[] রাজনীতিটার কি দরকার? []
♦ শ্যামল বণিক অঞ্জন♦
রাখেন রাখেন চিল্লাইয়েন না
কথা বলেন আস্তে,
তাঁর আগে কন, কে কইছিলো
ভোটের সময় নাচতে?
খুব তো দেখি ভোট এলে ভাই
বেহঁশ হইয়া পারেন ফাল!
এখন কেন গলা ফাটান
ক্ষোভে পারেন গালাগাল?
কাঁদা জলে ডুবেন ভাসেন
সমস্যার তো অন্ত নাই!
সারা বছর দেয় কি উঁকি
আপনার সেই প্রিয় ভাই?
তাই তো বলি গরিব লোকের
রাজনীতিটার কি দরকার?
খেটেখুটেই খেতে হবে
থাক ক্ষমতায় যে সরকার!
( শুভ কামনা সবার জন্য)
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে