সমাজকর্ম ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষ 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সমাজকর্মের পদ্ধতি সমূহ (Methods of social work) সুপার সাজেশন সমাজকর্ম ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের Social work 4th paper Suggestion Degree 2nd year Subject Code: 122103 |
সমাজকর্ম ৪র্থ পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ,degree 2nd year social work 4th paper suggestion (pdf),ডিগ্রি ২য় বর্ষ সমাজকর্ম ৪র্থ পত্র সাজেশন,ডিগ্রি ২য় বর্ষের ১০০% কমন সমাজকর্ম ৪র্থ পত্র সাজেশন
ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
Social work 4th paper Suggestion PDF 2025
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. সমষ্টিসংগঠন ও সমষ্টি উন্নয়নের দুটি সাদৃশ্য লেখ।
সমষ্টিসংগঠন ও সমষ্টি উন্নয়নের দুটি সাদৃশ্য হলো- ১. অভিন্ন লক্ষ এবং ২.সম্পদের সদ্ব্যবহার।
২. সমষ্টি উন্নয়ন কর্মীর দুটি ভূমিকা লেখ।
উত্তর সমষ্টি উন্নয়ন কর্মীর ভূমিকা হল সংগঠকের ভূমিকা হলো- ১. সংগঠকের ভূমিকা ও ২. নেতার ভূমিকা।
৩. সামাজিক কার্যক্রম কী
উত্তর সমাজকর্মের জ্ঞান, নীতি ও দর্শনের উপর ভিত্তি করে সামাজিক প্রথা প্রতিষ্ঠান, আইন ও নীতির পরিবর্তন এবং সংশোধনের লক্ষ্য পরিচালিত সুশৃংঙ্খল যৌথ প্রচেষ্টা হলো সামাজিক কার্যক্রম।
৪. সামাজিক কার্যক্রম সমাজকর্মের কোন ধরনের পদ্ধতি?
উত্তর সামাজিক কার্যক্রম সমাজকর্মের সহায়ক পদ্ধতি।
৫. সাক্ষাৎকার কী
উত্তর দুই বা ততোধিক ব্যক্তির মাঝে উদ্দেশ্যমূলক আলাপ-আলোচনা কথোপকথনেই সাক্ষাৎকার।
৬. ‘Social Diagnosis’ গ্রন্থটি কার লেখা?
উত্তর গ্রন্থটি মেরি রিমান্ডের লেখা মেরি রিচপন্ডের এর লেখা।
৭. ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় কাকে?
উত্তর ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় ।
৮. ব্যক্তি সমাজকর্মের সমস্যা কী?
উত্তর যেসব অর্থ সামাজিক ও দৈহিক বৈকল্যের কারণে ব্যক্তির স্বাভাবিক ভূমিকা পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাকে ব্যক্তি সমাজকর্ম সমস্যা বলে।
৯. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি ও কী কী?
অথবা, ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো লেখ।
উত্তর ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি। যথা- ১. ব্যক্তি, ২. সমস্যা,৩. স্থান, ৪. পেশাদার প্রতিনিধি ও ৫. প্রক্রিয়া।
১০. অনুসরণ কী?
উত্তর: সমস্যাগ্রস্ত ব্যক্তির জন্য গৃহীত পদক্ষেপ-সমূহের যথাযথ বাস্তবায়ন সমাধানের একটি প্রক্রিয়া।
১১. পদ্ধতি কী?
উত্তর বৈজ্ঞানিক জ্ঞান উপলব্ধি ও সুনির্দিষ্ট কর্ম নীতির উপর ভিত্তি সম্পাদনের সুপরিকল্পিত উপায় হচ্ছে পদ্ধতি।
১২. সমাজকর্ম পদ্ধতি কী?
উত্তর সমাজকর্ম অনুশীলনে যেসব সুনির্দিষ্ট সুশৃংঙ্খল নিয়ম-কানুন এবং প্রক্রিয়া অনুসরণ করা হয় সেগুলো এর সমষ্টির সমাজকর্ম পদ্ধতি।
১৩. সমাজকর্মের মৌলিক পদ্ধতি কী কী?
উত্তর সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিন প্রকা্র। যথা- ১. ব্যক্তি সমাজকর্ম, ২.দল সমাজকর্ম, ৩. সমষ্টি সমাজকর্ম।
১৪. ব্যক্তি সমাজকর্ম কাকে বলে?
উত্তর আর্থমনোসামাজিক সদস্যগ্রস্ত ব্যক্তির সমস্যাকে কেন্দ্র করে আবর্তিত পদ্ধতিকে ব্যক্তি সমাজকর্ম বলে।
১৫. পেশাদার প্রতিনিধি কে?
