১ম অধ্যায়: কম্পিউটারের প্রাথমিক ধারণা
ক. ডিজিটাল কম্পিউটার বলতে কি বুঝায়।
উত্তর: প্রচলিত অর্থে কম্পিউটার বলতে ডিজিটাল কম্পিউটারকেই বুঝানাে হয়ে থাকে। ডিজিট (Digit) শব্দ থেকে ডিজিটাল শব্দের উৎপত্তি। ডিজিটাল কম্পিউটারে বর্ণ, সংখ্যা, সংকেত, প্রতীক ইত্যাদি ইনপুট হিসেবে ব্যবহূত হয়। ডিজিটাল কম্পিউটার মূলত গাণিতিক নীতির ভিত্তিতে পরিচালিত হয় এবং খুব সূক্ষ্ম ও নির্ভুল ফলাফল প্রদান করতে সক্ষম।
সংখ্যা প্রক্রিয়াকরণের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটার কাজ করে। ডিজিটাল কম্পিউটার ০ (শূন্য) এবং ১ (এক) এ প্রতীক দুটি দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়াকরণ সম্পন্ন করে। কম্পিউটার খুবই সূক্ষ্ম ও নির্ভুল ফলাফল প্রদান করতে পারে। এ ধরনের কম্পিউটার বর্ণ, সংখ্যা, ক্যারেক্টার বা সংকেতের মাধ্যমে ইনপুট গ্রহণ করতে পারে।
অথবা, ২য় উত্তর
ডেটা প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটারের বর্ণ ও অংক ব্যবহার করা হয় এবং প্রক্রিয়াকরণের ফলাফল সরাসরি মনিটরে বা অন্য কোন আউটপুট ডিভাইসে প্রদর্শিত হয়। মূলত এটি গণিতের নীতির উপর ভিত্তি করে পরিচালিত একটি হিসাব যন্ত্র। এটি ‘০’ ও ‘১’ দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়া সম্পন্ন করে।
সাধারণত তথ্য ব্যবস্থাপনা, লেখালেখি, হিসাব-নিকাশ, ছবি আঁকা ইত্যাদি কাজে এ ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়। ডিজিটাল কম্পিউটারের সূক্ষ্মতা অনেক বেশি। সাধারণত কম্পিউটার বলতে ডিজিটাল কম্পিউটারকেই বোঝানো হয়। উদাহরণ : ল্যাপটপ, পিডিএ, ডেস্কটপ ইত্যাদি ডিজিটাল কম্পিউটার।
খ. কোভিড 19 সময়কালে চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার লিখ।
উত্তর: কোভিড 19 সময়কালের চিকিৎসা ক্ষেত্রে আধুনিক কম্পিউটার ব্যবহার অপরিহার্য ছিলো
বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে আধুনিক কম্পিউটারের গুরুত্ব অনেক বেশি, সেই সাথে কেরোনা কালে এর ব্যবহার ছিলো চোখে পড়ার মতো, যেমন কোভিদ 19 এর কারণে কারণ, লক্ষণ, প্রতিকার- প্রতিরোধ ইত্যাদি।
সমন্বয়ে সব ডাটা কম্পিউটার রাখা হয় তাই কম্পিউটার ব্যবহার করে রোগ নির্ণয় এবং প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব হয়ে উঠে। করোনার নানা রকমের ওষধের প্রযোগ ইত্যাদি কম্পিউটাইর সংরক্ষন করা হয়।
গ. সফটওয়্যার ব্যতীত হার্ডওয়ার অচল বর্ণনা কর ।
উত্তর: একটি কম্পিউটারকে চালনার জন্য ২ টি জিনিসের দরকার পরে এক হচ্ছে হার্ডওয়্যার ও আর এক হচ্ছে সফটওয়্যার।হার্ডওয়্যার সম্পর্কে বলার আগে সফটওয়্যার কি সেটা হালকা ভাবে জেনে নি।
কম্পিউটারের বাহ্যিক অংশ সমূহকে কম্পিউটারের হার্ডওয়্যার বলা হয়। উদাহরন স্বরুপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU), মনিটর, কিবোর্ড, কম্পিউটার ডাটা স্টোরেজ, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, স্পিকার এবং মাদারবোর্ড । হার্ডওয়্যার মূলত সফটওয়্যার দারা পরিচালিত হয় ।
সফটওয়্যার হচ্ছে কিছু নিদিষ্ট পোগ্রাম যা ছাড়া কম্পিউটারের হার্ডওয়্যার অচল। হার্ডওয়্যার ইনস্টল যে কেউ চাইলেই করতে পারে না। এর জন্য একজন কে অবশ্যই প্রশিক্ষিত হতে হয়।
H.S.C
- ডিপ্লোমা ইন কমার্স বিষয়: বাংলা-১ (১৭১১) অ্যাসাইনমেন্টের উত্তর
- উপন্যাস: পদ্মা নদীর মাঝি, কুবের কে?
- পদ্য : সােনার তরী, সােনার তরী’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- গদ্য : বিলাসী, বিলাসীর পেশা কী ছিল?
- উপন্যাস: পদ্মা নদীর মাঝি
- অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব : ১ম অধ্যায়
- পদ্য: পাঞ্জেরী, পাঞ্জেরী’ শব্দটির অর্থ কী?
- গদ্য: হৈমন্তী,হৈমন্তীর পিতার পেশা কী ছিল?
- Diploma in Commerce /BM/VOC/ 3rd Assignment Question
- এইচএসসি ভোকেশনাল পদার্থবিজ্ঞানের ফাইনাল প্রশ্ন, তৃতীয় এসারমেন্ট