১। বল ও সরণের গুণফলকে কী বলে?
ক) শক্তি খ) ক্ষমতা
গ) ত্বরণ ঘ) কাজ
২। কোনো বস্তুর আকার পরিবর্তন করা যায় কিভাবে?
ক) স্থান পরিবর্তন করে
খ) বল প্রয়োগ করে
গ) ঝুলিয়ে রেখে
ঘ) সবগুলো
৩। কাজের মাত্রা সমীকরণ কোনটি?
ক) [গখ২ঞ-১] খ) [গখঞ-২]
গ) [গখ২ঞ-৩] ঘ) [গখ২ঞ-২]
৪। নিচের কোনটি বলের দ্বারা কাজ?
ক) সিঁড়ি বেয়ে উপরে ওঠা
খ) গাছ থেকে আম ভূমিতে পড়া
গ) উপরের দিকে ঢিল ছুড়ে মারা
ঘ) সবগুলো
৫। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক) শক্তি খ) ক্ষমতা
গ) দক্ষতা ঘ) বিভব শক্তি
৬। শক্তির মাত্রা কোনটি?
ক) গখঞ-১ খ) গখঞ-২
গ) গখ২ঞ-২ ঘ) গখ২ঞ-৩
৭। কৃতকাজ=?
ক) অর্জিত শক্তি
খ) ব্যয়িত শক্তি
গ) বিভব শক্তি
ঘ) গতি শক্তি
৮। নিচের কোনটির দিক নেই?
ক) সরণ
খ) ওজন
গ) শক্তি
ঘ) চৌম্বক তীব্রতা
৯। পানি গরম করতে হলে কোন শক্তির প্রয়োজন?
ক) আলোক শক্তি
খ) শব্দ শক্তি
গ) তাপ শক্তি
ঘ) শক্তির প্রয়োজন হয় না
১০। ১২৬০ ঔ গতিশক্তিবিশিষ্ট কোনো দৌড়বিদের বেগ হলে তার ভর কত?
ক) ৫০ শম খ) ৬০ শম
গ) ৭০ শম ঘ) ১২০ শম
১১। ৭০ শম ভরের একজন দৌড়বিদের গতিশক্তি ১৭১৫ ঔ হলে তার বেগ কত?
ক) ৭সং-১ খ) ৮সং-১
গ) ৭পসং-১ ঘ) ৭ী১০-১সং-১
১২। নিচের কোনটি প্রায় সব শক্তির মূল উৎস?
ক) রাসায়নিক শক্তি
খ) খনিজ তেল
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) সূর্য
১৩। কয়লা কী ধরনের পদার্থ?
ক) অজৈব পদার্থ
খ) জৈব পদার্থ
গ) অজৈব ও জৈব উভয়ই
ঘ) উপরের একটিও না
১৪। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে কী ঘটে?
ক) পেশিশক্তির ওপর নির্ভরতা বাড়ে
খ) পেশিশক্তির ওপর নির্ভরতা কমে
গ) অর্থনৈতিক অবনতি ঘটে
ঘ) সবগুলো
১৫। গাছের পাতা ও কাণ্ড রাসায়নিক পরিবর্তনের ফলে কিসে রূপান্তরিত হয়?
ক) বিদ্যুৎ শক্তি
খ) বিভব শক্তি
গ) কয়লা
ঘ) প্রাকৃতিক গ্যাস
১৬। নিচের কোনটি কয়লা থেকে পাওয়া যায় না?
ক) সালফিউরিক এসিড
খ) বেনজিন
গ) অ্যামোনিয়া
ঘ) টলুইন
উত্তর : ১.ঘ ২.খ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.ক ৭.খ ৮.গ ৯.গ ১০.গ ১১.ক ১২.ঘ ১৩.খ ১৪.খ ১৫.গ ১৬.ক।
S.S.C
- S.S.C – Preparation Grammar : Passage Narration
- অনুধাবন মূলক প্রশ্ন ৯ম শ্রেণি পদার্থবিজ্ঞান, ৩য় অধ্যায় বল (Force)
- বহুনির্বাচনী প্রশ্ন এসএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান ২য় অধ্যায় লেনদেন
- MQ এসএসসি প্রস্তুতি – ইংরেজি প্রথম পত্র
- নবম-দশম শ্রেণি – পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল
- মামলুক ৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ে ‘মামলুক
- S.S.C – Preparation ইংরেজি ১ম পত্র মডেল স্টেট ০১ – এসএসসি প্রস্তুতি
- ৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৯ম অধ্যায়ে ‘টিকা’র কথা উল্লেখ আছে
- মাধ্যমিক শ্রেণী ৯ম-১০ শ্রেণী ১ম অধ্যায় বিষয়: জীববিজ্ঞান, বহু নির্বাচনী প্রশ্ন – এসএসসি প্রস্তুতি
- ২০২১ সালের সকল শ্রেণীর বই ডাউনলোড করুন