♥ খালুর জ্বলছে তালু♥
♦ শ্যামল বণিক অঞ্জন♦
খালুর জ্বলছে তালু
কিনতে গিয়ে আলু,
আলুর মূল্য শুনে খালুর
মাথাই আলুথালু!
পিঁয়াস রসুন আদা
কিনতে পকেট সাদা,
দ্রব্যমুল্য খালুর কাছে
যেন গোলকধাঁধা!
ঝিঙে বেগুন পটল
বিক্রেতা ভাই অটল,
দামের তাপে টাকে ধোঁয়া
ঠাসেন খালু জল!
শিম কপি আর লাউ
নেই তো কেনার ভাও,
এ সবে হায় আগুন যেন
জ্বলছে যে দাউ দাউ!
হরেক রকম শাক
বিক্রেতা দেয় হাঁক
“এক জোড়া বিশ,এক জোড়া বিশ,
কম দিলে ভাই থাক,।
মনে নিয়ে শঙ্কা
কিনতে গেলো লঙ্কা,
দামের ঝাঁজে কাশেন খালু
বুকে বাজে ডঙ্কা!
কাঁচা পেঁপের কাছে
হাঁফ ছেড়ে খালু বাঁচে,
এক কিলো বিশ, দামটা শুনে
আনন্দে মন নাচে!
- নির্বাহী পরিচালকের পারিশ্রমিকের উপাদান সমূহ ব্যাখ্যা কর
- পারিশ্রমিকে কর্পোরেট গভর্নেন্স এর একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করা হয় কেন
- বেতন কাঠামোর ওপর প্রভাববিস্তারকারী উপাদানসমূহ,কর্মীর পদ বা কাজের প্রকারভেদ
- পারিশ্রমিকের উপাদান সমূহ কি ব্যাখ্যা কর
- চিরতরে গ্যাস্ট্রিক দূর করার উপায় কী?,গ্যাসের সমস্যা সমাধানে ৫ খাবার