জ্ঞা ন মূ ল ক প্র শ্ন
প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
১। শ্রেণিবিন্যাস কী?
উত্তর : সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণিজগেক জানার জন্য এর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে।
২। ফিতাকৃমি কোন পর্বের প্রাণী?
উত্তর : ফিতাকৃমি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী।
৩। Spongilla কোন পর্বের প্রাণী?
উত্তর : Spongilla পরিফেরা পর্বের প্রাণী।
৪। দ্বিপদ নামকরণ কাকে বলে?
উত্তর : একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ বা বৈজ্ঞানিক নামকরণ বলে।
৫। মানুষের বৈজ্ঞানিক নাম লেখ।
উত্তর : মানুষের বৈজ্ঞানিক নাম হলো Homo sapiens
৬। সিলোম কী?
উত্তর : বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালি এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে।
৭। নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্ব নাম কী ছিল?
উত্তর : নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্ব নাম ছিল সিলেন্টারেটা।
৮। শ্রেণিবিন্যাসের জনক কে?
উত্তর : প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়।
৯। উভচর প্রাণী কাকে বলে?
উত্তর : যেসব মেরুদণ্ডী প্রাণী জীবনের প্রথম অবস্থায় পানিতে এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে তাদের উভচর প্রাণী বলে।
১০। হাইড্রা কোন পর্বের প্রাণী?
উত্তর : হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী।
১১। প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?
উত্তর : প্রাণিজগতের বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা।
১২। নেফ্রিডিয়া কী?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
উত্তর : অ্যানেলিডা পর্বের প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া।
১৩। নটোকর্ড কী?
উত্তর : নটোকর্ড হলো কর্ডাটা পর্বের প্রাণীদের একটি নরম, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ।
১৪। প্রাণিজগেক কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
উত্তর : অ্যানিমেলিয়া জগেক ৯টি পর্বে ভাগ করা হয়েছে।
১৫। পেস্ট কাকে বলে?
উত্তর : প্রাণিজগতে আর্থ্রপোডা পর্বের প্রাণীদের মধ্যে ক্ষতিকর পোকাদের পেস্ট বলে।
১৬। আরশোলার দেহের রক্তপূর্ণ গহ্বর কী নামে পরিচিত?
উত্তর : আরশোলার দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
শিক্ষা
- Paragraph Writing The Historic Speech of March 7 & Higher Education
- এইচএসসি পরীক্ষার্থীদের ২০২২ এর ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ
- আলিম পৌরনীতি ও সুশাসন উত্তর ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২২, Alim Madrasah Class 12 Sub: Politics and Good Governance 1st week Assignment Answer 2021
- নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বক একটি নিবন্ধ রচনা কর
- Justify the statement – Festivals are for everyone
- Madrasah Dakhil Class 10 English Assignment Answer [2nd week Assignment Answer 2021] দাখিল বিষয়: ইংরেজি ১ম পত্র, ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
- The most common events and festivals in Bangladesh
- মুক্তিযুদ্ধের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, পেশাজীবী, নারী এবং সাধারণ জনগণের ভূমিকা বিষয়ক প্রতিবেদন
- Dakhil class 10 Bangladesh and world identity Assignment Answer 2nd week 2021, দাখিল ২০২২ পরীক্ষার্থীদের ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্বপরিচয় উত্তর
- তোমার পরিবারের বসবাস ষাটোধ তোমার দাদা বা নানার কাছে তুমি কাছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারলে যে যুদ্ধ শুরু হলে আওয়ামী লীগের উদ্যোগে গঠিত মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।