প্রশ্ন-১. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?
উত্তর : পৃথিবীর মানচিত্র প্রথম আঁকেন গ্রিক বিজ্ঞানীরা।
প্রশ্ন-২. পৃথিবীতে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়?
উত্তর : পৃথিবীতে প্রথম গণতন্ত্রের সূচনা হয় প্রাচীন গ্রিসের এথেন্সে।
প্রশ্ন-৩. ‘রসেটা স্টোন’ কি?
উত্তর : ‘রসেটা স্টোন’ হলো পাথরের একটি বিখ্যাত প্রাচীন ফলক। এতে গ্রিক এবং হায়ারোগ্লিফিক ভাষায় অনেক কিছু লেখা ছিল, যা থেকে প্রাচীন মিসরের অনেক তথ্য পাওয়া যায়।
প্রশ্ন-৪. রোম নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : রোম নগরীর প্রতিষ্ঠাতা ল্যাটিন রাজা রোমিউলাস।
প্রশ্ন-৫. ফারাও বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর : প্রাচীন মিশরীয় সভ্যতার রাজবংশের রাজাদের উপাধি ছিল ‘ফারাও’।
মিশরীয় ‘পের–ও’ শব্দ থেকে ফারাও শব্দের উৎপত্তি। ফারাওরা স্রষ্টার প্রতিনিধি হিসেবে দেশ শাসন করত। নিজেদের তারা সূর্যদেবতার বংশধর মনে করত। ফারাও পদটি ছিল বংশানুক্রমিক। অর্থাৎ ফারাওয়ের ছেলে উত্তরাধিকার সূত্রে ‘ফারাও’ হতো। প্রাচীন মিশরীয় সভ্যতায় ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী।
প্রশ্ন-৬. মিসরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?
উত্তর : মমিকে রক্ষা করার জন্য মিসরীয়রা পিরামিড তৈরি করেছিল। প্রাচীন মিসরীয় সভ্যতার অনন্য স্থাপত্যকর্ম পিরামিড। এর বেশ কয়েকটি এখনো সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রাচীন মিসরীয়রা মনে করতেন, মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে। সে কারণে সম্রাটসহ বিশিষ্ট ব্যক্তিদের দেহ অবিকৃত রাখার জন্য বিশেষ কায়দায় মমি করা হতো। আর এই মমিকে সুরক্ষিত রাখার জন্যই মিসরীয়রা পিরামিড তৈরি করেছিলেন।
প্রশ্ন-৭. খেলাধুলার ক্ষেত্রে প্রাচীন গ্রিকদের অবদান ব্যাখ্যা করো।
উত্তর : খেলাধুলার ক্ষেত্রে প্রাচীন গ্রীকদের যথেষ্ট আগ্রহ ছিল। তখন শিশুদের খেলাধূলার প্রতি বিশেষ নজর দেওয়া হতো। বিদ্যালয়ে তাদের খেলাধুলার হাতেখড়ি হতো। উৎসবের দিনে গ্রিসে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হতো। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল দেবতা জিউসের সম্মানে অনুষ্ঠিত প্রতিযোগিতা।
অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিতেন। এতে দৌড়ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকা নিক্ষেপ, বর্ষা ছোড়া, মুষ্টিযুদ্ধ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতার ব্যবস্থা থাকত। প্রতি চার বছর পরপর এই খেলা অনুষ্ঠিত হতো। তাই বলা যায়, খেলাধুলার ক্ষেত্রে গ্রিকদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
প্রশ্ন-৮. প্রাচীন গ্রিক নগররাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব কীভাবে গড়ে ওঠে?
উত্তর : অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে প্রাচীন গ্রিক নগররাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে উঠেছিল। প্রাচীন গ্রিসের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া প্রতিযোগিতা ছিল অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। এখনকার আন্তর্জাতিক অলিম্পিকের মতোই প্রতি চার বছর পরপর এটি অনুষ্ঠিত হতো। এ প্রতিযোগিতায় গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রের ক্রীড়াবিদেরা অংশগ্রহণ করতেন। এর ফলে খেলোয়াড়দের মধ্যে যেমন সম্পর্ক গড়ে উঠত, তেমনি এ প্রতিযোগিতা উপভোগ করতে আসা বিভিন্ন অঞ্চলের জনগণ ও শাসকদের মধ্যেও সৌহার্দ্য তৈরি হতো।
১. ইতিহাসের জনক কে?
ক. হেরোডাটাস
খ. থুকিডাইডিস
গ. ইউরিপিদস
ঘ. এরিস্টোয়েন
উত্তরঃ ক. হেরোডাটাস
২. ইতিহাস যখন থেকে লিখিত আকারে পাওয়া যায়, তখন থেকে বলা হয়-
ক. আধুনিক যুগ
খ. ঐতিহাসিক যুগ
গ. উন্নত যুগ
ঘ. শিক্ষিত যুগ
উত্তরঃ খ. ঐতিহাসিক যুগ
- Honors 2nd year suggestion
- অনার্স ২য় বর্ষের সাজেশন
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
৩. আমাদের শহিদ মিনার ইতিহাসের কোন ধরনের উপাদান?
ক. লিখিত উপাদান
খ. অলিখিত উপাদান
গ. অর্ধলিখিত উপাদান
ঘ. আন্দোলনের উপাদান
উত্তরঃ খ. অলিখিত উপাদান
৪. আফ্রিকান পরিব্রাজক কে?
ক. ইবনে বতুতা
খ. হিউয়েন সাং
গ. আবুল ফজল
ঘ. ফা-হিয়েন
উত্তরঃ ক. ইবনে বতুতা
৫. র্যাপসনের মতে ইতিহাস হলো-
i. ঘটনার সামগ্রিক বর্ণনা
ii. ঘটনার বৈজ্ঞানিক বর্ণনা
iii. ঘটনার ধারাবাহিক বর্ণনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii
৬. চাঁদের নিজস্ব কোন আলো নেই-এটি কারা আবিষ্কার করেন?
ক. গ্রিকরা
খ. চৈনিকরা
গ. রোমানরা
ঘ. মুসলমানরা
উত্তরঃ ক. গ্রিকরা
৭. বিশ্বসভ্যতার ইহিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান কোনটি?
ক. ধর্মসংস্কার
খ. বিজ্ঞান
গ. আইন প্রণয়ন
ঘ. অলিম্পিক খেলা
উত্তরঃ গ. আইন প্রণয়ন
৮. সিন্ধু সভ্যতার মানুষ কোন শিল্পে পারদর্শী ছিল?
ক. কাঠ শিল্পে
খ. হস্তশিল্পে
গ. মৃৎশিল্পে
ঘ. কারুশিল্পে
উত্তরঃ গ. মৃৎশিল্পে
৯. চন্দ্রদ্বীপ জনপদের প্রাণকেন্দ্র বর্তমান বাংলাদেশের কোন জেলায় ছিল?
ক. চাঁদপুর
খ. চট্টগ্রাম
গ. বরিশাল
ঘ. সিলেট
উত্তরঃ গ. বরিশাল
১০. কামরুপের রাজা কার হাতে পরাজিত হন?
ক. অশোকের
খ. প্রথম চন্দ্রগুপ্তের
গ. সমুদ্রগুপ্তের
ঘ. শশাংকের
উত্তরঃ ঘ. শশাংকের
১১. লক্ষণ সেন ছিলেন-
i. অদ্ভুত সাগর সমাপ্তকারী
ii. সুপন্ডিত
iii. বিদ্যোৎসাহী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
১২. ধর্মপাল নির্মাণ করেন-
i. বিক্রমশীল বিহার
ii. ওদন্তপুর বিহার
iii. সোমপুর বিহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
১৩. আর্যদের ভাষার নাম কী?
ক. তামিল
খ. তেলেগু
গ. অস্ট্রিক
ঘ. বৈদিক
উত্তরঃ ঘ. বৈদিক
১৪. সর্ব প্রথম কত সালে ঢাকা বাংলার রাজধানী হয়?
ক. ১৬১০
খ. ১৯০৫
গ. ১৯৪৭
ঘ. ১৯৭১
উত্তরঃ ক. ১৬১০
১৫. গৌড়ের নাম জান্নাতাবাদ কে রাখেন?
ক. শেরমাহ
খ. হুমায়ুন
গ. জাহাঙ্গীর
ঘ. আকবর
উত্তরঃ খ. হুমায়ুন
- উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
কুৎসীত ও খাটো এক দুরন্ত সেনাপতি যার চোখে জয়ের নেশা। মনে অদম্য সাহস। পথের প্রতিক‚লতা কাটিয়ে একবার পাহাড়, একবার জঙ্গল পাড়ি দিয়ে বৃদ্ধ রাজার রাজধানী আক্রমণ করলে রাজা পিছনের দরজা দিয়ে পালিয়ে যান।
১৬. উদ্দীপকের সেনাপতির সাথে কার মিল রয়েছে?
ক. লক্ষণ সেন
খ. শশাঙ্ক
গ. বখতিয়ার খলজি
ঘ. কুতুবউদ্দিন
উত্তরঃ গ. বখতিয়ার খলজি
১৭. উক্ত সেনাপতির মাধ্যমে বাংলায় কী ঘটে?
ক. নতুন যুগের সূচনা হয়
খ. সেন শাসনের পতন
গ. নবাবী আমলের শুরু
ঘ. মুসলমান শাসনের পতন
উত্তরঃ খ. সেন শাসনের পতন
১৮. বাংলায় স্বাধীন সুলতানি আমল ছিল কত বছর?
ক. ১০০ বছর
খ. ২০০ বছর
গ. ৩০০ বছর
ঘ. ৪০০ বছর
উত্তরঃ খ. ২০০ বছর
১৯. মুঘল যুগে শাসকগণ কাটরা নামে দালান নির্মাণ করেন-
i. অতিথিশালার জন্য
ii. মক্তব হিসাবে ব্যবহারের জন্য
iii. দাতব্য চিকিৎসার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i
গ. ii
ঘ. iii
উত্তরঃ খ. i
২০. ইংরেজরা বাংলার সর্বপ্রথম কোনটি ধ্বংস করেছিল?
ক. পাটশিল্প
খ. কুটিরশিল্প
গ. বস্ত্রশিল্প
ঘ. চিনিশিল্প
উত্তরঃ খ. কুটিরশিল্প
২১. ফকির-সন্যাসীরা কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতো?
ক. সরাসরি
খ. বোমা নিক্ষেপের মাধ্যমে
গ. গেরিলা পদ্ধতিতে
ঘ. দলগতভাবে
উত্তরঃ গ. গেরিলা পদ্ধতিতে
২২. তিতুমীরের ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম মাহাত্ম্য ছিল-
i. দেশপেম জাগ্রতকরণ
ii. অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো
iii. স্বাধীনতার পথ সুগম করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
২৩. আইয়ুব খান ছয় দফাকে ঘোষণা করেন-
i. রাষ্ট্রদ্রোহী হিসেবে
ii. পাকিস্তানের প্রতি হুমকি বলে
iii. মুক্তির সনদ বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii
২৪. স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে কোন নির্বাচন গুরুত্বপূর্ণ?
ক. ১৯৭০ সালের
খ. ১৯৭১ সালের
গ. ১৯৭২ সালের
ঘ. ১৯৭৩ সালের
উত্তরঃ ক. ১৯৭০ সালের
২৫. ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশেকে কত তারিখে স্বীকৃতি দেয়?
ক. ৬ ডিসেম্বর
খ. ১০ ডিসেম্বর
গ. ১৩ ডিসেম্বর
ঘ. ১৬ ডিসেম্বর
উত্তরঃ ক. ৬ ডিসেম্বর
২৬. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ‘বীর প্রতীক’ খেতাব পান-
i. তারামন বিবি
ii. সনিয়া বেগম
iii. ডা. সেতারা বেগম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii
২৭. তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের কোন পদে বহাল ছিলেন?
ক. রাষ্ট্রপতি
খ. অর্থমন্ত্রী
গ. উপ-রাষ্ট্রপতি
ঘ. প্রধানমন্ত্রী
উত্তরঃ ঘ. প্রধানমন্ত্রী
২৮. সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৮১ সালে
খ. ১৯৮৩ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৭ সালে
উত্তরঃ গ. ১৯৮৫ সালে
- উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাওঃ
বাংলাদেশের সামরিক অফিসাররা সামরিক অভ্যুথানের মধ্য দিয়ে এক সময় সরকারি ক্ষমতা দখল করে নেয়। পরবর্তীতে বেসরকারিকরণ আবার ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে।
২৯. উদ্দীপকে কোন সামরিক শাসকের কার্য ফুটে উঠেছে?
ক. খন্দকার মোশতাক
খ. জিয়াউর রহমান
গ. খালেদ মোশাররফ
ঘ. জেনারেল এরশাদ
উত্তরঃ খ. জিয়াউর রহমান
৩০. উক্ত শাসকের ‘ইনডেমনিটি’ অধ্যাদেশ জারি করার কারণ-
i. বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করা
ii. বঙ্গবন্ধু পরিবার রক্ষা করা
iii. খন্দকার মোশতাককে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii
- Honors 2nd year suggestion
- অনার্স ২য় বর্ষের সাজেশন
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
১. মৌলিক গণতন্ত্রের ভোটে আইয়ুব খান কত সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন?
ক) ১৯৬০
খ) ১৯৬১
গ) ১৯৬২
ঘ) ১৯৬৩
সঠিক উত্তর: (ক)
২. আগরতলা মামলার ট্রাইব্র্যুনালে প্রধান বিচারপতি ছিলেন কে?
ক) এস এ সরকার
খ) এম আর খান
গ) এস এ রহমান
ঘ) মুকসুমুল হাকিম
সঠিক উত্তর: (গ)
৩. আইয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তান্তর করে?
ক) বঙ্গবন্ধুর নিকট
খ) ইস্কান্দা মির্জার নিকট
গ) ইয়াহিয়া খানের নিকট
ঘ) ভাসানীর নিকট
সঠিক উত্তর: (গ)
৪. প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র কয় স্তরে?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
সঠিক উত্তর: (ঘ)
৫. ১৯৬৯ সালে জনতা আগরতলা মামলার বিচারপতির বাসভবনে আগুন ধরিয়ে দেন কেন?
ক) কিশোর ছাত্র মতিউরকে হত্যা করার জন্য
খ) সার্জেন্ট জহুরুল হককে নৃশংসভাবে গুলি করে হত্যার জন্য
গ) ছাত্রনেতা আসাদুজ্জামানকে গুলি করে হত্যার জন্য
ঘ) প্রক্টর শামসুজ্জোহাকে বেয়োনেট চার্জে হত্যার জন্য
সঠিক উত্তর: (খ)
৬. স্যার টমাস উইলিয়াম এমপি কোন দেশের আইনজীবী ছিলেন?
ক) যুক্তরাষ্ট্রের
খ) ভারতের
গ) যুক্তরাজ্যের
ঘ) ইরানের
সঠিক উত্তর: (গ)
৭. দীর্ঘ দিন যুদ্ধের পর ‘ক’ নামক দেশটি স্বাধীনতা লাভ করল। ‘ক’ নিচের কোনটিকে সমর্থন করছে?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) বাংলাদেশ
ঘ) সুদান
সঠিক উত্তর: (গ)
৮. মৌলিক গণতন্ত্রকে সীমিত গণতন্ত্র বলা হয়। এর যথার্থ কারণ কী?
ক) নির্দিষ্ট সংখ্যক লোকের ভোটাধিকার ছিল
খ) নির্দিষ্ট সংখ্যক জনগণ প্রেসিডেন্ট নির্বাচন করতে পারত
গ) কেবল জেলা পরিষদে নির্বাচিত সদস্যরাই প্রেসিডেন্ট নির্বাচন করত
ঘ) কেবল ইউনিয়ন পরিষদের মনোনীত ব্যক্তিদের মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হত
সঠিক উত্তর: (খ)
৯. শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
ক) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
গ) ২৪ ফেব্রুয়ারি ১৯৬৯
ঘ) ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (খ)
১০. আইয়ুব খান কত তারিখে গণ-অভ্যুত্থানের পরিবেশ শান্ত্র করার জন্য গোলটেবিল বৈঠক আহবান করেন?
ক) ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯
খ) ১৯ ফেব্রুয়ারি ১৯৬৯
গ) ২০ ফেব্রুয়ারি ১৯৬৯
ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (খ)
১১. বঙ্গবন্ধু শচীন্দ্রলালের মাধ্যমে কাকে বার্তা পাঠিয়ে সশস্ত্র আন্দোলনে সহযোগিতা কামনা করেন?
ক) জওহরলাল নেহেরুকে
খ) আনন্দ মোহন বসুকে
গ) মনমোহন সিংকে
ঘ) অজয় কুমার দাসকে
সঠিক উত্তর: (ক)
১২. ১৯৬৯ সালে আইয়ুব খানের গোলটেবিল বৈঠকের আমন্ত্রিত ছিলেন-
i. মওলানা ভাসানী
ii. এ.কে. ফজলুল হক
iii. শেখ মুজিবুর রহমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩. পাকিস্তানিরা বা পাক সেনাবাহিনী কত তারিখে হত্যাযজ্ঞ চালায়?
ক) ২৫ মার্চ
খ) ২৬ মার্চ
গ) ২৭ মার্চ
ঘ) ২৮ মার্চ
সঠিক উত্তর: (ক)
১৪. ১৯৬৯ সালের ৮-১৪ জানুয়ারি পূর্ব পাকিস্তানে ব্যপক গণআন্দোলন গড়ে ওঠে-
i. ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যেগে
ii. ডাক-এর উদ্যেগে
iii. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের উদ্যেগে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫. পহেলা বৈশাখ পালনকে হিন্দু প্রভাব বলে উল্লেখ করেন কারা?
ক) ভারতীয়রা
খ) পূর্ব পাকিস্তানিরা
গ) আরবীয়রা
ঘ) পশ্চিম পাকিস্তানিরা
সঠিক উত্তর: (ঘ)
১৬. আগরতলা ষড়যন্ত্র মামলায় কয় জন অভিযুক্ত ছিল?
ক) ৩৪ জন
খ) ৩৫ জন
গ) ৩৬ জন
ঘ) ৩৭ জন
সঠিক উত্তর: (খ)
১৭. ১১ দফা আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল-
i. বাক স্বাধীনতা
ii. ট্রেড ইউনিয়ন গঠন
iii. জরুরি আইন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮. পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল মোট জনসংখ্যার কত ভাগ?
ক) প্রায় ৫৫%
খ) প্রায় ৫৬%
গ) প্রায় ৫৭%
ঘ) প্রায় ৫৮%
সঠিক উত্তর: (খ)
১৯. কার মৃত্যু ইস্কান্দার মির্জার সেনা শাসন প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি করে দেয়?
ক) আইয়ুব খান
খ) আব্দুল হামিদ
গ) ইয়াহিয়া খান
ঘ) শাহেদ আলী
সঠিক উত্তর: (ঘ)
২০. ‘ক’ অঞ্চলে দাবিদাওয়াকে নস্যাৎ করার জন্য জনাব মোরশেদ ‘D’ এর নামে ষড়যন্ত্র মামলা করেন। ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রের?
i. সার্জেন্ট জহুরুল হক
ii. আসাদুজ্জামান
iii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১. পূর্ব পাকিস্তান কখনও অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পুর্ণ ছিল না কেন?
ক) পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের জন্য
খ) পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের অনিহার জন্য
গ) পূর্ব পাকিস্তানে পর্যাপ্ত কাঁচামালের অভাব ছিল বলে
ঘ) পূর্ব পাকিস্তানের মানুষ অলস ছিল বলে
সঠিক উত্তর: (ক)
২২. ১৯৬২ সালে ফরেন সার্ভিসের পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল কত শতাংশ?
ক) ২০.৬%
খ) ২০.৭%
গ) ২০.৮%
ঘ) ২০.৯%
সঠিক উত্তর: (গ)
২৩. বঙ্গবন্ধুর ছয়দফা কর্মসূচি পূর্ব পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কত সালে?
ক) ১৯৬৫
খ) ১৯৬৬
গ) ১৯৬৭
ঘ) ১৯৬৮
সঠিক উত্তর: (খ)
২৪. ১৯৫৫-১৯৬৭ সালের মধ্যে শিক্ষা খাতে মোট বরাদ্দের মধ্যে পশ্চিম পাকিস্তানের জন্য বরদ্দ ছিল কত মিলিয়ন রুপি?
ক) ২০৮৪
খ) ২০৮৫
গ) ২০৮৬
ঘ) ২০৮৭
সঠিক উত্তর: (ক)
২৫. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
ক) ১৯৬৯ সালের ৫ জানুয়ারি
খ) ১৯৬৯ সালের ৬ জানুয়ারি
গ) ১৯৬৯ সালের ৭ জানুয়ারি
ঘ) ১৯৬৯ সালের ৮ জানুয়ারি
সঠিক উত্তর: (ক)
২৬. ছয় দফা আন্দোলনের বাঙালির মুক্তির সনদ বলা হয় কারণ?
ক) এটির মাধ্যমে বাঙালির জাতীয় চিন্তার সন্নিবেশ ঘটেছিল
খ) এটি মধ্যে পাকিস্তানিদের মৃত্যুর পরোয়ানা ছিল
গ) এটি বাঙালির আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছিল
ঘ) এটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে একটি বড় আন্দোলন
সঠিক উত্তর: (গ)
২৭. আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ছয়দফা গৃহিত হয় কত সালে?
ক) ১৯৬৬
খ) ১৯৬৭
গ) ১৯৬৮
ঘ) ১৯৬৯
সঠিক উত্তর: (ক)
২৮. ১৯৬৫ সালে প্রশাসনিক দিক থেকে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে কেন?
ক) পাক-ভারত যুদ্ধের জন্যে
খ) পাক-চৈনিক যুদ্ধের জন্যে
গ) পাক-আফগান যুদ্ধের জন্যে
ঘ) পাক-শ্রীলঙ্কা যুদ্ধের জন্য
সঠিক উত্তর: (ক)
২৯. দিনে দিনে ছয়দফায় জনপ্রিয়তা বৃদ্ধি পেলে আইয়ুব সরকার কাকে গ্রেফতারের নির্দেশ দেন?
ক) মওলানা ভাসানীকে
খ) বঙ্গবন্ধুকে
গ) সোহরাওয়ার্দীকে
ঘ) ফজলুল হককে
সঠিক উত্তর: (খ)
৩০. শামিমের বাবা ষাট-এর দশকের মানুষ। শামিম তার বাবার কাছ থেকে জানতে পারলো যে ষাট-এর দশকে একটি বড় আন্দোলন হয়েছিল যা আইয়ুববিরোধী আন্দোলকে গতি সঞ্চায়িত করেছিল। শামিম কোন আন্দোলনের কথা জানতে পারলো?
ক) বাষট্টি শিক্ষা আন্দোলন
খ) বাষট্টির গণআন্দোলন
গ) মৌলিক গণতন্ত্রবিরোধী আন্দোলন
ঘ) সামরিক সরকারিরোধী আন্দোলন
সঠিক উত্তর: (ক)
৩১. নতুন সংবিধান কখন ঘোষণা করা হয়?
ক) ১৯৬২সালের ১ মার্চ
খ) ১৯৬২সালের ২ মার্চ
গ) ১৯৬২সালের ৩ মার্চ
ঘ) ১৯৬২সালের ৪ মার্চ
সঠিক উত্তর: (ক)
৩২. কত সালে গণ-অভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয়?
ক) ১৯৬৮
খ) ১৯৬৯
গ) ১৯৭০
ঘ) ১৯৭১
সঠিক উত্তর: (খ)
৩৩. ১৯৬৫ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ৪২০০০ কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল কত জন?
ক) ২৮০০
খ) ২৯০০
গ) ৩০০০
ঘ) ৩১০০
সঠিক উত্তর: (খ)
৩৪. মৌলিক গণতন্ত্র কী?
ক) সরকার পদ্ধতি
খ) নতুন নির্বাচন কাঠামো
গ) গণতন্ত্রের নতুন নাম
ঘ) গণতন্ত্রের একটি শাখা
সঠিক উত্তর: (খ)
৩৫. ১৮ জানুয়ারি ১৯৬৯ সালে ছাত্র সংগ্রাম পরিষেদ ধর্মঘট পালন করেন কেন?
ক) পুলিশের নির্যাতনের প্রতিবাদে
খ) বঙ্গবন্ধুকে গ্রেফতারের প্রতিবাদে
গ) ভাসানীকে গ্রেফতারের প্রতিবাদে
ঘ) সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে
সঠিক উত্তর: (ক)
৩৬. পাকিস্তান সৃষ্টির পর থেকেই শাসনব্যবস্থায় লক্ষ করা যায় এক ধরনের-
i. স্বৈরাতান্ত্রিক প্রবণতা
ii. গণতান্ত্রিক প্রবণতা
iii. আমলাতান্ত্রিক প্রবণতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭. ১৯৬৬ সালের তাসখন্দে যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তা কোন দেশের মধ্য সংগঠিত হয়?
ক) যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
খ) ভারত-চীন
গ) পাকিস্তান-আফগানিস্তান
ঘ) পাকিস্তান-ভারত
সঠিক উত্তর: (ক)
৩৮. মৌলিক গণতন্ত্র কয় স্তরবিশিষ্ট ছিল?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
সঠিক উত্তর: (ঘ)
৩৯. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ কত দিন স্থায়ী ছিল?
ক) ১৫ দিন
খ) ১৬ দিন
গ) ১৭ দিন
ঘ) ১৮ দিন
সঠিক উত্তর: (গ)
৪০. পূর্ব পাকিস্তান ৫২-৭১ সাল পর্যন্ত যত আন্দোলন করেছে তার মূল কারণ ছিল পশ্চিম পাকিস্তানের-
i. নিপীড়ন
ii. বঞ্চনা
iii. বৈষম্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১. পশ্চিম পাকিস্তানে খুব সহজেই পূর্ব পাকিস্তানের অর্থ পাচার হতো। এর যথার্থ কারণ কী?
ক) কেন্দ্রীয় ব্যাংক বীমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দফতর ছিল পশ্চিম পাকিস্তানে
খ) পূর্ব পাকিস্তানের উদ্বৃত্ত আর্থিক সঞ্চয় পশ্চিম পাকিস্তানে জমা থাকত
গ) প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা নিয়ন্ত্রণে ছিল
ঘ) পূর্ব বাংলা অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল
সঠিক উত্তর: (ক)
৪২. পাকিস্তানের সর্বমোট ৩৫টি বৃত্তির মধ্যে পূর্ব-পাকিস্তানের জন্য কতটি বরাদ্দ ছিল?
ক) ৫
খ) ১০
গ) ১৫
ঘ) ২০
সঠিক উত্তর: (ক)
৪৩. ১৯৬৫ সালে কাশ্মীরেকে কেন্দ্র করে সংঘটিত দ্বিতীয় যুদ্ধে অংশ নেয়-
i. ভারত
ii. শ্রীলঙ্কা
iii. পাকিস্তান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৪. পশ্চিম পাকিস্তান বাঙালি সংস্কৃতিতে আঘাত হানার জন্য নিষিদ্ধ করার চেষ্টা করে-
i. রবীন্দ্র সঙ্গীত
ii. নজরুলের কাব্য
iii. রবীন্দ্র রচনাবলি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৫. কোনটি উনসত্তরের গণ-আন্দোলনের ঘটনা?
ক) ছাত্রদের ১১ দফার দাবিতে ধর্মঘট পালন ও ১৪৪ ধারা ভঙ্গ
খ) শহীদ মতিয়ুরের লাশ নিয়ে ঢাকার বিক্ষুদ্ধ জনতার বিশাল মিছিল
গ) পুলিশের গুলিতে জব্বার-রফিক-সালাম-বরকত শহীদ
ঘ) সার্জেন্ট জহুরুল হক ও ড. জোহা হত্যা
সঠিক উত্তর: (গ)
৪৬. ১৯৬৮ সালের নভেম্বর মাসে ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন এক সময় ছড়িয়ে পড়ে-
i. সাধারণ মানুষের মধ্যে
ii. গ্রামের কৃষক শ্রমিকের মধ্যে
iii. শহরের শ্রমিকদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. পাকিস্তান রাষ্ট্রের সকল পরিকল্পনা প্রনীত হয়?
ক) পূর্ব পাকিস্তানে
খ) পশ্চিম পাকিস্তানে
গ) লাহোরে
ঘ) ঢাকায়
সঠিক উত্তর:
৪৮. পূর্ব-বাংলার স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে কোন প্রস্তাবে?
ক) তাসখন্দ প্রস্তাবে
খ) কাশ্মীর প্রস্তাবে
গ) লাহোর প্রস্তাবে
ঘ) পাঞ্জাব প্রস্তাবে
সঠিক উত্তর: (গ)
৪৯. বঙ্গবন্ধুসহ আগরতলা মামলার মুক্তি উপলক্ষে কত তারিখে সংবর্ধনা আয়োজন করা হয়?
ক) ২১ ফেব্রুয়ারি ১৯৬৯
খ) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
গ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
ঘ) ২৪ ফেব্রুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: (গ)
৫০. কোন নির্বাচনে ছয় দফা ছিল মূল ইশতেহার?
ক) ১৯৫৪ সালের
খ) ১৯৫৮ সালের
গ) ১৯৬৬ সালের
ঘ) ১৯৭০ সালের
সঠিক উত্তর: (ঘ)
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- এসএসসি পরীক্ষা রেজাল্ট
- SSC Exam Result
- এসএসসি বিজ্ঞান স্পেশাল সাজেশন ২০২৩ , ssc Science suggestion (pdf) 2023, এসএসসি বিজ্ঞান সাজেশন (pdf) ২০২৩, এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত সাজেশন ২০২৩