শ্রেণি: ১০ম/ ssc/ উন্মুক্ত-2021 বিষয়: পৌরনীতি ও নাগরিকতা এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 2672 |
বিভাগ: মানবিক শাখা |
এসাইনমেন্ট শিরোনামঃ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ বিস্তারিতভাবে। আলােচনা করুন।
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
রাষ্ট্রের উৎপত্তি কখন, কোথায় এবং কীভাবে হয়েছে সে সম্পর্কে সঠিক কোন ঐতিহাসিক দলিল বা প্রমাণ নেই। তাই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানীগণ অতীত ইতিহাস, সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলি পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ বা তত্ত্ব ব্যক্ত করেছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য মতবাদগুলো হচ্ছে: ১। ঐশ্বরিক বা বিধাতার সৃষ্টিমূলক মতবাদ ২। বল প্রয়োগ মতবাদ ৩। পিতৃতান্ত্রিক মতবাদ ৪। মাতৃতান্ত্রিক মতবাদ ৫। সামাজিক চুক্তি মতবাদ ৬। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ
১। ঐশ্বরিক বা বিধাতার সৃষ্টিমূলক মতবাদ : রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঈশ্বর বা বিধাতার সৃষ্টিমূলক মতবাদই সবচেয়ে প্রাচীন মতবাদ। এ মতবাদের মূল কথা হল ঈশ্বর বা বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন। রাষ্ট্রের রাজা বা শাসক বিধাতার প্রেরিত প্রতিনিধি। শাসক বিধাতার নির্দেশেই শাসন কাজ পরিচালনা করে থাকেন। তাই শাসকের আদেশ অমান্য করা রাষ্ট্রীয় অপরাধ। কেননা তাঁর আদেশ-নির্দেশ স্বয়ং বিধাতার কাছ থেকে প্রাপ্ত।
শাসকের আদেশ অমান্য করার অর্থ হল বিধাতাকে অমান্য করা। রাজা জনগণের প্রতিনিধি নয় বরং ঈশ্বরের প্রতিনিধি। রাজা তাঁর কাজকর্মের জন্য জনগণের কাছে নয়, ঈশ্বরের কাছে দায়ী থাকবেন। এ মতবাদের সমর্থক ছিলেন মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদ সেন্ট অগাস্টিন, সেন্ট টমাস এ কুইনাস, ফ্রান্সের রাজা চতুর্দশ লুই, ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এবং তাঁর পুত্র প্রথম চার্লস। সমালোচনা : আধুনিক যুগে গণতন্ত্র ও প্রগতির ধারায় ঐশ্বরিক বা বিধাতার সৃষ্টিমূলক মতবাদ প্রত্যাখ্যাত হয়েছে। সুতরাং, এ মতবাদ ভ্রান্ত, অচল, স্বৈরাচারী, অবিশ্বাস্য, অযৌক্তিক ও অনৈতিহাসিক।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২। বল প্রয়োগ মতবাদ : বল প্রয়োগ মতবাদের মূল বক্তব্য হলÑ বল প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং বলের দ্বারা রাষ্ট্র শাসিত হয়। মানুষ স্বভাবত কলহপ্রিয়, ক্ষমতালিপ্সু এবং কর্তৃত্বপরায়ণ। এ ভাবে ধীরে ধীরে গোত্র-গোত্রে, রাজায়-রাজায় বল প্রয়োগ করে একজন আরেকজনকে পরাজিত করে তাদের উপর কর্তৃত্ব করতে লাগল। বিজয়ীরা শাসক হল এবং পরাজিতরা সে শাসকের অধীনস্থ প্রজা হল।
এভাবে জোর যার মুল্লুক তার নীতির উপর ভিত্তি করে রাষ্ট্র নামক একটি সার্বভৌম প্রতিষ্ঠানের সৃষ্টি হয়। ডেভিড হিউম, জেংকস্, জেলেনিক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা এ মতবাদের সমর্থক। সমালোচনা : রাষ্ট্রের মত একটি মহৎ প্রতিষ্ঠান। বল প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হতে পারে না। সুতরাং এ মতবাদ অযৌক্তিক, মানবতা বিরোধী ও অবিশ্বাস্য।
৩। পিতৃতান্ত্রিক মতবাদ : পিতৃতান্ত্রিক মতবাদ অনুযায়ী রাষ্ট্র পিতৃতান্ত্রিক পরিবারের একটি স্বাভাবিক সম্প্রসারণ। অর্থাৎ পিতৃতান্ত্রিক পরিবারের ক্রমাগত সম্প্রসারণই রাষ্ট্র। বয়োজ্যেষ্ঠ পুরুষ প্রধানের বংশের দিক হতে পরিবারের অন্যান্য সদস্যদের বংশ গণনা করা হত। এভাবে পরিবার সম্প্রসারিত হয়ে বহু পরিবারের সৃষ্টি করে এবং উপজাতিতে পরিণত হয়। এ উপজাতির প্রধান হন প্রথম পরিবারের যিনি প্রধান ছিলেন তিনি।
এভাবে কয়েকটি উপজাতি একত্রিত হয়ে একটি রাষ্ট্রের উৎপত্তি হয়। পিতৃতান্ত্রিক মতবাদের প্রবক্তা হলেন স্যার হেনরী মেইন, মরগান, জেংকস প্রমুখ চিন্তাবিদ। সমালোচনা : পিতৃতান্ত্রিক পরিবার মানব সমাজ বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু তাই বলে পিতৃতান্ত্রিক পরিবার যে রাষ্ট্র সৃষ্টির একমাত্র ও প্রধান উপাদান এ মতবাদের কোন ঐতিহাসিক প্রমাণ নেই।
৪। মাতৃতান্ত্রিক মতবাদ : মাতৃতান্ত্রিক মতবাদের মূল বিষয় হলÑ মাতৃপ্রধান পরিবার সম্প্রসারিত হয়ে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। আদিম সমাজে বিবাহ প্রথা ছিল না। কয়েকজন পুরুষ মিলে একজন নারীকে কেন্দ্র করে পরিবার গঠন করে। ঐ নারীরাই ছিল পরিবারের প্রধান।
একটি পরিবারে একাধিক পুরুষ থাকায় পুরুষের মাধ্যমে নয় বরং পরিবারের একমাত্র পরিচালক হওয়াতে মহিলার দিক থেকেই বংশ পরিচয় গণনা করা হত। এভাবে মাতৃতান্ত্রিক পরিবারগুলো সম্প্রসারিত হয়ে পরবর্তীতে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়। এমতবাদের সমর্থক ছিলেনÑ মর্গান, জেংকস, ম্যাকলিনান প্রমুখ চিন্তাবিদ। সমালোচনা : ইতিহাসে মাতৃতান্ত্রিক পরিবারের অস্তিত্ব পাওয়া যায় তবে মাতৃতান্ত্রিক পরিবারের সম্প্রসারণের ফলে রাষ্ট্র সৃষ্টি হয়েছে এরূপ কোন নজির নেই।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৫। সামাজিক চুক্তি মতবাদ : সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য হচ্ছে, জনগণের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি লাভের পূর্বে মানুষ ‘প্রকৃতির রাজ্য’ বসবাস করত এবং প্রাকৃতিক নিয়ম দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হত। প্রকৃতি রাজ্যে মানুষ প্রাকৃতিক অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করত। কিন্তু একসমযে প্রাকৃতিক আইনের কার্যকারিতা ও প্রাকৃতিক অধিকার ভোগ করা অনিশ্চিত ও অসম্ভব হয়ে পড়ে।
এরূপ অনিশ্চিত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ স্বেচ্ছায় ও সুচিন্তিতভাবে পরস্পর চুক্তি সম্পাদনের মাধ্যমে রাষ্ট্র গঠন করে। চুক্তির দ্বারা গঠিত রাষ্ট্র নামক রাজনৈতিক সংগঠনের হাতে মানুষ সমল ক্ষমতা ও প্রাকৃতিক অধিকার হস্তান্তর করে। বিপরীতে তারা সামাজিক অধিকার হস্তান্তর করে। বিপরীতে তারা সামাজিক অধিকার ও নিরাপত্তা লাভ করে। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাগণ চুক্তি তত্ত্বের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত পোষণ করলেও একটি বিষয়ে সকলে একমত যে, জনগণের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে।
এ মতবাদের সমর্থক হলেনÑ প্রাচীন গ্রীসের সোফিস্টগণ, গ্রিক চিন্তাবিদ প্লেটো, এরিস্টটল, রোমানচিন্তাবিদ পলিবিয়াস, ইংরেজ দার্শনিক টমাস হবস্, জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাঁক রুশো। সমালোচনা : মানুষের সহজাত প্রবৃত্তির জন্যই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে কোন চুক্তির মাধ্যমে নয়। স্যার হেনরি মেইন সামাজিক চুক্তি মতবাদকে ‘অসার’, টমাস হিল গ্রীন একে ‘উপন্যাস’; বেথাম একে ‘প্রমোদ ধ্বনি’ এবং ভলটেয়ার একে ‘বন্য’ বলে আখ্যায়িত করেছেন।
৬। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ : রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদসমূহের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদই গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানসম্মত। বর্তমান আধুনিককালে তাই এ মতবাদ সর্বজন স্বীকৃত। যদিও উপযুক্ত প্রমাণের অভাবে এখন পর্যন্ত রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে তা নির্ধারিত হয়নি তথাপি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ এ বিষয়ে একমত যে, রাষ্ট্র ধারাবাহিক বিবর্তনের মাধ্যমেই সৃষ্টি হয়েছে। রাষ্ট্র বিধাতা কর্তৃক হঠাৎ একদিনে সৃষ্টি হয় নি, এটি বল প্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয় নি; একটি মানুষর চুক্তিরও ফল নয়।
এ মতবাদের মূল কথা হল, মানব সমাজের ক্রমবিবর্তনের ফলেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। অধ্যাপক বার্জেস যথার্থই বলেছেন, “রাষ্ট্র মানব সমাজের ক্রমবিকাশের ফল।” কিন্তু কোন একক ঐতিহাসিক উপাদানের উপর ভিত্তি করে রাষ্ট্রের উৎপত্তি হয়নি বরং রক্তের সম্পর্ক, ধর্মের বন্ধন, যুদ্ধ-বিগ্রহ, অর্থনৈতিক প্রয়োজন রাজনৈতিক চেতনা ইত্যাদি উপাদানের কার্যকারিতার উপর ভিত্তি করেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এ মতবাদের অন্যান্য সমর্থকদের মধ্যে রয়েছে অধ্যাপক গার্নার, ম্যাকাইভার, লীকক্ প্রমুখ চিন্তাবিদ। তাই রাষ্ট্রের উৎপত্তি কোন আকস্মিক ঘটনা নয়। বরং বিবর্তনের মাধ্যমে বিভিন্ন উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- degree 3rd year psychology 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট NU Degree 1st Year Result
- ডিগ্রী ২য় বর্ষের সাজেশন pdf