৫ম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান ৭ম অধ্যায়: স্বাস্থ্যবিধি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১। স্বাস্থ্যবিধি মেনে চলার উপকারিতা কী?
উত্তর : স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি।
২। সংক্রামক রোগ কী?
উত্তর : বিভিন্ন জীবাণু যেমন—ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ।
৩। সংক্রামক রোগ কিভাবে বিস্তার লাভ করে?
উত্তর : সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। যেমন—হাঁচি বা কাশির মাধ্যমে। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন—গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামাকাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে। মশা, পোকা-মাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে। এ ছাড়া দূষিত খাদ্য গ্রহণ ও দূষিত পানি পানের মাধ্যমে ছড়াতে পারে।
৪। সংক্রামক রোগের প্রকারভেদ লেখো।
উত্তর : সংক্রামক রোগের প্রকারভেদ হলো—
বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, জীবাণুবাহিত রোগ, প্রাণী ও পোকা-মাকড়বাহিত রোগ ইত্যাদি।
৫। বায়ুবাহিত রোগ কী?
উত্তর : যেসব রোগ হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে তাকে বায়ুবাহিত রোগ বলে।
৬। পানিবাহিত রোগ কী?
উত্তর : যেসব রোগ জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে তাকে পানিবাহিত রোগ বলে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৭। কয়েকটি সংক্রামক রোগের নাম লেখো।
উত্তর : কয়েকটি সংক্রামক রোগের নাম হলো—
সোয়াইন ফ্লু, হাম, যক্ষ্মা, ডায়রিয়া, কলেরা, আমাশয়, এইডস, জলাতঙ্ক, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি।
৮। সংক্রামক রোগ প্রতিরোধের দুটি উপায় লেখো।
উত্তর : সংক্রামক রোগ প্রতিরোধের দুটি উপায় হলো—
ক) হাঁচি-কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা;
খ) বাড়ির আশপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন—কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখতে হবে।
৯। সংক্রামক রোগ প্রতিকারের কয়েকটি উপায় লেখো।
উত্তর : সংক্রামক রোগ প্রতিকারের কয়েকটি উপায় নিচে দেওয়া হলো—
ক) রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে;
খ) পুষ্টিকর খাবার খেতে হবে;
গ) প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে।
১০। বয়ঃসন্ধি কী?
উত্তর : বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়।
১১। মেয়েদের কখন বয়ঃসন্ধি শুরু হয়?
উত্তর : মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি ৮ থেকে ১৩ বছর বয়সে শুরু হয়।
১২। ছেলেদের কখন বয়ঃসন্ধি শুরু হয়?
উত্তর : ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধি ৯ থেকে ১৫ বছর বয়সে শুরু হয়।
১৩। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে কেমন পরিবর্তন হয়ে থাকে?
উত্তর : বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে।
১৪। বয়ঃসন্ধিকালে শরীরে কী পরিবর্তন দেখা যায়?
উত্তর : বয়ঃসন্ধিকালে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। যেমন—দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তন হওয়া, একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণ ওঠা ইত্যাদি।
১৫। বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন সম্পর্কে দুটি বাক্য লেখো।
উত্তর : বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন সম্পর্কে দুটি বাক্য নিচে দেওয়া হলো—
ক) সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে;
খ) পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে।
১৬। বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে কী করা উচিত?
উত্তর : বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা-বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সঙ্গে পরামর্শ করতে হবে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
- Honors 2nd year suggestion
- অনার্স ২য় বর্ষের সাজেশন
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট এন্ড মেজারিং ইন্সট্রুমেন্ট -১
- বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- Hon‘s 2nd: Business Communication & Report Writing