উত্তর পেশাদার প্রতিনিধি হলো সমাজকর্মী।
১৬. মনোসামাজিক অনুধ্যান কী?
উত্তর মনোসামাজিক অনুদান হলো ব্যক্তি সমাজকর্মের একটি প্রক্রিয়া বা কৌশল সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার প্রকৃতি ও স্বরূপ নির্ণয় করে সে অনুযায়ী সমাধান পরিকল্পনা তৈরি করা হয়।
১৭. H.H. Perlman এর পূর্ব নাম কী ?
উত্তর: H.H. Perlman এর পূর্ব নাম Helen Harris Perlman.
১৮. ‘FGD’ এর পূর্ণরূপ কী
উত্তর ‘FGD’ এর পূর্ণরূপ হলো Focus Group Discussion.
১৯. RSS এর পূর্ব নাম কী ?
উত্তর RSS এর পূর্ব নাম হলো Rural Social Service.
২০. প্রাথমিক উদ্ভাবক কে?
উত্তর: প্রাথমিক উদ্ভাবক হলেন-C.H. Cooley.
২১. মাধ্যমিক দলের একটি উদাহরণ দাও?
উত্তর: মাধ্যমিক দলের একটি উদাহরণ যুবসংঘ।
২২. দল সমাজকর্মে উপাদানগুলো কী?
উত্তর: দল সমাজকর্মে উপাদানগুলো হলো- ১. সামাজিক দল, ২. দল সমাজকর্ম
প্রতিষ্ঠান, ৩. দল সমাজকর্মী ও ৪. দল সমাজকর্ম প্রক্রিয়া।
২৩. সমষ্টি উন্নয়নের ৫টি উপাদানের নাম লেখ।
উত্তর: সমষ্টি উন্নয়নের ৫টি উপাদানের নাম হলো-১. জনসমষ্টি, ২. সমষ্টির মৌল চাহিদা, ৩. সমষ্টির উদ্যেগ,৪. সমষ্টির অনুভূত চাহিদা, ৫. সমষ্টির অংশগ্রহণ।
২৪. সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের একটি পার্থক্য লেখ।
উত্তর: সমষ্টি উন্নয়ন ও সমষ্টিসংগঠনের একটি পার্থক্য হলো সমষ্টি উন্নয়ন অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের উন্নয়নে কাজ করে আর সমষ্টি সংগঠন উন্নত ও উন্নয়নশীল দেশের উন্নত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে।
২৫. সমষ্টি সংগঠনের উপাদান কী কী?
উত্তর: সমষ্টি সংগঠনের উপাদান হলো-১. সমষ্টি উন্নয়ন অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের উন্নয়নে কাজ করে্মিএবং ২. সমষ্টি সংগঠন উন্নত ও উন্নয়নশীল দেশের উন্নত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে।
২৬. ‘Social Group Work: A Helping and Process’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ‘Social Group Work: A Helping and Process’ গ্রন্থটি রচনা করেন সমাজবিজ্ঞানী জি. কনপকা।
২৭. ‘Social Group Work: Principle and Practice’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ‘Social Group Work: Principle and Practice’ গ্রন্থটি এইচ. বি. ট্রেকার রচনা করেন।
২৮. NASW এর পূর্ণরূপ কী?
উত্তর: NASW এর পূর্ণরূপ হলো- National Association of Social Workers.
২৯. সাধারণত কোন ধরনের সমস্যার ক্ষেত্রে সমন্বিত পদ্ধতি প্রয়োগ করা হয়?
উত্তর: সাধারণত জটিল ও বহুমুখী সমস্যার ক্ষেত্রে সমন্বিত পদ্ধতি প্রয়োগ করা হয়।
৩০. বোগার্ডাস দলকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন?
উত্তর: বোগার্ডাস দলকে ৬টি শ্রেণীতে বিভক্ত করেছেন।
সমাজকর্ম ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
ক-বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১। দল সমাজকর্মের উপাদান কি কি ?
উঃ ১.সামাজিক দল। ২.সমাজকর্মী দল। ৩.সমাজকর্ম প্রতিষ্ঠান ও ৪.দল সমাজকর্ম প্রক্রিয়া।
২। পদ্ধতি কি?
উঃ পদ্ধতি হচ্ছে নির্দেশনা মাত্র জ্ঞান উপলব্ধি অভিজ্ঞতা ও নিয়ম নীতির আলোকে প্রণীত হয় তাই পদ্ধতি
৩। ব্যক্তি সমাজকর্মের ব্যক্তি কে?
উঃ পেশাদার সমাজকর্মী।
৪। সমাজকর্মের মৌলিক পদ্ধতি কি কি
উঃ ব্যক্তি সমাজকর্ম ,দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম
৫। সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর কোনটি ?
উঃ মনোসামাজিক অনুধ্যান।
৬। ‘H H Perlman’ এর পূর্ণরূপ কি?
উঃ Helen Harris Perlman.
৭। social group work ‘A helping progress’গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ জি. কনপকা।
৮। প্রাথমিক দলে উদ্ভাবক কে ?
উঃ চি এইচ কুলি ।
৯। ব্যাক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় কাকে?
উঃ মরিচ রিচ্মন্ডকে।
১০। NASA এর পূর্ণরূপ কী ?
উঃ National Aeronautics and Space Administration.
১১। গৃহ পরিদর্শন কি ?
উঃ সমাজকর্মী কর্তৃক সাহায্যার্থির সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাঁর বাসভবনে উপস্থিত হওয়াকে বুঝাই।
১২। প্রাথমিক দলের একটি উদাহরণ দাও ?
উঃ পরিবার ও প্রতিবেশী।
১৩। ব্যক্তি সমাজকর্মের সমস্যা বলতে কি বোঝ ?
উঃ ব্যক্তি সমাজকর্মের সমস্যা বলতে এক পিড়ণমূলক পরিস্থিতিকে বোঝায়, যা ব্যাক্তির স্বাভাবিক ভূমিকা পালন করে থাকে
১৪। ‘introduction of social work’গ্রন্থটির লেখক কে ?
উঃ Rex A. Skidmore, Milton G. Thackeray, O. William Farley, Larry Lorenzo Smith, Scott W. Boyle
১৫। COS এর পূর্ণরূপ কি ?
উঃ Chief Of Security.
১৬। সমষ্টি গঠনের উপাদান কি কি ?
উঃ ১.সমষ্টি. ২ মৌল অনুভূত চাহিদা, ৩. বহুমুখী কর্মসূচি, ৪. সরকারি সাহায্য, ৫. জন অংশগ্রহণ, ৬. স্থানীয় নেতৃত্ব।
১৭। সমষ্টি উন্নয়নকর্মীর দুটি ভূমিকা লেখ ?
উঃ সংগঠকের ভূমিকা ও নেতার ভূমিকা
১৮। সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের দুটি পার্থক্য লেখ ?
১৯। সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়নের দুটি সাদৃশ্য লেখ ?
উঃ অভিন্ন লক্ষ্য। ও সম্পদের সদ্ব্যবহার।
২০। সাক্ষাৎকার কি ?
উঃ দুই বা তার অধিক ব্যক্তির মাঝে আলাপ-আলোচনা সংলাপ কথোপকথন উদ্দেশ্যমূলক হতে পারে আবার নাও হতে পারে এরূপ বক্তব্যকে সাক্ষাৎকার বলে
২১। পর্যবেক্ষণ কি ?
উঃ কোন বিষয়বস্তু বা ঘটনাকে অবলোকন করা
২২। সাক্ষাৎকার কয়টি পক্ষ থাকে ?
উঃ ২টি।
২৩। “Social Care Work A Problem Solving Process” গ্রন্থটি কে রচনা করেন ?
উঃ এইচ পার্লম্যান।
২৪। ঘটনা লিপিবদ্ধ করণ বলতে কী ?
উঃ
২৫। সমষ্টি উন্নয়নের উপাদান কি কি?
উঃ সমষ্টি, মৌল ও অনুভূত চাহিদা, বহুমুখী কর্মসূচি, সরকারি সাহায্য, জন অংশগ্রহণ, স্থানীয় নেতৃত্ব।
২৬। NASW এর পূর্ণরূপ কি?
উঃ National Association of Social Workers.
২৭। ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলি লিখ?
উঃ ব্যক্তি, সমস্যা, স্থান, পেশাদার প্রতিনিধি ও প্রক্রিয়া।
২৮। সমাজকর্ম পদ্ধতি কি?
উঃ সমাজকর্ম পদ্ধতি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা জনসমষ্টির প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নের জন্য পেশাদার সমাজকর্মী কর্তৃক অনুসৃত নির্ধারিত পন্থা বা কৌশলকে বুঝায়।
২৯। ব্যক্তি সমাজকর্মের সমস্যা ক?
উঃ ব্যক্তি সমস্যা বলতে এক পীড়ামূলক পরিস্থিতি কে বুঝায়।
৩০। মনো সামাজিক অনুধ্যানে তথ্য সংগ্রহের উতসগুলো কি?
উঃ গৃহ পরিদর্শন, পরিবার পর্যবেক্ষণ, ডায়েরি ও যোগাযোগ প্রকৃতি।
৩১। দলীয় দ্বন্দ্ব কী?
উঃ দলের অভ্যন্তরে সদস্যরা পরস্পরের মধ্যে যে দ্বন্দ্ব প্রদর্শন করে তাকে দলীয় দ্বন্দ্ব বলে।
৩২। দল সমাজকর্ম প্রক্রিয়ার কয়টি পর্যায়?
উঃ পাঁচটি।
৩৩। দলীয় গতিশীলতা কত প্রকার?
উঃ ২ প্রকার।
৩৪। ক্লাসিক্যাল তত্ত্ব কিসের উপর গুরুত্বারোপ করে?
উঃ সমন্বয় ও বিনিয়োগের।
৩৫। “দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবক্তা কে?
উঃ অধ্যাপক র্যাগনার নার্কস।
৩৬। উন্নয়নের প্রচন্ড ধাক্কা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ অধ্যাপক টি এন রোজেনস্টাইন রোভন।
Social work 4th paper Degree 2nd Year Suggestion PDF 2025
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সমাজকর্মের পদ্ধতিগুলো সংক্ষেপে লেখ।
২. ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও।
৩. ব্যক্তি সমাজকর্মের গ্রহণ নীতি ব্যাখ্যা কর।
৪. ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য লেখ।
৫. ব্যক্তি সমাজকর্মের যেকোনো দুটি নীতি ব্যাখ্যা কর।
৬. সংশোধনমূলক ব্যবস্থা বলতে কী বুঝায়?
৭. দল সমাজকর্মের উপাদানসমূহ লেখ।
৮. সামাজিক দলের প্রকারভেদ লেখ।
৯. কর্মসূচি পরিকল্পনার উপাদানগুলো উল্লেখ কর।
১০. দল প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার পার্থক্য লেখ।
১১. সমষ্টির সমাজকর্ম বলতে কী বোঝ?
১২. সমষ্টি উন্নয়ন কাকে বলে?
১৩. সমাজকল্যাণ প্রশাসনের উপাদানসমূহ উল্লেখ কর।
১৪. সমাজকল্যাণ প্রশাসনের কার্যাবলী সংক্ষেপে লেখ।
১৫. সামাজিক কার্যক্রম বলতে কী বোঝ?
১৬. সমাজকর্ম গবেষণা কী?
১৭. সামাজিক গবেষণা কাকে বলে?
১৮. সমাজকল্যাণ প্রশাসনের বৈশিষ্ট্য লেখ।
১৯. সাক্ষাৎকারের কৌশলসমূহ উল্লেখ কর।
২০. প্রশ্নমালা কাকে বলে?
Social work 4th paper Degree 2nd Year Suggestion PDF 2025
খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যক্তি সমাজকর্ম কী? ব্যক্তি সমাজকর্মের উদ্দেশ্যাবলি কি? ১০০%
২া দলের বা সামাজিক দলের প্রকারভেদ লিখ। ১০০%
৩। দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার পার্থক্য লিখ। ১০০%
৪| সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। ১০০% অথবা, সামাজিক গবেষণার প্রকারভেদ লিখ। ১০০%
৫। সাক্ষাৎকার কি? সাক্ষাৎকারের কৌশলসমূহ উল্লেখ কর। ১০০%
৬া ব্যক্তি ও দল সমাজকর্ম বলতে কি বােঝ? ১০০%
৭| সামাজিক কার্যক্রমের সংজ্ঞা দাও। ১০০%
৮| দল সমাজকর্মের উপাদানসমূহ লিখ। ৯৯%
৯। মনােসামাজিক অনুধ্যান বলতে কি বুঝ? ৯৯% ১
১০| কর্মসূচি পরিকল্পনার উপাদানগুলাে উল্লেখ কর। ৯৯%
১১। ব্যক্তি সমাজকর্মের যেকোনাে দুটি নীতি ব্যাখ্যা কর। ৯৯%
১২. প্রশ্নমালা কাকে বলে? ৯৯%
১৩। দলীয় গতিশীলতা ও দলীয় প্রক্রিয়া বলতে কি বুঝ? ৯৯%
১৪। সংশােধনমূলক পদ্ধতি কি? ৯৯%
১৫। সমস্যা সমাধান প্রক্রিয়া বলতে কি বুঝ? ৯৮%
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নবলি
১. সমাজকর্ম পদ্ধতির শ্রেণীবিভাগ আলোচনা কর।
২. সমাজকর্মের পদ্ধতিগুলোর গুরুত্ব আলোচনা কর।
৩. ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানে ধাপসমূহ লেখ।
অথবা, ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার স্তর গুলোর বর্ণনা কর।
৪. এইচ. এইচ. পার্লামেন্টের যুক্তির আলোকে ব্যক্তি সমাজকর্মের উপাদান গুলোর ব্যাখ্যা কর।
৫. রেপো বলতে কী বুঝ? ব্যক্তি সমাজকর্মের ওপর গুরুত্ব আলোচনা কর।
৬. দল সমাজকর্মের সংজ্ঞা দাও। দল সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৭. দল সমাজকর্ম কী? দল সমাজকর্মের নীতিমালা বর্ণনা কর।
৮. বাংলাদেশ দল সমাজকর্ম অনুশীলনে ক্ষেত্রগুলো আলোচনা কর।
৯. দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক ও পার্থক্য আলোচনা কর।
১০. দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর।
১১. সমষ্টি সংগঠন কাকে বলে? সমষ্টি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো লেখ।
১২. সমষ্টি সংগঠন কী? সামষ্টি সংগঠনের ধাপসমূহ আলোচনা কর।
১৩. সমাজকল্যাণ প্রশাসনের কার্যাবলী আলোচনা কর।
১৪. সামাজিক কার্যক্রমের কৌশল আলোচনা কর।
১৫. বাংলাদেশে সামাজিক কার্যক্রমের প্রয়োগ ক্ষেত্রসমূহ আলোচনা কর।
১৬. সামাজিক গবেষণার ধাপসমূহ বর্ণনা কর।
১৭. সমষ্টি উন্নয়ন এর সংজ্ঞা দাও। উন্নয়নের ধাপসমূহ বর্ণনা কর।
১৮. উত্তম সাক্ষাৎকারের পূর্বশর্ত আলোচনা কর।
১৯. প্রশ্নমালা অনুসূচী কী? প্রশ্নমালা অনুসুচিত মধ্যকার পার্থক্য আলোচনা কর।
২০. ঘটনা অনুদান কী? এর সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
PDF Download সমাজকর্ম ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন 2025
১| সমাজকল্যাণ প্রশাসন বলতে কি বুঝ? সমাজকল্যাণ প্রসাশনের গুরুত্ব আলােচনা কর। ১০০%
২। সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির পারস্পরিক সম্পর্ক আলােচনা কর। ১০০% অথবা, সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলােচনা কর। ১০০%
৩া ব্যক্তি সমাজকর্ম কী? ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রক্রিয়ার স্তরগুলির বা ধাপসমূহ বর্ণনা কর। ১০০%
৪। দল সমাজকর্ম কী? দল সমাজকর্মের নীতিসমূহ বা নীতিমালা আলােচনা কর। ১০০%
৫। বাংলাদেশে ব্যক্তি সমাজকর্মের প্রয়ােগক্ষেত্রগুলি আলােচনা কর। ১০০% অথবা, বাংলাদেশের সামাজিক কার্যক্রমের প্রয়ােগক্ষেত্রসমূহ আলােচনা কর। ১০০%
৬। দল প্রক্রিয়া এবং দল সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
৭। সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। সামাজিক গবেষণার ধাপসমূহ বর্ণনা কর। ৯৯%
৮| দল সমাজকর্ম কি? দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলি লিখ। ৯৯%
৯। সংগঠন কী? সমষ্টি সংগঠনের ধাপসমূহ লিখ। ৯৯%
১০| সমাজকর্ম গবেষণা কাকে বলে? সমাজকর্ম গবেষণার গুরুত্ব বর্ণনা কর। ৯৯%
১১। ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলি আলােচনা কর। ৯৯%
১২। সামাজিক কার্যক্রম কি? সামাজিক কার্যক্রমের কৌশল আলােচনা কর। ৯৮%
১৩। দলীয় গতিশীলতা কি? দলীয় গতিশীলতা আনয়নে সমাজকর্মীর ভূমিকা লিখ। ৯৮%
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর চূড়ান্ত সাজেশন ডিগ্রী ২য় বর্ষের সমাজকর্ম ৪র্থ পত্র 2025 ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন সমাজকর্ম ৪র্থ পত্র সাজেশন 2025
Degree 2nd year Common Suggestion 2025
আজকের সাজেশান্স:সমাজকর্ম ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষ