সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রাক্ষরিক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ 03-04-2021
সমাজসেবা অধিদপ্তরের শিক্ষক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
পদের নামঃ শিক্ষক
পরীক্ষার তারিখঃ 03-04-2021
সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
পদের নামঃ ফিল্ড সুপারভাইজার
পরীক্ষার তারিখঃ 03-04-2021
1. এক কথায় প্রকাশ করুন:
ক) যা অধ্যয়ন করা হয়েছে = অধীত
খ) যে ব্যক্তির দুহাত সমান তালে চলে = সব্যসাচী
গ) যার অন্য কোন উপায় নেই = অনন্যোপায়
ঘ) যে বিষয়ে কোন বিতর্ক নেই = অবিসংবাদী
ঙ) যা বলা হয়নি = অনুক্ত
যা সাধারণের মধ্যে দেখা যায় না = অসাধারণ
যে ব্যক্তির দুই হাত সমান চলে- সব্যসাচী
যার অন্য উপায় নেই- অনন্যোপায়
যে বিষয়ে কোনো বিতর্ক নেই= অবিসংবাদী
যা বলা হয় নি = অনুক্ত
ফল পাকলে যে গাছ মরে যায়- ঔষধি
যে ব্যক্তি দুই হাত সমান চলে- সব্যসাচী
যার অন্য উপায় নেই- অনন্যোপায়
যে বিষয়ে কোনো বিতর্ক নেই= অবিসংবাদী
দুইবার জন্মে যে- দ্বিজ
2. বাগধারা গুলোর অর্থসহ বাক্য রচনা করুন:
ক) উড়োকথা
খ) আটকপালে (হতভাগা) – বিয়ের দিন না পেরোতেই স্বামী হারালো, কী আটকপালে মেয়েরে বাবা!
গ) তামার বিষ (অর্তের কু প্রভাব) – হঠাৎ বড় লোক কি না, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছ।
ঘ) গৌরচন্দ্রিকা (ভণিতা)-গৌরচন্দ্রিকা বাদ দিয়ে আসল কথা বল।
ঙ) ঘোড়ারোগ (সাধ্যের অতিরিক্ত সাধ) –মাসে তিন হাজার টাকা মাইনে পেয়ে গাড়ি কিনতে চাও, একেই বলে গরিবের ঘোড়ারোগ।
গোবরে পদ্ম ফুল = অ-স্থানে মূল্যবান বস্তু (মেথর পুত্র প্রকৌশলী গোবরে পদ্মফুল ফুটেছে
আট কপালে=হতভাগ্য (আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল)
তামার বিষ=অর্থের কুপ্রভাব (হঠাৎ বড়লোক কি না, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে)
গৌরচন্দ্রিকা= ভূমিকা (অনেক তাে গৌরচন্দ্রিকা করলে, এবার আসল কথাটা বলে ফেল তাে)
ঘোড়ারোগ= সাধ্যের অতিরিক্ত সাধ (ভাত জোটে না,বড়লোকের মেয়ে বিয়ে করতে চায় গরিবের ঘোড়ারোগ আর কি!)
অর্ধচন্দ্র= গলা ধাক্কা দেওয়া (বেয়াদব লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে মজলিস থেকে বিদায় করে দাও)
আট কপালে=হতভাগ্য (আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল)
তামার বিষ=অর্থের কুপ্রভাব (হঠাৎ বড়লোক কি না, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে)
গৌরচন্দ্রিকা= ভূমিকা (অনেক তাে গৌরচন্দ্রিকা করলে, এবার আসল কথাটা বলে ফেল তাে)
বকধার্মিক=ভণ্ড ধার্মিক (সমাজে বকধার্মিক লোকের অভাব নেই)
3. সন্ধি বিচ্ছেদ করুন:
ক) দুর্যোগ – দুঃ+যোগ
খ) গোষ্পদ – গো + পদ
গ) পুনরায় – পুনঃ+আয়
ঘ) শঙ্কা – শম+কা
ঙ) যাচ্ছেতাই – যা+ইচ্ছে+তাই
বিদ্যালয়= বিদ্যা + আলয়
গোষ্পদ=গো + পদ
পুনরায় =পুনঃ+আয়
শঙ্কা= শম+কা
যাচ্ছেতাই= যা + ইচ্ছা + তাই
প্রত্যুষ=প্রতি+ঊষ
গোষ্পদ=গো + পদ
পুনরায় =পুনঃ+আয়
শঙ্কা= শম+কা
দুর্লভ= দুঃ+লভ
4. বানান শুদ্ধি করুন:
ক) ভুমিস্ট = ভূমিষ্ঠ
খ) বুদ্ধীমতি = বুদ্ধিমতী
গ) মুলত = মূলত
ঘ) নিশব্দ = নিঃশব্দ
ঙ) কাণ্ডারি = কাণ্ডারী
তীগ্রী=ডিগ্রী
বুদ্ধীমতি=বুদ্ধিমতী
মুলত=মূলত
নিশব্দ=নিঃশব্দ
প্রনিত=প্রনীত
বিধানাবলী = বিধানাবলী
বুদ্ধীমতি=বুদ্ধিমতী
মুলত=মূলত
নিশব্দ=নিঃশব্দ
কান্ডারি= কান্ডারী
5. ইংরেজিতে অনুবাদ করুন:
ক) নাচতে না জানলে উঠান বাাঁকা= If you don’t know how to dance, the yard is crooked.
খ) আমার গরম লাগছে= I feel hot.
গ) সকাল থেকে বৃষ্টি হচ্ছে= It has been raining since morning.
ঘ) আমাদের গ্রামে দুইটি স্কুল আছে= There are two Schools in our Village.
ঙ) ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল= The patient had died before the doctor came.
ক) নাচতে না জানলে উঠান বাাঁকা= If you don’t know how to dance, the yard is crooked.
খ) সে কি আসবে না= Will he not come?
গ) সকাল থেকে বৃষ্টি হচ্ছে= It has been raining since morning
ঘ) আমাদের গ্রামে দুইটি স্কুল আছে= There are two Schools in our Village
ঙ) ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল= The patient had died before the doctor came
ক) অল্প বিদ্যা ভয়ংকরী= A little learning is a dangerous thing.
খ) আমার গরম লাগছে= I feel hot.
গ) সকাল থেকে বৃষ্টি হচ্ছে= It has been raining since morning.
ঘ) আমাদের গ্রামে দুইটি স্কুল আছে= There are two Schools in our Village.
ঙ) ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল= The patient had died before the doctor came.
6. নিচের Phrases/Idioms গুলোর অর্থসহ ইংরেজি বাক্য লিখুন:
a) At all= সম্পূর্ণরূপে
b) Get rid of=পরিত্রাণ পাওয়া
c) At sixes and Seven=বিশৃঙ্খলা অবস্থা
d) Blue blood=আভিজাত্য
e) By hook or by crook= যে ভাবেই হোক
a) At all= সম্পূর্ণরূপে
b) Get rid of=পরিত্রাণ পাওয়া
c) At sixes and Seven=বিশৃঙ্খলা অবস্থা
d) Blue blood=আভিজাত্য
e) By hook or by crook= যে ভাবেই হোক
a) Burning question=তীব্র বিতর্কের বিষয়
b) Get rid of=পরিত্রাণ পাওয়া
c) At sixes and Seven=বিশৃঙ্খলা অবস্থা
d) Bad blood=শত্রতা
e) By turns=গতি বদলানো
7. Fill in the gaps
a) Smoke is injurious ___ health. Ans: to
b) She lives —the USA Ans: in
c) He is ____ one eyed man Ans: a
d) She is very good _____ Mathematics. Ans: at
e) We should not deviate ____ the right path. Ans: From
a) He called ___ a doctor. Ans:in
b) She lives —the USA Ans:in
c) He is —one eyed man Ans:a
d) She is very good—-Mathematics Ans:in
e) We should not deviate ____ the right path. From
a)He is too weak—-walk. Ans: to
b)She lives —the USA. Ans: in
c) He is —one eyed man. Ans: an
d) She is very good—-Mathematics. Ans: at
e) We should not hanker——-wealth. Ans: After
8. Use Right Form of verbs in the following sentences:
a) What you (want) now. Ans: came
b) It is many years since I (come) to Dhaka. Ans: came
c) I saw him (go). Ans: Going
d) He will not go out if it (rain). Ans: Rains
e) He (leave) last night. Ans: Left
a) The man (come) home yesterday. Ans: came
b) It is many years since I (come) to Dhaka. Ans: came
c) I saw him (go) Ans: Going
d) He will not go out if it (rain). Ans: Rains
e) He (leave) last night. Ans: Left
a) Man is mortal (negative)=No man is immortal
b) Shut the door (passive)= Let the door be shut
c) I called him (Passive)=He was called by me
d) This sight is very beautiful (Exclamatory)=How beautiful the sight is!
