২০২১ সালের এসএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১০ম শ্রেণি পৌরনীতি ও নাগরিকতা ৩য় অ্যাসাইনমেন্ট সমাধান 2021, একজন সুনাগরিকের গুণাবলি উল্লেখপূর্বক নাগরিকের কর্তব্য ও কর্তব্যের শ্রেণিবিভাগ বর্ণণা করুন

শ্রেণি: ১০ম/ ssc/ উন্মুক্ত-2021 বিষয়: পৌরনীতি ও নাগরিকতা এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 03 বিষয় কোডঃ 2672
বিভাগ: মানবিক শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ একজন সুনাগরিকের গুণাবলি উল্লেখপূর্বক নাগরিকের কর্তব্য ও কর্তব্যের শ্রেণিবিভাগ বর্ণণা করুন।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

সু শব্দের অর্থ হল ভালো বা আদর্শ। তাহলে সুনাগরিক মানে হল আদর্শ নাগরিক। যেকোন রাষ্ট্রের উন্নতি ও সমৃদ্ধির জন্য সুনাগরিকের প্রয়োজনীয়তা অপরিহার্য। আবার এই সুনাগরিক গড়ে তোলাও রাষ্ট্রের দায়িত্ব। কেউ একজন খুব সহজে একটা রাষ্ট্রের নাগরিক হলেও কেবল সুনাগরিকই রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে। তাহলে প্রশ্ন হল সুনাগরিক কে বা কারা?

এ বিষয়েও বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন মত দিয়েছেন। অধ্যাপক ই, এম, হোয়াইট এর মতে ’সাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও নিষ্ঠা এ তিনটি গুন যদি কোন নাগরিকের থাকে তাহলে সে-ই সুনাগরিক। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর বক্তব্যে নাগরিকের অনেকগুলো গুণের উল্লেখ রয়েছে, তবে লর্ড ব্রাইস প্রদত্ত উপাদানগুলোই এ পর্যন্ত সবেচেয়ে গ্রহণযোগ্য।

তিনি মনে করেন কোন নাগরিক সুনাগরিক হিসেবে পরিগণিত হবে যদি তিনটি গুণ যথা- (১) বুদ্ধি (২) আত্নসংযম (৩) বিবেক থাকে।

এখন তিনটি গুণ সম্পর্কে সংক্ষেপে জানা যাক

১. বুদ্ধি : বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। এটি সুনাগরিকের প্রথম ও প্রধান গুন। নাগরিক হিসেবে প্রত্যেকেরই রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য থাকে। আধুনিক রাষ্ট্র নাগরিকদের অনেক সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। একজন সচেতন ও বুদ্ধিমান নাগরিক এইসব সেবাগুলো কি, কোথা থেকে পাওয়া যায় ও কিভাবে পাওয়া যায় তা ভালোভাবে জানে। তাছাড়া রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও অনেক জ্ঞান রাখে যা তাকে রাষ্ট্রের প্রতি অনুগত করতে সাহায্য করে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা প্রত্যেক নাগরিকের অপরিহার্য কর্তব্য। তাছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সুন্দরভাবে পালনের জন্যও একজন নাগরিককে প্রথমত বুদ্ধিমান হওয়া প্রয়োজন।

২. আত্নসংযম : ব্যক্তিস্বার্থ ত্যাগ করা ও অন্যের মতামতের প্রতি সহিষ্নুতাই হলো আত্নসংযম। আত্নসংযম ছাড়া কেউ সুনাগরিক হতে পারে না। এটি নাগরিককে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল করে। অনেক ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থে কাজ করতে উৎসাহ যোগায়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আত্নসংযম অপরিহার্য। অন্যকে মত প্রকাশের সুযোগ দেয়ার মধ্য দিয়ে প্রকৃত গণতান্ত্রিক চেতনার প্রকাশ ঘটে। গণতান্ত্রিক ব্যবস্থা সচল রাখতে হলে বিরোধী দল, সংখ্যালঘু ও সুবিধাবঞ্চিত সকল গোষ্ঠীর মতামত এর প্রতি শ্রদ্ধাশীল ও সহমর্মি হতে হয়। আত্নসংযমের অভাবে জাতীয় নির্বাচনে সহিংসতা ঘটতে দেখা যায়। অর্থাৎ নাগরিকের আত্নসংযমের অভাবে একটি রাষ্ট্রের নিরাপত্তা ও জানমালের অনেক ক্ষতি হয়। তাই আত্নসংযমী হয়ে কোন নাগরিক জীবনে সমৃদ্ধি, কল্যাণ ও সুনাম বয়ে নিয়ে আসে, তেমনি জাতির জীবনে আসে সফলতা। তাই সুনাগরিক হওয়ার জন্য তাকে অবশ্যই আত্নসংযমী হতে হবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৩. বিবেক : বিবেক আছে বলেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তবে সকল মানুষের বিবেক এক রকমভাবে কাজ করে না। এটি স্বকীয় ও মৌলিক একটি সত্তা। এই বিবেকই মানুষকে ভাল-মন্দের মাঝে পার্থক্য করতে শেখায়। অর্থাৎ বিবেকসম্পন্ন মানুষ সাধারণত অন্যের ক্ষতি না করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধনে কাজ করে। অন্যদিকে বিবেকহীন মানুষ অপরের ভালমন্দ চিন্তা না কওে নিজ স্বার্থে লিপ্ত থাকে। সুনাগরিক সবসময় নিজের বিবেক বুদ্ধি দিয়ে

তার দায়িত্ব ও কর্তব্য পালন করে। বিবেক পথ প্রদর্শকের ন্যায় ব্যক্তির জীবনকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। চলার পথে সব সময় হয়তো অগ্রজদের নির্দেশনা পাওয়া সম্ভব হয় না, সেসব ক্ষেত্রে নিজের বিবেক অনুযায়ী কাজ করা উচিত।

লর্ড ব্রাইস প্রদত্ত তিনটি গুণাবলি সুনাগরিকের জন্য অবশ্যম্ভাবী। এছাড়াও আরও কিছু গুনাবলি থাকা উচিত। যেমনবড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, কাউকে ঘৃনা না করা, হিংসা না করা, অপরের ক্ষতি চিন্তা না করা, শিক্ষিত ও সংস্কৃতিবান হওয়া, ব্যক্তিস্বাধীনতা ও জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য সচেতন থাকা, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার প্রতি অনুরাগী হওয়া, সাধারণ জ্ঞান, প্রজ্ঞার অধিকারী হওয়া। নিজ সমাজ ও রাষ্ট্রের প্রতি অনুগত থাকাও সুনাগরিকের গুণ।

কর্তব্য হল এক ধরনের দায়িত্ববোধ। রাষ্ট্র নাগরিকদের অনেক সুযোগ সুবিধা প্রদান করে থাকে। নাগরিকগণও সেগুলো তার অধিকার হিসেবে ভোগ করে। রাষ্ট্র ও নাগরিক নিবিড়ভাবে সম্পর্কিত। ফলে রাষ্ট্র যেমন নাগরিকদের অধিকার দিয়ে থাকে তেমনি নাগরিকদের রাষ্ট্রকে দেয়ার মতো অনেক কিছু থাকে। আইন মেনে চলা, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করা ও আনুগত্য প্রকাশ করা, নিয়মিত কর প্রদান করা ইত্যাদি। রাষ্ট্রে এ ধরনের দায়িত্ব পালন করাই হল নাগরিকের কর্তব্য।

আদর্শ, সুন্দর, সভ্য ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নাগরিকদের অবশ্যই এসব কর্তব্য পালন করতে হয়। যেমন-নাগরিকগণ যদি নিয়মতি কর পরিশোধ না করে তবে রাষ্ট্র নাগরিকদের জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য, শিক্ষার মতো সুযোগ-সুবিধা দিতে পারবে না, ফলে বিশৃঙ্খলা দেখা দিবে। এমনি করে অন্যান্য কর্তব্যও যদি নাগরিকগণ পালন না করে তবে পুরো রাষ্ট্রযন্ত্রই বিকল হয়ে যাবে। তাই প্রত্যেক নাগরিকের উচিত তার নিজ কর্তব্য পালন করা। তাই হয়তো অধ্যাপক এইচ, জে, লাস্কি বলেন, “আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরের অযৌক্তিক ও অন্যায়ভাবে আক্রমণ না করার কর্তব্য নিহিত”।

নাগরিক কর্তব্যের শ্রেণিবিভাগ

কর্তব্যকে বেশ কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন- (১) সামাজিক কর্তব্য (২) রাজনৈতিক কর্তব্য (৩) অর্থনৈতিক কর্তব্য (৪) নৈতিক কর্তব্য (৫) আইনগত কর্তব্য

১) সামাজিক কর্তব্য মানুষ সমাজে বাস করে। মানুষ সমাজেই জন্ম গ্রহণ করে, সমাজেই লালিত পালিত হয় এবং সমাজেই মৃত্যুবরণ করে। তাই সমাজকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার কর্তব্য মানুষের। সামাজিক সম্প্রীতি, সংঘ গড়ে তোলা, তা পরিচালনা করা, সমাজিক আচার-অনুষ্ঠানে অংশ গ্রহণ করা, সন্তান-সন্ততিকে শিক্ষিত করে গড়ে তোলা, তাদের মধ্যে আদব-কায়দা, সম্মান ও শ্রদ্ধাবোধ তৈরি করা নাগরিকের সামাজিক কর্তব্য। সামাজিক কর্তব্য হল অন্য সকল কর্তব্যের ভিত্তি। এ কর্তব্য পালনের মধ্য দিয়েই তৈরি হয় সুনাগরিক।

২) রাজনৈতিক কর্তব্য রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। অর্থাৎ মানুষ যেমন কিছু রাজনৈতিক অধিকার ভোগ করে তেমনি তাদের রাজনৈতিক কিছু দায়িত্ব-কর্তব্য রয়েছে। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, আইন মেনে চলা, স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকান্ডে অংশগ্রহণ করা, সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচনে সহায়তা করা, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাড়া দেয়া ইত্যাদি।

৩) অর্থনৈতিক কর্তব্য নাগরিকগণ কিছু অর্থনৈতিক কর্তব্যও পালন করে থাকে। জীবন-জীবিকা ও রাষ্ট্রীয় সমৃদ্ধির জন্য এসব কর্তব্য পালন করতে হয়। যেমন-নিয়মিত খাজনা ও কর প্রদান, রাষ্টীয় ও ব্যক্তিগত উৎপাদন কাজে অংশ গ্রহণ। ব্যক্তিগত উৎপাদনে কেবল ব্যক্তিই লাভবান হয় না, রাষ্ট্রও অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করে।

৪) নৈতিক কর্তব্য এ কর্তব্য একান্তই নাগরিকের ব্যক্তিগত ও নৈতিক ব্যাপার। নিজের বিবেক থেকেই সমাজে বাস করতে গিয়ে এসব দায়িত্ব পালন করে থাকে। যেমন-দরিদ্রকে সাহায্য করা, অন্ধকে পথ দেখানো, প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা, অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করা প্রভৃতি।

৫) আইনগত কর্তব্য এ কর্তব্য নাগরিকের উপর রাষ্ট্র কর্তৃক আইন দ্বারা আরোপ করা হয়। যেমন-নিয়মিত করা দেয়া, জাতীয় দিবস উদযাপন, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা নাগরিকের আইনগত কর্তব্য। এ ধরনের কর্তব্য পালন না করলে রাষ্ট্র তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে।

পরিশেষে বলা যায় রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক আকার-পরিপূরক। রাষ্ট যেমন নাগরিকদের কিছু সুযোগ সৃষ্টি দিয়ে থাকে তেমনি নাগরিকদের রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ রয়েছে। একথায় নাগরিকতার কর্তব্য সঠিকভাবে পালন করলেই রাষ্ট্রের পক্ষে অধিকার বাস্তবায়ন সম্ভব।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

Leave a Comment