২. শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার অডিও-ভিডিও ও মাল্টিমিডিয়া প্রযুক্তি কি কি উপায়ে ব্যবহার করা যায়
অডিও-ভিডিও ও মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহার উল্লেখ করতে হবে
উত্তর:
মাল্টিমিডিয়ার প্রয়োগ
মাল্টিমিডিয়ার পরিধি এতটাই বিস্তৃত যে ছাত্র-ছাত্রীরা নানা বিষয়ে প্রশিক্ষণ নিতে পারে। এটি এমনই একটি ক্ষেত্র যেখানে প্রতিদিনই কিছু না কিছু নতুন বিষয় আবির্ভূত হচ্ছে। নিচে এর ব্যবহারের উল্লেযোগ্য ক্ষেত্রগুলো উল্লেখ করা হল:
১. বর্ণ বা টেক্সট
সারা বিশ্বে টেক্সটের যাবতীয় কাজ এখন ক¤িপউটারে হয়ে থাকে। এক সময় টাইপরাইটার ও ফটোটাইপ সেটার দিয়ে যেসব কাজ করা হত, বর্তমানে অফিস আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সবখানেই এখন ক¤িপউটার ব্যবহার করা
হচ্ছে।
২. চিত্র বা গ্রাফিক্স
বিশ্বের সবখানেই গ্রাফিক্স তৈরি, স¤পাদনা ইত্যাদি যাবতীয় কাজ ক¤িপউটার ব্যবহার করেই করা হয়। আমাদের দেশেও গ্রাফিক্স ডিজাইন, ড্রয়িং বা কমার্শিয়াল কাজে গ্রাফিক্স ব্যবহার করা হয়। ইতিমধ্যেই বিজ্ঞাপন, সাইনবোর্ড, স্থাপত্য সকল
ক্ষেত্রেই গ্রাফিক্স ব্যবহার করা হচ্ছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৩. ভিডিও বা টিভি
ভিডিও কার্যত: এখন এক ধরনের গ্রাফিক্স। একে চলমান গ্রাফিক্সও বলা যায়। টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া সফ্টওয়্যার, ওয়েব ইত্যাদি সকল ক্ষেত্রেই ভিডিওর ব্যবহার ব্যাপক বেড়েছে। বর্তমানে ভিডিও সম্প্রচারও এনালগ থেকে ডিজিটাল হয়ে গিয়েছে।
৪. এনিমেশন
এনিমেশন এখন এক ধরনের গ্রাফিক্স। তবে এটি চলমান বা স্থির হতে পারে আবার দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে। এনিমেশন কখনই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদির স¤পর্ক রয়েছে।
৫. সিনেমা
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সিনেমায় গ্রাফিক্সের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এখন ভিডিও এবং সিনেমার মাঝে প্রযুক্তিগত পার্থক্য অনেক কমে এসেছে।
৬. শব্দ বা অডিও
শব্দ বা অডিও রেকর্ড, স¤পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা বিশ্বে এখন ক¤িপউটারের উপর নির্ভর করে। সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ এনালগ পদ্ধতি এখন কার্যত স¤পূর্ণ অচল হয়ে পড়েছে। যে কেউ ইচ্ছে করলেই একটি ভালো ক¤িপউটার দিয়ে উন্নতমানের সাউন্ড রেকর্ডিং করতে পারে।
৭. শিক্ষাক্ষেত্রে
শব্দ, বর্ণ, চিত্র ইত্যাদিও সমন্বয়ে বর্ণিল এক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে যা শিক্ষার্থীদের আকর্ষণ করার পাশাপাশি শিক্ষাকে আরও সহজবোধ্য করে তুলেছে।
৮. ডিজিটাল প্রকাশনা
আমাদের প্রকাশনা এখনো কাগজ নির্ভর। তবে বাংলাদেশেও একুশ শতক অবশ্যই ডিজিটাল প্রকাশনার শতক হবে। সামগ্রিকভাবে বাংলাদেশে মাল্টিমিডিয়ার প্রয়োগ আশাব্যঞ্জক না হলেও কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে।
যেমন-অনলাইন সংবাদপত্র।
এর প্রকাশনা যেমন বাড়ছে তেমনি পাঠকসংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, এনিমেশন ইত্যাদি নিয়ে কাজ করেন তিনি মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপার। এই কাজগুলো করার জন্য এডোবি ফটোশপ থেকে থ্রিডি স্টুডিও ম্যাক্স বা মায়া ইত্যাদি অনেক সফ্টওয়্যার ব্যবহার করা হয়। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফ্টওয়্যার ব্যবহৃত হয়। কিন্তু বর্তমান অবস্থা বিবেচনা করে তাদেরকে মাল্টিমিডিয়া প্রোগ্রামার বলে যারা এসব মিডিয়া ব্যবহার করে ইন্টারঅ্যাক্টিভ এ্যাপ্লিকেশন তৈরি করে।
শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার অডিও ভিডিও , মাল্টিমিডিয়া প্রযুক্তি কি কি উপায়ে ব্যবহার করা যায়, অডিও ভিডিও ও মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহার উল্লেখ করতে হবে
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এইচএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (৮২৫১১)অ্যাসাইনমেন্ট উত্তর
ভোকে-১৫ (ক)
অধ্যায় : ৭ কম্পিউটার আর্কিটেকচার
১। কার্যক্ষমতা ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসর এর তুলনামূলক তালিকা তৈরি করো
ক. কার্যক্ষমতা উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার মাইক্রোপ্রসেসর এর ধারণা বর্ণনা
খ. বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার মাইক্রোপ্রসেসর এর ধারণা বর্ণনা করো
গ. বৈশিষ্ট্য ও কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রসেসর এর তুলনামূলক তালিকা তৈরি করবে
উত্তর: লিংক
2। RISS, SISC সহ নানান ধরনের মাইক্রোপ্রসেসর এর মধ্যে কোন ধরনের প্রসেসর সর্বোত্তম এবং কেন ব্যাখ্যা করো
বিভিন্ন ধরনের/ প্রযুক্তি প্রসেসরের এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা বর্ণনা কর
উত্তর: লিংক
অধ্যায়: ৮ স্টোর ডিভাইস
৩। কম্পিউটারের গতি ও ধারণক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ব্যাখ্যা করো
কম্পিউটারের গতি ও ধারণক্ষমতার কারণ বর্ণনা করবে
উত্তর: লিংক
৪। স্টোর মিডিয়া সমূহ তালিকা তৈরি করো এবং উদাহরণ সহ বৈশিষ্ট্য বর্ণনা করো
স্টোর মিডিয়াসহ তালিকা তৈরি করবে
স্টোর মিডিয়াসহ বৈশিষ্ট্য বর্ণনা করবে
উত্তর: লিংক
এইচএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (৮২৫১১)অ্যাসাইনমেন্ট উত্তর
ভোকে-১৫ (খ)
অধ্যায় ১০,১১,১২,১৩
১। কোভিড ১৯ পরিস্থিতিতে শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার ও মাল্টিমিডিয়া ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো
শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার ও মাল্টিমিডিয়া ব্যবহার
উত্তর: লিংক
২. শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার অডিও-ভিডিও ও মাল্টিমিডিয়া প্রযুক্তি কি কি উপায়ে ব্যবহার করা যায়
অডিও-ভিডিও ও মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহার উল্লেখ করতে হবে
উত্তর: লিংক
H.S.C
- বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, ঋণ আমানত সৃষ্টি ,জামানত গ্রহণ করার সময় ব্যাংকের বিবেচ্য বিষয়গুলাে
- Agro Machinery-2nd Assignment Answer HSC Vocational
- এইচএসসি (ভোকেশনাল) এগ্রোমেশিনারি-২য় (৮২১১২)অ্যাসাইনমেন্ট উত্তর
- Vocational Agro Machinery – 1st (82111) Assignment Answer
- এইচএসসি ভোকেশনাল এগ্রোমেশিনারি-১ম (৮২১১১)অ্যাসাইনমেন্ট উত্তর
- অর্থের সময় মূল্যে কি? প্রভাব বিসতারকারী উপাদানগুলাে ও নির্ণয়ে কী ধরনের সমস্যা দেখা দেয়
- আর্থিক ব্যবসহাপনা কাকে বলে,অর্থায়নের বিভিন্ন উৎস সমুহ ও গুরুত্ব ব্যাখ্যা
- এইচএসসি বিএম ফিন্যান্স ব্যাংকিং ও বিমা -১ম (২২১৮) অ্যাসাইনমেন্ট উত্তর
- স্টোর মিডিয়া সমূহ তালিকা তৈরি করো এবং উদাহরণ সহ বৈশিষ্ট্য বর্ণনা করো
- কার্যক্ষমতা ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসর এর তুলনামূলক তালিকা তৈরি করো