জীবনের শেষ ক্রিয়াকে বলে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত মানে শেষ, ইষ্টি মানে সংস্কার বা যজ্ঞ। অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে মৃত্যুর পরে মৃতদেহের শেষবারের মতো সংস্কারকার্য বা যজ্ঞ করা।
মৃত্যুর পরে সনাতন ধর্মাবলম্বীদের শবদাহ বা মৃতদেহ পোড়ানোর ধর্মীয় সংস্কার। সনাতন ধর্ম মতে, মৃত ব্যক্তি দেহ থেকে মুক্ত হয়ে চিরদিনের জন্য ঈশ্বরের সান্নিধ্যে চলে যান।
কিন্তু যে আত্মা দেহ থেকে চলে গিয়েছে, সেই দেহে এত দিন বাস করার পর, দেহটির প্রতি তার মোহ জন্মানো অসম্ভব নয়। আত্মা যদি দেহটি রক্ষিত দেখে, তবে আত্মার সেই দেহে আবার ধারণের আকাঙ্ক্ষা জন্মায়। এই আকাঙ্ক্ষা বা মোহ থেকে মুক্ত করার জন্যই দেহকে দাহ করার বিধান দেওয়া হয়েছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অগ্নিতে দেবতার নাম বলে কোনো কিছু আহুতি দিলে তা অগ্নিই দেবলোকে পৌঁছে দেবেন এ বিশ্বাস ছিল। দেহ থেকে আত্মা বের হয় মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে।
সেই আত্মাকে অগ্নিতে সমর্পণের অনুষ্ঠান হলো মুখাগ্নি। মুখাগ্নি করেই আত্মাকে দেবলোকে প্রেরণ করা হয় এবং তার পর শবদাহ করে পুনর্জন্মের আকাঙ্ক্ষা থেকে বিদেহী আত্মাকে মোহমুক্ত করা হয়। সাধু-সন্ন্যাসী, শিশু, সাপে কাটা ব্যক্তি এবং বিশেষ কোনো রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে জলসমাধি বা জলে ভাসিয়ে দেওয়া বা মৃৎসমাধি দেওয়ার রীতি আছে।
ইসলাম ধর্ম মতে, মৃতের গোসল, কাফন, জানাজার সালাত ও দাফন করা ফরজে কেফায়া। কারো মৃত্যুর সংবাদ শোনামাত্র ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বলার বিধান। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির হাত-পা সোজা করে চোখ-মুখ বন্ধ করে দেওয়া হয়। খাটিয়ার ওপর শুইয়ে সম্পূর্ণ শরীর চাদরে ঢেকে দিতে হবে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
মৃত ব্যক্তির গোসল দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম সেই ব্যক্তি হকদার, যার ব্যাপারে মৃত ব্যক্তি অসিয়ত করে গেছেন। তারপর তাঁর পিতা। তারপর অপরাপর নিকটাত্মীয়। আর নারীর গোসলে প্রথম হকদার হলো তাঁর অসিয়তকৃত নারী। তারপর তাঁর মা। তারপর তাঁর মেয়ে। তারপর অন্যান্য নিকটাত্মীয় নারীরা।
মৃত ব্যক্তি নারী হোক বা পুরুষ, তার বয়স যদি সাত বছরের কম হয়, তবে যেকোনো পুরুষ বা নারী তার গোসল দিতে পারবেন। দাফন সম্পন্ন হওয়ার পর কিছুক্ষণ কবরের পাশে থেকে মৃতের জন্য দোয়া করা মুস্তাহাব।
বৌদ্ধ ধর্মে মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের মতো দাহ এবং খ্রিস্ট ধর্মে সমাহিত করার বিধান আছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- কিং কোড কি?
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