২০২১ সালের ভোকেশনাল ১০ম শ্রেণির পরীক্ষার্থীদের বিল্ডিং মেইনটেন্যান্স (২) ২য় পত্র ৮ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১, নির্মাণ কাজে স্কাফোল্ডিং ও শোরিং এর ধারণাসহ বিভিন্ন প্রকার স্কাফোল্ডিং এর বর্ণনা

শ্রেণি: ভোকেশনাল -2021 2022 বিষয়: বিল্ডিং মেইনটেন্যান্স (২) ২য় পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 06 বিষয় কোডঃ 6424
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ নির্মাণ কাজে স্কাফোল্ডিং ও শোরিং এর ধারণাসহ বিভিন্ন প্রকার স্কাফোল্ডিং এর বর্ণনা।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

নির্মাণ কাজে স্কাফোল্ডিং ও শোরিং এর ধারণাসহ বিভিন্ন প্রকার স্কাফোল্ডিং এর বর্ণনা

স্ক্যাফোন্ডিং : কোনাে কাঠামাের নির্মানকাজ বা দেয়ালের গাঁথুনির কাজ করার সময় নির্মানকাজ যখন ১.৫ মিটারের বেশি উঁচুতে পৌছায় তখন নির্মাণসামগ্রী ও নির্মানকার্যে ব্যবহৃত প্রয়ােজনীয় যন্ত্রপাতি রেখে মিস্ত্রির কাজ চালিয়ে যাওয়ার সুবিধার্থে কাঠের বা বাঁশের যে অস্থায়ী মাচা বা প্লাটফর্ম তৈরি করা হয় তাকে স্ক্যাফোন্ডিং বলে । 


স্ক্যাফোন্ডিং – এর প্রয়ােজনীয়তা এবং ব্যবহার : 
নিন্মলিখিত কারণে স্ক্যাফোন্ডিং এর প্রয়ােজন হয় বা ব্যবহার করা হয় । যেমন -১। নির্মাণকাজ করার সময় মালামাল রেখে মিস্ত্রির গাঁথুনি করার সুবিধার জন্য । 
২। কাঠামাের চারপার্শ্বে পর্যাপ্ত জায়গা না থাকলে সুষ্ঠুভাবে নির্মাণকাজ করার জন্য । 
৩। কাঠামাের বাইরের দিকে রং করা এবং কারুকার্য্যের কাজ করার জন্য । 
৪। কাঠামাের মেরামতকাজ করার সুবিধার জন্য । 
৫। ভারী নির্মানসামগ্রী উঠানাে বা নামানাের জন্য ।

https://www.banglanewsexpress.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a7%a7%e0%a7%a6%e0%a6%ae-%e0%a6%b6/

শােরিং : সাময়িকভাবে বিপদগ্রস্ত কাঠামােকে সাপাের্ট প্রদান করার জন্য যে অস্থায়ী কাঠামাে নির্মাণ করা হয় , তাকে শােরিং বলে । অন্য কথায় , কোনাে কাঠামাের বুনিয়াদের মাটি কাটার সময় নিকটবর্তী কাঠামাে ধসে যাওয়ার আশঙ্কাকে প্রতিরােধ করার জন্য অথবা

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

নিকটবর্তী কোনাে কাঠামাে অপসারণের সময় অথবা কোনাে ত্রুটিপূর্ণ বুনিয়াদের মেরামতের সময় , কাঠামােকে নিরাপদে রাখার জন্য অস্থায়ীভাবে যে কাঠামাে নির্মাণ করা হয় , তাকে শােরিং ( Shoring ) বলে । এটা দেয়ালের পার্শ্বে সাপোের্ট প্রদান করে । 

স্ক্যাফোল্ডিং – এর প্রকারভেদঃ 

স্ক্যাফোল্ডিং – এর প্রকারভেদ ( Types of scaffolding ) : 

১। সিংঙ্গেল বা ব্রিক লেয়ার স্ক্যাফোল্ডিং ( Single or Brick layer’s Scaffolding ) 

২। ম্যাসন বা ডাবল স্ক্যাফোল্ডিং ( Mason’s or Double Scaffolding ) 

৩। ক্যান্টিলিভার বা নিডল স্ক্যাফোন্ডিং ( Cantilever or Needle Scaffolding ) 

৪। ল্যাডার স্ক্যাফোল্ডিং ( Ladder Scaffolding ) 

৫। চিমনি স্ক্যাফোন্ডি ( Chimney Scaffolding)  

শোরিং – এর প্রকারভেদ ( Types of shoring ) :  শােরিং প্রধানত তিন প্রকার । যথা – ১. হেলানো শোরিং ( Raking or inclined shores ) 

২। আনুভূমিক শাের ( Flying or horizontal shores ) 

৩। উল্লম্ব শাের ( Dead or vertical shores )

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment