শ্রেণি: ১০ম/ ssc/ উন্মুক্ত-2021 বিষয়: পৌরনীতি ও নাগরিকতা এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 08 বিষয় কোডঃ 2672 |
বিভাগ: মানবিক শাখা |
এসাইনমেন্ট শিরোনামঃ বঙ্গবন্ধু প্রদত্ত ছয়দফা প্রস্তাব উল্লেখপূর্বক বাঙালির স্বাধীনতা সংগ্রামে ছয়দফার গুরুত্ব তুলে ধরুন।
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
বাঙালি জনগোষ্ঠীকে পশ্চিম পাকিস্তানের শাসন-শোষণ নিপীড়ন থেকে রক্ষা করতে নন্দিত জননেতা শেখ
মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব উত্থাপন করেন। পশ্চিম পাকিস্তানের লাহোরে ১৯৬৬ সালের ৫-৬
ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিরোধী দলের এক কনভেনশনে শেখ মুজিবুর রহমান এ প্রস্তাব পেশ করেন। ছয় দফা প্রস্তাবকে বঙ্গবন্ধু
‘বাঙ্গালির মুক্তিসনদ’ হিসাবে আখ্যায়িত করেন।
ছয় দফা প্রস্তাব
১। লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের রাষ্ট্রকাঠামো হবে যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। সরকার হবে সংসদীয় ধরনের।
প্রদেশগুলো পূর্ণ স্বায়ত্ত্বশাসন ভোগ করবে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে গঠিত আইন সভা বা পার্লামেন্ট হবে
সার্বভৌম।
২। যুক্তরাষ্ট্রীয় বা কেন্দ্রিয় সরকারের হাতে থাকবে কেবল দেশরক্ষা ও পররাষ্ট্র।
৩। দেশের দুই অঞ্চলের জন্য দু’টি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে।
৪। সকল প্রকার ট্যাক্স, খাজনা ও কর ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হাতে থাকবে।
তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য আদায়কৃত অর্থের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রিয় সরকার পাবে।
৫। বৈদেশিক মুদ্রার ওপর প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্যের জন্য প্রদেশ
বা অঙ্গরাজ্যের সরকারগুলো অন্য রাষ্ট্রের সঙ্গে আলাপ-আলোচনা ও চুক্তি করতে পারবে।
৬। জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো ‘আধা-সামরিক বাহিনী’ বা ‘মিলিশিয়া’ রাখতে পারবে।
বঙ্গবন্ধুর ছয়দফা আন্দোলন
পূর্ব বাংলায়ও আওয়ামী লীগ ও শেখ মুজিব বিরোধীরা এ প্রস্তাবকে ‘ষড়যন্ত্র’ হিসাবে আখ্যায়িত করে প্রত্যাখান করেন।
কিন্তু শেখ মুজিব ছিলেন ছয় দফা প্রশ্নে অবিচল। তিনি সরাসরি ছয়দফা নিয়ে জনগণের দরবারে হাজির হলেন, তিনি ছয়
দফাকে ‘আমাদের বাঁচার দাবি’ হিসাবে আখ্যায়িত করেন। মার্চ মাসে তিনি আওয়ামী লীগের কাউন্সিল ডেকে ৬-দফা
কর্মসূচি অনুমোদন করিয়ে নেন। অর্থাৎ শেখ মুজিব এককভাবে ছয়দফা প্রস্তাব উত্থাপন করেন, পরবর্তীতে তিনি দলের
স্বীকৃতি আদায় করেন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ছয় দফার বিরুদ্ধে প্রতিক্রিয়া
ছয় দফার প্রশ্নে পাকিস্তানের শাসক চক্রের মনোভাব ছিলো অত্যন্ত নেতিবাচক। পাকিস্তানের দু’অংশেই প্রতিক্রিয়াশীল চক্র
ছয় দফার বিরুদ্ধে লাগাতার প্রচারণা চালিয়েছে। কেননা ছয় দফা পাকিস্তানের অভ্যন্তরীণ ঔপনিবেশিক শাসন কাঠামোর
মূলে আঘাত করে। আঞ্চলিক পূর্ণ স্বায়ত্তশাসন ও মুদ্রা পাচার রোধের বিষয়টি প্রাধান্য পাওয়ায় পশ্চিম পাকিস্তানী শাসক
চক্র দিশেহারা হয়ে পড়ে। লাহোরে ছয় দফা উত্থাপিত হবার পরদিনই পাকিস্তানের পত্র-পত্রিকায় শেখ মুজিবুর রহমানকে
‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দেয়া হয়। করাচীতে পূর্ব পাকিস্তানের আইন ও সংসদীয় মন্ত্রী আব্দুল হাই চৌধুরী ছয় দফাকে
‘রাষ্ট্রদ্রোহী তৎপরতা’ হিসাবে আখ্যায়িত করেন। প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান মন্তব্য করেছিলেন, ‘ছয় দফার পরিণতি
হবে গৃহযুদ্ধ’। তিনি সম্ভাব্য গৃহযুদ্ধ নিরসনে শেখ মুজিব ও তাঁর সমর্থকদের প্রতি অস্ত্রের ভাষা প্রয়োগের হুমকি দেন।
পাকিস্তানী শাসক চক্র ১৯৬৬ হতে ১৯৬৯ পর্যন্ত বেশির ভাগ সময়ই শেখ মুজিবকে কারাগারে আটক রাখে। ছয় দফার
পক্ষে প্রচার চালানোর জন্য আওয়ামী লীগে নেতা কর্মীদের উপর অত্যাচারের খড়গ নেমে আসে।
ছয় দফার গুরুত্ব
পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপটে ছয়দফার গুরুত্ব ছিল অপরিসীম। নিম্নে তা আলোচনা করা হল।
১। শোষণের বিরুদ্ধে প্রতিবাদ : ছয়দফা ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকারে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। শেখ মুজিবুর
রহমান নিজেই ছয় দফাকে ‘বাংলার কৃষক, মজুর, শ্রমিক, মধ্যবিত্ত তথা আপামর জনসাধারণের মুক্তির সনদ বলে
আখ্যা দিয়েছেন।
২। স্বায়ত্তশাসনের দাবি : ছয় দফা মূলত বাঙালির অধিকারের দাবি। বস্তুতপক্ষে, ছয় দফার মধ্যদিয়েই পূর্ব বাংলাকে
একটি পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করে অধিক স্বায়ত্তশাসন দাবি করা হয়েছিল।
৩। বাঙ্গালি জাতীয়তাবাদের বিকাশ : ছয় দফাকে কেন্দ্র করে বাঙ্গালি জাতীয়তাবাদের চরম বিকশ ঘটে।
জাতীয়তাবাদের বিকাশে কেবল ভাষা-সংস্কৃতিই ভূমিকা রাখে না। অর্থনৈতিক স্বার্থও জাতীয়তাবাদের বিকাশের
জন্য প্রয়োজনীয়। ছয় দফা ছিল বাঙ্গালির অর্থনৈতিক স্বার্থকেন্দ্রিক।
৪। আওয়ামী লীগ ও শেখ মুজিবরের জনপ্রিয়তা বৃদ্ধি : বাঙ্গালির স্বার্থকে প্রাধান্য দিয়ে ছয় দফা প্রস্তাব উত্থাপন করায়
পূর্ব বাংলায় শেখ মুজিব ও আওয়ামী লীগের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক তালুকদার
মনিরুজ্জামানের মতে, ছয় দফাকে কেন্দ্র করে বাঙ্গালি জাতীয়তাবাদের ‘র্যাডিক্যাল’ আন্দোলন শেখ মুজিবের হাতে
অর্পিত হয়।
৫। ১৯৭০ এর নির্বাচনে বিজয় : বঙ্গবন্ধু নির্বাচনী প্রচারে ১৯৭০ এর নির্বাচনকে ছয় দফা প্রশ্নে ‘গণভোট’ বলে
আখ্যায়িত করেছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ ছয় দফা প্রস্তাবকেই সর্বাধিক গুরুত্ব দেয়। ছয় দফা ও বঙ্গবন্ধুর
ভাবমূর্তিকে কেন্দ্র করে আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু ১৯৬৬ সালে ছয় দফা প্রস্তাব উত্থাপন করেন। ছয় দফা
বস্তুতপক্ষে বাঙ্গালির মুক্তি সনদ। এ কারণে ছয়দফাকে ব্রিটিশ ’ম্যাগনা কার্টা’র সঙ্গে তুলনা করা হয়। পাকিস্তানী শাসক
চক্র ছয় দফার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেও বাঙালি জনগোষ্ঠী ছয় দফা প্রশ্নে শেখ মুজিবের নেতৃত্বে ঐক্যবদ্ধ
আন্দোলন গড়ে তোলে। বাংলার রাজনীতি সরব হয়ে ওঠে। বিক্ষুব্ধ এই রাজনীতিই পরে পাল্টে দেয় পূর্ববাংলার
রাজনৈতিক ইতিহাস।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- degree 3rd year psychology 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট NU Degree 1st Year Result
- ডিগ্রী ২য় বর্ষের সাজেশন pdf
- Degree 2nd year suggestion
- Degree 2nd Year Math 4th paper Suggestion