বহু আগে থেকেই দামি রত্নপাথর নিয়ে মানুষের মধ্যে ছিল বিপুল আগ্রহ আর কৌতূহল। এমনও হয়েছে, এই রত্ন নিয়ে খুনোখুনিও হয়ে গেছে।
তবু রতেœর কদর আজও কমেনি। সম্প্রতি একটি রক্তবর্ণ গোলাপি হীরা রতেœর প্রতি মানুষের তুমুল আগ্রহকে আবার লাইমলাইটে নিয়ে এসেছে।
গত বুধবার নিলাম থেকে এক ব্যক্তি ২২৫ কোটি ৩২ লাখ টাকা দিয়ে এ হীরাটি কিনে নিয়েছেন, এ ধরনের হীরার দামের ক্ষেত্রে যা রেকর্ড।
ডয়চে ভেলে জানায়, বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত নিলামে অনিন্দ সুন্দর এ হীরাটি বিক্রি করা হয়।
১৪ দশমিক ৮৩ ক্যারেটের হীরাটি পাওয়া গিয়েছিল ২০১৭ সালে রাশিয়ার এক খনিতে। নিলামে প্রথমে এর দাম ওঠে ৬০৩ কোটি ১০ লাখ টাকা।
পরে ২২৫ কোটি ৩২ লাখ টাকায় এটি কিনে নেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। নিলাম প্রতিষ্ঠান সোদবিস বলেছে, বিরল হওয়ায় গোলাপি হীরার চাহিদা সব সময়ই বেশি।
- নির্বাহী পরিচালকের পারিশ্রমিকের উপাদান সমূহ ব্যাখ্যা কর
- পারিশ্রমিকে কর্পোরেট গভর্নেন্স এর একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করা হয় কেন
- বেতন কাঠামোর ওপর প্রভাববিস্তারকারী উপাদানসমূহ,কর্মীর পদ বা কাজের প্রকারভেদ
- পারিশ্রমিকের উপাদান সমূহ কি ব্যাখ্যা কর
- চিরতরে গ্যাস্ট্রিক দূর করার উপায় কী?,গ্যাসের সমস্যা সমাধানে ৫ খাবার