HSC- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৪র্থ অধ্যায় অংশীদারি ব্যবসায় বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর
১। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপ সাধনের বিধান রয়েছে— ক) ৪০ খ) ৪১ গ) ৪২ ঘ) ৪৪
২। অংশীদারি কারবারে সর্বাধিক সদস্য সংখ্যা— ক) ২০ খ) ৩০ গ) ১০ ঘ) ৫০
৩। নাবালক অংশীদার সম্পর্কিত নিয়ম-কানুন ১৯৩২ সালের অংশীদারি আইনের যে ধারায় বর্ণিত আছে, তা হলো— ক) ১০ খ) ১৫ গ) ১৮ ঘ) ৩০
৪। ‘চূড়ান্ত সদ্বিশ্বাস’ কথাটি যে ক্ষেত্রে প্রয়োজ্য— ক) অংশীদারি কারবার খ) যৌথ মূলধনী কম্পানি গ) সমবায় সমিতি ঘ) রাষ্ট্রীয় কারবার
৫। ১৯৩২ সালের অংশীদার আইন অনুযায়ী অংশীদারি হচ্ছে— ক) ব্যক্তি ও ফার্মের মাঝে সম্পর্ক খ) ব্যক্তি ও কারবারের মাঝে সম্পর্ক গ) ব্যক্তি ও সংগঠনের মাঝে সম্পর্ক ঘ) ব্যক্তির মাঝে সম্পর্ক
৬। অংশীদার হিসেবে নাবালকের দায় হচ্ছে— ক) ক্ষেত্রবিশেষে অসীম খ) অসীম গ) সীমাবদ্ধ ঘ) ক্ষেত্রবিশেষে সীমাবদ্ধ
৭। কোন শর্ত সাপেক্ষে একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ফার্মের অংশীদার বানানো যায়? ক) মুনাফা প্রদানের শর্তে খ) দায় গ্রহণের শর্তে গ) সুনামের শর্তে ঘ) মূলধন সরবরাহের শর্তে
৮। ব্যাংকিংয়ের ক্ষেত্রে অংশীদারি কারবার গঠন করতে হলে সর্বোচ্চ কতজন সদস্য নেওয়া যায়? ক) ১০ জন খ) ২০ জন গ) ২২ জন ঘ) ২৫ জন
৯। নিচের কোন বিবরণটি সত্য?
ক) একটি প্রাইভেট লিমিটেড কম্পানি ও একটি লিমিডেট পার্টনারশিপ ফার্মের মধ্যে কোনো তফাত নেই
খ) একটি লিমিটেড পার্টনারশিপ ফার্মের আলাদা আইনগত সত্তা থাকতে পারে
গ) নিয়মতান্ত্রিক সমবায় সমিতিগুলো নগদ লেনদেনের ভিত্তিতে কারবার পরিচালনা করে থাকে
ঘ) একটি প্রাইভেট লিমিটেড কম্পানিতে শেয়ারহোলডারের সংখ্যা সর্বাধিক ২০ জন
১০। একটি আদর্শ অংশীদারি ব্যবসায় নিম্নের কোন শর্তটি পূরণ করবে?
ক) অংশীদাররা একই এলাকা ও অঞ্চলের হবে
খ) অংশীদাররা সঠিকভাবে তাদের আয়কর পরিশোধ করবে
গ) তারা অবশ্যই বিশ্বস্ত লোক হবে
ঘ) অংশীদারদের সাধারণ উদ্দেশ্য থাকবে এবং একে অন্যকে বিশ্বাস করবে
১১। কোনো অংশীদারি ব্যবসায়ে যৌথ মূলধনী কম্পানি কি অংশীদার হতে পারে?
ক) অংশীদার হতে পারে খ) অংশীদার হতে পারে না গ) পরিমিত অংশীদার হতে পারে ঘ) কোনোটিই নয়
১২। অংশীদারি দলিলে উল্লেখ না থাকলে অংশীদাররা তাদের ফার্মকে প্রদত্ত ঋণের ওপর কত হারে সুদ পাবে
ক) ৭% খ) ৮% গ) ৯% ঘ) কোনোটিই নয় ১৩। অংশীদার হিসেবে নাবালকের দায় হচ্ছে— ক) সীমাবদ্ধ খ) অসীম গ) কোনো বিশেষ অসীম ঘ) কোনোটিই নয়
১৪। অংশীদারির ভিত্তি কী? ক) চুক্তি খ) পদ মর্যাদা গ) পুঁজি ঘ) কোনোটিই নয়
১৫। অংশীদারি ব্যবসায়ে কারা অংশীদার হতে পারে না? ক) নাবালক খ) পাগল গ) সরকারি চাকরিরত ব্যক্তি ঘ) সবগুলোই সঠিক
১৬। অংশীদারি ব্যবসায়ে একজন ‘আপাতদৃষ্টিতে অংশীদার’—
ক) ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে জড়িত থাকে খ) ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না
গ) অংশীদারদের পক্ষ থেকে চুক্তিতে আবদ্ধ হতে পারে ঘ) ওপরের কোনোটিই প্রয়োজ্য নয়
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৭। একটি অংশীদারি ব্যাংকিং প্রতিষ্ঠানের সর্বোচ্চ অংশীদারের সংখ্যা হচ্ছে— ক) ৭ জন খ) ১৫ জন গ) ২০ জন ঘ) কোনোটিই নয়
১৮। বাংলাদেশে অংশীদারি ব্যবসায় নিয়ন্ত্রিত হয়—
ক) ১৯১৩ সালের অংশীদারি আইন দ্বারা খ) ১৯৩২ সালের অংশীদারি আইন দ্বারা গ) ১৯৭২ সালের অংশীদারি আইন দ্বারা ঘ) কোনোটিই নয়
১৯। কোন অংশীদারি কারবারে যৌথ মূলধনী কম্পানি কি অংশীদার হতে পারে?
ক) অংশীদার হতে পারে না খ) পরিমিত অংশীদার হতে পারে গ) অংশীদার হতে পারে ঘ) ওপরের কোনোটিই নয়
২০। বাংলাদেশে কত সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি কারবারসমূহ পরিচালিত হয়?
ক) ১৯১৩ খ) ১৯৯৪ গ) ১৯৩২ ঘ) ১৯১৭
২১। ‘চূড়ান্ত সদ্বিশ্বাস’ কথাটি যে ক্ষেত্রে প্রযোজ্য—
ক) অংশীদারি কারবার খ) যৌথ মূলধনী কম্পানি গ) সমবায় সমিতি ঘ) রাষ্ট্রীয় কারবার
২২। হাসান ও হোসেন দুজনে মিলে একটি অংশীদারি কারবার গঠন করেছে। তারা তৃতীয় একটি পক্ষের নিকট ইমরানকে অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয়; যদিও সে অংশীদার নয়। ইমরান এ ক্ষেত্রে মৌনতা অবলম্বন করে। এ ক্ষেত্রে ইমরানকে কী ধরনের অংশীদার বলা যাবে?
ক) ঘুমন্ত অংশীদার খ) নামমাত্র অংশীদার গ) আচরণে অনুমতি অংশীদার ঘ) প্রতিবন্ধ অংশীদার
২৩। অংশীদারি কারবারের প্রধান ভিত্তি হলো—
ক) অংশীদারি চুক্তি খ) পারস্পরিক শ্রদ্ধা গ) সমপরিমাণ মূলধন সরবরাহ ঘ) পারস্পরিক সদ্বিশ্বাস
২৪। ‘চূড়ান্ত সদ্বিশ্বাস’ কথাটি কোন ধরনের কারবারের ক্ষেত্রে সর্বাধিক প্রযোজ্য?
ক) এক মালিকি কারবার খ) অংশীদারি কারবার গ) রাষ্ট্রীয় কারবার ঘ) সমবায় সমিতি
২৫। একটি অংশীদারি ফার্ম অন্য একটি অংশীদারি ফার্মের সদস্য হতে পারে কি? ক) অংশীদার হতে পারে খ) অংশীদার হতে পারে না গ) পরিমিত অংশীদার হতে পারে ঘ) শর্তসাপেক্ষ অংশীদার হতে পারে
২৬। অংশীদার হিসেবে নাবালকের দায় হচ্ছে— ক) সীমাবদ্ধ খ) ক্ষেত্রবিশেষে সীমাবদ্ধ গ) অসীম ঘ) ক্ষেত্রবিশেষে অসীম ২৭। অংশীদার কারবারের মূলভিত্তি কোনটি? ক) একাধিক অংশীদার খ) চুক্তি গ) অসীম দায় ঘ) যৌথ সিদ্ধান্ত গ্রহণ
২৮। অংশীদারি সংগঠনের প্রধান ভিত্তি হলো— ক) মূলধন খ) মানবসম্পদ গ) দক্ষ ব্যবস্থাপনা ঘ) চুক্তি ২৯। যে অংশীদার কারবারে শুধু মূলধন জোগান দেয়; কিন্তু কার্য পরিচালনায় অংশ নেয় না তাকে বলা হয়— ক) সক্রিয় অংশীদার খ) নামমাত্র অংশীদার গ) আপাতদৃষ্টিতে অংশীদার ঘ) নিষ্ক্রিয় অংশীদার
৩০। অংশীদারি কারবার সংগঠনের মূল ভিত্তি কোনটি? ক) সম্মতি খ) চুক্তি গ) নিবন্ধন ঘ) অংশীদারি আইন ৩১। কোন শর্তে একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ফার্মের অংশীদার বানানো যায়? ক) মুনাফা প্রদানের শর্তে খ) অতিরিক্ত বিনিয়োগের শর্তে গ) দায় গ্রহণের শর্তে ঘ) বাড়তি যোগ্যতার শর্তে
৩২। আইন অনুযায়ী অংশীদারদের ব্যক্তিগত সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ সর্বপ্রথম কাকে পরিশোধ করা হয়? ক) কর্মচারীদের বকেয়া বেতন খ) অংশীদারদের প্রদত্ত ঋণ গ) সব পাওনাদারকে সমান ঘ) তৃতীয় পক্ষের ঋণ ৩৩। অংশীদারি কারবারের অংশীদার হতে পারবে না— ক) নাবালক খ) সাবালক গ) অশিক্ষিত ঘ) মহিলা
৩৪। অংশীদারি সংগঠনের নামের আগে লিখতে হয়— ক) ব্রাদার্স খ) মেসার্স গ) লিমিটেড কম্পানি ঘ) কোনোটিই নয় ৩৫। চুক্তিতে অনুল্লেখ থাকলে কত হারে অংশীদারি কারবারের অংশীদারদের ঋণের ওপর সুদ ধার্য হবে? ক) ৭% হারে খ) ৬% হারে গ) ৯% হারে ঘ) ব্যাংক হারে
৩৬। অংশীদাররা তাদের কাজের জন্য দায়ী থাকেন— ক) এককভাবে খ) যৌথভাবে গ) একক ও যৌগভাবে ঘ) কোনোটিই নয়
৩৭। অংশীদারি কারবারের ভিত্তি হলো— ক) জন্মগত অধিকার খ) চুক্তি গ) আইনগত সত্তা ঘ) সমাজসেবা
৩৮। কোন ধরনের চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে লোকসান বণ্টিত হয়— ক) মূলধনের অনুপাতে খ) যোগ্যতা অনুসারে গ) সমানভাবে ঘ) আদালতের নির্দেশে
৩৯। চুক্তি অনুযায়ী লাভ-ক্ষতি বণ্টিত হয় কোন ব্যবসায়ে? ক) একমালিকানা খ) অংশীদারি গ) যৌথ মূলধনী ঘ) রাষ্ট্রীয় কারবারে
৪০। দায় সীমাহীন যে কারবারে— ক) অংশীদারি খ) যৌথ মূলধনী গ) রাষ্ট্রীয় ঘ) কম্পানির যৌথ উদ্যোগ
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৪১। অংশীদারি কারবারের ভিত্তি হচ্ছে— ক) নিবন্ধন খ) চুক্তি গ) মুনাফা অর্জন ঘ) স্মারকপত্র
৪২। কত সালের আইন দ্বারা বাংলাদেশে অংশীদারি কারবার নিয়ন্ত্রিত হয়? ক) ১৯৩২ খ) ১৮৩২ গ) ১৯৭২ ঘ) ১৯৯৪
৪৩। একটি অংশীদারি কারবার কি অন্য একটি অংশীদারি কারবারের অংশীদার হতে পারে?
ক) অংশীদার হতে পারে খ) সব সদস্যের অনুমতি নিয়ে অংশীদার হতে পারে গ) অংশীদার হতে পারে ঘ) সরকারের অনুমতি নিয়ে অংশীদার হতে পারে
৪৪। যে অংশীদার ব্যবসায়ে মূলধন জোগান দেয়; কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে বলে— ক) ঘুমন্ত অংশীদার খ) নামমাত্র অংশীদার গ) সীমিত অংশীদার ঘ) প্রতিবন্ধ অংশীদার
৪৫। অংশীদারি কারবারের অংশীদার হতে পারবে না— ক) কম্পানি খ) পুলিশ গ) পর্দানশিন মহিলা ঘ) উকিল
৪৬। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ না করে শুধু শ্রম ও মেধা বিনিয়োগ করে— ক) ডরমেন্ট পার্টনার খ) নামমাত্র অংশীদার গ) সাধারণ অংশীদার ঘ) ওয়াকিং পার্টনার
৪৭। অংশীদারি কারবারে অংশীদারদের দায়দায়িত্ব কেমন? ক) অসীম খ) সসীম গ) অপর্যাপ্ত ঘ) কোনোটিই নয়
৪৮। কোনো অংশীদার ব্যবসায়কে ঋণ প্রদান করলে তার ওপর সুদের হার কত হবে? ক) ৮% খ) ৫% গ) ৬% ঘ) ৪%
৪৯। অংশীদারি কারবারের প্রধান বৈশিষ্ট্য কী? ক) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খ) চুক্তিবদ্ধ সম্পর্ক গ) পারস্পরিক সমঝোতা ঘ) পারিবারিক সম্পর্ক
৫০। অংশীদারি কারবারের মুনাফা বণ্টন করতে হয়— ক) মূলধন অনুপাতে খ) চুক্তি অনুযায়ী গ) সমান হারে ঘ) কোনোটিই নয়
৫১। অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? ক) ৪ জন খ) ৭ জন গ) ২ জন ঘ) ১০ জন
৫২। অংশীদারি কারবারের মূল ভিত্তি হলো— ক) চুক্তি খ) নিবন্ধন গ) মুনাফা অর্জন ঘ) পরিমেল নিয়মাবলি
৫৩। অংশীদারি কারবারের চুক্তিতে ব্যবসার লাভ-লোকসানের অনুপাত উল্লেখ না থাকলে মুনাফা বণ্টন হয়— ক) সমানভাবে খ) মতামতের ওপর গ) অগ্রাধিকার ভিত্তিতে ঘ) মূলধন অনুযায়ী
৫৪। অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূলক— ক) সীমিত অংশীদারি কারবারের খ) ঐচ্ছিক অংশীদারি কারবারের গ) বিশেষ অংশীদারি কারবারের ঘ) সব অংশীদারি কারবারের ক্ষেত্রে
৫৫। বাংলাদেশে বহাল অংশীদারি কারবারের আইন অনুযায়ী এর নিবন্ধন— ক) বাধ্যতামূলক খ) বাধ্যতামূলক নহে গ) আইন দ্বারা নিয়ন্ত্রিত ঘ) সংসদ দ্বারা নিয়ন্ত্রিত
৫৬। হস্তান্তরযোগ্য দলিল আইন পাস হয়— ক) ১৮৮০ সাল খ) ১৮৮১ সাল গ) ১৮৮৩ সাল ঘ) ১৯৮১ সাল
৫৭। কিভাবে একটি অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটতে পারে— ক) সর্বসম্মতিক্রমে বিলোপ সাধন খ) আদালত কর্তৃক বিলোপ সাধন গ) বাধ্যতামূলক বিলোপ সাধন ঘ) ওপরের সবগুলো
৫৮। নিম্নলিখিত কোন ব্যক্তি অংশীদার হতে পারে? ক) যেকোনো নাবালক ব্যক্তি খ) পাগল বলে সাব্যস্ত ব্যক্তি গ) যেকোনো সাবালক ব্যক্তি ঘ) চুক্তি পালনে রাজি যেকোনো সাবালক ও সজ্ঞান ব্যক্তি
৫৯। কত সালের আইন দ্বারা বাংলাদেশে অংশীদারি কারবার নিয়ন্ত্রিত হয়? ক) ১৯১৩ খ) ১৯৩২ গ) ১৯৭২ ঘ) ১৯৯৪
৬০। অংশীদারি কারবারের মূল ভিত্তি হচ্ছে— ক) অংশীদার খ) উত্তরাধিকার গ) চুক্তি ঘ) প্রত্যয়পত্র
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. ঘ।
২৯. ঘ ৩০. খ ৩১. ক ৩২. ঘ ৩৩. ক ৩৪. খ ৩৫. খ ৩৬. গ ৩৭. খ ৩৮. গ ৩৯. খ ৪০. ক ৪১. খ ৪২. ক ৪৩. গ ৪৪. ক ৪৫. খ ৪৬. ঘ ৪৭. ক ৪৮. গ ৪৯. খ ৫০. খ ৫১. গ ৫২. ক ৫৩. ক ৫৪. ক ৫৫. খ ৫৬. খ ৫৭. ঘ ৫৮. ঘ ৫৯. খ ৬০. গ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
- ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ , degree 3rd year islamic studies 5th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন PDF Download
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 politics and citizenship solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week politics and citizenship solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 bangladesh and world identity solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 science solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week science solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 finance and banking solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 biology solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week biology solution 2022]