ঈদের সালাত ঘরে আদায় করার নিয়ম~~~~~ ঈদের দিন ঈদের সালাতের আগে অন্য কোন সালাত নেই
প্রথম রাকাত
➜ তাকবীরে তাহরীমা দিয়ে বুকে হাত বেঁধে সানা পড়বেন
➜ সানা শেষে এরপর অতিরিক্ত ৭টি তাকবীর দিবেন এবং এই সময় রাফউল ইয়াদাইন ও হাত বুকে বাঁধবেন (অর্থাৎ হাত ছেড়ে রাখবেন না প্রতি তাকবিরের মধ্যে)।
➜ এরপর সূরা ফাতিহার সাথে সূরা “আলা” বা সূরা “কাফ” অথবা অন্য যে কোন একটি সূরা বা সূরার অংশবিশেষ পড়বেন
➜ স্বাভাবিক রুকু ও সিজদার সাথে প্রথম রাকাত শেষ করবেন।
দ্বিতীয় রাকাত
➜ দ্বিতীয় রাকাতে তাকবীর দিয়ে উঠে দাঁড়ানোর পর আবারো অতিরিক্ত ৫টি তাকবীর দিবেন এবং এই সময়ও রাফউল ইয়াদাইন ও হাত বুকে বাঁধবেন।
➜ এরপর সূরা ফাতিহার সাথে সূরা “কামার” বা “গাশিয়া” অথবা অন্য কোন একটি সূরা বা সূরার অংশবিশেষ পড়বেন
➜ স্বাভাবিক রুকু সিজদা এবং সবশেষে সালামের মাধ্যমে সালাত শেষ করবেন
অতিরিক্ত তাকবীর সমূহ বলতে ভুলে গেলে বা গণনায় ভুল হলে তা পুনরায় বলা বা সাহু সিজদার প্রয়োজন নেই
পরিবারের সকলে মিলে একসাথে জামাতে সালাত আদায় করুন ও ঈদের সালাত বাসায় আদায় করলে এতে কোন খুৎবা নেই।
➜ দেখুনঃ বুখারী ৯৮৭, ইবনে মাজাহ ১২৭৭
- চক্রবৃদ্ধিকরণ ও বাট্টাকরণ মধ্যে পার্থক্য
- কার্যকর সুদের হার নির্ধারণের উপায় উপাদান সমূহ লেখ
- সুদের হার অর্থকে তার সময় মূল্য দেয় ব্যাখ্যা কর
- বার্ষিক বৃত্তি Annuity উপাদান বা বৈশিষ্ট্য কী কী?
- বিজনেস ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য আলোচনা