৬ষ্ঠ শ্রেণীর বিষয়: কৃষি শিক্ষা ।। ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর

শ্রেণি : ষষ্ঠ, বিষয়: কৃষি শিক্ষা, ৬ষ্ঠ সপ্তাহের এস্যাইনমেন্ট
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
তৃতীয় অধ্যায়: কৃষি উপকরণ

পাঠ-১: মাটির গঠন • পাঠ-২: মাটির প্রকারভেদ
পঞ্চম অধ্যায়: কৃষিজ উৎপাদন

পাঠ-১: উদ্যান ফসলের পরিচিত ও অর্থনৈতিক গুরুত্ব
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
সৃজনশীল প্রশ্ন: ১

ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন, সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু , গম, পাট, তরমুজ, বাদাম, বাধাকপি ইত্যাদি ফসলগুলাে চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়ােজন হয়। শিক্ষক আরও বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাঁদা যুক্ত হয়।

ক) উদ্দীপকের প্রদত্ত ফসলগুলাে চাষের উপযােগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি কর।
খ) শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযােগী কী না-যুক্তি দাও
সৃজনশীল প্রশ্ন: ২

২। তােমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের (পাঁচটি করে) তালিকা তৈরি কর এবং এগুলাের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।

মুল্যায়ন নির্দেশক: প্রশ্ন-ক
তালিকা তৈরিতে সঠিকতা
নির্ভুল তথ্য উপস্থাপন
বিষয়বস্তুর সঠিক ধারণা প্রদান
পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে ধারণার সঠিক ব্যাখ্যা
বিষয়বস্তুর ধারণার আলােকে সংশ্লেষণ/বিশ্লেষণ/যুক্তি উপস্থাপন
মুল্যায়ন নির্দেশক: প্রশ্ন-খ

তালিকা তৈরিতে সঠিকতা
নির্ভুল তথ্য উপস্থাপন প্রতিটির কমপক্ষে দুটি করে অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ

উত্তর দেখুন

) উদ্দীপকের প্রদত্ত ফসলগুলাে চাষের উপযােগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি কর

উত্তর: উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করা হলো-

আলু চাষঃ আলু চাষের জন্য বেলে দোআঁশ মাটি উপযোগী। বেলে দোআঁশ মাটি হালকা প্রকৃতির হয়ে থাকে।

গম চাষঃ গম চাষের জন্য উঁচু ও মাঝারি জমি বেশি উপযোগী। তবে মাঝারি নিচু জমিতে গম চাষ করা যায়। দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য উপযোগী।

পাট চাষঃ পাট চাষের জন্য উঁচু এবং মাঝারি উঁচু জমি বেশি উপযোগী। দোআঁশ মাটি পাট চাষের উপযুক্ত।

তরমুজ চাষঃ তরমুজ চাষের জন্য বেলে মাটি উপযুক্ত। বেলে মাটিতে প্রচুর কম্পোস্ট, গোবর ও সবুজ সার প্রয়োগ করে তরমুজ চাষ করা হয়।

বাদাম চাষঃ বাদাম চাষের জন্য উপযুক্ত মাটি হল বেলে মাটি। বেলে মাটিতে বালি, পলি ও কর্দম কনা মিশ্রিত থাকে।

বাঁধাকপি চাষঃ বাঁধাকপি চাষের জন্য উপযুক্ত মাটি এঁটেল মাটি। এঁটেল মাটিতে শতকরা ৪০ ভাগ কর্দম কণা থাকে।

) শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযােগী কী নাযুক্তি দাও

উত্তর: শিক্ষকের শেষ মন্তব্যটি ছিল-

এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর অর্ধেক পলিকনা ও কাদাযুক্ত  হয়।

শিক্ষকের মন্তব্যটি পলি-দোআঁশ মাটি কে নির্দেশ করে। কারণ আদর্শ পলি-দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পলি কণা ও কাঁদাযুক্ত থাকে।

ধান চাষের জন্য এ মাটি উপযোগী নয়। কারণ কংকরযুক্ত পলি দো-আঁশ ও বেলে মাটি ছাড়া সব মাটিই ধান চাষের উপযোগী।

এঁটেল দো-আঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। যে মাটিতে কমপক্ষে শতকরা ৪০ ভাগ কর্দমকণা থাকে, তাকে এঁটেল মাটি বলে।

নদী অববাহিকা ও হাওর বাওড় এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয়। প্রকারভেদেও উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতে ধানের চাষ করা যায়।

যেমন নিচু জমিতে বোরো ও জলি আমন চাষ করা যায়। মাটির অম্লাত্বক থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায়।

মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, জিংক, সালফার ইত্যাদির মাথা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়।

পরিশেষে বলা যায়, উপরোক্ত গুনাগুন যেহেতু পলি দোআঁশ মাটিতে বিদ্যমান থাকে না; তাই এই মাটি ধান চাষের উপযুক্ত নয়।

সৃজনশীল প্রশ্ন:

২। তােমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের (পাঁচটি করে) তালিকা তৈরি কর এবং এগুলাের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।

উত্তর: আমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের পাঁচটি করে তালিকা তৈরি করা হলো –

  • ফুল জাতীয় ফসল – গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, বেলি, হাসনাহেনা
  • ফল জাতীয় ফসল– পেঁপে, কলা, লেবু, কিউই ফল, আনারস
  • শাক সবজি জাতীয় ফসল– আলু, গাজর, শসা, পালং শাক, লাউ
  • মসলা জাতীয় ফসল– পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা
  • উপরোক্ত ফসল গুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করা হলো –
  • ফুলের অর্থনৈতিক গুরুত্ব-

১. ফুল সহজে চাষ প্রক্রিয়া ও অভিযোজন যোগ্যতার কারণে এটি চাষের বহুল জনপ্রিয়তা রয়েছে।

২. ঝুলন্ত ঝুড়ি, মালা তৈরি, বিয়ে বাড়ির স্টেজ সাজানোর কাজে ব্যবহৃত হয় যার মাধ্যমে অর্থনৈতিকভাবে বিক্রেতা লাভবান হয়।

ফলের অর্থনৈতিক গুরুত্ব-

১. যেহেতু দেশি ফল হতে আমরা নানা ধরনের পুষ্টিমূল্য পেয়ে থাকি, তাই এর চাষ আমাদের জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

২. ফলের উৎপাদন, বিপণন ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত শ্রমঘন কাজ বিধায় ;এগুলো কর্মসংস্থানের সৃষ্টি করে।

শাকসবজির অর্থনৈতিক গুরুত্ব-

১. বাজারে বিদ্যমান শাক সবজি বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় খুব সহজেই।

২. শাকসবজি ও ফলমূল উৎপাদন করে কৃষিখাতের মধ্য দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখা যায়।

মসলার অর্থনৈতিক গুরুত্ব-

১. বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের রান্না কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় মসলা।

২. মসলার দাম কম থাকায় সবার নাগালের মধ্যে থাকে।

উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রতিটি স্তরে অধিক পুঁজি ও প্রযুক্তির দরকার হয় বলে সারা বছর প্রচুর কাজের সৃষ্টি হয়। ফলে বেকার সমস্যা দূর করা যায়।

উপরোক্ত ফসলগুলো চাষে ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।

ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের তালিকা ও মাটির প্রকারভেদ এই ছিল আজকের আয়োজন।

বাংলা নিউজ এক্সপ্রেস পাঠকদের জন্য উত্তর:

শিক্ষার সব খবর সবার আগে জানতে বাংলা নিউজ এক্সপ্রেস এর সাথেই থাকুন। 

বাংলা নিউজ এক্সপ্রেস এর কোনো পোষ্ট/Post কপি করলে তাই নিচে আমাদের লিংক দেওয়ার অনুরোদ করা হলো।

#আরো_দেখুন

৯ম শ্রেণীর সব বিষয়, ৬ষ্ঠ  সপ্তাহের অ্যাসাইনমেন্টর উত্তর লিংক:

৮ম শ্রেণীর সব বিষয়, ৬ষ্ঠ  সপ্তাহের অ্যাসাইনমেন্টর উত্তর লিংক:

৭ম শ্রেণীর সব বিষয়, ৬ষ্ঠ  সপ্তাহের অ্যাসাইনমেন্টর উত্তর লিংক:

৬ষ্ঠ শ্রেণীর সব বিষয়, ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টর উত্তর লিংক:

মাদ্রাসা ও দাখিল বোর্ডের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ

ভোকেশনাল ৯ম শ্রেণি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং । ৪র্থ সাপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

কম্পিউটার অ্যাপ্লিকেশন ১। ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

#মাধ্যমিকের_ও_মাদ্রাসা_বোর্ডের_এর_৫ম_সপ্তাহের_সকল_বিষয়_উত্তর

মাধ্যমিকের_ও_মাদ্রাসা_বোর্ডের_এর_৫ম_সপ্তাহের_সকল_বিষয়_উত্তর

৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর:

More Assignment Answer Links==>>Click

৯ম শ্রেণীর সব ৫ম এসাইনমেন্ট উত্তর লিংক:

৮ম শ্রেণীর সব বিষয়,  ৫ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর লিংক:

৭ম শ্রেণীর সব ৫ম এসাইনমেন্ট উত্তর লিংক:

৬ষ্ঠ শ্রেণীর সব ৫ম এসাইনমেন্ট উত্তর লিংক:

#মাদ্রাসা বোর্ডের , ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর

মাদ্রাসা বোর্ডের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

 ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন PDF Download Now

সব এ্যাসাইনমেন্টর উত্তর লিংক 

৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন:

৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন:

More Assignment Answer Links==>>Click

মাধ্যমিকের বোর্ডের এর ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর এক সাথে 

More Assignment Answer Links==>>Click

ষষ্ঠ শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সব উত্তর সহ PDF ডাউনলোড

৭ম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সব উত্তর সহ PDF ডাউনলোড

৮ম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সব উত্তর সহ PDF ডাউনলোড

৪র্থ  সপ্তাহের ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট সব উত্তর এক সাথে 

মাদ্রাসা বোর্ডের এর ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর এক সাথে 

More Assignment Answer Links==>>Click

সব এ্যাসাইনমেন্টর উত্তর লিংক 

More Assignment Ans Links==>>Click

৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন:

More Assignment Links==>>Click

বাংলা নিউজ এক্সপ্রেস পাঠকদের জন্য উত্তর:

শিক্ষার সব খবর সবার আগে জানতে বাংলা নিউজ এক্সপ্রেস এর সাথেই থাকুন। 

বাংলা নিউজ এক্সপ্রেস এর কোনো পোষ্ট/Post কপি করলে তাই নিচে আমাদের লিংক দেওয়ার অনুরোদ করা হলো।

এ্যাসাইনমেন্টর সাজেশন উত্তর  ভাই আমাদের শিক্ষরা আমাদের সাইডে ও ইউটিউবে দেন তো তাই

subscribe our channel: #Rakib_Study , Rakib Study

https://www.youtube.com/channel/UCc_Fuinzyd2QsNnLaBxPlTQ

৬ষ্ঠ শ্রেণীর বিষয়: কৃষি শিক্ষা ।। ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর ,

অ্যাসাইনমেন্টর ৬ষ্ঠ সপ্তাহের উত্তর কৃষি শিক্ষা,  

 #৬ষ্ঠ_শ্রেণীর_কৃষি_শিক্ষা_উত্তর,  

৬ষ্ঠ শ্রেণীর বিষয়: কৃষি শিক্ষা উত্তর ৬ষ্ঠ অ্যাসাইনমেন্টর উত্তর , 

#৬ষ্ঠ _এসাইনমেন্ট_উত্তর_ষষ্ঠ_শ্রেণীর_কৃষি_শিক্ষা_সমাধান,

৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন PDF Download Now কৃষি শিক্ষা,

শ্রেণি: ৬ষ্ঠ বিষয়: কৃষি শিক্ষা ৬ষ্ঠ এসাইনমেন্ট,

উত্তর লিংক কৃষি শিক্ষা ৬ষ্ঠ এসাইনমেন্ট,

Class 6, Subject: Agricultural Assignment Solution, 6th Week Assignment Answer, 

এ্যাসাইনমেন্টর ৬ষ্ঠ কৃষি শিক্ষা,  

 #কৃষি_শিক্ষা_উত্তর_৬ষ্ঠ_শ্রেণীর,

কৃষি শিক্ষা ৬ষ্ঠ শ্রেণীর সমাধান ৬ষ্ঠ অ্যাসাইনমেন্টর উত্তর , 

#ষষ্ঠ_শ্রেণীর_কৃষি_শিক্ষা_সমাধান ৬ষ্ঠ _এসাইনমেন্ট_উত্তর,

কৃষি শিক্ষা ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন PDF Download Now,

কৃষি শিক্ষা শ্রেণি:৬ষ্ঠ ৬ষ্ঠ এসাইনমেন্ট,

কৃষি শিক্ষা ৬ষ্ঠ এসাইনমেন্ট উত্তর লিংক,

Agricultural_Class_6_Assignment_Solution_6th_Week_Assignment_Answer,

#Agricultural_Class_6_Assignment_Solution_6th_Week_Assignment_Answer 

Leave a Comment