hsc ডিপ্লোমা ইন কমার্স ১১শ শ্রেণির হিসাব বিজ্ঞান ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, সমন্বয় জাবেদা দাখিলা বলতে কি বুঝ?

শ্রেণি: HSC ইন কমার্স-2021 বিষয়: হিসাব বিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 1714
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

ক। সমন্ব য় জাবেদা দাখিলা বলতে কি বুঝ?

খ।নিন্মে ক্ত সমন্ব গুলোর জাবেদা দাখিলা দাও ।
১) সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে।
২) বেতন বকেয়া ৩,০০০ টাকা ।
৩) বিমা সেলামী অধিম প্রদত্ত হয়েছে ৫,০০০ টাকা ।
৪) কমিশন অর্জ ত হয়েছে ৭,০০০ টাকা, কিন্তু তা এখনও পাওয়া
যায়নি।
৫) বিজ্ঞাপন খরচ ৯,০০০ টাকা, যার ২/৩ অংশ বিলম্বিত করতে
হবে।
৬) যন্ত্রপাতির সংস্থাপন ব্যায় ২,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে।
৭) বিনা লাভে পণ্য বিতরণ ২,০০০/- টাকা।
৮) বিনা মূল্যে পণ্য বিতরন ৫০০০/- টাকা।
৯) মালিকের ব্যক্তিগত প্র য়োজনে উত্তোলন ২,০০০ টাকা।
১০) ক্যাশ বাক্স থেকে দুটি ১,০০০ টাকার নোট চুরি হয়েছে।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

ক) সমন্বয় জাবেদা দাখিলা বলতে কি বুঝ?

কোন নিদিষ্ট হিসাবকালের সাথে সংশ্লিষ্ট বকেয়া আয়-ব্যয়, অগ্রিম আয়-ব্যয় ও বাদ পড়া দফাগুলো হিসাবভুক্ত করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সমন্বয় দাখিলা বলে।

সমন্বয় দাখিলা দেয়া হয় হিসাবকাল শেষে।

হিসাবকাল বলতে সাধারণত ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর সময়কে বুঝায়।
মূলত একটি নিদিষ্ট হিসাবকালের সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য সমন্বয় দাখিলা দেওয়া হয়।

হিসাবকাল ধারনা, বকেয়াভিত্তিক হিসাববিজ্ঞান, আয় স্বীকৃত নীতি, মিলকরণ নীতির উপর ভিত্তি করে সমন্বয় দাখিলা দেওয়া হয়ে থাকে।
সমন্বয় দাখিলার প্রকারভেদ:
প্রধান বা মৌলিক সমন্বয় দাখিলা ৪ প্রকার।

যেমন:
১. বকেয়া খরচ / প্রদেয় খরচ (Accrued Expense / Expense Payable)
২. বকেয়া আয় / প্রাপ্য আয় ( Accrued Revenue / Revenue Receivable)

৩. অগ্রিম খরচ (Prepaid Expense)
৪. অগ্রিম আয় / অনুপার্জিত আয় ( Prepaid Revenue / Unearned Revenue)

সহায়ক আলোচনাঃ
সমন্বয় দাখিলা বলতেই মূলত বকেয়া ও অগ্রিম আয়-ব্যয়কে বুঝায়।
মূল ব্যপারটা বুঝতে পারলে সমন্বয় জাবেদা একেবারেই easy.
১.যা পাবো, তা সম্পদ মানে dr।
২.যা দিতে হবে, তা দায় মানে cr।

যেমন:

বকেয়া খরচ।
খরচ বকেয়া আছে, দিতে হবে বলে তা দায়, মানে cr।
সুতরাং বকেয়া খরচ cr আর অন্য দিকে খরচ হবে dr.

বকেয়া আয়।
আয় বকেয়া আছে, পাবো বলে তা সম্পদ, মানে dr।
সুতরাং বকেয়া আয় dr আর অন্য দিকে আয় হবে cr.

অগ্রিম খরচ।
খরচ অগ্রিম প্রদান করা হয়েছে, পাবো বলে তা সম্পদ, মানে dr।
সুতরাং অগ্রিম খরচ dr আর অন্য দিকে খরচ হবে cr.

অগ্রিম আয়।
আয়ের টাকা অগ্রিম পেয়েছি, দিতে হবে বলে তা দায়, মানে cr।
সুতরাং অগ্রিম আয় cr আর অন্য দিকে আয় হবে dr.

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ ) নিজের শিক্ষকের সাহায্য নিয়ে করার অনুরোধ থাকলো

খ ) নিজের শিক্ষকের সাহায্য নিয়ে করার অনুরোধ থাকলো

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment