৭ম শ্রেণীর বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান।। ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর

শ্রেণি: ৭ম, বিষয়: গ্রাহস্থ্য বিজ্ঞান, ৬ষ্ঠ এসাইনমেন্ট

এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:

ষষ্ঠ অধ্যায়: প্রতিবন্ধী শিশু

অষ্টম অধ্যায়: খাদ্য উপাদান, পরিপাক ও শােষণ

চতুর্থদশ অধ্যায়: পােশাকের পরিপাট্য ও ব্যক্তিত্ব

পঞ্চদশ অধ্যায়: পােশাকের পরিচ্ছন্নতা

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

প্রশ্ন: . প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কীভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারিতা পাঠ্যপুস্তকের আলােকে লিখ

. প্রতিবেদন তৈরিকোভিড ১৯ মােকাবিলায় কোন কোন খাদ্য গােষ্ঠী হতে খাবার আমাদের তালিকায় প্রাধান্য পাবে তা বিবেচনা করে তােমার পরিবারের উপযােগী দিনের একটি তালিকা তৈরি করা

সংক্ষিপ্ত প্রশ্ন: ৩

. ব্যক্তিত্বের সাথে পােশাকের ডিজাইনের সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা কর;

. কাপড়ের মাড় দিতে হয় কেন? মাড় প্রয়ােগের ৫টি নিয়ম লিখ;

. পশমি বস্ত্র ধৌতকরণে তুমি কী ধরণের সর্তকতা অবলম্বন করবে;

মূল্যায়ন নির্দেশক:

কমপক্ষে ৪টি ধারণার উল্লেখ ধারণাসমূহের ব্যাখ্যা

তালিকা পূরণের সঠিকতা • নির্ভুল তথ্য উপস্থাপন • তথ্য প্রদানে সততা

৩. ক) • বিষয়বস্তুর ধারণা • ধারণার ব্যাখ্যা প্রদান।

বিষয়বস্তুর ধারণা ধারণার ব্যাখ্যা প্রদান সঠিক ৫টি নিয়ম উল্লেখ

বিষয়বস্তুর ধারণা ধারণার ব্যাখ্যা প্রদান সঠিক ৫টি সতর্কতা উল্লেখ

উত্তর দেখুন

প্রশ্ন-১ : প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি তা পাঠ্যপুস্তকে আলোকে লিখ

উত্তর: পাঠ্যপুস্তক এর আলোকে প্রতিবন্ধী শিশুদের প্রতি আমাদের দায়িত্ব পালনের পদ্ধতি-

আমাদের আশেপাশে এরকম অনেক শিশু দেখা যায় যারা স্বাভাবিক শিশুদের মত হয়না। তাদের আচার-আচরণ ও দৈহিক গঠন স্বাভাবিকের তুলনায় ধীর এবং অসামঞ্জস্যপূর্ণ সমস্যাগ্রস্থ।

এদের মধ্যে অনেকেই আছে যারা ভালোভাবে চোখে দেখতে পায় না, কারো কারো হাঁটাচলা করতে অসুবিধা, কিছু শিশু আছে যারা ঠিকমত কথা বলতে পারেনা আবার অনেকেই আছে যারা অন্যের কথা শুনতে পায়না।

আবার কেউ কেউ আছে বুদ্ধি প্রতিবন্ধী যারা অনেক বড় হয়েও ছোটদের মতো আচরণ করে।

উপরে উল্লেখিত শিশুদেরকে আমরা প্রতিবন্ধী বা বিশেষ সুবিধা সম্পন্ন শিশু বলে থাকি।

আমাদের আশপাশে থাকা এসকল বিশেষ সুবিধা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের জন্য আমাদের অবশ্যই কোন না কোন দায়িত্ব পালন করা উচিত।

বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের জন্য আমাদের প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী বিশেষ দায়িত্ব পালন করা উচিত।

দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্ষেত্রে:

সমাজে অনেক শিশু আছে যারা দৃষ্টি প্রতিবন্ধী ঠিকমতো দেখতে পায় না।

তাদের জন্য আমাদের ব্রেইল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালু করা এবং তাদের চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।

রাস্তা পার হতে সহযোগিতা করা এবং খাবার খেতে ও সহযোগিতা করা যেতে পারে।

বাকপ্রতিবন্ধীদের ক্ষেত্রে:

যেসকল বিশেষ সুবিধা সম্পন্ন শিশুর মুখে কথা বলতে পারেনা তাদেরকে বাক প্রতিবন্ধী শিশু বলে।

বাক প্রতিবন্ধী শিশুদের জন্য ইশারায় ভাষা শিক্ষা, প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মজীবনে দক্ষ করে তোলা যেতে পারে‌।

তাদের জন্য আলাদা পুনর্বাসন কেন্দ্র বা শিক্ষা কেন্দ্র গড়ে তুলে তাদেরকে শিক্ষিত করার ব্যবস্থা করা যেতে পারে।

শ্রবণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে:

যে সকল শিশু শুনতে পায় না তাদেরকেও ইশারায় শিক্ষাদান পদ্ধতি ব্যবস্থা করা যেতে পারে। প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কাজে দক্ষ করে তুলে কাজে লাগানো যেতে পারে।

শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে:

শারীরিক প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ধরন অনুযায়ী আলাদা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ কর্মী হিসেবে তুলে যেতে পারে এবং পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা করার মাধ্যমে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যেতে পারে।

এছাড়াও আমরা সকল প্রতিবন্ধী শিশুদের জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করতে পারি বা দায়িত্ব পালন করতে পারি তাহলো-

১. প্রতিবন্ধী শিশুদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে পারি;

২. বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ এর মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

৩. সব সময় উৎসাহ এবং সঙ্গ দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি।

৪. বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদেরকে সঙ্গ দিতে পারি।

৫. প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারি। যেমন গান বলা, গল্প শোনানো সহ অন্যান্য খেলা যেগুলোতে তারা অংশগ্রহণ করতে পারে।

এভাবে আমরা প্রতিবন্ধী শিশুদের সঙ্গে এবং তাদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করে তাদেরকে সমাজের জনসম্পদে পরিণত করতে পারি।

প্রশ্ন-২: প্রতিবেদন তৈরি:

কোভিড-১৯ মোকাবিলায় আমাদের খাদ্যগোষ্ঠি হতে আমাদের খাদ্য তালিকায় প্রাধান্য পাবে এমন খাবার নিয়ে আমার পরিবারের জন্য সাত দিনের একটি খাবারের তালিকা তৈরি করা হলো:

মহামারী করোনাভাইরাস অথবা কোভিড-১৯ মোকাবেলায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটি অন্যতম কার্যকর পদ্ধতি।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালে কোভিদ নয় আমাদের শরীরে খুব একটা প্রাধান্য বিস্তার করতে পারবে না।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের খাদ্যতালিকায় বেশ কিছু খাবার যোগ করতে হবে। এই নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হলো।

করোনাভাইরাস মোকাবেলায় খাদ্যগোষ্ঠী প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহপদার্থ ও ভিটামিন এবং পানি আমাদের খাদ্য তালিকায় প্রাধান্য পাবে।

প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। প্রোটিন থেকে আমাদের দেহে তাপশক্তি পেয়ে থাকি যা কোভিড-১৯ মোকাবেলায় বড় ভূমিকা পালন করে। এক গ্রাম প্রোটিন থেকে দেহের ৪ কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়।

আবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আমরা শরীরে তাপ শক্তি সরবরাহ করতে পারি। স্নেহ পদার্থের প্রধান কাজ হল দেহে শক্তি সরবরাহ করা আর শক্তি না থাকলে আমরা রোগ প্রতিরোধ করতে অক্ষম হব।

তাই কোভিড-১৯ মোকাবেলায় স্নেহ জাতীয় খাবারের বিশেষ ভূমিকা রয়েছে।

আবার দেহ গঠন, ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন ভিটামিন এর উপস্থিতি ছাড়া সম্পন্ন করতে পারে না।

ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে।

ভিটামিন রক্ত গঠনেও সহযোগিতা করে। তাই কোভিড-১৯ বা করোনাভাইরাস মোকাবেলায় ভিটামিন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিন্মে খাদ্য গোষ্ঠীর ভূমিকা অনুযায়ী আমার পরিবারের জন্য সাত দিনের খাদ্য তালিকা তৈরি করা হলো:

শনিবার:

  • সকালের নাস্তা: রুটি, বাদাম, ডিম, দুধ ও পানি;
  • দুপুরের খাবার: শিমের বিচি, সয়াবিন, ভাত, মাছ ও পানি;
  • রাতের খাবার: রুটি বা ভাত, ডাল ও পানি;

রবিবার:

  • সকালের নাস্তা: আপেল, আনারস, দুধ ও পানি;
  • দুপুরের খাবার: মাংস, সবজি, শাক, ডাল, মাছের তেল ও পানি;
  • রাতের খাবার: রুটি, সয়াবিন, টাটকা ফল, সবজি ও পানি;

সোমবার:

  • সকালের নাস্তা: বাদাম, ফল, দুধ ও পানি;
  • দুপুরের খাবার: ভাত, মাছ, সবজি, সামুদ্রিক মাছ;
  • রাতের খাবার: ফুলকপি, শিম, মাংস, পানি ও ডিম;

মঙ্গলবার:

  • সকালের নাস্তা: আপেল, আনারস, দুধ ও পানি;
  • দুপুরের খাবার: মাংস, সবজি, শাক, ডাল, মাছের তেল ও পানি;
  • রাতের খাবার: রুটি, সয়াবিন, টাটকা ফল, সবজি ও পানি;

বুধবার:

  • সকালের নাস্তা: পায়েস, ভিটামিন সি জাতীয় ফল;
  • দুপুরের খাবার: ডিম, সবজি, ডাল ও মাছ;
  • রাতের খাবার: পনির, দুধ, টাটকা ফল;

বৃহস্পতিবার:

  • সকালের নাস্তা: পাউরুটি, দুধ;
  • দুপুরের খাবার: শাকসবজি, মাছ ও মাংস;
  • রাতের খাবার: বাদাম, সয়াবিন, ডিম;

শুক্রবার:

  • সকালের নাস্তা: নুডুলস, ফল ও পনির;
  • দুপুরের খাবার: সামুদ্রিক মাছ, ডিম ও ডাল;
  • রাতের খাবার: মাংস, ফল ও দুধ;

সংক্ষিপ্ত প্রশ্ন-৩:

ক. ব্যক্তিত্বের সাথে পােশাকের ডিজাইনের সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা কর;

উত্তর: একজন মানুষের আচার-আচরণ ও নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে তার ব্যক্তিত্ব। মানুষের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য পোশাকের সাথে ব্যক্তিত্বের একটা সুনিবিড় সম্পর্ক আছে।

কথায় আছে- “আগে দর্শনধারী পরে গুণবিচারী”

এর মানে হচ্ছে একজন মানুষের ব্যক্তিত্বের পরিচয় এবং ব্যক্তিত্ব অনেকাংশে নির্ভর করে তার পোশাক-পরিচ্ছদের উপর।

কোন মানুষের সাথে দেখা হওয়ার সাথে সাথেই আমরা তার সম্পর্কে বিস্তারিত জানতে পারি না কিন্তু পোশাক-পরিচ্ছদ দেখে তার সম্পর্কে কিছুটা ধারনা করতে পারি।

তাই সুন্দর রুচিশীল ব্যক্তিত্বের জন্য পোশাক পরিচ্ছদের গুরুত্ব অনেক।

নিচে ব্যক্তিত্বের সাথে পোশাকের ডিজাইনে সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করা হলো-

সুন্দর পোশাক রুচিশীল মনের পরিচয় দেয়, এবং ব্যক্তির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কাজেই পোশাক ও ব্যক্তিত্ব এ দুটি একে অন্যের পরিপূরক।

যাদের গায়ের রং শ্যামলা তাদের হালকা রঙের পোশাক ভালো মানায়। লাল, হলুদ, কমলা রং উজ্জ্বল হয় দূর থেকে এদের চোখে পড়ে। এই রংগুলোর তাপ শোষণ ক্ষমতা বেশি তাই গরমকালে ধরনের পোশাকে আরো গরম লাগে।

এই রঙের পোশাকে পাতলা গড়নের ব্যক্তিদের বাহ্যিক দৃষ্টিতে স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী বলে মনে হয়।

তাই বলা যায়, গায়ের রঙ ও গড়ন অনুযায়ী কাপড়ের ডিজাইন পছন্দ করে নেওয়া উচিত।

কারণ আপনার পোশাকের ডিজাইন আপনার ব্যক্তিত্বকে সবার সামনে ফুটিয়ে তুলবে।

খ. কাপড়ের মাড় দিতে হয় কেন? মাড় প্রয়ােগের ৫টি নিয়ম লিখ;

উত্তর: কাপড়ের চাকচিক্য ও উজ্জ্বল ধরে রাখতে কাপড়ে মাড় দিতে হয়।

কাপড়ে নিয়মিত মাড় দিলে মাড়ের আস্তরন পোশাকে ময়লা লাগায় বাধা সৃষ্টি করে এবং পোশাকের আরাম বৃদ্ধি করে।

কাপড়ের সৌন্দর্য এবং পরিপাটি রাখার জন্য মাড় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কাপড়ে মাড় প্রয়োগের পাঁচটি নিয়ম-

১. পোশাক ব্যবহারের পূর্বে মার ছাকনি অথবা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে।

২. পোশাক উল্টো করে ভেজাতে হবে।

৩. মাড় ঠান্ডা হলে ব্যবহার করতে হবে।

৪. মাড় প্রয়োগের পর পোশাকটি ভালোভাবে শুকাতে হবে। তা না হলে পোশাক থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে।

৫. বারান্দা বা ছাদে রোদে শুকানোর সময় ভালোভাবে জেরে টানটান করে শুকাতে দিতে হবে।

গ. পশমি বস্ত্র ধৌতকরণে তুমি কী ধরণের সর্তকতা অবলম্বন করবে;

উত্তর: পশমী বস্ত্র ধোয়ার সময় যেসকল সতর্কতাগুলো অবলম্বন করতে হয়:

১. কখনো খুব গরম বা খুব ঠাণ্ডা পানি ব্যবহার করা যাবে না।

২. কখনো ঘষে ময়লা পরিষ্কার করা যাবে না।

৩. সূর্যালোক বা অতিরিক্ত গরম স্থানে শুকাতে দেওয়া যাবে না।

৪. ভেজা অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখা যাবে না।

৫. মোচড় দিয়ে পানি নিংড়ানো যাবে না

এই ছিল তোমাদের জন্য সপ্তম শ্রেণীর ষষ্ঠ এসাইনমেন্টের গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় নির্ধারিত কাজ এর বিভিন্ন প্রশ্নের উত্তর।

বাংলা নিউজ এক্সপ্রেস পাঠকদের জন্য উত্তর:

শিক্ষার সব খবর সবার আগে জানতে বাংলা নিউজ এক্সপ্রেস এর সাথেই থাকুন। 

বাংলা নিউজ এক্সপ্রেস এর কোনো পোষ্ট/Post কপি করলে তাই নিচে আমাদের লিংক দেওয়ার অনুরোদ করা হলো।

#আরো_দেখুন

৯ম শ্রেণীর সব বিষয়, ৬ষ্ঠ  সপ্তাহের অ্যাসাইনমেন্টর উত্তর লিংক:

৭ম শ্রেণীর সব বিষয়, ৬ষ্ঠ  সপ্তাহের অ্যাসাইনমেন্টর উত্তর লিংক:

মাদ্রাসা ও দাখিল বোর্ডের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ

ভোকেশনাল ৯ম শ্রেণি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং । ৪র্থ সাপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

কম্পিউটার অ্যাপ্লিকেশন ১। ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

#মাধ্যমিকের_ও_মাদ্রাসা_বোর্ডের_এর_৫ম_সপ্তাহের_সকল_বিষয়_উত্তর

মাধ্যমিকের_ও_মাদ্রাসা_বোর্ডের_এর_৫ম_সপ্তাহের_সকল_বিষয়_উত্তর

৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর:

More Assignment Answer Links==>>Click

৯ম শ্রেণীর সব ৫ম এসাইনমেন্ট উত্তর লিংক:

৮ম শ্রেণীর সব বিষয়,  ৫ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর লিংক:

৭ম শ্রেণীর সব ৫ম এসাইনমেন্ট উত্তর লিংক:

৬ষ্ঠ শ্রেণীর সব ৫ম এসাইনমেন্ট উত্তর লিংক:

#মাদ্রাসা বোর্ডের , ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর

মাদ্রাসা বোর্ডের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

 ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন PDF Download Now

সব এ্যাসাইনমেন্টর উত্তর লিংক 

৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন:

৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন:

More Assignment Answer Links==>>Click

মাধ্যমিকের বোর্ডের এর ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর এক সাথে 

More Assignment Answer Links==>>Click

ষষ্ঠ শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সব উত্তর সহ PDF ডাউনলোড

৭ম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সব উত্তর সহ PDF ডাউনলোড

৮ম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সব উত্তর সহ PDF ডাউনলোড

৪র্থ  সপ্তাহের ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট সব উত্তর এক সাথে 

মাদ্রাসা বোর্ডের এর ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর এক সাথে 

More Assignment Answer Links==>>Click

সব এ্যাসাইনমেন্টর উত্তর লিংক 

More Assignment Ans Links==>>Click

৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন:

More Assignment Links==>>Click

বাংলা নিউজ এক্সপ্রেস পাঠকদের জন্য উত্তর:

শিক্ষার সব খবর সবার আগে জানতে বাংলা নিউজ এক্সপ্রেস এর সাথেই থাকুন। 

বাংলা নিউজ এক্সপ্রেস এর কোনো পোষ্ট/Post কপি করলে তাই নিচে আমাদের লিংক দেওয়ার অনুরোদ করা হলো।

এ্যাসাইনমেন্টর সাজেশন উত্তর  ভাই আমাদের শিক্ষরা আমাদের সাইডে ও ইউটিউবে দেন তো তাই

subscribe our channel:   Rakib Study

https://www.youtube.com/channel/UCc_Fuinzyd2QsNnLaBxPlTQ

৭ম শ্রেণীর বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান।। ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্টর উত্তর ,

অ্যাসাইনমেন্টর ৬ষ্ঠ সপ্তাহের উত্তর গার্হস্থ্য বিজ্ঞান,  

 #৭ম_শ্রেণীর_গার্হস্থ্য_বিজ্ঞান__শিক্ষা__উত্তর,  

৭ম শ্রেণীর বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান উত্তর ৬ষ্ঠ অ্যাসাইনমেন্টর উত্তর , 

#৬ষ্ঠ _এসাইনমেন্ট_উত্তর_সপ্তম_শ্রেণীর_গার্হস্থ্য_বিজ্ঞান সমাধান,

৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন PDF Download Now গার্হস্থ্য বিজ্ঞান,

শ্রেণি: ৭ম বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান৬ষ্ঠ এসাইনমেন্ট,

উত্তর লিংক গার্হস্থ্য বিজ্ঞান ৬ষ্ঠ এসাইনমেন্ট,

Class 7, Subject: Garhasthya  Assignment Solution, 6th Week Assignment Answer, 

এ্যাসাইনমেন্টর ৭ম গার্হস্থ্য বিজ্ঞান,  

 #গার্হস্থ্য_বিজ্ঞান_উত্তর_৭ম_শ্রেণীর,

গার্হস্থ্য বিজ্ঞান ৭ম শ্রেণীর সমাধান ৬ষ্ঠ অ্যাসাইনমেন্টর উত্তর , 

#সপ্তম শ্রেণীর_গার্হস্থ্য__বিজ্ঞান__সমাধান ৬ষ্ঠ _এসাইনমেন্ট_উত্তর,

গার্হস্থ্য বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্টর সাজেশন PDF Download Now,

গার্হস্থ্য বিজ্ঞান  শ্রেণি: ৭ম ৬ষ্ঠ এসাইনমেন্ট,

গার্হস্থ্য বিজ্ঞান ৬ষ্ঠ এসাইনমেন্ট উত্তর লিংক,

Garhasthya _Class_7_Assignment_Solution_6th_Week_Assignment_Answer,

#Garhasthya _Class_7_Assignment_Solution_6th_Week_Assignment_Answer 

Leave a Comment