদ, মিথ্যা অভিযোগ।
২। الفاسي (আল-ফাসিক) শব্দের অর্থ লিখ।
উঃ الفاسي (আল-ফাসিক) শব্দের অর্থ-পাপাচারী ব্যক্তি।
৩। ইফক শব্দের অর্থ কী?
উঃ অর্থ মিথ্যা অপবাদ দেয়া।
৪। হুদায়বিয়ার সন্ধি কখন সংঘটিত হয়?
উঃ ৬ষ্ঠ হিজরিতে ৬২৮ খ্রিস্টাব্দে।
৫। আস-সাকিনা শব্দের অর্থ লিখ।
উঃ আস-সাকিনা শব্দের অর্থ প্রশান্তি, স্বস্তি।
৬। نور (নূর) শব্দের অর্থ কী?
উঃ নূর শব্দের অর্থ আলো বা জ্যোতি।
৭। আদল শব্দের অর্থ কী?
উঃ আদল শব্দের অর্থ ন্যায়পরায়নতা।
৮। عضبة (উসবাতুন) অর্থ কী?
উঃ عضبة (ঊসবাতুন) অর্থ ছোট দল ।
৯। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি?
উঃ পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা আল কাউসার।
১০। আল ফাহিশাহ শব্দের অর্থ কী?
উঃ আল ফাহিশাহ শব্দের অর্থ অশ্লীল কথা।
১১। পবিত্র কুরআনে সিজদার আয়াত কয়টি?
উঃ পবিত্র কুরআনে সিজদার আয়াত ১৪ টি।
১২। جامع القرآن (জামিউল কুরআন) কাকে বলা হয়?
উঃ হযরত ওসমান (রা.) কে (জামিউল কুরআন) বলা হয়।
১৩। আল-মুহসানাত দ্বারা কাদের বুঝানো হয়েছে?
উঃ সতি-সাধ্বী নারীদেরকে বুঝানো হয়েছে।
১৪। আররুইয়া বিল হাক্কি অর্থ কী?
উঃ সত্য স্বপ্নকে বুঝায়। এটা মূলত এক বিশেষ ধরনের ওহি।
১৫। উসবাতুন অর্থ কি?
উঃ উসবাতুন অর্থ দল।
১৬। গীবত কাকে বলে?
উঃ কারো অসাক্ষাতে তার দোষত্রুটি আলোচনা করাকে গীবত বলে ।
১৭। সূরা আল-ফাতহ্ এর আয়াত সংখ্যা কত?
উঃ সূরা আল ফাতহের আয়াত সংখ্যা ২৯।
১৮। خطوات الشيطان অর্থ কী?
উঃ অর্থ শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ।
১৯। ‘গীবত’ অর্থ কী?
উঃ আড়ালে অন্যের দোষ চর্চা করা।
২০। طائفة শব্দের অর্থ কী?
উঃ দল।
আরো ও সাজেশন:-
২১। يرمون শব্দের অর্থ কী?
উঃ অপবাদ আরোপ করা।
২২। হুদায়বিয়ার সন্ধি কখন সংঘটিত হয়?
উঃ ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি সংঘটিত হয়।
২৩। সূরা হুজুরাতের আয়াত সংখ্যা কত?
উঃ সূরা হুজুরাতের আয়াত সংখ্যা ১৮টি।
২৪। সূরা আল-ফাতহ মাক্কী না মাদানী?
উঃ মাদানী।
২৫। সূরা আন-নূর এ আয়াত সংখ্যা কত?
উঃ সূরা আন নূরের আয়াত সংখ্যা ৬৪ টি।
২৬। ফাতহুম মুবিন অর্থ কী?
উঃ ফাতহুম মুবীন অর্থ প্রকাশ্য,বিজয়।
২৭। সূরা আল-হুজুরাত কোন গোত্রের উদ্দেশ্যে অবতীর্ণ হয়?
উঃ বনু তামীম গোত্রের উদ্দেশ্যে সূরা আল-হুজুরাত’ নাযিল হয়।
২৮। ফাতহুন কারিবুন দ্বারা কী বুঝায়?
উঃ মক্কা বিজয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২৯। কার্যাফুন শব্দের অর্থ কী?
৩০। আল-খাবিহাতু দ্বারা কাদের বুঝানো হয়েছে?
উঃ খারাপ চরিত্রের নারীদেরকে।
৩১। ইফকের ঘটনার প্রধান ভূমিকা কে পালন করে?
উঃ মুনাফিক সর্দার আব্দুলাহ ইবনে উবাই।
৩২। হুজুরাত শব্দের অর্থ কী?
উঃ হুজুরাত শব্দের অর্থ কক্ষ, বসবাসের ঘর, প্রকোষ্ঠ।
৩৩। হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে কে দূত হিসেবে কুরাইশদের নিকট প্রেরিত হয়েছিলেন?
উঃ হযরত ওসমান (রা.) কে।
৩৪। কাওকাবুন দুররিয়্যুন অর্থ কী?
৩৫। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা দৈর্ঘ্য (আল-ফাতহু) অবতীর্ণ হয়?
উঃ হুদায়বিয়ার সন্ধির ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা তৈ) (আল-ফাতহু) অবতীর্ণ হয়।
৩৬। سورة শব্দের অর্থ কী?
উঃ سورة অর্থ নিদর্শন, চিহ্ন, অধ্যায় ইত্যাদি।
৩৭। মাক্কী ও মাদানী সূরা কয়টি?
উঃ মাক্কী সূরা ৯২টি মতান্তরে ৮৬টি ও মাদানী সূরা ২২টি, মতান্তরে ২৮টি।
৩৮। কযফ কী?
উঃ কোনো নির্দোষ নারী পুরুষের প্রতি ব্যভিচারের মিথ্যা দোষারোপ ইসলামি শরিয়তে একে ক্যফ বলে।
৩৯। ইফকের ঘটনায় কতজন মুসলিম জড়িত ছিলেন?
উঃ দুইজন।
৪০। زجاجة শব্দের অর্থ কী?
উঃ স্বচ্ছ কাচপাত্র।
৪১। إن أكرمكم عند الله القلم অর্থ কী?
উঃ “তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাসম্পন্ন, যে অধিক মুত্তাকী।”
৪২। কুরআন শব্দের অর্থ কি?
উঃ ‘আল-কুরআন’ শব্দের অর্থ অধিক পঠিত।
৪৩। ‘ফাতহ’ শব্দের অর্থ কি?
উঃ ‘ফাতহ’ শব্দের অর্থ বিজয়।
৪৪। ‘হুজুরাত’ শব্দের অর্থ কি?
উঃ হুজুরাত শব্দের অর্থ কক্ষ, বসবাসের ঘর, প্রকোষ্ঠ।
৪৫। আসমানি কিতাবের সংখ্যা কত?
উঃ আসমানি কিতাব ১০৪ টি।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- কিং কোড কি?
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে