৭ম শ্রেণি – বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় পদার্থের গঠন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। হিলিয়ামের প্রতীক কী?
উত্তর : হিলিয়ামের প্রতীক হলো—He.
২। কোন মৌলের প্রোটন সংখ্যা ৮?
উত্তর : অক্সিজেনের প্রোটন সংখ্যা ৮।
৩। পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কী?
উত্তর : পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু।
৪। যৌগিক পদার্থ কী?
উত্তর : দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে যে ভিন্নধর্মী পদার্থ গঠন করে তাকে যৌগিক পদার্থ বলে।
৫। পরমাণু কী?
উত্তর : মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা স্বাধীনভাবে থাকতে পারে না, তাকে পরমাণু বলে।
৬। মৌলিক পদার্থ কাকে বলে?
উত্তর : যেসব পদার্থকে ভাঙলে একই রকম উপাদান পাওয়া যায় অর্থাৎ যেসব পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদের মৌলিক পদার্থ বলে। যেমন—তামা, লোহা, অক্সিজেন ইত্যাদি।
৭। সোডিয়ামের লাতিন নাম কী?
উত্তর : সোডিয়ামের লাতিন নাম হলো—Natrium.
৮। ম্যাগনেশিয়াম অক্সাইডের সংকেত লেখো?
উত্তর : ম্যাগনেশিয়াম অক্সাইডের সংকেত MgO।
৯। পর্যায় সারণি কী?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
উত্তর : প্রায় একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণিভুক্ত করে, আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে মৌলসমূহের যে সারি বর্তমানে প্রচলিত, তাকে মৌলের পর্যায় সারণি বলা হয়।
১০। খাবার লবণের সংকেত লেখো?
উত্তর : খাবার লবণের সংকেত NaCl (সোডিয়াম ক্লোরাইড)
১১। লোহার প্রতীক কী?
উত্তর : লোহার প্রতীক হলো Fe।
১২। চিনি কী?
উত্তর : চিনি হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নামের তিনটি ভিন্ন মৌলিক পদার্থের উপাদান দিয়ে তৈরি যৌগিক পদার্থ।
১৩। চিনির রাসায়নিক নাম কী?
উত্তর : চিনির রাসায়নিক নাম সুক্রোজ।
১৪। চক ভাঙলে কোন কোন পদার্থ পাওয়া যায়?
উত্তর : চক ভাঙলে ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন পাওয়া যায়।
১৫। লোহাকে বাতাসে রেখে দিলে কোন রঙের আস্তরণ পড়ে?
উত্তর : লোহাকে বাতাসে রেখে দিলে তার ওপর হালকা লাল রঙের একটি আস্তরণ পড়ে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৬। চকের রাসায়নিক নাম কী?
উত্তর : চকের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট (CaCO3)
১৭। মিশ্র পদার্থ কাকে বলে?
উত্তর : যে মিশ্রণে একের অধিক পদার্থ বিদ্যমান থাকে, তাকে মিশ্র পদার্থ বলে। যেমন—বাতাস।
১৮। বায়ু কী পদার্থ?
উত্তর : বায়ু একটি মিশ্র পদার্থ। এতে মৌলিক ও যৌগিক উভয় ধরনের পদার্থ রয়েছে।
১৯। বায়ুর উপাদান কী কী?
উত্তর : বায়ু বিভিন্ন উপাদান নিয়ে গঠিত। যেমন— নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্পসহ অন্যান্য পদার্থ।
২০। আধুনিক পরমাণুবাদের জনক কে?
উত্তর : জন ডাল্টনকে আধুনিক পরমাণুবাদের জনক বলা হয়।
২১। অণু কাকে বলে?
উত্তর : যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অণু।
২২। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত?
উত্তর : এ পর্যন্ত ১১৮টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২৩। প্রকৃতিতে কয়টি মৌলিক পদার্থ পাওয়া যায়?
উত্তর : প্রকৃতিতে ৯৮টি মৌলিক পদার্থ পাওয়া যায়।
২৪। প্রতীক কী?
উত্তর : কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশই প্রতীক।
২৫। সংকেত কী?
উত্তর : প্রতীকের মাধ্যমে যৌগিক পদার্থের সংক্ষিপ্ত প্রকাশই সংকেত।
২৬। পরমাণুকে ভাঙলে কী পাওয়া যায়?
উত্তর : পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়।
২৭। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পরমাণুর কোথায় থাকে?
উত্তর : পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন ও প্রোটন। আর কেন্দ্রের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে।
২৮। পদার্থ সমপর্কে ডেমোক্রিটাসের মতবাদ কী?
উত্তর : ডেমোক্রিটাসের মতে, সব পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম।
২৯। গ্রুপ কী?
উত্তর : পর্যায় সারণির উলম্ব কলামই হলো গ্রুপ।
৩০। পর্যায় কী?
উত্তর : পর্যায় সারণির আনুভূমিক সারিই হলো পর্যায়।
৩১। এটম অর্থ কী?
উত্তর : এটম শব্দটি গ্রিক ভাষার শব্দ Atomos থেকে নেওয়া, যার অর্থ হলো অবিভাজ্য।
৩২। মরিচা কী?
উত্তর : লোহা বায়ুর জলীয়বাষেপর সাথে বিক্রিয়া করে লালচে বাদামী বর্ণের যে আর্দ্র আয়রন অক্সাইডের আসত্মরণ তৈরি করে তাকে মরিচা বলে।
৩৩। সার্বজনীন দ্রাবক কাকে বলে?
উত্তর : যে দ্রাবক জৈব ও অজৈব অনেক দ্রবকে দ্রবীভূত করে, যা অন্য কোনো দ্রাবক করতে পারে না তাকে সার্বজনীন দ্রাবক বলে।
৩৪। ভিনেগারের রাসায়নিক নাম কী?
উত্তর : ভিনেগারের রাসায়নিক নাম হলো এসিটিক এসিড।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
- ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ , degree 3rd year islamic studies 5th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন PDF Download
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 politics and citizenship solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week politics and citizenship solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 bangladesh and world identity solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 science solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week science solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 finance and banking solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 biology solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week biology solution 2022]