৪. মি. সেলিম একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব যথাযথ পদ্ধতি মাতাবেক সংরক্ষণ করেন না। তার হিসাব বই হতে নিম্নলিখিত খতিয়ান উদ্ধৃত্তগুলো দেওয়া হলাে:
বিবরণ | ১ জানুয়ারি ২০২০ | ৩১ ডিসেম্বর ২০২০ |
নগদ তহবিল | ৮৫০ | ১৫৫০ |
ব্যাংক জমার উদ্বৃত্ত | ১৯,৬৫০ | ২৮,৫৫০ |
মজুদ পণ্য | ১২,৫০০ | ২২,৫০০ |
প্রাপ্য হিসাব | ১৬,৫০০ | ৩৫,৫০০ |
প্রদেয় হিসাব | ১৫,৫০০ | ২০,৫০০ |
প্রাপ্য বিল | ৫,৫০০ | ৭,৫০০ |
প্রদেয় বিল | ৪,৫০০ | ২,৫০০ |
আসবাবপত্র | ১৫,০০০ | ২০,০০০ |
মিঃ সেলিম সারাবছর ধরে কারবার হতে প্রত্যেক সপ্তাহে ২,০০০ টাকা করে উত্তোলন করেন। এ ২০,০০০ উত্তোলিত টাকা হতে ৫৪,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করলেন। এছাড়া তিনি কারবার হতে ৫,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন। কতিপয় কর্মচারীর বেতন ৮,০০০ টাকা ব্যক্তিগত তহবিল হতে প্রদান করেন এবং ডিসেম্বর মাসে ২২,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে প্রদান করেন। অন্যান্য তথ্যাবলি ও
ক ) বেতন বাবদ ২,৫০০ টাকা বকেয়া রয়েছে ; পক্ষান্তরে , ভাড়া ২,০০০ টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে ।
খ ) প্রাপ্য হিসাবের ৩,৫০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০ % হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে । |
গ ) প্রারম্ভিক মূলধনের ওপর ১০ % হারে সুদ ধার্য করতে হবে ।
ঘ ) মনিহারি ক্রয় বাবদ ৫০০ টাকা বকেয়া আছে ।
করণীয় : ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ – লােকান বিবরণী এবং উক্ত তারিখে কারবারের বৈষয়িক বিবরণী তৈরী কর ।
লাভ – লােকান বিবরণী
বৈষয়িক বিবরণী তৈরী কর
H.S.C
- HSC Diploma in Commerce Banking and Insurance (1715) Assignment Answer
- অগ্নিবীমার দাবি আদায় ও মীমাংসা পদ্ধতি ব্যাখ্যা কর
- বীমা পলিসি বা জীবন বীমা পলিসি ইস্যুর প্রক্রিয়া উল্লেখ কর।
- চেকের জালিয়াতী ও প্রতারণার বিপক্ষে ব্যাংকের নিরাপত্তামূলক ব্যবস্থা কী কী?
- কিভাবে ব্যাংক হিসাব খোলা হয় ?, বাস্তব অভিক্ষতার আলোকে বর্ণনা কর।
- দুর্ঘটনা বীম কী,বাংলাদেশের বীমা শিল্পের সমস্যা ও সমাধানের উপায়সমূহ বর্ণনা কর
- অগ্নি অপচয়ের কারনগুলাে উল্লেখ কর, পুন:বীমা ও যুগ্নবীমা মধ্যে পার্থক্য লিখ।
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ব্যাংকের গুরুত্ব আলোচনা কর
- বৈদেশিক বিনিময় হার উঠা-নামার কারনগুলো উল্লেখ কর, ইসলামী ব্যাংকের মূলনীতি কী
- কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা কর
1 thought on “২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ – লােকান বিবরণী”