৭ম শ্রেণির হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ৭ম শ্রেণির ১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১

শ্রেণি: ৭ম -2021 বিষয়:  হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা  এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 04
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ

‘নারীর  প্রতি  মর্যাদা  দান  ধর্মের  অঙ্গ’-তোমার  পরিবারে  নারী  সদস্যদের সাক্ষাৎকার  নিয়ে  সমাজে  উক্ত  বাক্যটির প্রতিফলন  সম্পর্কিত  একটি  প্রতিবেদন লিখ। 

সংকেত:

১। হিন্দুধর্মে নারীর অবস্থা

২। সাক্ষাৎকারের আলোকেনিজ পরিবারে নারীর অবস্থান

৩। তোমার দৃষ্টিতে বর্তমান সমাজে নারীর অবস্থান

৪। পাঠ্যবইয়ের আলোকে নারীর মর্যাদাপূর্ণ আসনের যৌক্তিকত

নির্দেশনা :  

  • ১। প্রয়োজনে নিজের পাঠ্যপুস্তক ব্যতীত অন্য সহায়ক বই (উপরের/নিচের শ্রেণির) সাহায্য নেয়া যেতে পারে।
  • ২। প্রয়োজনে গুরুজনদের সাহায্য নেয়া যেতে পারে।।
  • ৩। পাঠ্যপুস্তকের প্রতিটি পাঠ ভালো ভাবে পড়তে হবে।
  • ৪। বানান ও বাক্য গঠনে সচেতন হতে হবে।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

তারিখ : –/—/২০২১ ইং ।

বরাবর , প্রধান শিক্ষক রাকিবুল স্কুল ,ঢাকা।


বিষয় : ‘নারীর প্রতি মর্যাদা দান ধর্মের অঙ্গ’-তোমার পরিবারে নারী সদস্যদের সাক্ষাৎকার নিয়ে সমাজে উক্ত বাক্যটির প্রতিফলন সম্পর্কিত একটি প্রতিবেদন

জনাব,
বিনতি নিবেদন এই যে , আপনার আদেশ নং বা.উ.বি.৩৫৫-১ তারিখ : –/—/২০২১ ইং অনুসারে উপরােক্ত বিষয়ের উপর আমার স্বব্যখ্যাত প্রতিবেদনটি নিন্মে পেশ করলাম ।

আমাদের হিন্দু ধর্মে নারীর স্থান অনেক উপরের স্থানে।নারী কখনো একজন মা , কখনো স্ত্রী , কখনো বোন , কখনো দেবী।নারী মায়ের জাতি তাদের আমাদের ধর্মে দেবীর মতোই সমান প্রদর্শতি হয়ে থাকে।আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতেও নারীদের সর্বোচ্চা সাম্মান দেওয়া হয়েছে।যেমনঃ – শ্রীমদভগবত গীত , রামায়ণ , মহাভারত , বেদ , উপনিষদ ।

আমাদের রাময়ণের থেকে নারী প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা পাই।সেখানে ভগবান শ্রীরাম আমাদের শিখিয়েছেন কিভাবে নারীর প্রতি সম্মান ও মর্যাদা দেখাতে হবে ।

আমাদের পরিবারে আমরা পুরুষেরা যতটুকু স্বাধীনতা ও মত বিনিময়ের সুযোগ পাই ঠিক নারীরাও পায়।আমাদের পরিবারের যেকোনোব কিছুর সিদ্ধান্ত গ্রহন করতে নারী পুরুষ সকলের মতামত জানতে চাওয়া হয়।সকলের মতামতের ভিত্তিতেই কোন কিছু করার সিদ্ধান্ত নেওয়া হয়।আমাদের একটি আদর্শ সনাতনী পরিবার | আমাদের পরিবারে পড়ালেখা এবং কেনাকাটা মত বিনিময় সব কিছুতেই নারীরা অংশগ্রহণ করেন।নিজের মত প্রকাশ করেন।নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করেন ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

আমার দৃষ্টিতে বর্তমান সমাজে নারীদের অবস্থান অনেক উপরের পর্যায়ে চলে গেছে এখন নারীর শক্তি শুধু ঘরের ভিতর বা গৃহিনী পর্যন্ত সীমাবদ্ধ নয়।তারা এখন পুরুষের সাথে কাঁধে কাঁধ রেখে।কাজ করে যাচ্ছে এবং সমাজের উন্নয়নেও ভূমিকা রাখছে।এখন নারীরা শিক্ষক , সমাজ সংরক্ষক , চিকিৎসক , অফিস কর্মী সব খানেই জয় ঢাক বাজিয়ে চলছে।

তারা এখন পুরুষের মতোই সমাজের বিভিন্ন কাজে হাল ধরছে।দেশ , জাতি , পরিবার এবং সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।বর্তমাম বিশ্বে নারীরা এখন।দেশে পরিচালনা করছে।বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছে।তারা এখন আর ঘরের চৌখাটে আটকে নেই।তারা এখন দেশ পরিচালনা করছে।যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী ও একজন নারী ।

বর্তমানে আমার পাঠ্যপুস্তকেও নারীর স্বাধীননতা নিয়ে বিভিন্ন পাঠ তৈরি করা হয়েছে।এখানে নারীদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য জোর দেওয়া হয়েছে।বলা হয় যে পরিবারে একজন আদর্শ নারী বা মা আছেন সে পরিবারের সন্তানেরা কখনো অসৎ পথে ধাবিত হবে না।একজন নারী তার গুণের দ্বারা একটি সুন্দর দেশ – জাতি এবং সমাজ গঠন করতে পারেন । 

প্রতিবেদকের নাম : রাকিব হোসেন সজল
রোল নং : ০১
প্রতিবেদনের ধরন : প্রাতিষ্ঠানিক,
প্রতিবেদনের শিরোনাম : ‘নারীর প্রতি মর্যাদা দান ধর্মের অঙ্গ’-তোমার পরিবারে নারী সদস্যদের সাক্ষাৎকার নিয়ে সমাজে উক্ত বাক্যটির প্রতিফলন সম্পর্কিত একটি প্রতিবেদন
প্রতিবেদন তৈরির স্থান : ঢাকা
তারিখ : –/—/২০২১ ইং ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment