৭ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর গণিত কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান ২০২১

৭ম শ্রেণির ২০২১ সালের ৩য় এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: গণিত

১নং প্রশ্নের উত্তর

মনে করি তিন অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা ১৪৪। 

২নং প্রশ্নের উত্তর


সৈন্য দলটিকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায়। তাই ঐ সৈন্য সংখ্যা ৯,১২ ও ২০ দ্বারা বিভাজ্য। এরুপ ক্ষ্রদ্রতম সংখ্যা ৯, ১২, ও ২০ এর ল,সা,গু

উত্তর: লিংক

বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর ৭ম শ্রেণির ২০২১

বর্তমান কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে ও বিদ্যালয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব হচ্ছেনা। এই পরিস্থিতিতে অবসর সময়ে আনন্দ পাওয়ার জন্য তুমি বাড়ির আঙিনায়/ ছাদে বাগান করার সুযোগ পেলে কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিচের ছক ও বিবেচ্যবিষয় অনুসরণ করে একটি ধারণাপত্র তৈরী করো।

বিবেচ্য বিষয়:
১। বাগানে তুমি কি কি গাছ লাগাতে চাও?
২। বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার করবে?
৩। এ কাজের মাধ্যমে তুমি কীভাবে উপকৃত হবে বলে মনে করছো?
ধাপ করণীয় কাজ
১.পরিকল্পনা
২. সংগঠন
৩. নিয়ন্ত্রণ
৪. মূল্যায়ন

উত্তর: লিংক

২০২১ সালের ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: কৃষি শিক্ষা

তাহেরপুর গ্রামের আর্দশ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন । তিনি বাড়ির পাশের জমিতে ধান, গম চাষ করেন । বাড়িতে ফল , শাকসবজি, ভেষজ উদ্ভিদ ও কাষ্ঠল গাছ রোপন করেছেন । পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ , হাঁস-মুরগি পালন ও গরু-ছাগল লালন-পালন করেন ।
তোমার দেখা এরূপ একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করেছেন ।

নিচের প্রশ্নগুলোর আলোকে উত্তর দাও-

পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী ?

তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে ?

তোমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন ?

উত্তর: লিংক

Leave a Comment