e) He is the best boy (Comparative)=He is better than any other boy in the class
9. একজন দোকানদার একটি দিয়াশলাই বক্স ১.৫০ টাকায় ক্রয় করে, ২.০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? উত্তরঃ ৫০ টাকা
10. p-1/p=8 হলে প্রমাণ করুন যে, p2+1/p2=66
দেওয়া আছে,
p-1/p = 8
(p-1/p)2 = (8)2 [ উভয় পাশে বর্গ করে]
P2 – 2.p.1/p+ 1/p2 = 64
p2-1/p2= 64 + 2 = 66
11. উৎপাদকে বিশ্লেষণ কর:
x2 + 7x + 12
=x2+4x+3x+12
=x(x+4)+3(x+4)
=(x+4)(x+3)
12. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
ক. সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি
খ. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? ক্ষেত্রফল = দৈর্ঘ্য প্রস্থ
গ. ০.২২×০.০২ =? ০.০৪৪
ঘ. ১২০ ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত?=৬০ ডিগ্রি
ঙ. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে? = অতিভুজ
13. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
ক. বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম কী? = গণভবন
খ. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কী? = ভোলা
গ. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?=সোহরাওয়ার্দী উদ্যান
ঘ. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? =২রা মার্চ
ঙ. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত? =বঙ্গোপসাগরে অবস্থিত
চ. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? = নেপালের রাজধানী কাঠমান্ডু
ছ. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কী? =জো বাইডেন (সাম্প্রতিক)
জ. WHO-এর পূর্ণরুপ কী? = World Health Organization.
ঝ. অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে শপথ করে ? = ১০ এপ্রিল
ঞ. ‘ঐতিহাসিক ছয় দফা’ কত তারিখে ঘোষিত হয়? = ৭ জুন
ট. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?= ১০ জানুয়ারি
ঠ. শহীদ বুুদ্ধিজীবী দিবস কোন তারিখে পালিত হয়? ১৪ ডিসেম্বর
ড. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৪৫ সালে
ঢ. ‘বাঁশের কেল্লা’ কে নির্মাণ করেন? তিতুমীর
ণ. পদ্মা সেতুর দুই প্রান্তের জেলা দুইটির নাম লিখুন। মুন্সীগঞ্জ ও শরীয়তপুর
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন
- ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রস্তুতি ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার, সমাজকর্মীর পরীক্ষা সাজেশন
9. নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসেবে ২ কেজি সন্দেশ ক্রয় করলো । ভ্যাটের হার শতকরা ৪ টাকা হলে সে সন্দেশ ক্রয় বাবদ দোকানদারকে কত টাকা দিবে?
উত্তরঃ ৫২০ টাকা
10. p-1/p=8 হলে প্রমাণ করুন যে, p2+1/p2=66
উত্তরঃ
বামপক্ষ, p2+1/p2
= (p-1/p)2+2.p.1/p
=82+2
=64+2
=66
=ডানপক্ষ
∴ p2+1/p2=66 (প্রমাণিত)
11. দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি নির্ণয় করুন।
উত্তরঃ ৬০ও ৪০
12. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
ক. চতুর্ভূজের চার কোণের সমষ্টি কত?
উত্তরঃ ৩৬০ ডিগ্রি
খ. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
উত্তরঃ ½×ভূমি×উচ্চতা
গ. ০.০৩×০.০২ =?
উত্তরঃ ০.০০০৬
ঘ. ১০০ ডিগ্রি এর সম্পূরক মান কত?
উত্তরঃ ৮০ ডিগ্রি
ঙ. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?
উত্তরঃ অতিভুজ
13. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
ক. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
উত্তরঃ বঙ্গভবন
খ. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কী?
উত্তরঃ ভোলা
গ. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান
ঘ. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে?
উত্তরঃ ২রা মার্চ
ঙ. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত
চ. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নেপালের রাজধানী কাঠমান্ডু
ছ. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কী?
উত্তরঃ জো বাইডেন
জ. ILO-এর পূর্ণরুপ কী?
উত্তরঃ International Labour Organization
ঝ. অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে গঠিত হয়?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১।
ঞ. ‘ঐতিহাসিক ছয় দফা’ কত তারিখে ঘোষিত হয়?
উত্তরঃ ৭ জুন
ট. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তরঃ ১০ জানুয়ারি
ঠ. শহীদ বুুদ্ধিজীবী দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তরঃ ১৪ ডিসেম্বর
ড. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫ সালে
ঢ. ‘বাঁশের কেল্লা’ কে নির্মাণ করেন?
উত্তরঃ তিতুমীর
ণ. ‘উত্তরা গণভবন’ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ নাটোরে
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন
- ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রস্তুতি ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার, সমাজকর্মীর পরীক্ষা সাজেশন
1 thought on “DSS Exam Question Solution 2021।। Dss Exam Questions And Answers Pdf”