হুমায়ূন আহমেদের পরিচিতি
১৩ ই নভেম্বর ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন শামসুর রহমান ( হুমায়ূন আহমেদ ) ।
হুমায়ূন আহমেদের ডাকনাম ছিল কাজল।
পিতার নাম শহীদ ফয়জুর রহমান ও মাতা আয়েশা ফয়েজ।
বিংশ শতাব্দির অন্যতম জনপ্রিয় ও পাঠকপ্রিয় লেখক হচ্ছেন হুমায়ূন আহমেদ।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয় হুমায়ূন আহমেদকে।
হুমায়ূন আহমেদ আধুনিক বাংলা ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ।
হুমায়ূন আহমেদ একাধারে ঔপোন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার,
গীতিকার, চিত্রনাট্যকার এবং চলচিত্র নির্মাতা ও অধ্যাপক ( রসায়ন )।
হুমায়ূন আহমেদের শিক্ষাজীবন
বাবার চাকুরী সূত্রে দেশের অনেক স্কুলে পড়াশোনার সুযোগ হয় হুমায়ূন আহমেদের।
১৯৫৫ – ১৯৫৯ সাল পর্যন্ত হুমায়ূন আহমেদ সিলেটের কিশোরী মোহন পাঠশালা ( বর্তমান কিশোরী মোহন (বালক) সরকারী প্রাথমিক বিদ্যালয় ) এ পড়াশোনা করেন।
বগুরা জেলা স্কুলে ১৯৬৩ সালে হুমায়ূন আহমেদ নবম শ্রেণীতে ভর্তি হয় এবং সেখান থেকেই ১৯৬৫ সালে ম্যাট্রিক পাশ করেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন।
এরপর হুমায়ূন আহমেদ ঢাকা কলেজে ভর্তি হয়ে সেখানে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
তারপর হুমায়ূন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অধ্যয়ন করেন ও ১ম শ্রেণীতে বিএসসি ( সম্মান ) এবং এসএমসি ডিগ্রী লাভ করেন।
হাজী মুহম্মদ মহসীন হলের ৫৬৪ নং কক্ষে হুমায়ূন আহমেদ তার ছাত্রজীবন অতিবাহিত করেন এবং এই হলে থেকেই তিনি তার ‘ নন্দিত নরকে ‘ উপন্যাস রচনা করেন।
হুমায়ূন আহমেদের কর্মজীবন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে ১৯৭৩ সালে হুমায়ূন আহমেদ তার কর্মজীবন শুরু করেন। তখন হুমায়ূন আহমেদের বেতন ছিল ৬৫০ টাকা।
হুমায়ূন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগদান করেন ১৯৭৪ সালে।
এরপরে হুমায়ূন আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিবার্সিটিতে পলিমার বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী লাভ করেন।
হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম
হুমায়ুন আহমেদ তার জীবদ্দশায় প্রায় দুই শতাধিক উপন্যাস ও গল্পগ্রন্থ রচন করেছেন।
হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস ও গল্পগ্রন্থ গুলো হচ্ছে :
- মাতাল হাওয়া।
- দ্বৈরথ।
- ব্যাঙ কন্যা এলেং।
- তিথির নীল তোয়ালে।
- নিশীথিনী।
- দেবী।
- বহুব্রীহি।
- সে ও নতর্কী।
- গৌরীপুর জংশন।
- চাঁদের আলোয় কয়েকজন যুবক।
- মিসির আলী সমগ্র।
- কৃষ্ণপক্ষ।
- নবনী।
- হিমু সমগ্র।
- পিপলী বেগম।
- আকাশ জোড়া মেঘ।
- ময়ূরাক্ষী।
- অপেক্ষা।
- নীল অপরাজিতা।
- আমার ছেলেবেলা।
- শূণ্য।
- গৃহত্যাগী জোছনা।
- বৃহন্নলা।
- কোথাও কেউ নেই।
- জোছনা ও জননীর গল্প।
- যখন নামিবে আধাঁর।
- শঙ্খনীল কারাগার।
- এলেবেলে ১ম পর্ব।
- এলেবেলে ২য় পর্ব।
- বসন্ত বিলাপ।
- নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ।
- হিজিবিজি।
- মন্দ্রসপ্তক।
- তোমাদের জন্য রুপকথা।
- মেঘ বলেছে যাব যাব।
- বাদল দিনের দ্বিতীয় কদম ফুল।
- অন্যভুবন।
- প্রিয়তমেষু।
- আমাদের শাদা বাড়ি।
- হোটের গ্রেভার ইন।
- শুভ্র সমগ্র।
- হরতন ইসকাপন।
- একাত্তর এবং আমার বাবা।
- লীলাবতী।
- তিনি ও সে।
- নির্বাসন।
- একি কান্ড।
- সায়েন্স ফিকশন সমগ্র।
- এইসব দিনরাত্রি।
- কহেন কবি কালিদাস।
- তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে।
- উঠোন পেরিয়ে দুই পা।
- নিষাদ।
- অনীশ।
- পরীর মেয়ে মেঘবতী।
- আশাবতী।
- সূর্যের দিন।
- অমানুষ।
- দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই।
- অপরাহ্ন।
- ছেলেটা।
- আগুনের পরশমণি।
- মে ফ্লাওয়ার।
- তন্দ্রাবিলাস।
- নীল হাতি।
- আমার আপন আঁধার।
- বৃষ্টি ও মেঘমালা।
- তোমাদের জন্য ভালোবাসা।
- অনন্ত অম্বরে।
- পেন্সিলে আঁকা পরী।
- কুহক।
- নির্বাচিত ভূতের গল্প।
- চক্ষে আমার তৃষ্ণা।
- ইস্টিশন।
- দেয়াল।
- জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল।
- আপনারে আমি খুঁজিয়া বেড়াই।
- হলুদ পরী।
- সে আসে ধীরে।
- শ্যামল ছায়া।
- দারুচিনি দ্বীপ।
- সম্রাট।
- যশোহা বৃক্ষের দেশে।
- রুপালী দ্বীপ।
- যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ।
- ভয়।
- শ্রাবণ মেঘের দিন।
- মজার ভূত।
- ছোটদের সেরা গল্প।
- দূরে কোথায়।
- আঙুল কাটা জগলু।
- অন্যদিন।
- ইমা।
- নলিনী বাবু বি.এসসি।
- জলপদ্ম।
- জল কন্যা।
- আজ চিত্রার বিয়ে।
- সমুদ্র বিলাস।
- কালো যাদুকর।
- রোদনভরা এ বসন্ত।
- মৃন্ময়ীর মন ভালো নেই।
- নি।
- নিশিকাব্য।
- এই আমি।
- আমরা কেউ বাসায় নেই।
- তোমাদের এই নগরে।
- ভূত ভুতুং ভতৌ।
- রুমালী।
- জনম জনম।
- সাজঘর।
- জল জোছনা।
- অনন্ত নক্ষত্র বীথি।
- লিলুয়া বাতাস।
- ছায়াসঙ্গী।
- ১৯৭১।
- সেদিন চৈত্রমাস।
- জয় জয়ন্তী ।
- অদ্ভুত সব গল্প।
- বাসর।
- মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র।
- প্রিয়পদরেখা।
- দ্বীপ।
- বিপদ।
- বনের রাজা।
- পুফি।
- পারাপার।
- আমি এবং আমরা।
- উদ্ভট সব গল্প।
- ইরিনা।
- রজনী।
- আমার প্রিয় ভৌতিক গল্প।
- মহাপুরুষ।
- আসমানীরা তিন বোন।
- চৈত্রর দ্বিতীয় দিবস।
- রাক্ষস খোক্কস এবং ভোক্কস।
- চেরাগের দৈত্য এবং বাবলু।
- তিন পুরুষ।
- অন্ধকারের গান।
- এই মেঘ রৌদ্রছায়া।
- সকল কাটা ধন্য করে।
- ছবি বানানোর গল্প।
- পাখি আমার একলা পাখি।
- ছায়াবীথি।
- ভূত মন্ত্র।
- তারা তিনজন।
- ফিহা সমীকরণ।
- সৌরভ।
- নন্দিত নরকে।
- প্রেমের গল্প।
- উড়ালপঙ্খি।
- সবাই গেছে বনে।
- পারুল ও তিনটি কুকুর।
- কিছুক্ষণ।
- নৃপতি।
- ভালোবাসি যদি সুখ নাহি।
- পোকা।
- ভয়ংকর ভূতুড়ে।
- ফেরা।
- বাদশা নামদার।
- নীল মানুষ।
- বোকাভূ।
- বোতল ভূত।
- মধ্যাহ্ন অখন্ড।
- লীলাবতীর মৃত্যু।
- পুতুল।
- শঙ্খনীল কারাগার।
- কিশোর উপন্যাসসমগ্র।
- শিশু-কিশোর গল্পসমগ্র।
- রুপা।
- অয়োময়।
- দি একসরসিস্ট।
- তোমাকে।
- তিনকণ্যা।
- কবি।
- আয়নাঘর।
- তিন ভিনদেশি।
- দরজার ওপাশে।
- ভ্রমণসমগ্র।
- মেঘের ছায়া।
- মেঘের ওপর বাড়ি।
- ছোটদের যত লেখা।
- বৃষ্টি বিলাস।
- তেতুল বনে জোছনা।
- দিঘির জলে কার ছায়া গো।
- পঞ্চকন্যা।
- অতি প্রাকৃত।
- দুই দুয়ারী।
- ওমেগা পয়েন্ট।
- নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগ।
- আজ আমি কোথাও যাব না।
- ফাউন্টেনপেন।
- বিরহগাঁথা ১।
- বিরহগাঁথা ২।
- বিরহগাঁথা ৩।
- একা একা।
- A Few Youths In the Moon.
- মীরার গ্রামের বাড়ী।
- মৃন্ময়ী।
- তিন বিচিত্র।
- এপিটাফ।
- সেরা হুমায়ূন।
- পায়ের তলায় খড়ম।
- এই শুভ্র! এই।
- জন্মদিনেরর উপহার।
- যদিও সন্ধা।
- শ্রেষ্ঠ উপন্যাস।
- চলে যায় বসন্তের দিন।
- অরণ্য।
- নক্ষত্রের রাত।
- অনিল বাগচীর একদিন।
- প্রথম প্রহর।
- স্রুরা আছেন।
- একজন মায়াবতী।
- কথামালা।
- শ্রেষ্ঠ গল্প।
- ভৌতিক অমনিবাস।
- শুভ্র।
- স্বপ্ন ও অন্যান্য।
- অচিনপুর।
- কিছু শৈশব।
- কুটু মিয়া।
- চন্দ্রসখা।
- সে কথা কয় আমার আছে জল।
- Love You All.
- অদেখা ভুবন।
- একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি।
- দ্বিতীয় মানব।
- ম্যাজিক মুনশি।
- আজ দুপুরে তোমার নিমন্ত্রণ।
- কুহুরানী।
- দশজন।
- দিনের শেষে।
- দেখা না দেখা।
- আমি।
- আমি এবং কয়েকটি প্রজাপতি।
- শুভ্র গেছে বনে।
- এই বসন্তে।
- আত্মজৈবনীক রচনাসমগ্র।
- সানাউল্লার মহাবিপদ।
- বৃষ্টি ও বসন্তবিলাস।
- অঁহক।
- শীত অন্যান্য গল্প।
- কাক ও কাঠগোলাপ।
- মুক্তিযুদ্ধ সমগ্র।
- সেই সময় ( ১৯০১ – ১৯৭১ )।
- স্বনির্বাচিত উপন্যাস।
- মধ্যাহ্ন ২।
- প্রিয় ভয়ংকর।
- Who Speaks.
- Zero.
- তোমাদের জন্য রুপকথা।
- ঘেটুপুত্র কমলা।
- প্রথম।
- ভূত আমার পুত।
- রঙপেন্সিল।
- কাঠপেন্সিল।
- বলপয়েন্ট।
- রাজার কুমার নিনিত।
- রুমার পালঙ্ক।
- মানবী।
- আনন্দ বেদনার কাব্য।
- রাবণের দেশে আমি ও আমরা।
- বৃক্ষকথা।
- কানী ডাইনী।
- টগর এন্ড জেরি।
- মিরখাইয়ের অটোগ্রাফ।
- বোকা রাজার সোনার সিংহাসন।
- Flowers of Flame.
- Ant And others stories.
- এংগা, বেংগা, চেংগা।
- এসো করো স্নান।
- জোছনাত্রয়ী।
ইত্যাদি।
হুমায়ূন আহমেদ তার বহুমাত্রিক সৃষ্টির জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
পুরস্কারগুলো হচ্ছে :
- লেখক শিবির পুরস্কার ( ১৯৭৩ ) ।
- বাংলা একাডেমি পুরস্কার ( ১৯৮১ ) ।
- বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার।
- মাইকেল মধুসূদন পদক ( ১৯৮৭ )।
- হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার ( ১৯৯০ )।
- জয়নুল আবেদীন স্বর্ণপদক।
- একুশে পদক।
- একাধিক বার জাতীয় চলচিত্র পুরস্কার।
- বাচসাস পুরস্কার।
হুমায়ূন আহমেদের জীবনাবসান ঘটে ১৯ জুলাই ২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে আমার পরিচয় এক উজ্জ্বল সকালে। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি আর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সে সময় সবে আমি আমার প্রথম উপন্যাসটি লিখেছি, কিন্তু কোনোভাবেই সেটি প্রকাশ করতে পারছি না। অগত্যা এক সকালে হুমায়ূন আহমেদের হাতিরপুলের সাততলা বাড়ির সামনে হাজির হই। উদ্দেশ্য, তাঁর সঙ্গে সাক্ষাৎ এবং বই প্রকাশের ব্যাপারে তাঁর সাহায্য প্রার্থনা।
সেদিন স্যারের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই গল্প অন্যত্র বলব। এখানে শুধু এটুকু বলে রাখি, সে সময় মাস্টার্সপড়ুয়া আমাকে স্যার বই প্রকাশের ব্যাপারে সাহায্য করেছিলেন। কেবল সাহায্য করেছিলেন বললে ভুল হবে। বলা যায়, তাঁর আগ্রহেই বেরিয়েছিল আমার প্রথম উপন্যাস। শুধু তা-ই নয়, আমার বইয়ের প্রথম পাঠক ও ক্রেতাও তিনি, ৫০০ টাকা দিয়ে তিনি আমার বই কিনেছিলেন।
পরে মাস্টার্স পরীক্ষা শেষে স্যারকে বললাম, আপনার সঙ্গে কাজ করতে চাই।
তিনি বললেন, কাজ করবে? কাজের কী জানো?
কিছুই জানি না।
তাহলে থাকো আমার সঙ্গে।
স্যারের সহকারী হিসেবে নুহাশ চলচ্চিত্রে কাজ শুরু করলাম আমি। এরপর হুমায়ূন আহমেদের সাহচর্যে কেটে গেছে অনেক বছর।
পরিচয়ের প্রথম দিনেই আমাকে কিছু উপদেশ দিয়েছিলেন তিনি: নিজের সব কাজকেই বাণিজ্যিক মূল্যসম্পন্ন করার চেষ্টা করবে। সৎপথে ধনী হওয়ার চেষ্টা করবে। শিল্প-সাহিত্য গরিব লোকের কাজ নয়। শিল্পসাহিত্য তারাই করবে, যারা ধনের দিক দিয়ে এবং মনের দিক দিয়ে বাদশাহ।
হুমায়ূন আহমেদ রাজা-বাদশাহ স্বভাবরে মানুষ ছিলেন। তিনি নিজেই তাঁর সম্পর্কে বিস্তর লিখে গেছেন। অন্যরাও হুমায়ূন সম্পর্কে লিখেছেন। আমি স্যারের সান্নিধ্যে থেকে তাঁকে যতটা জেনেছি, তার আলোকে এই মানুষটির কয়েকটি অজানা বিষয় সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।
১. ভূতে বিশ্বাস করতেন
‘কুহক’ শব্দটি হুমায়ূন আহমেদের খুব প্রিয় ছিল। তিনি বলতেন, আমাদের জীবনটা সত্য নয়। এটা একটা মিস্ট্রি বা কুহক। বলতেন, আমরা শুধু আমাদের চোখের সামনের জগৎ নিয়ে ভাবি, অদেখা আরও কত জগৎ রয়েছে, সে সম্পর্কে ভাবনা নেই। আমাদের দেখা জগতে যেমন প্রাণী আছে, অদেখা জগতেও অদৃশ্য প্রাণী আছে।
তাহলে কি স্যার সেটাই ভূত?
হতে পারে। ভূত থাকলে কি আমাদের কোনো সমস্যা আছে? আমাদের কেন এটাই প্রমাণ করতে হবে, ভূত বলতে কিছু নেই।
‘অদেখা ভুবন’ নামে একটা নাটক তিনি লিখেছিলেন। ওই নাটকের শুটিংয়ের সময় এসব কথা হতো। অভিনেতা সালেহ আহমেদ এ বিষয়ে স্যারকে চেপে ধরতেন। সালেহ ভাই জিনে বিশ্বাস করতেন।
হুমায়ূন স্যার বলতেন, জিন কি কেউ দেখেছে? জিন যদি থাকে তো ভূত থাকলে সমস্যা কী?
এই জগতে যেমন শরীরসর্বস্ব প্রাণী আছে, তেমনি অশরীরী প্রাণীও আছে। শরীরওয়ালা প্রাণীরা দিনের বেলায় কাজ করে, অশরীরী প্রাণীরা রাতের বলায় কাজ করে।
২. বেশি আবেগে কাঁদতেন
হুমায়ূন আহমেদ একা একা কাঁদতেন। আবেগপ্রবণ কোনো লেখা লিখতে গেলে তাঁর চোখ ভিজে উঠত। কোনো মানুষের করুণ পরিণতি স্যারের চোখে জল আনত। নির্জন রাতে তাঁকে একা উদাস বসে থাকতে দেখেছি, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে।
এক রাতে শীতবস্ত্র বিতরণের জন্য স্যারের সঙ্গে আমরা কয়েকজন ঢাকার ফুটপাতে নামলাম। কিছুদূর গিয়ে স্যার বিরক্তভাবে বললেন, তোমরা যা পারো, দিয়ে এসো, আমি যাই।
স্যার একা একদিকে হাঁটতে শুরু করলেন। তাঁর নিরাপত্তার কথা ভেবে পিছু নিলাম। দেখি তিনি হাঁটছেন আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কারণ, এত বেশিসংখ্যক মানুষ শীতে কাঁপছে, সেখানে এই কয়েকটি কম্বল দিয়ে কী হবে, এই বেদনায় তাঁর বুক ফেটে যাচ্ছে।
৩. পরশ্রীকাতরতা ছিল না চরিত্রে
হুমায়ূন আহমেদ কারও প্রতি ক্ষোভ বা বিদ্বেষ প্রকাশ করতেন না। কেউ তাঁর বিরুদ্ধে কুৎসা করলে বা তাঁকে হেয় করে পরশ্রীকাতরতা প্রকাশ করলে তিনি তাকে মধুর শাস্তি দিতেন।
একবার এক বিখ্যাত সাহিত্যিক হুমায়ূন স্যারকে নিয়ে যাচ্ছেতাই কটূক্তি করলেন। এতে অনেকেই স্যারকে ফুঁসলে তুলতে চেষ্টা করল প্রতিবাদ করার জন্য। কিন্তু স্যার কিছুই বললেন না। এর কিছুদিন পর নুহাশ চলচ্চিত্রের এক অনুষ্ঠানে সেই সাহিত্যিককে তিনি অতিথি করলেন। তাঁকে খুব সম্মান করলেন এবং একটি খাম দিলেন। এতে ওই কটূক্তিকারক সাহিত্যিক সবার সামনে হুমায়ূন স্যারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বক্তৃতা করলেন।
এমন অজস্র ঘটনা আছে। একবার এক ভদ্রলোক নুহাশ চলচ্চিত্রের কিছু টাকা মেরে দিল। আমরা তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হলাম। স্যার নিজের জন্মদিনের অনুষ্ঠানে সেই প্রতারককে দাওয়াত করে কার্ড পাঠালেন। প্রতারক লজ্জায় এল না।
আরেকবার এক অভিনেতা সেটে ঝগড়া বাধিয়ে দিলেন। স্যারের উদ্দেশ্যে বিশ্রী শব্দ ব্যবহার করলেন। বিরক্ত হয়ে স্যার শুটিং বন্ধ করে দিলেন। এর কয়েক দিন পর সেই অভিনেতাকে ডেকে ভালো একটা চরিত্র আর একটা খাম দিলেন স্যার। তারপর থেকে অনেক দিন পর্যন্ত লজ্জায় ওই অভিনেতা স্যারের সামনে আর আগের মতো স্বাভাবিকই হতে পারেননি।
৪. অনেক বিষয়ে ছিলেন স্ববিরোধী
তিনি নগরে বাস করতেন, কিন্তু পছন্দ করতেন গ্রামীণ জীবন।
ঘরসংসার পছন্দ করতেন, তবে সংসারী হতে চাইতেন না।
সাধারণ বাড়িঘর তাঁকে স্বস্তি দিত, কিন্তু বাস করতেন বহুতল ভবনে।
অতি সাধারণ জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, তবে অর্থ উপার্জনে ছিলেন মরিয়া।
সহজ করে সরল বাক্যে লিখতে পছন্দ করতেন, কিন্তু নিজের জন্য পছন্দ করতেন উন্নত ক্ল্যাসিক সাহিত্য।
সুখী হতে চেষ্টা করতেন, তবে ভালোবাসতেন দুঃখ পেতে।
হইচই-আড্ডাবাজি ভালোবাসলেও পছন্দ করতেন নির্জনতা।
হিমু চরিত্র পছন্দ করতেন, কিন্তু কেউ হিমুর মতো হোক, এটা তিনি চাইতেন না।
জীবন নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট পছন্দ করতেন হুমায়ূন স্যার, কিন্তু জীবন নিয়ে তাঁর কোনো আগ্রহ ছিল না।
৫. এবং নুহাশপল্লীর গল্প
নুহাশপল্লীর জন্য বেশ কয়েকটি জায়গা দেখা হলো। তবে হুমায়ূন স্যার পছন্দ করলেন না। বর্তমানে যেখানে নুহাশপল্লী, তাঁকে এই জায়গাটা দেখিয়েছিলেন ডা. এজাজ।
প্রথম যেদিন তাঁর সঙ্গে এই জায়গাটা দেখতে যাই, তখন দুপুর। স্তব্ধ গহিন শালবনের ভেতরে ছোট্ট একটুকরো ফাঁকা জমিন। ঢুকতেই সামনে পড়ে তিনটি লিচুগাছ, আমরা সেই গাছের নিচে দাঁড়ালাম। একটি গাছের গোড়ায় ছোট্ট উইঢিবি। স্যার তার ওপরে বসলেন। বললেন, বাহ্! এমন জায়গায় মরেও শান্তি, আমি এই জায়গাটাই কিনব।
তারপর জায়গাটা কেনা হলো। শণ-কাঠের বাংলো বানানো হলো। সেই লিচুগাছে দোলনা বেঁধে স্যার দুলতেন।
ধীরে ধীরে এখানে অনেক কিছুই তৈরি হলো। কিন্তু স্যার সব সময় ওই লিচুতলাতেই বসতেন। কোনো কোনো দিন অঝোর ধারায় বৃষ্টি ঝরত, তিনি লিচুতলায় দাঁড়িয়ে ভিজতেন। কখনো রাতে ভুবনভাসানো জোছনা নামলে স্যার লিচুতলায় বসে চাঁদের দিকে তাকিয়ে থাকতেন। লিচুতলার মায়া তাঁর আর ছাড়া হলো না। সেই লিচুতলাতেই এখন স্যারের সমাধি।
‘জানো, মৃত্যুর আগে পাখিরা মনের ভেতরে সাড়া পায়, তখন তারা দূর বনে চলে যায়। বনের গভীর থেকে গভীরে গিয়ে পাখিরা মৃত্যুকে ডাকে, আসো এইবার আমাকে নাও।’ কথাটি প্রায়ই তিনি বলতেন।
হুমায়ূন আহমেদ, আমার প্রিয় স্যার আজ নেই বটে, তবে না থেকেও তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি করে আছেন।
যা যা পড়তে পারেন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
ইংরেজি
ইংরেজি ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
Parts of Speech | প্রশ্ন ও উত্তর লিংক | Abbreviations or Elaboration Terms | প্রশ্ন ও উত্তর লিংক |
Article | প্রশ্ন ও উত্তর লিংক | One word Substitutions | প্রশ্ন ও উত্তর লিংক |
Appropriate Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | English literature | প্রশ্ন ও উত্তর লিংক |
Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | Sentence Correction | প্রশ্ন ও উত্তর লিংক |
Right forms of verb | প্রশ্ন ও উত্তর লিংক | Translation /Vocabulary | প্রশ্ন ও উত্তর লিংক |
Voice | প্রশ্ন ও উত্তর লিংক | Spelling | প্রশ্ন ও উত্তর লিংক |
Narration | প্রশ্ন ও উত্তর লিংক | Synonym-Antonym | প্রশ্ন ও উত্তর লিংক |
Phrase and Idioms | প্রশ্ন ও উত্তর লিংক | Word Meaning | প্রশ্ন ও উত্তর লিংক |
prefix and suffix | প্রশ্ন ও উত্তর লিংক | প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
বাংলা
বাংলা ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
সন্ধি | প্রশ্ন ও উত্তর লিংক | শেখ হাসিনা | প্রশ্ন ও উত্তর লিংক |
বিপরীত শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান | প্রশ্ন ও উত্তর লিংক |
সমার্থক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | জাতীর ৪ নেতা | প্রশ্ন ও উত্তর লিংক |
শুদ্ধ বানান | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন চুক্তি বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত | প্রশ্ন ও উত্তর লিংক |
এককথায় প্রকাশ | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ সেক্টর | প্রশ্ন ও উত্তর লিংক |
তৎসম অর্ধতৎসম তদ্ভব বিদেশী ও দেশি শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | রােহিঙ্গা সমস্যা | প্রশ্ন ও উত্তর লিংক |
উপসর্গ | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের জনপদ | প্রশ্ন ও উত্তর লিংক |
সমাস | প্রশ্ন ও উত্তর লিংক | সংবিধান | প্রশ্ন ও উত্তর লিংক |
বাগধারা, প্রবাদ ও প্রবচন | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ | প্রশ্ন ও উত্তর লিংক |
কারক-বিভক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের ভৌগলিক | প্রশ্ন ও উত্তর লিংক |
যুক্ত বর্ণের | প্রশ্ন ও উত্তর লিংক | কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যু | প্রশ্ন ও উত্তর লিংক |
ধ্বনি, বর্ণ | প্রশ্ন ও উত্তর লিংক | উপন্যাস/রচনাসমগ্র | প্রশ্ন ও উত্তর লিংক |
বাক্য (সরল, জটিল, যৌগিক) | প্রশ্ন ও উত্তর লিংক | ভাষা আন্দোল | প্রশ্ন ও উত্তর লিংক |
পদ নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক | বিখ্যাত স্থান | প্রশ্ন ও উত্তর লিংক |
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব | প্রশ্ন ও উত্তর লিংক | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের চলচ্চিত্র | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
গণিত
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) | প্রশ্ন ও উত্তর লিংক | বীজগাণিতিক মান নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা | প্রশ্ন ও উত্তর লিংক | উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
ল.সা.গু, গ.সা.গু | প্রশ্ন ও উত্তর লিংক | ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) | প্রশ্ন ও উত্তর লিংক | আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা | প্রশ্ন ও উত্তর লিংক |
অনুপাত:সমানুপাত | প্রশ্ন ও উত্তর লিংক | গাছের উচ্চতা/ মিনারের উচ্চতা | প্রশ্ন ও উত্তর লিংক |
সংখ্যা পদ্ধতি | প্রশ্ন ও উত্তর লিংক | মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিগত সালে প্রশ্ন | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপ ও পরিমান | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
কম্পিউটার
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তর | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রশ্ন ও উত্তর লিংক |
কম্পিউটার | প্রশ্ন ও উত্তর লিংক | সেটেলাইট-১ | প্রশ্ন ও উত্তর লিংক |
LAN, WAN কম্পিউটার নেটওয়ার্ক | প্রশ্ন ও উত্তর লিংক | কম্পিউটার সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ | প্রশ্ন ও উত্তর লিংক |
গুগল | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড | প্রশ্ন ও উত্তর লিংক |
৩জি,৪জি, ৫ জি | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
General Knowledge (GK) সাধারণ জ্ঞান ও বিজ্ঞান
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি | প্রশ্ন ও উত্তর লিংক | পুরস্কার ও সম্মাননা | প্রশ্ন ও উত্তর লিংক |
গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা | প্রশ্ন ও উত্তর লিংক | খেলাধুলা | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলার শাসন আমল | প্রশ্ন ও উত্তর লিংক | জিন-কোষ | প্রশ্ন ও উত্তর লিংক |
ভূপ্রকৃতি ও জলবায়ু | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন রোগব্যাধি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিখ্যাত উক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপক যন্ত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | রসায়ন | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নাম | প্রশ্ন ও উত্তর লিংক | ভূগোল | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবস | প্রশ্ন ও উত্তর লিংক | পদার্থ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী | প্রশ্ন ও উত্তর লিংক | জীববিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের মুদ্রা নাম | প্রশ্ন ও উত্তর লিংক | গাণিতিক পরিমাপের একক | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের আলােচিত ঘটনাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | সাধারণ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
সাম্প্রতিক সোস্যাল মিডিয়া | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
Paragraph & Composition | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ, রচনা | উত্তর লিংক |
আবেদন পত্র/ Application form | উত্তর লিংক | প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান